DIY - এসো নিজে করি:❤️"কাগজের কলমদানি"// আমার বাংলা ব্লগ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি "কাগজের কলমদানি" শেয়ার করেছি। কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ব্যবহৃত জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজ আমি রঙিন কাগজ ও সাদা কাগজ দিয়ে সুন্দর "কাগজের কলমদানি" তৈরি করেছি। আমি আমার মনের মাধুরী মিশিয়ে ও হাতের জাদুতে এই সুন্দর কলমদানিটি তৈরি করেছি।



❤️কাগজের কলমদানি:❤️

IMG20210928154549.jpg
Device-OPPO-A15
IMG20210928154029.jpg
Device-OPPO-A15



"কাগজের কলমদানি" তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আমি খুব সহজভাবে এই সুন্দর কাগজের কলমদানি তৈরি করেছি। কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার বেশ ভালো লাগে। তাই আজ আমি কাগজ দিয়ে এই সুন্দর কলমদানিটি তৈরি করেছি।



কাগজের কলমদানি তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. রঙিন কাগজ
২. সাদা কাগজ
৩. গাম
৪. কাঁচি

IMG20210928142042.jpg
Device-OPPO-A15



❤️কাগজের কলমদানি তৈরির ধাপসমূহ:❤️



❤️ধাপ-১❤️

IMG20210928142316.jpg
Device-OPPO-A15
IMG20210928142408.jpg
Device-OPPO-A15



এই সুন্দর কাগজের কলমদানি তৈরি করার জন্য প্রথমে আমি সাদা কাগজ নিয়েছি। এরপর আমি উপরের ছবির ন্যায় সাদা কাগজ ভাঁজ করে নেয়ার চেষ্টা করেছি। আমি এই সাদা কাগজটি দিয়ে লম্বা পাইপ তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।



❤️ধাপ-২❤️

IMG20210928142443.jpg
Device-OPPO-A15
IMG20210928142508.jpg
Device-OPPO-A15



এই লম্বা পাইপ তৈরি করার জন্য আমি সাদা কাগজের ভাঁজের শেষ মাথায় গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। কাগজের ভাঁজ যাতে খুলে না যায় সেজন্য আমি গামের ব্যবহার করেছি।



❤️ধাপ-৩❤️

IMG20210928142545.jpg
Device-OPPO-A15
IMG20210928145159.jpg
Device-OPPO-A15



এরপর আমি একে একে বেশকিছু সাদা কাগজের পাইপ তৈরি করে নিয়েছি। এই পাইপগুলো আমার কাগজের কলমদানি তৈরিতে কাজে লাগবে।



❤️ধাপ-৪❤️

IMG20210928150002.jpg
Device-OPPO-A15



এবার আমি কাগজের কলমদানি তৈরি করার জন্য সাদা কাগজের পাইপগুলো কলমদানির আকৃতি করে সুন্দর ভাবে কেটে নিয়েছি। সবগুলো পাইপ সুন্দরভাবে সমান করে কেটে নিয়েছি।



❤️ধাপ-৫❤️

IMG20210928150256.jpg
Device-OPPO-A15
IMG20210928150403.jpg
Device-OPPO-A15
IMG20210928150446.jpg
Device-OPPO-A15



এবার আমি কাগজের কলমদানি তৈরি করার জন্য প্রথমে একটি সাদা কাগজ নিয়েছি। এরপর পূর্বে তৈরি করে রাখা পাইপগুলো নিয়েছি।সাদা কাগজের মধ্যে এই পাইপগুলো বসানোর জন্য আমি গামের ব্যবহার করেছি। এরপর আমি ধীরে ধীরে সাদা কাগজের উপর পূর্বে কেটে রাখা পাইপগুলো লাগিয়ে দিয়েছি।



❤️ধাপ-৬❤️

IMG20210928150720.jpg
Device-OPPO-A15
IMG20210928150912.jpg
Device-OPPO-A15



একটির পর একটি আমি খুব সুন্দর ভাবে গামের সাহায্যে লাগিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো পাইপ লাগিয়ে নিয়েছি। কলমদানির মূল অংশ হিসেবে আমি এই অংশটি ব্যবহার করেছি।



❤️ধাপ-৭❤️

IMG20210928151229.jpg
Device-OPPO-A15
IMG20210928151337.jpg
Device-OPPO-A15



এবার আমি কলমদানি তৈরি করার জন্য কাগজটির বাকি অংশ ভালোভাবে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এরপর দুই পাশের অংশে গামের সাহায্যে জোড়া লাগিয়ে দিয়েছি।



❤️ধাপ-৮❤️

IMG20210928151501.jpg
Device-OPPO-A15
IMG20210928151637.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার কলমদানিটি সুন্দর করে তোলার জন্য লাল ও নীল রঙের কাগজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।



❤️ধাপ-৯❤️

IMG20210928151744.jpg
Device-OPPO-A15
IMG20210928151806.jpg
Device-OPPO-A15



এবার লাল ও নীল রঙের টুকরো কাগজ গুলো দিয়ে আমি ফুল তৈরি করার চেষ্টা করেছি। প্রথমে আমি ছোট কাগজের টুকরোটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর পুনরায় ভাঁজ করেছি। এরপর আমি আরো একবার ভাঁজ করেছি।



❤️ধাপ-১০❤️

IMG20210928151947.jpg
Device-OPPO-A15
IMG20210928152115.jpg
Device-OPPO-A15
IMG20210928152218.jpg
Device-OPPO-A15



এবার আমি ভাঁজ করা কাগজের টুকরো গুলো ফুলের পাপড়ির আকৃতি করে কাঁচি দিয়ে খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি। এরপর আমি সুন্দর ফুলগুলো তৈরি করে নিয়েছি।



❤️ধাপ-১১❤️

IMG20210928152243.jpg
Device-OPPO-A15
IMG20210928152608.jpg
Device-OPPO-A15



এবার আমি এই সুন্দর ফুলগুলো গামের সাহায্যে ধীরে ধীরে কলমদানির চারপাশে লাগিয়ে দিয়েছি। ফুলগুলো লাগানোর ফলে কাগজের কলমদানি দেখতে অনেক সুন্দর হয়েছে।



❤️ধাপ-১২❤️

IMG20210928152752.jpg
Device-OPPO-A15
IMG20210928153003.jpg
Device-OPPO-A15



আমি আমার কাগজের কলমদানিটি আরো বেশি সুন্দর করার জন্য লাল কাগজ লম্বা ভাবে কেটে নিয়েছি। এরপর আমি গাম দিয়ে লম্বা কাগজের টুকরোটি আমার কাগজের কলমদানির উপরের ও নিচের অংশে লাগানোর চেষ্টা করেছি।



❤️শেষ ধাপ❤️

IMG20210928153341.jpg
Device-OPPO-A15
IMG20210928153540.jpg
Device-OPPO-A15



এরপর শেষ ধাপে আমি আমার কাগজের কলমদানিটি সুন্দর করার জন্য উপরের ও নিচের অংশের লম্বা কাগজের টুকরো দুটি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি।



❤️উপস্থাপনা:❤️

IMG20210928154001.jpg
Device-OPPO-A15



"কাগজের কলমদানি" দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি খুব সহজভাবে এই সুন্দর "কাগজের কলমদানি" তৈরি করেছি। কাগজের কলমদানি তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আমি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে এটি তৈরির পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার এই সুন্দর কাগজের কলমদানিটি আপনাদের ভালো লাগবে।



❣️ধন্যবাদ সকলকে ।❣️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি বলতে আপনি চরম যোগ্যতার অধিকারী। আপনি এতো সুন্দর করে কাগজ দিয়ে কলমদানি তৈরি করলেন। প্রতিটি পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন যা দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য দোয়া রইল আপনি যেভাবে কাজ চালিয়ে যেতে পারেন

সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

ডাই প্রজেক্টে সবাই তার সৃজনশীলতার পরিচয় দেয় আপনিও তার বাহিরে কেউ নয়।আপনার কাগজ দিয়ে কলমদানি বানানো টা খুব সুন্দর ছিল এবং উপস্থাপনা টাও ধাপে ধাপে শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপু।

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।

আপু সুন্দর করে,একটি রঙিন পেপার দিয়ে কলমদানি তৈরি করেছেন। সত্যি অনেক ভালো লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দর বর্ণনা করেছেন। শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া।

আপুমণি আপনার কাগজের কলমদানি অনেক অনেক সুন্দর হয়েছে শুভকামনা আপনার জন্য♥

ধন্যবাদ আপু। ❤️❤️❤️

আপু আপনার কাগজের তৈরি কলমদানি কি আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে। কলমদানি তৈরি করা পদক্ষেপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

হুম সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে আপু।
প্রতিটি ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সহজেই কেউ তৈরী করতে পারবে এগুলো ফলো করে। ধন্যবাদ ভাগ করে নেয়ার জন্য।

ধন্যবাদ ভাইয়া। আপনার ভালো লেগেছে এই কথাটি জেনে অনেক খুশী হলাম ভাইয়া।

অনেক সুন্দর হয়েছে আপু কাগজের ফুলদানিটি।আপনি খুবই যত্ন সহকারে এটি বানিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

আপনি সব কাজই খুব গুছিয়ে করেন সেই সাথে খুবই সুন্দর ভাবে কাজ গুলো করেন।
কাগজ এর কাজ আমার ও খুব ভালো লাগে।কাগজ দিয়ে খুব সুন্দর কলমদানী বানিয়েছেন আপু।