আসসালামু আলাইকুম |
---|
- আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছু দিন আগেই আমার লেভেল - ১ কমপ্লিট হয়েছে এবং গতকাল আমার লেভেল - ২ এর ভাইভা সম্পন্ন হয়েছে । লেভেল - ২ থেকে আমি তা যা শিখেছি তার একটি লিখিত পরীক্ষা দিচ্ছি ।
লেভেল - ২ তে আমার শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলো হলো :-
১. কী সিকিউরিটি
২.পাওয়ার আপ
৩. ডেলিগেশন
৪. ওয়ালেট নিয়ন্ত্রণ
নিচে সবগুলো বিষয়ে বর্ণনা করা হলো:-
কি সিকিউরিটি:-স্টিমেট একটি ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম হওয়ার কারণে এখানে যদি একাউন্ট হ্যাক হয়ে যায় বা পাসওয়ার্ড হারিয়ে যায় তখন কি সিকিউরিটি না থাকলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব হবে না ।
পাওয়ার আপ:-পাওয়ার আপ হচ্ছে স্টিমকে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ কনভার্ট করা বা উন্নীত করা। পাওয়ার আপের মাধ্যমে ভোটিং সাপোর্ট দেওয়া যায় এবং এর ফলে কিওরেশন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ডেলিগেশন:-অন্য কাউকে নিজের পাওয়ার ব্যবহার করার জন্য অর্থ্যাৎ ভোট দেওয়ার জন্য দেওয়া কে ডেলিগেশন বলে। যখন আমি কাউকে আমার স্টিম পাওয়ার ধার দিব তখন সে নিজের মতো করেই সেই স্টিম পাওয়ার ব্যবহার করতে পারবে। আবার আমার প্রয়োজনে আনডেলিগেট করে আমি আমার পাওয়ার ফেরত নিয়ে নিতে পারবো। ডেলিগেট সাথে সাথেই কার্যকর হয়ে যায় কিন্তু আনডেলিগেট করতে ৫ দিন সময় লাগে। সময় কম থাকলে এবং খুব কম স্টিম পাওয়ার থাকলে ডেলিগেশন করা ভালো।
তাতে একটি সংস্থা আমার হয়ে ভালো কনটেন্ট যুক্ত পোস্টকে আপভোট করবে এবং রিওয়ার্ড হিসেবে মুনাফার একটি অংশ আমার কাছে আসবে। যেমন: আমার বাংলা ব্লগ কমিউনিটিতে @heroism কে ডেলিগেশন করা যায় । যদি আমার কাছে ২০০০ এর বেশি স্টিম থাকে এবং যথেষ্ট সময় থাকে তাহলে আমি ডেলিগেশন না করে নিজেই ভালো কনটেন্ট দেখে ভোট করতে পারি।
ওয়ালেট নিয়ন্ত্রণ:-আমরা যেমন ব্যাংকে আমাদের নিজেদের টাকা জমা রাখি স্টিমেট ওয়ালেটও ঠিক তেমনি । স্টিমিটে ওয়ালেট খুবই গুরুত্বপূর্ণ বিষয় । আমাদের ওয়ালেট খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে কারণ এখানে আমাদের সমস্ত রিওয়ার্ড জমা থাকে। আমাদের প্রতিটা কী এবং মাস্টার পাসওয়ার্ড খুব সাবধানে রাখতে হবে। লিকুইড স্টিম না রেখে পাওয়ার আপ করে রাখলে সেটা অনেকটাই নিরাপদ থাকবে। ট্রাস্টেড ব্রাউজার ছাড়া ওয়ালেট লগ ইন করা উচিৎ নয়।
প্রশ্ন ১:- Posting key এর কাজ কী?
উত্তর: পোস্টিং কী শুধু মাত্র স্যোশাল আ্যক্টিভিটির জন্য ব্যবহার করতে পারবো। এটি সবচেয়ে কম সেনসিটিভ কী কারণ ট্রানজাকশন কাজ এটা দিয়ে করা হয় না। এই কী কারো হাতে গেলে সে শুধু একাউন্টের স্যোশাল আ্যক্টিভিটি গুলোই কন্ট্রোল করতে পারবে । এই কী দিয়ে যা যা করা যায়:
- পোস্ট ও কমেন্ট করা যায়
- পোস্টও কমেন্ট এডিট করা যায়
- আপভোট ডাউনভোট করা যায়
- পোস্ট রিস্টিম করা যায়
- অনাকাঙ্ক্ষিত কোন অ্যাকাউন্ট মিউট করা যায়
- কাউকে ফলো আনফলো করা যায়
প্রশ্ন ২:- Active key এর কাজ কী?
উত্তর:- এই কী দিয়ে আর্থিক কাজ গুলো করা যায় । অর্থাৎ কোনো লেনদেন করতে হলে অবশ্যই এই কী-র প্রয়োজন হবে। এটি খুবই সেনসিটিভ বিষয় তাই ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া এই কী দিয়ে লগইন করা উচিৎ নয়। ওয়ালেট এ লিকুইড কোনো steem ও SBD থাকলে মুহূর্তেই একই থাকলে ট্রান্সফার করে নেয়া যাবে। কেউ যদি একাউন্ট হ্যাক করে পাওয়ার ডাউন করে দেয় তবেও সেটার জন্য ৪ সপ্তাহ সময় লাগবে। এবং ইউজারের কাছে পাওয়ার ডাউনের নোটিফিকেশন আসে। তাই পাওয়ার ডাউন দেখলে সাথে সাথে একাউন্ট রিকভারি করা যেতে পারে।
এই কি দিয়ে যে কাজগুলো করা যায়:-
- ট্রান্সফার করা যায়
- SBD স্টিম কনভার্সন
- উইটনেস ভোট দেওয়া
- প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
- নতুন ব্যবহারকারী তৈরি
- কোন এক্সচেঞ্জ বাই-সেল-অর্ডার দেওয়া
- পাওয়ার আপ, পাওয়ার ডাউন
প্রশ্ন ৩:- Owner key এর কাজ কি?
উত্তর:- উনার কী হচ্ছে মালিকানা সংক্রান্ত কী। ব্লকচেইনে মালিকানা প্রমাণ করতে চাইলে এই কী প্রয়োজন হবে। অ্যাকাউন্ট হ্যাক বা হারিয়ে গেলে রিকভার করার জন্য এই কি সহযোগিতা করবে।
উনার কি যে সকল কাজ করে তা হলো:-
- ওনার ,পোস্টিং ও একটিভ কি রিসেট করা
- একাউন্ট রিকভার করা
- ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা
প্রশ্ন ৪:- Memo key এর কাজ কি?
উত্তর:- কোনো প্রাইভেট মেসেজ পাঠাতে মেমো কী ব্যবহার করা হয়।
মেমো কী এর কাজ হলো:-
- এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে
- এনক্রিপ্ট করা মেসেজ দেখতে
প্রশ্ন ৫:- Master password এর কাজ কি?
উত্তর:- মাস্টার পাসওয়ার্ড হচ্ছে একাউন্ট এর সবচেয়ে সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ কী। এটি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা পেয়ে থাকি।
এটা থাকলে আর যে জিমেইলে স্টিমিট একাউন্ট খোলা হয়েছে তা যদি থাকে এবং কোন কারনে যদি স্টিমিট অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা কী গুলো হারিয়ে যায় তবে একাউন্ট কে পুনরুদ্ধার করা যাবে । স্টিমিটে
এটাই একমাত্র পাসওয়ার্ড বাকি সবগুলো বিভিন্ন লেয়ারের কী । তাই এর গুরুত্ব অপরিসীম।
প্রশ্ন ৬:- Master password নিরাপদে রাখার জন্য আমাদের প্ল্যান কি?
উত্তর:-মাস্টার পাসওয়ার্ড নিরাপদে রাখার জন্য আমাদের প্ল্যান গুলো হল:-
১.প্রিন্ট আউট করে রাখা বা কোনো ডায়েরি তে লিখে রাখা ।
২.জিমেইল একাউন্ট টু স্টেপ ভেরিফাইড হলে গুগল ড্রাইভে রাখা যায়।
৩.যে ব্রাউজার থেকে লগইন করেছি সেখানে পাসওয়ার্ড সেভ হচ্ছে কিনা তা দেখতে হবে এবং কেশে আর কুকিজ ক্লিয়ার রাখতে হবে।
৪. পিডিএফ টি এবং মাস্টার পাসওয়ার্ড টি এনক্রিপ্ট করে পেনড্রাইভে রাখা যেতে পারে।
৫. কেও একাউন্ট তৈরি করে দিলে তাকেও পাসওয়ার্ড শেয়ার না করা।
প্রশ্ন ৭:- পাওয়ার আপ কেন জরুরি?
উত্তর:-স্টিমিটে নিজের এক্টিভিটি বাড়ানোর জন্য পাওয়ার আপ করা জরুরি।ইনকাম করা স্টিমের ৫০% পাওয়ার আপ এবং বাকি ৫০% লিকুইড স্টিম হিসেবে রাখা উচিত। এতে আ্যকাউন্টের মানব বৃদ্ধি পায়। আর যদি অ্যাকাউন্ট হ্যাক হয় তবে হ্যাকার তৎক্ষণাৎ পাওয়ার আপ করা স্টিমকে লিকুইড স্টিমে কনভার্ট করতে পারেনা। কারণ পাওয়ার ডাউন হলেই ইউজারের কাছে নোটিফিকেশন আসে এবং পাওয়ার ডাউন হতেও এক সপ্তাহ সময় লাগে। ততদিনে একাউন্ট রিকভারি করা যায়।
প্রশ্ন ৮:- পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর:- পাওয়ার আপ প্রসেসের স্টেপ গুলো নিচে দেখানো হলো
- প্রথমে ওয়ালেটে একটিভ কী দিয়ে লগইন করে নিব
- স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপডাউন ম্যানুতে ক্লিক করে পাওয়ার আপ বাটন সিলেক্ট করতে হবে
- Amount এর ঘরে অ্যামাউন্ট লিখতে হবে
- Power up এ ক্লিক করতে হবে
প্রশ্ন ৯:- সেভিংসে থাকা স্টিম অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফার ব্যালেন্সে যোগ হয়?
উত্তর:- ৩ দিন বা ৭২ ঘন্টা পর।
প্রশ্ন ১০:- মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তর:- এনক্রিপ্ট করা মেসেজের কোড দিতে মেমো ফিল্ড ব্যবহার করা হয়।
প্রশ্ন ১১:- ডেলিগেশন ক্যান্সেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে?
উত্তর:- ৫ দিন পর।
প্রশ্ন ১২:- ধরুন আপনি @heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এস.পি ডেলিগেশন করতে চান তখন ডেলিগেশন এর পরিমাণ লিখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে ?
উত্তর:- ৩০০ এস.পি ।
অসংখ্য ধন্যবাদ @abb-school এবং @shy-fox দাদা কে। যথেষ্ট পরিমাণ শিখতে পেরেছি এডমিন এবং মডারেটর দের তত্ত্বাবধানে আশা করি আরও ভালো ভালো কনটেন্ট দিয়ে কমিউনিটি কে পরিপূর্ণ করবো।
লেভেল-২ এর পরীক্ষাটি আপনি খুব সুন্দর ভাবেই দিয়েছেন। আমি আশা করছি আপনি খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন এভাবেই লেগে থাকুন আশা করি ভবিষ্যতে খুবই ভালো কিছু হবে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি ধীরে ধীরে ভালোই এগিয়ে যাচ্ছেন। লেভেল টু হতে আপনার অর্জন দেখে ভালই লাগছে। এভাবেই শিখতে শিখতে এগিয়ে যান। সেই সাথে কমিউনিটির সব ধরনের নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। অনেক শুভকামনা ও অভিনন্দন আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লেভেল ২ এর প্রতিটি বিষয় সম্পর্কে আপনি খুবই সুন্দর ভাবে ধারণা লাভ করতে সক্ষম হয়েছেন দেখছি আপু। ছোট ভাই হিসেবে একটা জিনিস আমি আপনাকে বলতে চাই আপনি সর্বদা লেভেল ২ এর বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে রাখবেন। নদীর এই লেভেলের বিষয়গুলো খুবই ভালো হবে রাখতে পারেন তাহলে কোন সময় আপনার একাউন্টে সমস্যা দেখা দিবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit