আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তাই সুযোগ পেলেই ভ্রমণ করার চেষ্টা করি। বেশ কিছুদিন আগে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করার সুযোগ হয়েছিল। বাণিজ্য মেলায় ভ্রমণের কয়েকটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে নতুন একটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার শেয়ার করা ভ্রমণ পোস্ট সবার ভালো লাগবে।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ (পর্ব ৯):
Location
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করতে আমার খুবই ভালো লেগেছে। আমার বিগত পোষ্টের মাধ্যমে হয়তো আপনারা অনেকেই এই ভ্রমণ পোস্ট সম্পর্কে জানতে পেরেছিলেন। এর আগেও ভ্রমণের কয়েকটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমন করতে যেমন ভালো লেগেছে তেমনি ছবি তুলতেও ভালো লেগেছে। মেলায় গেলে মাটির জিনিসপত্র গুলো কিনতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি তো প্রত্যেকবার মেলায় গিয়ে প্রথমে মাটির তৈরি করা জিনিসপত্র গুলো দেখি। বিশেষ করে ফুলদানি গুলো আমার কাছে বেশি ভালো লাগে।
Location
মেলার অন্যতম আকর্ষণ হলো বাচ্চাদের খেলনা। ছোট ছোট বাচ্চারা খেলনা কেনার জন্য যখন বায়না করে তখন বড়রা সেই খেলনা গুলো কিনে দিতে বাধ্য থাকে। ছোট ছোট খেলনা গুলোর দাম অনেকটাই বেশি মনে হয়েছিল। কিন্তু বাচ্চারা যেটা পছন্দ করছিল সেটা কিনে দিতে সকলে বাধ্য হচ্ছিল। তাই দামের দিক থেকে এই খেলাগুলোর দাম আমার কাছে বেশি মনে হয়েছে। কিন্তু সবাই নিজেদের সন্তানকে খুশি করতে সেগুলোই বেশি দামে কিনে দিচ্ছিল।
Location
ছোট ছোট বল কিংবা ছোট ছোট খেলনা এগুলোর দাম আসলে অল্প হওয়ার কথা ছিল। কিন্তু মেলায় যেহেতু এগুলো পাওয়া যাচ্ছে তাই দাম মোটামুটি ভালোই ছিল। হয়তো বাচ্চাদের আইটেমগুলোর দাম একটু বেশি হয়। যদিও বাচ্চাদের খেলনা কেনার অভিজ্ঞতা আমার নেই। তবে আমার কাছে দামটা বেশি মনে হয়েছিল। কি আর করার প্রিয়জনের মুখে হাসি ফুটানোর জন্য বড়রা তাদের বাচ্চাদের হাতে খেলনা গুলো তুলে দিচ্ছে। যাতে করে তাদের বাচ্চাদের মুখে হাসি ফুটে।
Location
কাঠের তৈরি করা বিভিন্ন জিনিসপত্র গুলো দেখতে অনেক ভালো লাগে। কাঠের জিনিসগুলোর চাহিদা এখন অনেক বেড়ে গেছে। ছোটবেলায় এগুলো অনেক দেখেছি। কিন্তু এরপর খুব একটা দেখিনি। এখন মেলায় গেলেই এই দোকানগুলো অনেক দেখা যায়। এছাড়া কাঠের তৈরি করা বিভিন্ন জিনিসপত্র দেখতে যেমন ভালো লাগে তেমনি অনেক আকর্ষণীয় লাগে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এর আগে যেহেতু কাঠের তৈরি করা বিভিন্ন রকমের জিনিস কেনা হয়েছিল তাই এবার আর কেনা হয়নি।
Location
মেলায় গেলে ঘুরে ঘুরে সব কিছু দেখতে অনেক ভালো লাগে। আসলে মেলার দোকানগুলো থেকে জিনিস কিনতে বেশি ভালো লাগে। ছোট বড় বিভিন্ন সাইজের জিনিসগুলো পাওয়া যায়। আর ছোটরা যেমন এই জিনিসগুলো কিনতে পছন্দ করে তেমনি বড়রাও কিনতে পছন্দ করে। সবাই নিজেদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্রগুলো কেনাকাটা করে। আমি তো মেলায় গিয়ে দারুন সময় কাটিয়েছি। আর সুন্দর মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করেছিলাম। সময়টা দারুন ভাবে কেটেছিল বলা যেতে পারে।
দেখতে দেখতে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের বেশ কিছু পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি। এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আবারও নতুন কোন পর্ব নিয়ে হাজির হবো। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1858143252282757274?t=NOcyHQbiCBg8BXCW4UgaDw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের নবম পর্ব দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। অনেক সুন্দর করে আপনি আজকের এই পর্বটা আমাদের মাঝে শেয়ার করেছেন। বিভিন্ন মেলায় ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। মেলা থেকে বেশ কিছু সুন্দর ফটোগ্রাফিও করেছেন আপনি। জাস্ট চমৎকার ছিল পুরোটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেলায় গিয়ে দারুন সময় কাটিয়েছি আপু। আর মেলায় ঘোরাঘুরি করতে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমার মনে হচ্ছে মন্তব্য করার আগে এখান থেকে বেশ কিছু পছন্দমত জিনিস নিয়ে নেই। মেলা আমার এজন্যই ভালো লাগে কেননা এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়। এই যেমন মাটির তৈরি জিনিসগুলো দেখতে কত সুন্দর লাগছে।অসংখ্য ধন্যবাদ আপু মেলায় ঘোরাঘুরি এবং সাথে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit