প্রতিযোগিতা-৪৩||আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা।

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। প্রতিযোগিতা মানেই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির দারুন একটি আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার খুবই ভালো লাগে। আর এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু সত্যি দারুন ছিল। আসলে অনেক সময় আমাদের না বলা কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনা। আর দারুন এই প্রতিযোগিতাটি দেখে অনেক ভালো লেগেছে। বিশেষ করে নিজের সেই পুরনো অনুভূতি আর নিজের জীবনের কথাগুলো তুলে ধরতে সত্যি অনেক ভালো লাগে। তাই তো আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকের পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতার কথা জেনে আপনাদের ভালো লাগবে।


আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা:

laptop-2599500_1280.jpg

Source


কথায় আছে সময় নাকি মানুষকে বদলে দেয়। সময়ের সাথে সাথে আমরা মানুষ চিনতে শিখি। আর নিজেকে পরিপূর্ণরূপে গঠন করার পথে এগিয়ে যেতে শিখি। আমাদের প্রত্যেকের জীবনে আঘাত খুবই প্রয়োজনীয়। মাঝে মাঝে মনে হয় আঘাত থেকেই আমরা ঘুরে দাঁড়াতে শিখি। মাঝে মাঝে মনে হয় প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু আঘাত আছে যেগুলো মানুষকে সফলতার পথ দেখায়। হয়তো সেই আঘাতের মাধ্যমে আমরা নিজেকে নিজের মতো করে চিনতে শিখি। সেই সাথে নিজের অস্তিত্ব খুঁজে পেতে শিখি। হয়তো একটা সময় নিজের অস্তিত্ব হারাতে বসেছিলাম। হয়তো নিজেকে নিয়ে ভাববার মতো কিছুই ছিল না। পারিপার্শ্বিক অবস্থা এবং জীবনের বাস্তবতা সবকিছু যেন জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল। জীবনের শুরুটা যখন অনেক কষ্টের হয় তখন সেই কষ্ট থেকে ঘুরে দাঁড়ানো সত্যিই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। জীবনযুদ্ধে নেমে যেন হাঁপিয়ে উঠেছিলাম। বারবার খুঁজে বেড়াতাম কোন একটি ইনকামের পথ। কিন্তু বারবার ব্যর্থ হতাম। অনেক চড়াই উতরাই পেরিয়ে নিজের গ্রাজুয়েশন শেষ করি। এরপর ভর্তি হয়ে গেলাম মাস্টার্সে।


এরপর শুরু হয়ে গেল করোনা মহামারী। তখন একেবারে ঘর বন্দী হয়ে পড়লাম। আর সেই সাথে শুরু হয়ে গেল নিজের সাথে নিজের লড়াই। হয়তো বেঁচে থাকার লড়াই কিংবা নিজেকে বাঁচিয়ে রাখার লড়াই। একদিকে নিজের পড়াশোনা অন্যদিকে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। সবকিছু মিলে যখন আমি বেসামাল তখন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ছুটে চলে গেলাম ডক্টরের কাছে। ডক্টর জানালেন আমাকে দীর্ঘদিন মেডিসিন নিতে হবে। একদিকে করোনা কালীন সময় অন্যদিকে জীবনের সেই খারাপ পরিস্থিতি। তখন আমি বুঝতে পারছিলাম না কি করব। বাবা রিটায়ার্ড করেছে বেশ কয়েক বছর হয়ে গেছে। উনার কাছে অর্থ চাইবার মত অবস্থা আমার ছিল না। তবুও তিনি যতটুকু পেরেছেন আমাকে সাহায্য করেছেন। এরপর শুরু হয়ে গেল জীবনের কঠিন একটি লড়াই। যে লড়াই একজন মেয়েকে যেমন মানসিকভাবে আঘাত করে তেমনি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দেয়। ডক্টর জানালেন আমার নিজের শারীরিক সমস্যার কারণে আমি মা হতে পারছি না। আর এই ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার জন্য প্রতিমাসে মোটা অংকের টাকা খরচ হবে। যেটা বহন করা আমাদের দুজনের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। জীবনের খারাপ সময় গুলোতে কাছের মানুষরাও বদলে যেতে শুরু করে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম নিজে কিছু করব। ইউটিউবে কিংবা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে অনেক ধরনের কাজ দেখতাম। কিন্তু যখনই কোন কাজ করতে যেতাম তখনই দেখতাম সবকিছু কেন জানি এলোমেলো আর ধোঁয়াশার মত।


তবুও আমি হাল ছেড়ে দেইনি। এরপর হঠাৎ একদিন আমার পরিচিত এক বড় ভাইয়ের কাছে স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি। মনের মাঝে কৌতুহল তৈরি হয়। এরপর উনার মাধ্যমে আইডি খুলে ফেলি। প্রথম প্রথম কিছুই বুঝতাম না। কি করব ভেবে পেতাম না। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির শুরুর দিকে আমি এই কমিউনিটির সাথে যুক্ত হই। এরপর থেকেই আমার অনলাইন ইনকামের একটি পথ তৈরি হয়। শুরুর দিকে সেভাবে কিছুই বুঝতাম না। রাতে ঘুমের মাঝে হঠাৎ করে জেগে উঠেও দেখতাম কোন ভোট পড়েছে কিনা। ০.০২ ভোট পেলেও খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আর কেউ মন্তব্য করলে অনেক ভালো লাগতো। সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে। এরপর "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সম্মানিত এডমিন ও মডারেটরগণের সহায়তায় অনেক কিছু শিখেছি। অনেক কিছু বুঝতে পেরেছি। তাইতো নিজের ইনকামের অর্থগুলো সঠিকভাবে উত্তোলন করতে পেরেছি। প্রথমবার যখন টাকা উত্তোলন করেছিলাম তখন সত্যিই অনেক খুশি হয়েছিলাম। আসলে জীবনের প্রথম অনলাইন ইনকামের টাকা হাতে পাওয়া অনেক বেশি আনন্দের ছিল। তখন কেন জানি মনে হয়েছিল কাছের মানুষদের হাজার অবহেলার মাঝেও আমি কিছু করতে পেরেছি। নিজের যোগ্যতায় অর্থ উপার্জন করতে পেরেছি। সেদিন খুশিতে আমার দু চোখে জল চলে এসেছিল। হয়তো সেই খুশির মাঝেও হৃদয়ে অনেক অভিমান লুকিয়ে ছিল। কারণ পুরনো সেই আঘাতগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এরপর ধীরে ধীরে অনলাইন ইনকামের মাধ্যমে নিজের ট্রিটমেন্ট আবার কন্টিনিউ করি। গত বছর অর্থাৎ ২০২২ সালের ১১ই জুন আমি আবার ডক্টরের কাছে যাই। সেদিন ছিল "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্মদিন। এরপর শুরু হয়ে যায় আমার জীবনের নতুন যুদ্ধ। আর সেই যুদ্ধে আমার পাশে শুধু আমি একাই ছিলাম। একটি করে মাস শেষ হয় আর অপেক্ষায় থাকি এই বুঝি সুখবর পাবো। কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। সে অপেক্ষার প্রহর অনেক কষ্টের😔।


আমার জীবনের প্রথম অনলাইন ইনকামে গল্পটা হয়তো সবার থেকে আলাদা। প্রতিমাসে অনলাইন ইনকামের যে টাকাটা আমি পাই সেটা চিকিৎসার জন্য ব্যয় করতে শুরু করি। পাশাপাশি ছোট বোনের পড়াশোনার জন্য কিছু ব্যয় করি। ওই যে কোথায় আছে মধ্যবিত্ত মানুষের জীবন মানেই এক ধোঁয়াশার অন্ধকার। মধ্যবিত্ত মানুষের জীবন মানেই যেন হঠাৎ কোন কিছু পাওয়ার তীব্র আশা। তেমনি আমিও নতুন আশায় বাঁচতে শিখেছি। এই অনলাইন ইনকামের মাধ্যমে নতুন ভাবে নিজের অস্তিত্বকে খুঁজে পেতে শিখেছি। জানিনা নিজের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে কখনো মা ডাক শুনতে পারব কিনা। তবুও অবুঝ মন প্রতীক্ষায় থাকে। এভাবেই প্রতীক্ষায় কাটছে সময়। কাটছে দিন কিংবা মাস। তবে @rme দাদা আমাদেরকে অনলাইন থেকে অর্থ উপার্জনের সুযোগ দিয়েছেন বলেই আজও বেঁচে আছি। না হলে কোন এক ধোঁয়াশার অন্ধকারে হয়তো হারিয়ে যেতাম। কিংবা বাস্তবতার কষাঘাতে বিলীন হয়ে যেতাম। এজন্য দাদার প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আমার জীবনের প্রথম অনলাইন ইনকামের গল্পটি হয়তো সবার থেকে একেবারে আলাদা রকমের। কিন্তু আমার জীবনে এই অনলাইন ইনকামের টাকাটা আমার জীবন যুদ্ধের সঙ্গীর মতো। যতদিন এই জীবন প্রদীপ আছে ততদিন এই প্লাটফর্মের সাথে যুক্ত থাকব। হয়তো কোন একদিন কোন দমকা হাওয়ায় যদি জীবন প্রদীপ নিভে যায় সেদিন সবার কাছ থেকে হারিয়ে যাবো কিংবা বিলীন হয়ে যাবো।


