DIY - এসো নিজে করি: ❤️"দোলনায় বসা মেয়েটি" ওয়ালমেট তৈরি// আমার বাংলা ব্লগ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/নমস্কার



আমি@monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করছি। আজ আমি আমার অঙ্কন চিত্র ও রঙিন পেপার দুটি মিলিয়ে একটি নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। আজ আমি "দোলনায় বসা মেয়েটি" ওয়ালমেট তৈরি করেছি।



❤️"দোলনায় বসা মেয়েটি" ওয়ালমেট তৈরি:❤️

IMG20211003160749.jpg
Device-OPPO-A15
IMG20211003163835.jpg
Device-OPPO-A15



আমার ঘর সুন্দর করে সাজাতে নতুন নতুন ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আজ আমি একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছি। আমার এই সুন্দর ওয়ালমেটটির নাম দিয়েছি "দোলনায় বসা মেয়েটি"। আজ আমি ভিন্নধর্মী কিছু অঙ্কন করার চেষ্টা করেছি। আজ আমি আমার অঙ্কন ও রঙিন কাগজ দুটি মিলেমিশে একটি নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছি। নতুনত্ব সৃষ্টির মধ্যে রয়েছে অনেক বেশি আনন্দ। তাই আমি একটু ভিন্ন ধর্মী কিছু তৈরি করার জন্য অঙ্কন চিত্র ও রঙিন কাগজ সুন্দর ভাবে ব্যবহার করেছি। আশা করছি এই সুন্দর ওয়ালমেট "দোলনায় বসা মেয়েটি" আপনাদের অনেক ভালো লাগবে।



"দোলনায় বসা মেয়েটি" ওয়ালমেট তৈরি করতে যে সকল উপকরনের প্রয়োজন সেগুলো হলো:

১. সাদা আর্ট পেপার
২. রঙিন কাগজ
৩. আঠা
৪. কাঁচি
৫. পেন্সিল
৬. রাবার
৭. কালো কলম

IMG20211003131328.jpg
Device-OPPO-A15



❤️"দোলনায় বসা মেয়েটি"ওয়ালমেট তৈরির ধাপসমূহ:❤️



❤️ধাপ-১❤️

IMG20211003131545.jpg
Device-OPPO-A15
IMG20211003132118.jpg
Device-OPPO-A15



"দোলনায় বসা মেয়েটি" ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নিয়েছি। এরপর আমি আর্ট পেপারটির এক পাশে একটি সুন্দর গাছ আঁকার চেষ্টা করেছি। এরপর আমি গাছটিকে সুন্দর করার জন্য অনেক বেশি গাছের ডাল অঙ্কন করেছি।



❤️ধাপ-২❤️

IMG20211003132630.jpg
Device-OPPO-A15



গাছের ডালগুলো অঙ্কন করা হলে আমি আমার "দোলনায় বসা মেয়েটি" ওয়ালমেট তৈরির জন্য গাছের ডালের নিচের অংশে একটি দোলনা অঙ্কনের চেষ্টা করেছি। আমি পেন্সিল এর সাহায্যে দোলনায় ও গাছের ডালে বাধা রশির ছবি অংকন করার চেষ্টা করেছি।



❤️ধাপ-৩❤️

IMG20211003132845.jpg
Device-OPPO-A15
IMG20211003133106.jpg
Device-OPPO-A15



এবার আমি দোলনায় বসা মেয়েটির চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। প্রথমে আমি মাথার অংশ ও নিচের অংশ অঙ্কন করেছি। এরপর আমি মেয়েটির হাত অঙ্কন করেছি।



❤️ধাপ-৪❤️

IMG20211003133327.jpg
Device-OPPO-A15
IMG20211003133526.jpg
Device-OPPO-A15



চিত্র অঙ্কন করা হয়ে গেলে এবার আমি গাছের ডালগুলোকে সুন্দর করার জন্য রঙিন কাগজ দিয়ে পাতা তৈরি করার জন্য প্রথমে সবুজ রঙের কাগজ কাঁচি দিয়ে কেটেছি।



❤️ধাপ-৫❤️

IMG20211003133627.jpg
Device-OPPO-A15
IMG20211003133645.jpg
Device-OPPO-A15



পাতা তৈরীর জন্য টুকরো করে রাখা সবুজ কাগজ দিয়ে প্রথমে মাঝা মাঝি ভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি পাতা তৈরি করার জন্য পাতার আকৃতি করে কাঁচি দিয়ে কেটেছি।



❤️ধাপ-৬❤️

IMG20211003133724.jpg
Device-OPPO-A15
IMG20211003134126.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সবুজ কাগজ দিয়ে খুব সহজেই পাতা তৈরি করেছি। এরপর আমি একে একে আরো অনেকগুলো সবুজ পাতা তৈরি করেছি। এই পাতাগুলো আমার অঙ্কিত গাছটি সুন্দর করে তুলবে।



❤️ধাপ-৭❤️

IMG20211003134408.jpg
Device-OPPO-A15
IMG20211003134542.jpg
Device-OPPO-A15



এবার আমি রঙিন কাগজ দিয়ে ছোট ছোট ফুল তৈরি করার জন্য লাল রঙের রঙিন কাগজ ফুলের আকৃতি অনুযায়ী কেটে নিয়েছি। আমি ছোট ছোট টুকরো করে বেশ কিছু কাগজ কেটেছি।



❤️ধাপ-৮❤️

IMG20211003134606.jpg
Device-OPPO-A15
IMG20211003134631.jpg
Device-OPPO-A15
IMG20211003134647.jpg
Device-OPPO-A15



লাল রঙের রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার জন্য প্রথমে আমি কেটে রাখা কাগজের টুকরো নিয়ে মাঝের অংশে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি কোনাকুনিভাবে ভাঁজ করেছি। এরপর আবারো ভাঁজ করেছি।



❤️ধাপ-৯❤️

IMG20211003134747.jpg
Device-OPPO-A15
IMG20211003134812.jpg
Device-OPPO-A15
IMG20211003135437.jpg
Device-OPPO-A15



এবার আমি ফুলের পাপড়ির আকৃতির মত করে কাঁচি দিয়ে কেটেছি। এভাবে আমি অনেকগুলো ফুলের পাপড়ি কেটেছি।



❤️ধাপ-১০❤️

IMG20211003135658.jpg
Device-OPPO-A15
IMG20211003135718.jpg
Device-OPPO-A15



এভাবে আমি সবুজ ও লাল রঙিন কাগজ দিয়ে ফুল ও পাতা তৈরি করেছি। আমার ওয়ালমেট সুন্দর করে তুলতে এই ফুল ও পাতা খুবই দরকারি।



❤️ধাপ-১১❤️

IMG20211003140220.jpg
Device-OPPO-A15



সবুজ পাতা গুলো সুন্দর করে তোলার জন্য আমি কালো কালি দিয়ে মাঝের অংশে দাগ দিয়ে পাতার সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি।



❤️ধাপ-১২❤️

IMG20211003140309.jpg
Device-OPPO-A15
IMG20211003140419.jpg
Device-OPPO-A15



এবার আমি দোলনায় বসা মেয়েটির ওয়ালমেট তৈরি করার জন্য পূর্বে অঙ্কন করে রাখা চিত্রটি নিয়েছি। এবার আমি আঠার সাহায্যে সবুজ কাগজ দিয়ে তৈরি পাতা গাছের ডালে লাগিয়ে দিয়েছি।



❤️ধাপ-১৩❤️

IMG20211003140650.jpg
Device-OPPO-A15
IMG20211003141036.jpg
Device-OPPO-A15
IMG20211003141533.jpg
Device-OPPO-A15



এভাবে আমি বিভিন্ন ডালে পাতা ও লাল ফুল গামের সাহায্যে লাগিয়েছি। কাগজের তৈরি পাতা ও লাল ফুল গাছের ডালগুলো দেখতে অনেক সুন্দর করেছে। এভাবে আমি সবগুলো ফুল ও পাতা গাছের ডালে লাগিয়েছি।



❤️ধাপ-১৪❤️

IMG20211003141957.jpg
Device-OPPO-A15



এবার আমি আমার অঙ্কিত মেয়েটির জামার অংশে কাগজের তৈরি ফুল লাগিয়েছি। আমি গাছের ফুল ও মেয়েটির মধ্যে একটু সম্পর্ক স্থাপনের জন্য একই ধরনের ফুল জামায় লাগিয়েছি। যাতে ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর হয়।



❤️ধাপ-১৫❤️

IMG20211003142052.jpg
Device-OPPO-A15
IMG20211003142342.jpg
Device-OPPO-A15



এবার আমি সম্পূর্ণ চিত্রটি কালো কালি দিয়ে ভালোভাবে এঁকেছি। ওয়ালমেটটি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য আমি কালো কালির ব্যবহার করেছি।



❤️শেষ ধাপ❤️

IMG20211003142949.jpg
Device-OPPO-A15



এবার আমি মেয়েটিকে সুন্দর করার জন্য চুলের অংশ কালো কালি দিয়ে আঁকার চেষ্টা করেছি। এভাবে আমি ওয়ালমেট তৈরির কাজ প্রায় শেষের দিকে এসেছি



❤️উপস্থাপনা:❤️

IMG20211003160504.jpg
Device-OPPO-A15



"দোলনায় বসা মেয়েটি" ওয়ালমেটটি আমি খুব নিপুণ ভাবে করার চেষ্টা করেছি। আমি আমার অঙ্কন চিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য রঙিন কাগজের ব্যবহার করেছি। অঙ্কন চিত্র ও রঙিন কাগজ দুটি মিলেমিশে সুন্দর একটি ওয়ালমেট তৈরি হয়েছে। আশা করছি আপনাদের এই ওয়ালমেটটি অনেক ভাল লেগেছে।



আমি আমার ওয়ালমেটটি খুব সহজেই তৈরি করেছি। এটি আমার ঘরের দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে।



❣️ধন্যবাদ সকলকে❣️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দোলনায় বসা মেয়েটির ছবি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দরভাবে ছবি আঁকানোর ধাপগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া

অনেক সুন্দর হয়েছে আপু ওয়ালমেট। আপনার সৃজনশীলতা অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে আপু।

দোলনায় বসা মেয়েটি ওয়ালমেট অনেক চমৎকার হয়েছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ♥

ধন্যবাদ আপু

আপু আপনার ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। একদম প্রশংসার দাবিদার।
পাতা গুলো খুব বেশি সুন্দর লাগছে। আর বলতে হবে আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করেন।

ধন্যবাদ আপু।

দোলনায় বসানো মেয়েটি কে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি অনেক সময় নিয়ে তৈরী করছেন। আমার অনেক পছন্দ হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

দারুণ চিত্রাঙ্গন করেছেন আপু দেখে মনে হচ্ছে ছোট্ট একটি বাবু দোলনায় দুলছে।

ধন্যবাদ আপু।

খুব সুন্দর হয়েছে ওয়ালমেটটি আপু।কাগজের সঙ্গে অঙ্কনটি।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

দোলনায় বসা মেয়েটি খুবই চমৎকার করে অঙ্কন করেছেন আপু মনি সত্যিই প্রশংসনীয়♥