DIY-"এসো নিজে করি":ডিমের খোসা দিয়ে শোপিস তৈরি❤️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা একটি সুন্দর শোপিস তৈরীর পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। পুরাতন ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন ক্রাফট তৈরি করতে আমি খুবই আনন্দ পাই। তেমনি আজ আমি ফেলে দেওয়ার ডিমের খোসা ও আইসক্রিমের বাটি কাজে লাগিয়ে সুন্দর একটি শোপিস তৈরি করেছি। আশা করছি ডিমের খোসা দিয়ে শোপিস তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে।



❤️ডিমের খোসা দিয়ে শোপিস তৈরি:❤️

IMG20211228160138.jpg
Device-OPPO-A15
IMG20211228160234.jpg
Device-OPPO-A15



ফেলে দেওয়া ডিমের খোসা কাজে লাগিয়ে আমি একটি সুন্দর শোপিস তৈরি করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের শোপিস আমরা আমাদের ঘর সাজাতে ব্যবহার করে থাকি। তাই আমি আমার ঘরের সৌন্দর্য বাড়াতে সুন্দর একটি সপিজ তৈরি করার চেষ্টা করেছি। ডিমের খোসা ও অন্যান্য উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে এই শোপিসটি তৈরি করেছি। নতুন নতুন ক্রাফট আইডিয়া তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি এবারে ফেলে দেওয়া ডিমের খোসা কাজে লাগিয়ে এই শোপিসটি তৈরি করার চেষ্টা করেছি। আমি আমার এই সুন্দর শোপিস তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আমার তৈরী এই শোপিস আপনাদের ভালো লেগেছে।



❤️প্রয়োজনীয় উপকরণ:❤️

১. ডিমের খোসা।
২. আইসক্রিমের বাটি।
৩. রঙিন কাগজ।
৪. সাদা কাগজ।
৫. রং।
৬. তুলি।
৭. কাঁচি।
৮. আঠা।
৯. বালি।

IMG20211228145714.jpg
Device-OPPO-A15



❤️ডিমের খোসা দিয়ে শোপিস তৈরির ধাপসমূহ:❤️



❤️ধাপ-১❤️

IMG20211228150017.jpg
Device-OPPO-A15
IMG20211228150200.jpg
Device-OPPO-A15



ডিমের খোসা দিয়ে শোপিস তৈরি করার জন্য প্রথমে আমি ডিমের খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমের খোসাগুলো সুন্দর করে রাঙিয়ে তুলতে লাল রঙের ব্যবহার করেছি। আমি কটন বাড দিয়ে তুলি বানিয়ে লাল রং ডিমের খোসার উপর লাগিয়েছি।



❤️ধাপ-২❤️

IMG20211228150310.jpg
Device-OPPO-A15
IMG20211228150931.jpg
Device-OPPO-A15



এভাবে ধীরে ধীরে সবগুলো ডিমের খোসার উপর লাল রং লাগিয়েছি। আমি খুব সাবধানতার সাথে ডিমের খোসাগুলো সুন্দর করে লাল রং করেছি। ডিমের খোসার উপর লাল রঙের ব্যবহার করায় ডিমের খোসাগুলো দেখতে সুন্দর হয়েছে।



❤️ধাপ-৩❤️

IMG20211228151018.jpg
Device-OPPO-A15
IMG20211228151355.jpg
Device-OPPO-A15



ডিমের খোসাগুলো লাল রং করা হয়ে গেলে এবার ডিমের খোসার উপরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সাদা কাগজ নিয়েছি। এরপর সাদা কাগজ খুব ছোট ছোট করে কেটেছি। এরপর ছোট ছোট কাগজের টুকরোগুলো রং করা ডিমের খোসার উপর লাগিয়েছি।



❤️ধাপ-৪❤️

IMG20211228152004.jpg
Device-OPPO-A15
IMG20211228152534.jpg
Device-OPPO-A15



আমি খুব সাবধানতার সাথে রঙের উপর সাদা কাগজের টুকরো গুলো লাগিয়েছি। রং যেহেতু আঠালো তাই এখানে আঠার ব্যবহার করতে হয়নি। হাল্কা ভাবে সাদা কাগজগুলো রঙের উপর বসিয়ে দিয়েছি। এভাবে সবগুলো ডিমের খোসা সুন্দর করে প্রস্তুত করেছি।



❤️ধাপ-৫❤️

IMG20211228152707.jpg
Device-OPPO-A15
IMG20211228152903.jpg
Device-OPPO-A15



এবার টপ তৈরি করার জন্য আমি ফেলে দেওয়া আইসক্রিমের ছোট বাটি ব্যবহার করেছি। আইসক্রিমের ছোট বাটি দেখতে সুন্দর করার জন্য লাল রঙের ব্যবহার করেছি। আমি এই সুন্দর আইসক্রিমের ছোট বাটিটি রং করার পর শুকাতে দিয়েছি।



❤️ধাপ-৬❤️

IMG20211228153444.jpg
Device-OPPO-A15
IMG20211228153639.jpg
Device-OPPO-A15



এবার শোপিস তৈরি করতে যেহেতু কয়েকটি পাইপের প্রয়োজন তাই আমি সাদা কাগজ দিয়ে পাইপ তৈরি করার চেষ্টা করেছি। আমি প্রথমে সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর সাদা কাগজ খুব সুন্দর করে ধীরে ধীরে মোড়ানোর চেষ্টা করেছি।



❤️ধাপ-৭❤️

IMG20211228153754.jpg
Device-OPPO-A15
IMG20211228154500.jpg
Device-OPPO-A15



সাদা কাগজ পাইপের মতো করে মোড়ানো হয়ে গেলে কাগজের শেষের মাথায় আঠা লাগিয়েছি। এভাবে প্রয়োজনীয় পাইপগুলো তৈরি করে নিয়েছি।



❤️ধাপ-৮❤️

IMG20211228154837.jpg
Device-OPPO-A15



এবার আমি শোপিস তৈরির টপ তৈরি করার জন্য রং করে রাখা আইসক্রিমের বাটিটির মধ্যে বালি নিয়েছি। আমি সম্পূর্ণ বাটিতে বালি ভরে নিয়েছি।



❤️ধাপ-৯❤️

IMG20211228154954.jpg
Device-OPPO-A15
IMG20211228155210.jpg
Device-OPPO-A15



এবার বালির মধ্যে আমি সাদা পাইপগুলো সুন্দর করে বসিয়েছি। আমি এখানে টবের মধ্যে বালি ব্যবহার করেছি যাতে করে পাইপগুলো নড়াচড়া না করে। এবার সবগুলো পাইপ সুন্দর করে বসানোর পর ডিমের খোসাগুলো পাইপের মাথার উপরের অংশে লাগিয়েছি। এখানে আমি হালকাভাবে আঠা লাগিয়েছি।



❤️শেষ ধাপ❤️

IMG20211228155252.jpg
Device-OPPO-A15
IMG20211228155405.jpg
Device-OPPO-A15
IMG20211228155531.jpg
Device-OPPO-A15



এবার নিচের অংশে বালিগুলো ঢেকে দেওয়ার জন্য একটি সবুজ রঙের রঙিন কাগজ নিয়েছি। এরপর রঙিন কাগজটি কাঁচি দিয়ে চিকন করে কেটে নিয়েছি ঘাস তৈরি করার জন্য। ঘাস তৈরি করা হয়ে গেলে সেগুলো টবের বালির উপরে দিয়েছি।



❤️উপস্থাপনা:❤️

IMG20211228160057.jpg
Device-OPPO-A15
IMG20211228160829.jpg
Device-OPPO-A15



ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে শোপিস তৈরি হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি। ডিমের খোসা দিয়ে সুন্দর একটি শোপিস তৈরি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার। তাই ফেলে দেওয়া ডিমের খোসা দিয়ে নতুন একটি আইডিয়া তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি আমার তৈরী এই শোপিস আপনাদের কাছেও ভালো লেগেছে।



❤️ধন্যবাদ সকলকে।❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও!!
অসাধারণ একটি শোপিস তৈরি করেছেন।
দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
আপনার ইউনিক বুদ্ধির তারিফ করতে হবে।
তৈরি ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছে।।
ধন্যবাদ

আমার শোপিস তৈরি আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

আসলে আমি আম আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি ডিমের খোসা দিয়ে দারুন একটি শোপিস তৈরি করেছেন। খুবই ভালো ছিল। প্রতিটা ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল অসাধারণ ছিল।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

দারুন লাগছে আপু আপনার ডিমের খোসা দিয়ে তৈরি শোপিস টি। সম্পূর্ণ ভিন্নধর্মী একটি শোপিস তৈরি করে তা ধাপে ধাপে বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আপু এবং শুভকামনা আপনার জন্য।

জি ভাইয়া ভিন্নধর্মী শোপিস তৈরি করতে আমার ভালো লাগে তাই আমি ডিমের খোসা ব্যবহার করে এই সুন্দর শোপিস তৈরি করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

দারুন হয়েছে আপু আপনার তৈরি ডিমের খোসা দিয়ে শোপিস দেখে অনেক ভালো লাগলো। ইউনিক আইডিয়া ছিলো এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

বাহ অসাধারণ আপু। আমি প্রথমে দেখে বুঝতেই পারিনি যে এটা ডিমের খোসা এবং সেটা বোঝার উপায়ও আপনি রাখেন নাই।

ডিমের খোসা দিয়ে শোপিস টা দারুণ তৈরি করেছেন। এবং ডিমের খোসার উপর কালার টা খুব দক্ষতার সাথে নিশ্চয়ই করতে হয়েছে। সেই সাথে প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।।

ডিমের খোসা দিয়ে অসাধারণ একটি শোপিস তৈরি করেছেন। সত্যি বলতে খুবই সুন্দর লাগছো। আর আপনি এটি তৈরি করার ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ

বাহ দারুন আপু ,অনেক সুন্দর একটি জিনিস আমাদের মাঝে উপহার দিয়েছেন। ডিমের খোসা দিয়ে তৈরি করা শোপিস টি দেখতে এক কথায় অসাধারণ লাগছে। আমার কাছে এই পোস্টটি অনেক ইউনিক লেগেছে বিশেষ করে রঙ্গিন কাগজ ব্যবহার করায় দেখতে অনেক আকর্ষণীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

প্রথমত আপনার আইডিয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।আপনার শোপিচটি অনেক ব্যতিক্রম এবং ইউনিক একটি শোপিচ মনে হয়েছে আমার কাছে।

ওয়াও!! অসাধারণ হয়েছে ডিমের খোসা দিয়ে শোপিস তৈরি। ডিমের খোসা দিয়ে যে এত সুন্দর ভাবে শোপিস তৈরি করা যায় তা সত্যিই জানা ছিল না আপু। ডিমের খোসা গুলো লাল রং করার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি শোপিস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

বাহ, অনেক সুন্দর শোপিস তৈরি করেছেন আপনি। দেখতে অনেক সুন্দর লাগছে। ডিমের খোসা দিয়ে শোপিস তৈরি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ডিমের খোসার বল লাল রং করে শোপিস তৈরি বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য।