আমার জীবনের প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। তবে এই লেখাগুলো লিখতে গিয়ে কখন জানি দুচোখের কোণে জল চলে এসেছে। হয়তো জীবনের বাস্তবতা নিয়ে লেখা অনেক কঠিন। আসলে বাস্তবতা নামক শব্দটাই যে অনেক কঠিন। সবশেষে একটি কথাই বলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার জীবন যুদ্ধে জয়ী হতে পারি। একজন নারীর জীবন তখনই পূর্ণতা পায় যখন সে মা হতে পারে। আমার এই অপূর্ণ জীবনে অনেক কষ্টের মাঝেও ক্ষুদ্র আশা নিয়ে আজও বেঁচে আছি। হয়তো সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই প্লাটফর্মে যুক্ত আছি বলে। আশা করছি আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা সবার ভালো লেগেছে। সবাই ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বলতে গেলে আপনি অনেকটাই যুদ্ধ করেছেন। আসলে জীবন চলার পথে কঠিন সময় গুলো আসবেই আর সেগুলোকে যেভাবেই হোক মোকাবেলা করতে হবে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন সৃষ্টিকর্তা অবশ্যই আপনার ডাকে সাড়া দিয়ে আপনার মনের ইচ্ছা গুলো পূরণ করবে। আর ইস্টিমিট প্ল্যাটফর্ম থেকে আপনি প্রথম অনলাইনে ইনকাম শুরু করেন আর সেই টাকা দিয়ে নিজের ঔষধ কেনা এবং ছোট বোনের লেখাপড়ার খরচ বহন করতেন। আপনার গল্পটা সবার চেয়ে আলাদা ছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার গল্পটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন ভাইয়া জীবনে চলার পথ অনেক কঠিন। আর সেই কঠিন পথ গুলো মোকাবেলা করা আরও বেশি কষ্টের। তবুও চলছে জীবন জীবনের মত। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতার গল্পটি পড়ে চোখে জল এসে গেল আপু। আপনি অনলাইনে ইনকামের জন্য একাই অনেক কিছু করেছেন। তবে আপনি এখন সফল হতে পেরেছেন এটা শুনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

আপু আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমার অনলাইন ইনকামের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

আপনার লেখাগুলো পড়ে চোখের কোণে জল চলে এলো আপু 🥲। কতটা স্ট্রাগল আপনি এখনও করছেন নিজের জীবনের সাথে! প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে মা ডাক শোনার, সেই স্বপ্নটা যেন পূরণ হয় সেই দোয়া করছি আপু 🌼। আমার বাংলা ব্লগ সবসময় আপনার পাশে থাকবে আশা করছি। আপনি আপনার মেধা ও শ্রম দিয়ে সেই শুরু থেকে কাজ করে যাচ্ছেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপু 🌼🤲

আসলে জীবনটা অনেক কঠিন। জীবনের বাস্তবতা গুলো আরো অনেক বেশি কঠিন। যাইহোক ভাইয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে নিজের অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। মানুষ আশা নিয়েই বেঁচে থাকে। আর আল্লাহ চাইলে সে আশা পূরণ হবেই। বেশ যুদ্ধ করছেন জীবনে । সফল হবেনই । তাই চেস্টা চালিয়ে যান। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

সত্যিই আপু মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। আল্লাহ চাইলে সব আশা পূর্ণ হবে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

আপু, আমার কাছেও মনে হচ্ছে আপনার প্রথম অনলাইনে ইনকাম করার অভিজ্ঞতাটা একদমই আলাদা। আর এই অভিজ্ঞতা কে সঙ্গে নিয়ে আপনি জীবন যুদ্ধে জয়ী হয়েছেন বলে আমি মনে করছি। কেননা অনেকেই আছে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের মত মাথা নত করে। তবে আপনি কিন্তু তা করেননি, বরং পরিশ্রমের মাধ্যমে, নিজের যোগ্যতায় আজ এ পর্যন্ত আসতে পেরেছেন। আর হ্যাঁ আপু, আপনি যেহেতু এখন পর্যন্ত ডাক্তারি চিকিৎসাধীন আছেন, সেহেতু মহান সৃষ্টিকর্তা অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ করবেন এই প্রত্যাশা করছি। আপনার প্রথম অনলাইনে ইনকামের অভিজ্ঞতাটুকু পড়ে খুব ভালো লাগলো আপু, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

মাঝে মাঝে জীবন যুদ্ধে জয়ী হওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। তবুও আমরা নতুন আশায় বাঁচার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

পোস্টটি খুব মনোযোগ সহকারে পড়ছিলাম আপু। সত্যি বলতে পোস্টটি পড়ে ভীষণ মর্মাহত হলাম। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে মা ডাক শোনার। মাতৃত্বের স্বাদ যে কি জিনিস,সেটা একমাত্র একজন মা বুঝতে পারে। আশা করি নিয়মিত চিকিৎসার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা আপনার মনের আশা কবুল করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

মাঝে মাঝে স্বপ্নগুলো হয়তো পূর্ণ হয় না। অপূর্ণ স্বপ্নগুলো আরও বেশি কষ্ট দেয়। তবুও সবাই নতুন আশায় বেঁচে থাকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

সত্যি বলছি আপু! আপনার পোস্টটি পড়ছিলাম আর আমার ভিতরটা যেন ভেঙে আসছিল। কারণ আপনার গল্পের মাঝে আমি আমার নিজেকে খুঁজে পেলাম। একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো একটি সন্তান। যাকে নিয়ে থাকে হাজারো কল্পনা। জানিনা সেই আশা আমার পূর্ণ হবে কিনা? তবে যতদিন জীবন আছে তত দিনের চেষ্টা করে যাবো। অবশ্য আমি সবকিছুতে সবার আগে আল্লাহর উপর ভরসা করি। তিনি চাইলে ১০০ বছর বয়সে মা হতে পারব। আশা করব নিরাশ হবেন না। আর প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

মাঝে মাঝে আমাদের জীবনের গল্প গুলো একই হয়ে যায়। যাইহোক আপু আপনি আমার পোস্ট পড়ে মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপু আপনার পোস্টটি পড়ে খুবই কস্ট লাগলো। কখনো ভেঙে পড়বেন না আপু, আল্লাহর উপর ভরসা করে থাকবেন।আল্লাহ আপনাকে নিরাশ করবেন না।আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতার পোস্টটি পড়ে আপনার ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম । আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।

অনেক সময় হতাশা যখন চলে আসে তখন ভীষণ কষ্ট হয়। তবুও মাঝে মাঝে নিরাশ হয়ে যাই আপু। আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

প্রথমেই আপনাকে কনটেস্ট ৪৩ এর জন্য শুভকামনা জানাই।আপনার প্রথম ইনকাম আমার বাংলা ব্লগ কমিউনিটির হাত ধরে জেনে ভালো লাগলো আপু।প্রথম অনলাইন থেকে ইনকাম,সেটা সবার জীবনেই ভিন্ন এক অনুভূতি।আর সবার এই অনুভূতি জানতে পারলাম এই কনটেস্টটির মাধ্যমে।অনেক ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

জি আপু এই কমিউনিটির হাত ধরে আমার প্রথম ইনকাম শুরু হয়। আর বিপদের সময় সেটা খুবই কাজে লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

আপু আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতার গল্প পড়ে খুবই খুশি হয়েছি। আমার বাংলা ব্লগই আপনার জীবনের মোড় ঘুরিয়েছে। এখান থেকে ইনকামের অর্থ দিয়ে আপনি নিজের চিকিৎসা করছেন সেটা জেনে খুবই ভালো লাগলো। আশা করছি এত কষ্টের অর্থ বিফলে জাবে না। অচিরেই একটি খুশিই সংবাদ আসবেই। ধন্যবাদ।

চেষ্টা করেছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দোয়া করবেন ভাইয়া যেন সফলতা পাই। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো আপু। অনলাইন ইনকামের অভিজ্ঞতার গল্পটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। আসলে আমার বাংলা ব্লগে আমরা সবাই একজন আরেকজনের ভাই বোন। একজনের কষ্টে আরেকজনের একটু হলেও মন কাঁদে। আশা মানুষকে বাঁচিয়ে রাখে এবং মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা পূরণ করে দেয়। আপনার জন্য অনেক দোয়া। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু আমরা একে অন্যের ভাই বোন। তাই তো একজনের কষ্ট হলে সবার খারাপ লাগে। দোয়া করবেন আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

বেশি কিছু লিখব না। শুধু বলব আপনার জন্য শুভকামনা।

ভাইয়া আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন ভাইয়া। আপনারা সবাই পাশে আছেন বলেই এখনো নতুন আশায় বেঁচে আছি ভাইয়া।