আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। সফলতা আমরা সবাই চাই। কিন্তু আমাদের জীবনে মাঝে মাঝে সফলতা আসে আবার মাঝে মাঝে ব্যর্থতার গ্লানি জীবনটাকে শেষ করে দেয়। তবে সবকিছুর মূল হলো ধৈর্য আর পরিশ্রম। সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
সফলতা:

আমরা সকলে সফলতা চাই। কিন্তু আমরা পরিশ্রম করতে চাই না। আমরা যখন একটু পরিশ্রম করে ব্যর্থ হই তখন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাই। নিজের অবস্থান নিশ্চিত না করতে পেরে আবারও ফিরে যাই সেই আগের গন্তব্যে। কিন্তু আমরা যদি দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার আগে আবার ঘুরে দাঁড়াই তাহলে হয়তো সফলতার পথটা আরো বেশি সহজ হবে। মাঝে মাঝে আমরা ছোটদের থেকেও অনেক কিছু শিখি। সেই বিষয়টি আজকে তুলে ধরবো।
আমার কাজিন এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ভর্তি পরীক্ষায় তার পজিশন অনেকটাই দূরে ছিল। তাই ভর্তি হওয়ার সুযোগ পায়নি। যদিও চাইলে বেসরকারি মেডিকেলে পড়তে পারতো। কিন্তু সে পড়তে রাজি হয়নি। অবশেষে সে ভীষণভাবে ভেঙে পড়েছিল। সবাই বোঝানোর পর আবারো ঘুরে দাঁড়িয়েছে। নতুন করে ইউনিভার্সিটির ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করেছে। আসলে তার ঘুরে দাঁড়ানোটা মোটেও সহজ ছিল না। মেডিকেল ভর্তি পরীক্ষার পর একদম ভেঙে পড়েছিল মেয়েটা।
যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল সেদিন সে চিৎকার করে কেঁদেছিল। তার কান্না দেখে বাসার সবাই অনেক কেঁদেছিল। কিন্তু সে দুদিনের মধ্যেই নিজেকে শক্ত করে নিয়েছিল ।পুরোদমে নতুনভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছিল। তার টার্গেট ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সৃষ্টিকর্তার অশেষ রহমতে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে A ইউনিটে মেধা তালিকা ২৯৭ তম অবস্থান অর্জন করেছে। আসলে তার স্বপ্ন কিছুটা হলেও পূর্ণ হয়েছে।
যেই মেয়েটি মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের পর শেষ হয়ে গিয়েছিল চিৎকার করে কেঁদেছিল সেই মেয়েটি কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছে। তার স্বপ্নের ইউনিভার্সিটি তে ভর্তির সুযোগ পেয়ে গিয়েছে। হয়তো তার পছন্দের সাবজেক্ট পেয়ে যাবে। আসলে সফলতা এমনি এমনি আসে না। তার ঘুরে দাঁড়ানোটা তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। সে আবারো অক্লান্ত পরিশ্রম করেছে। নতুন ভাবে নিজেকে প্রস্তুত করেছে। আশা করছি সে বিজ্ঞান বিভাগের ভালো কোন সাবজেক্ট এ ভর্তির সুযোগ পাবে।
আসলে আমরা সবাই সফলতা চাই। কিন্তু সফলতার জন্য পরিশ্রম করতে চাই না। আমার বোনের অক্লান্ত পরিশ্রম নিজের চোখে দেখেছি। দিন রাত একাকার করে পড়াশোনা করতে দেখেছি। তার পরিশ্রম ব্যর্থ হয়নি। আশা করছি অন্যান্য ইউনিভার্সিটিতেও সে ভালো পজিশন অর্জন করবে। আসলে এই সফলতাটা অনেক বেশি কষ্টে অর্জিত। সফলতা কখনো এমনি এমনি আমাদের জীবনে এসে ধরা দেয় না। এজন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় আর কষ্ট করতে হয়। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
সফলতা এমনি এমনি আসে না, সফলতা পেতে হলে প্রয়োজন অক্লান্ত পরিশ্রমের। এটা ঠিক বলেছেন আপু, আমরা সকলেই সফলতা চাই কিন্তু ক'জনই বা সফলতা পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করি?
আপনার বোন একবার ব্যর্থ হওয়ার পরেও সেই ঘরে দাঁড়িয়েছে। তার স্বপ্নের উনিভার্সিটিতে নিজের জায়গা করে নিয়েছে। যদিও এই স্বপ্নটা পূরণ করতে তার অনেক কষ্ট হয়েছে। আপনার বোনের এই অর্জন দেখে খুব ভালো লাগলো আপু। নিজে অনেক কিছু শিখলাম। আমাদের প্রত্যেকের উচিত অক্লান্ত পরিশ্রম করা। সফলতা একদিন ঠিক আসবে। শুধু ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে। ভালো লাগলো আপু আপনার সুন্দর পোস্টটি। আপনাকে ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন সফলতা এমনিতে আসে না। সফলতা অর্জন করার জন্য আক্রান্ত পরিশ্রম এবং ধৈর্য অনেক বেশি দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Monira93732137/status/1897948087299027233?t=mgZBrSn-pkEnU9Pab5b1dQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু সফলতা সহজে আসে না, এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দরকার।আপনার কাজিন প্রথমে ভেঙে পড়লেও পরবর্তীতে নতুন করে নিজেকে প্রস্তুত করেছে।আর তার কঠোর পরিশ্রমের ফলে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, যা তার অধ্যবসায়ের প্রতিফল। আসলে ব্যর্থতা শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার অনুপ্রেরণাও হতে পারে। তাই কখনোই হাল না ছেড়ে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।ধন্যবাদ আপু শিক্ষনীয় একটি বিষয় শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকে ব্যর্থ হয়ে ভেঙে পড়ে। পরবর্তীতে ঘুরে দাঁড়াতে পারে না। কিন্তু যারা সফলতার পথে এগিয়ে যায় তাদের পেছনেও ব্যর্থতার অনেক গল্প লুকিয়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু,সফলতার পেছনের গল্পে অনেক পরিশ্রম থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রবার্ট ব্রুশের লেখা মাকড়সার গল্পটা মনে পড়ছে। একবার না পারিলে দেখো শতবার।
চেষ্টাই আমাদের সাফল্য এনে দেয়। একথা অনস্বীকার্য। আপনার কাজিন ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করেছিল তা দ্বিগুণ মনবল সাথে নিয়ে। এবং তার পরিশ্রম ও নিশ্চয়ই আগেরবারের থেকে অনেক বেশি ছিল। আর সে কারণেই এবারে এমন চমৎকার ফলাফল করতে পেরেছে। ওনার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আশা করবো ভবিষ্যতে বাংলাদেশের অত্যন্ত নামকরা ডাক্তারদের মধ্যে একজন এবং অন্যতম হতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ঘুরে দাঁড়াতে পারে তারাই ভালো কিছু করতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিশ্রম সফলতার চাবিকাঠি। পরিশ্রম না করলে কারো জীবনের সফলতা আসে না।পরিশ্রমের ফলেই সে জীবনের সফলতার মুখ দেখতে পেয়েছে।অনেকেই আছে যেকোনো কাজ হতাশা গ্রস্ত হলে পরে আর ট্রাই করে না কিন্তু এটা ঠিক না।পরিশ্রম করে সফলতার সাথে এগিয়ে গেলে জীবনে সফলতা আসবেই। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু পরিশ্রম সফলতার চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কোন কিছুই সম্ভব হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সফলতার কান্নার অনুভূতিটাই অনেক। আপনার কাজিন মেডিকেলে চান্স পায়নি বলে ভেঙে পরেছিল। তবে জীবন থেমে থাকবে না। এটা জেনেও ভালো লাগছে নিজেকে আবার নতুন করে শুরু করেছে। চট্রগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া সফলতার অনুভূতিটা অন্য রকমের। অনেক ভালো লাগা কাজ করে আর অনেক বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফলতার পিছনে যে কত বড় কাহিনী থাকে সেটা হয়তো বা সবাই জানে না। কিন্তু কোন কাজে ব্যর্থ হওয়ার পর সেটা আবার করার চেষ্টা করার পেছনে অনেক বড় কারণ থাকে। আর এই ঘুরে দাঁড়ানোটা যে কতটা কঠিন যে দাঁড়ায় সে একমাত্র বোঝে। আপনার কাজিন ঘুরে দাঁড়ানোর পর সফল হয়েছে এটা জেনে সত্যি ভীষণ ভালো লাগছে। সে সঠিক পরিশ্রম করেছে তাই আজ সাফল্যে পৌঁছে গেছে। কিন্তু এই সঠিক পরিশ্রমের পেছনে রয়েছে অনেক ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম। আপনার কাজিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিশ্রম কখনো বৃথা যায়না। পরিশ্রম করলে ভালো কিছু অর্জন করা যায় এবং ভালো কিছু পাওয়া যায় আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সফলতা শুধু লক্ষ্যে পৌঁছানো নয়, বরং প্রতিটি পদক্ষেপে শেখা এবং উন্নতি করার মধ্যেই এর সত্যিকারের মূল্য নিহিত।সফলতা অর্জনের জন্য ধৈর্য এবং অধ্যবসায় অপরিহার্য। প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শেখার সুযোগ করে দেয়।সফলতা শুধু বড় বড় অর্জন নয়, ছোট ছোট জয়ের সমষ্টি। প্রতিদিনের ছোট লক্ষ্যগুলো অর্জন করেই বড় সফলতা আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া সফলতা অর্জনের মাধ্যমে অনেক শিক্ষা অর্জন করা যায় এবং জীবনের অনেক অর্থ বোঝা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে কঠোর পরিশ্রম করলাম তবে সফলতার মুখ দেখা যায়। কোন কাজ আমরা প্রথমবার নাই পারতে পারি তবে দ্বিতীয়বার যদি আমরা চেষ্টা করি তাহলে নিশ্চয়ই সফল হব। আপনার বোনের এই অর্জন দেখে অনেক ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু যারা কঠোর পরিশ্রম করে তারা সবসময় সফলতার মুখ দেখে। পরিশ্রম ছাড়া আসলে কোন কিছুই সম্ভব নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাজিন মেডিকেলে চান্স না পাওয়ার পরে যদি হাল ছেড়ে দিতো,তাহলে পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতো না। আসলে পরিশ্রম করলে অবশ্যই সফলতা অর্জন করা যায়। আশা করি আপনার কাজিনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আপনার কাজিনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যারা আসলে হাল ছেড়ে দেয় তারা সব সময় বিপদে পড়ে আর ব্যর্থতা নিয়ে ফিরে আসে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit