DIY EVENT - এসো নিজে করি:🏠রঙিন কাগজ ও কয়েলের প্যাকেট দিয়ে "রঙিন ঘর" তৈরি||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে।আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে DIY প্রজেক্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি আজ কয়েলের ফেলে দেওয়া প্যাকেট ও রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি "রঙিন ঘর" তৈরি করেছি। আমি DIY প্রজেক্টে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। DIY প্রজেক্ট "আমার বাংলা ব্লগের" সেরা উপহার। কারণ এই প্রজেক্ট এর মাধ্যমে আমরা আমাদের প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলতে পারি।



🏠রঙিন কাগজ ও কয়েলের প্যাকেট দিয়ে "রঙিন ঘর" তৈরি:🏠

IMG20211010154745.jpg
Device-OPPO-A15



রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা আমার অনেক শখ এর একটি কাজ।আমি বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়ার উপর ভিত্তি করেফেলে দেওয়া জিনিস থেকে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি।তেমনি আজ আমি ফেলে দেওয়া কয়েলের প্যাকেট দিয়ে সুন্দর ঘর তৈরি করার চেষ্টা করেছি।আশা করি এই "রঙিন ঘর" আপনাদের অনেক ভালো লেগেছে।



🏠"রঙিন ঘর" তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. রঙিন কাগজ
২. কয়েলের প্যাকেট।
৩. আঠা
৪. কাঁচি

IMG20211010132635.jpg
Device-OPPO-A15



🏠"রঙিন ঘর" তৈরির ধাপসমূহ:🏠



🏠ধাপ-১🏠

IMG20211010134904.jpg
Device-OPPO-A15
IMG20211010135120.jpg
Device-OPPO-A15



প্রথমে আমি তিনটি কয়েলের প্যাকেট নিয়েছি ঘর তৈরি করার জন্য। এবার আমি প্যাকেট তিনটি ভালোভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি ঘরের দুই পাশের দেয়াল তৈরীর জন্য একটু কোনাকুনিভাবে দাগ দিয়ে নিয়েছি।



🏠ধাপ-২🏠

IMG20211010135307.jpg
Device-OPPO-A15
IMG20211010135600.jpg
Device-OPPO-A15



এবার আমি ঘর তৈরি করার জন্য সবগুলো দেয়াল ভালোভাবে কাঁচি দিয়ে কেটে প্রস্তুত করে নিয়েছি।



🏠ধাপ-৩🏠

IMG20211010135807.jpg
Device-OPPO-A15

IMG20211010140018.jpg
Device-OPPO-A15



এবার আমি কয়েলের প্যাকেটের কাগজগুলো রঙিন করে তোলার জন্য রঙিন কাগজ কেটে নিয়েছি। এরপর আঠা দিয়ে কয়েলের প্যাকেটের উপর রঙিন কাগজ লাগিয়েছি।



🏠ধাপ-৪🏠

IMG20211010141001.jpg
Device-OPPO-A15
IMG20211010141324.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সবগুলো দেয়ালে রঙিন কাগজ লাগিয়ে প্রস্তুত করেছি।



🏠ধাপ-৫🏠

IMG20211010141452.jpg
Device-OPPO-A15
IMG20211010142127.jpg
Device-OPPO-A15



এবার আমি ঘরের চালা তৈরি করার জন্য একটি কয়েলের প্যাকেট মাঝের অংশে ভাজ করে নিয়েছি। এরপর আমি কোয়েলের প্যাকেটটি সুন্দর করে তোলার জন্য ও ঘরের চালা আকর্ষণীয় করে তোলার জন্য হলুদ রঙের কাগজ আঠার সাহায্যে লাগিয়েছি।



🏠ধাপ-৬🏠

IMG20211010142234.jpg
Device-OPPO-A15
IMG20211010142430.jpg
Device-OPPO-A15
IMG20211010142802.jpg
Device-OPPO-A15



এবার আমি সবগুলো কাগজ দিয়ে ঘর তৈরি করার জন্য প্রথমে একটির সাথে আরেকটি কাগজ আঠা দিয়ে লাগানোর চেষ্টা করেছি।



🏠ধাপ-৭🏠

IMG20211010143342.jpg
Device-OPPO-A15
IMG20211010143755.jpg
Device-OPPO-A15
IMG20211010143808.jpg
Device-OPPO-A15



সবগুলো দেয়ালে আঠা লাগানো হয়ে গেলে আমি ঘরের চালা ও দেয়াল কিছুক্ষণ সময় ধরে শুকিয়ে নিয়েছি। এভাবে সবগুলো অংশ প্রস্তুত করেছি।



🏠ধাপ-৮🏠

IMG20211010144317.jpg
Device-OPPO-A15
IMG20211010144526.jpg
Device-OPPO-A15
IMG20211010144702.jpg
Device-OPPO-A15



এবার আমি ঘরের সামনের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হলুদ কাগজ দিয়ে দরজা তৈরি করার চেষ্টা করেছি।



🏠ধাপ-৯🏠

IMG20211010144933.jpg
Device-OPPO-A15
IMG20211010145055.jpg
Device-OPPO-A15



এরপর আমি হলুদ কাগজ কেটে জানালা তৈরীর জন্য প্রস্তুত করেছি। যদিও দরজা ও জানালা দেখতে খুব একটা ভালো হয়নি তবুও আমি চেষ্টা করেছি।



🏠ধাপ-১০🏠

IMG20211010145216.jpg
Device-OPPO-A15



এবার আমি ঘরের চালার সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙিন কাগজ কেটে নিয়েছি।



🏠ধাপ-১১🏠

IMG20211010145254.jpg
Device-OPPO-A15
IMG20211010145638.jpg
Device-OPPO-A15
IMG20211010150701.jpg
Device-OPPO-A15



এবার আমি পাইপ তৈরির জন্য প্রথমে রঙিন কাগজ কোনা থেকে শুরু করে ভাজ করে ধীরে ধীরে পাইপ তৈরি করেছি। এরপর আঠা দিয়ে শেষের অংশে লাগিয়ে নিয়েছি।



🏠ধাপ-১২🏠

IMG20211010150835.jpg
Device-OPPO-A15
IMG20211010151114.jpg
Device-OPPO-A15



এবার সামনের অংশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি রঙিন কাগজ সুন্দর ভাবে কেটে নিয়েছি।



🏠ধাপ-১৩🏠

IMG20211010151217.jpg
Device-OPPO-A15
IMG20211010151759.jpg
Device-OPPO-A15



এবার আমি পাইপগুলো ঘরের চালার উপর খুব ধীরে ধীরে লাগিয়ে নিয়েছি। আমি খুব সাবধানতার সাথে আঠার সাহায্যে পাইপগুলো ঘরের চালার সাথে লাগিয়ে নিয়েছি।



🏠ধাপ-১৪🏠

IMG20211010152118.jpg
Device-OPPO-A15
IMG20211010152235.jpg
Device-OPPO-A15



এবার আমি সামনের অংশের নকশা কাগজটি আঠার সাহায্যে ধীরে ধীরে লাগিয়েছি।



🏠ধাপ-১৫🏠

IMG20211010152319.jpg
Device-OPPO-A15
IMG20211010153128.jpg
Device-OPPO-A15



এবার আমি ঘরের দেয়ালের সাথে ঘরের চালা খুব সাবধানতার সাথে বসানোর চেষ্টা করেছি।আমি খুব সাবধানে ঘরের চালা আমার তৈরি কাগজের দেয়ালের উপর বসিয়ে আঠা লাগিয়ে দিয়েছি।



🏠শেষ ধাপ🏠

IMG20211010154003.jpg
Device-OPPO-A15
IMG20211010171458.jpg
Device-OPPO-A15



ঘরের দেয়ালের ওপর ঘরের চালা ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি আমার সুন্দর "রঙিন ঘর" তৈরির কাজ শেষ করেছি।



🏠উপস্থাপনা:🏠

IMG20211010154741.jpg
Device-OPPO-A15
IMG20211010193850.jpg
Device-OPPO-A15



সুন্দর "রঙিন ঘর" তৈরি করা হয়ে গেলে আমি উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি। আমি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি "রঙিন ঘর" দেখতে অনেক সুন্দর হয়েছে। এই "রঙিন ঘর" তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। কারণ নতুন কিছু তৈরি করতে আমার বেশ ভালো লাগে।



❣️ধন্যবাদ সকলকে ❣️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমানে বাজারে যেসব মশার কয়েল পাওয়া যায় সেগুলো মশা তাড়ানো তো দূরে থাক ওগুলোর উপরে মশা এসে বসে থাকে। আর এই কয়েলের প্যাকেটগুলো এই ধরনের ভালো একটা কাজে লাগানো সত্যিই দুর্দান্ত ছিল। আপনার রঙ্গিন ঘরটি দেখতে অনেক সুন্দর হয়েছে।

হা হা হা ভাইয়া একদম ঠিক বলেছেন কিন্তু আপনি ,সত্যিই রাতের বেলায় কয়েল জ্বালালে কোলের উপর এসে মশারা বসে পার্টি করে।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।সত্যি কথা বলতে ফেলে দেওয়া জিনিস গুলো দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। কয়েল না হয় কাজে নাই লাগলো তাই আমি কয়েলের প্যাকেটটি কাজে লাগালাম ভাইয়া।😂😂😂😂

বাহ অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে তৈরি ঘর।

সত্যি এক অসাধারণ ঘর আপনি তৈরি করেছেন কাগজ দিয়ে ।প্রতিটা ধাপ এমনভাবে বুঝিয়েছেন যে কেউ চাইলে এখন নিজেই তৈরি করতে পারবে ।এই সুন্দর ঘরটি যেকোনো স্থানে রাখলে সুন্দর একটা শোপিস হিসেবে ব্যবহার করা সম্ভব।

ধন্যবাদ ভাইয়া।

ফেলে দেওয়া বস্তু দিয়ে অনেক সুন্দর একটি ঘর বানিয়ে দেখিয়েছেন। আপনার সৃজনশীলতা প্রশংসা না করে পারছিনা।ঘরটি চমৎকার হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

অনেক অনেক সুন্দর হয়ছে আপনার বানানো ঘরটি। আর সব কয়টি ধাপ খুব ভালোভাবে বর্ণনা করছেন। সব মিলে অনেক সুন্দর হয়ছে

নতুন একটা জিনিস তৈরি করেছেন।আপনার সৃজনশীলতার প্রশংসা করতে হয়।রঙিন পেপার ও কয়েলের প্যাকেট দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করেছেন।আমার কাছে বেশ ভালো লেগেছে।

ধন্যবাদ ভাইয়া।

এসব ডাই পোস্ট করা খুবই কঠিন যা আপনি খুব ভালো ভাবে করেছেন। এই সুন্দর ঘরটি যেকোনো স্থানে রাখলে সুন্দর একটা শোপিস হিসেবে ব্যবহার করা সম্ভব। ঘরটি চমৎকার হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

আপু অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। অনেক সুন্দর হয়েছে ঘরটি। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল

আপু আপনার ঘর বানানোটি খুবই সুন্দর হয়েছে। আর নামটাও দারুণ রঙ্গিণ ঘর।
আসলে এসব ডাই পোস্ট করা খুবই কঠিন যা আপনি খুব ভালো ভাবে করেছেন।

ধন্যবাদ আপু। Diy তৈরি করতে আসলেই অনেক সময় লাগে।

আপু আসলেই আপনি চরম দক্ষতার অধিকারী। আপনি এত দক্ষতা নিয়ে কয়েল দিয়ে একটি ঘর বানিয়েছেন যা আমার মনে একদম গেঁথে গিয়েছে। খু্বই দক্ষতার সাথে আপনি এই জিনিসটি তৈরি করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইল আপনার জন্য। এইভাবে কাজ করে যেতে পারেন দোয়া রইল আপু। অনেক ভালো লেগেছে আমার কাছে

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্টস করার জন্য।

রঙিন কাগজ আর কয়েলের প্যাকেট দিয়ে আপনি অনেক সুন্দর একটি ঘর তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপু

ধন্যবাদ ভাইয়া।

দারুন হয়েছে আপু আপনার কাগজের তৈরি রঙিন ঘরটি। আপনি খুব সহজভাবে বানিয়েছেন যে কেউ দেখে আপনার মতো করে বানাতে পারবে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি রঙ্গিন কাগজ এবং কোয়েল এর প্যাকেট দিয়ে খুব সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন। দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।

আপু অনেক সুন্দর হয়েছে রঙিন ঘরটি। এই ঘরটি তৈরি করতে অনেক পরিশ্রম ও ধৈর্য্য থাকা দরকার। রঙিন ঘরটি তৈরি করে তা আপনি প্রমাণ করেছেন । আপনার প্রতি শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্টস করার জন্য।

আপনি সত্যিই অসাধারন বুদ্ধি করে মশার কয়েল দিয়ে দূর্দন্ত একটি ঘর তৈরি করেছেন। তাই আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া

কয়েলের বাক্স আমরা সচরাচর ফেলে দিই কিন্তু এটা দিয়েছে এত সুন্দর বাড়ি বানানো যায় আপনার এই বিষয়টি না দেখলে কখনোই জানা হতো না। খুবই চমৎকার হয়েছে।

কয়েলের প্যাকেট দিয়ে যে এত চমৎকার কিছু বানানো সম্ভব না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। হিহি হি। আমার বেশ লেগেছে পুরো কাজটা। ভালো থাকুন দিদি। ❤️