🍗🍗সুস্বাদু মুরগির মাংসের ভুনা রেসিপি //10% বেনিফিশিয়ারি@shy-foxএর🍗🍗

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি

আমি@monjel1 বাংলাদেশ থেকে বলতেছি। আমি আবারো জানাই, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ ও মডারেটর ভাই-বোনদের প্রতি সালাম ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে সুস্বাদু মুরগির মাংসের ভুনা। তো বন্ধুরা বেশি কথা না বলে শুরু করা যাক।

IMG_20211128_162838.jpg

রান্নার উপকরণ সমূহ:

মুরগির মাংস২ কেজি
পেঁয়াজ২৫০ গ্রাম
রসুন১০০ গ্রাম
মরিচপরিমান মত
লবণপরিমান মত
হলুদপরিমান মত
আদাপরিমান মত
তেলপরিমান মত
জিরা বাটাপরিমান মত

🫕 ধাপ ০১🫕

IMG_20211203_151703.jpg

IMG_20211203_151947.jpg

প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা, ইত্যাদি সব পরিমাণমতো নিয়ে নিলাম। মরিচ বাটনা সুবিধার জন্য পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখলাম।

🫕 ধাপ ০২🫕

IMG_20211128_153859.jpg

তারপর পেয়াজ, রসুন, আদা কুচি কুচি করে কেটে মরিচ সহ ইত্যাদি সব একটি বটনায় রেখে সব গুলো ভালোভাবে বেটে নিলাম। রান্নাটি তাড়াতাড়ি করার জন্য সবগুলো এক সঙ্গে বেটে নিলাম।

🫕 ধাপ ০৩🫕

IMG_20211128_154145.jpg

এরপর একটি কড়াইয়ে পরিমান মত তেল দিলাম। কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে রান্নাটি সুগন্ধি হয়। পেঁয়াজ গুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নিলাম।

🫕 ধাপ ০৪🫕

IMG_20211128_154416.jpg

IMG_20211128_154409.jpg

তারপর আমি কড়াই এর মধ্যে সবগুলো বাটনা বাটা দিয়ে দিলাম।

🫕 ধাপ ০৫🫕

IMG_20211128_154941.jpg

IMG_20211128_155034.jpg

পেঁয়াজ, রসুন গুলো ভেজে নেওয়ার সময় হলুদ পরিমান মত, মাংসের মসল্লা পরিমাণ মত, লবণ পরিমান মত দিয়ে দিলাম।

🫕 ধাপ ০৬🫕

IMG_20211128_155335.jpg

বেশ খানিকটা কালার হয়েছে। এরকমভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। মুরগির মাংস কড়াইয়ে দেওয়ার উপযোগী হয়েছে।

🫕 ধাপ ০৭🫕

IMG_20211128_155713.jpg

IMG_20211128_155757.jpg

এরপর মুরগির মাংস গুলো কড়াই এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কসাতে শুরু করলাম।

🫕 ধাপ ০৮🫕

IMG_20211128_160643.jpg

IMG_20211128_160912.jpg

এভাবে ১০-১৫ মিনিট কষাতে থাকলাম। মাংসগুলো কষানোর সময় কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে নিচের দিকে দাগ না লাগে।

🫕 ধাপ ০৯🫕

IMG_20211128_161753.jpg

IMG_20211128_161747.jpg

এরকমভাবে কষানোর পর কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর কড়াইয়ে ওপর একটি ঢাকনা দিয়ে দিলাম। প্রায় ৩০ মিনিটের মত চুলার উপর আগুনের তাপের উপর রেখে দিলাম।

🫕 ধাপ ১০🫕

IMG_20211128_162132.jpg

IMG_20211128_162142.jpg

কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম মাংসগুলো সেদ্ধ হয় এসেছে। এরপর আমি এক পিস মাংস খেয়ে দেখলাম সেদ্ধ হয়েছে।

🫕 শেষ ধাপ 🫕

IMG_20211128_162832.jpg

তারপর আবার অল্প পরিমাণ মসলা দিয়ে হালকা করে নেড়ে দিলাম। তারপর চুলার উপর থেকে কড়াই নামিয়ে নিচে মাটিতে রাখলাম। ঝটপট হয়ে গেল আমার সুস্বাদু মুরগির মাংসের ভুনা রেসিপি। আমি মাটির তৈরি চুলায় রান্না করেছি তাই আমাকে একটু হিমশিম খেতে হয়েছিল। কারণ মাটির তৈরি চুলায় আগুনের তাপ অনেক ছিল। গ্যাস বা বৈদ্যুতিক চুলায় রান্না করলে হিমশিম খেতে হতো না। যাইহোক গ্রামের মাটির তৈরি চুলার রান্না খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা যারা গ্রামে বসবাস করেন হয়তো তারাই ভালো জানেন। তো বন্ধুরা আর বেশি কথা না বলে আমার মুরগির মাংসের ভুনা রেসিপি তৈরি করতে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPf5XdUuKHSvkQRv8afmz1Wc2tHC8Na6k7v5539GtqpGvKmpHoQA4YxCqsh1uE...QA3q8XZkWSCAnmX9HNE2hUW5UQwsQPhTiQi2FxPh2DCtLmwp4mxJwWvWihDtCDVUNbo6QdDPW1YViqc63aknwq1xDs16Y8RSxSFiNwhafmvziQnRzQghHX9jXL.png

আমার সম্পর্কে কিছু কথা। আমার নাম মনজেল হক আমি মিশুক টাইপের ছেলে। আমি অতি সহজেই সবাইকে আপন করে নিতে পারি। আমার নতুন কিছু করার ও শেখার আগ্রহ হয়েছে।আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPf5XdUuKHSvkQRv8afmz1Wc2tHC8Na6k7v5539GtqpGvKmpHoQA4YxCqsh1uE...QA3q8XZkWSCAnmX9HNE2hUW5UQwsQPhTiQi2FxPh2DCtLmwp4mxJwWvWihDtCDVUNbo6QdDPW1YViqc63aknwq1xDs16Y8RSxSFiNwhafmvziQnRzQghHX9jXL.png

♥️♥️♥️সবাইকে ♥️♥️♥️ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রেসিপিটি রাতের খাবারে ফেলে খুবই ভালো হতো। খুবই ভালো লেগেছে আপনার এই রেসিপিটি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। ভাই আপনার জন্য শুভকামনা রইল।

দিলেন তো রাতে খিদা বারিয়ে ভাই।বাসায় রান্না হয়েছে মাছ এখন মুরগি কয় পাবো 😁😁😁

খুব লোভনীয় একটা রেসিপি শেয়ার করেছেন অনেক সুন্দর হয়েছে।

শুভ কামনা

অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আপনার মূল্যবান কথাটি বলার জন্য। শুভকামনা রইল।

মুরগি আমার অনেক পছন্দের একটা খাবার।আপনার রান্না দেখে জিভে জল আসলো। আর আপনি রান্নার প্রতিটা ধাপ সুন্দর ভাবে আলোচনা করেছেন।দেখে খুব ভাল লাগলো।

জি ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

মুরগির মাংস আমার খুবই পছন্দের একটি খাবার। এটি বাসায় সব সময় খাওয়া হয় কিন্তু তবুও তার প্রতি কোনো অরুচি আসে না। সবসময় খেতে ইচ্ছা করে। তো আপনার রান্না দেখে আবার এই আবার মুরগির মাংস খাওয়ার লোভ জেগেছে। আপনার টা খুবই মজার হয়েছে দেখেই মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর মন্তব্য করার জন্য। আসলেই ব্যক্তিগতভাবে আমি মুরগির মাংস পছন্দ করি। আপনার জন্য শুভকামনা রইল।

মুরগির মাংস আমার খুবই পছন্দ। আপনার এই রেসিপি দেখে খেতে খুব ইচ্ছা করছে। মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আর মুরগির মাংস খেতে খুবেই সুস্বাদু হয়েছিল। চাইলে আপনিও বাসায় তৈরি করে দেখতে পারেন।