লেভেল-১ হতে আমার অর্জন।

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম

  • আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিমিটে "আমার বাংলা ব্লগ "- এ যোগদান করার পর যে লেভেল গুলো অতিক্রম করতে হয় সেই হিসেবে আমার লেভেল-১ চলছে । আমি ২২ নাম্বার ব্যাচের সদস্য। এই লেভেলে এক সপ্তাহ ধরে আমি যা যা শিখেছি এবং গ্রুপের নিয়ম কানুন যা যা আছে তার একটু বিস্তারিত বর্ণনা করে আগের ক্লাসের লিখিত পরীক্ষার হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি এই পোস্টে।

IMG_20220812_181604.jpg

১। প্রশ্ন : কোন ধরনের এক্টিভিটিস স্প্যামিং বলে গণ্য করা হয়?
উত্তর : অবাঞ্চিত বা অপ্রাসঙ্গিক বিষয় বারবার করাকে স্প্যামিং বলে।
কোনো পোস্ট বার বার ঘুরিয়ে ফিরিয়ে করা , সবাইকে একই কমেন্ট করা, অপ্রয়োজনীয় ভাবে কাউকে বার বার মেনশন দেওয়া, একই ছবি বিভিন্ন পোস্টে ব্যবহার করা স্প্যামিং এর মধ্যে পড়ে। পোষ্টের সাথে ট্যাগ যদি প্রাসঙ্গিক না হয় তবে সেটাও এক ধরনের স্প্যামিং । একে বলা হয় ট্যাগ স্প্যামিং । স্প্যামিং করে সাময়িক লাভ করা যায় কিন্তু দীর্ঘমেয়াদি নয়। ভালো ব্যবহারকারীরা বঞ্চিত হওয়ার কারণে স্প্যামিং সহ্য করা হয় না।

২। প্রশ্ন: ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তর: কপিরাইট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রক্ষা করার জন্য কপি বা নকল করার ক্ষেত্রে একটি রাইট বা আইন। মূলত কারোর কোন ছবি ,ভিডিও বা লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া কে কপিরাইট বলে যা জঘন্যতম অপরাধ। তবে লেখাকে সুন্দর, আকর্ষণীয় করার জন্য কিছু প্রতীকি ছবি ব্যবহার করা হয় সেগুলো ডাউনলোড করা যায় pixbay , pexel , freeimage এর মত কিছু ওয়েবসাইট থেকে।

৩। প্রশ্ন: তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো ডাউনলোড করা যায় ।
উত্তর: কপিরাইট ফ্রি ফটো তিনটি ওয়েবসাইটের নাম হল:
১। Pixbay
২। Pexel
৩। Freeimage

IMG-20220812-WA0005.jpg

৪। প্রশ্ন: পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করা হয়?
উত্তর: আমাদের পোস্টগুলো তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। কিছু নির্দিষ্ট বিষয়কে তাড়াতাড়ি খুজে বের করার জন্য হ্যাশ (#)ট্যাগ দিয়ে একটি নির্দিষ্ট শব্দ লেখা হয় । যে বিষয়ের উপর পোস্ট করব সে বিষয়ের ট্যাগ দিতে হবে। যেমন: Recipe, Travel etc . আর সেক্সুয়াল বিষয় , দুর্ঘটনা প্রাণীহত্যা ইত্যাদির জন্য ( NSFW) Not Safe For Work ব্যবহার করতে হবে। ৮ টার বেশি ট্যাগিং করা যায় না। সব সময় লোয়ার কেসে(Lower Case)ট্যাগিং করতে হয়।

৫। প্রশ্ন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট করা নিষিদ্ধ?
উত্তর: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গরুর মাংস, শুকরের মাংসের রেসিপি করা নিষিদ্ধ। কারণ এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর লোক থাকে। আরও ধর্ম ও রাজনীতি, নারী নির্যাতন, শিশুশ্রম, মারাত্মক কোনো দূর্ঘটনা ইত্যাদি বিষয়ে পোস্ট করা নিষিদ্ধ।

৬।‌ প্রশ্ন: প্লাগিরিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: প্লাগিরিজম লেখার ক্ষেত্রে প্রযোজ্য । সেটা হচ্ছে অন্য কারো লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া। অথবা কিছুটা পরিবর্তন করে নিজের মতো চালিয়ে দেওয়া। যা মারাত্মক অপরাধ। কিন্তু আমি কারো লেখা দেখে উদ্বুদ্ধ হলে তা থেকে ৩০% বাকি ৭০% নিজের মতো করে লিখতে হবে । অনেকেই প্লাগিরিজম এবং কপিরাইট একই মনে করেন। কিন্তু প্লাগিরিজম প্রধানত লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

৭। প্রশ্ন: রি রাইট আর্টিকেল কাকে বলে?
উত্তর: রি রাইট হচ্ছে কোন সোর্স থেকে ডাটা নিয়ে নিজের মত করে সাজিয়ে নেওয়া যেমন বিখ্যাত ব্যক্তি কে নিয়ে বা কোন ঐতিহাসিক ঘটনা কত সালে হয়েছিল কারা নিযুক্ত ছিল এইসব তথ্য নিয়ে যদি কেউ লেখালেখি করে তবে এই তথ্যগুলো সে কোথা থেকে সংগ্রহ করেছে তা অবশ্যই লিখতে হবে। রিং রাইট এর ক্ষেত্রে ৭৫% নিজের লেখা থাকতে হবে এবং বাকি ২৫% উৎস উল্লেখ করে লেখা যেতেই পারে।

৮। প্রশ্ন: ব্লগ লেখার সময় re write আর্টিকেলে কী কী বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর: যদি কোনো লেখা রি রাইট করা হয় তবে তার উৎস অবশ্যই উল্লেখ করতে হবে। নিজের ভাষায় ৭৫-৮০% লিখতে হবে ‌। লেখা কে আকর্ষণীয় করতে যদি কোনো প্রতীকি ছবি ব্যবহার করা হয় তবে তা অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে এবং সোর্স উল্লেখ করতে হবে ।

৯। প্রশ্ন: একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তর: যখন পোস্টে একটি ছবি দেওয়া হয় এবং ১০০ টি ওয়ার্ড লেখা হয়।

১০। প্রশ্ন: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কয়টি পোস্ট করতে পারবে? [ আমার বাংলা কমিউনিটিতে ]
উত্তর: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে ।

IMG_20220811_000309.jpg

উপরোক্ত বিষয়গুলো লেভেল-১ এ শিখতে পেরেছি ।শিক্ষকদের অসংখ্য ধন্যবাদ যত্ন সহকারে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল ওয়ান লিখিত পরীক্ষা দেয়ার সর্বশেষ সময় ছিল আজকে বাংলাদেশ সময় বেলা বারোটা পর্যন্ত। আপনি সন্ধ্যা ছয়টার দিকে পোস্ট করেছেন। যার ফলে আপনার এই পোস্টটি গ্রহণ করতে পারছি না।

অর্জিত কোনো কিছু বর্জন হয় না তাই অর্জন করতে থাকুন নিঃসন্দেহে। আশা করি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে ধন্যবাদ আপনাকে।

ব্যাপারগুলি আপনি ভালই বুঝতে পেরেছেন আপনার পোস্ট থেকে সেটা বোঝা যাচ্ছে। আজ রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লগের কমিউনিটির নিয়ম-কানুন মেনে কাজ করুন পাশাপাশি এবিবি স্কুলের সম্মানিত মডারেটরদের পরামর্শ মেনে কাজ করুন এই কামনা করছি।

আপনি খুব সুন্দর ভাবে লেভেল ওয়ানের পরীক্ষা দিয়েছেন। আর আপনার এই পরীক্ষার পোস্ট দেখে বুঝতে পারছি ভালোভাবেই সিট পড়ে বুঝে শুনে পরীক্ষা দিয়েছেন। আশা করি এভাবেই সামনের প্রতিটি ধাপ এগিয়ে যাবেন।