মেঘের উপর মেঘ জমেছে..
মুখ ঢেকেছে অন্ধকারে
বৃষ্টি তখন ফন্দি আঁটে
চোখের নজর ঝাপসা করে।"
আসসালামু আলাইকুম
- আমার বাংলা ব্লকের সকল বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই বৃষ্টিমুখর দিনে খুব আনন্দে দিন কাটাচ্ছেন। যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। এই কমিউনিটিতে কাজ করে আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। এতে করে নিজের ভেতরের অনুভূতিগুলো নিজেই যাচাই করতে পারছি। আজ যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা হচ্ছে বৃষ্টির দিনে আনন্দময় অনুভূতি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দাদাকে যার মাধ্যমে এইকমিউনিটির সন্ধান পেয়েছি এবং বিভিন্ন ধরনের কনটেস্ট অংশগ্রহণ করতে পারছি। আর সকল এডমিন মডারেটরদের আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও অভিনন্দন। কারণ তাদের মাধ্যমেই সব নতুন নতুন প্রতিযোগিতা করা হচ্ছে। আজ আমি আপনাদের সাথে এই বৃষ্টির দিনে কিছু অনুভূতি শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখে নেয়া যাক
💘 ছোটবেলার বৃষ্টির অনুভূতি💘 |
---|
আমার প্রিয় ঋতু বর্ষাকাল তাইতো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ইচ্ছে করে বলতে------
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান-রবীন্দ্রনাথ ঠাকুর
- ছোটবেলায় বৃষ্টির অনুভূতি ছিল অন্যরকম। বর্ষাকাল মানেই হইহুল্য দৌড়ঝাপ ছোটাছোটি বন্ধুদের সাথে এদিক সেদিক ঘোরাফেরা। আর বৃষ্টিতে না ভিজলেই নয় এমন একটি মনোভাব তৈরি করা। বৃষ্টির দিনের হাজারো স্মৃতি মনের ভেতরে ভিড় করে আছে। ছোটবেলায় আমি খুব ভীতু টাইপের ছিলাম বৃষ্টি হলে ভিজতে খুব ইচ্ছে করতো। কিন্তু বিজলির ভয়ে বের হতে চাইতাম না। তার মধ্যে যদি খুব বেশি বৃষ্টি হতো তখন তো ঘর থেকে বের হতেই ভয় লাগতো। তারপর যখন আরেকটু বড় হয়েছি পঞ্চম শ্রেণীতে পড়ি তখন একটি স্কুলে যাওয়ার সময় মাঠ ভর্তি ছাত্র-ছাত্রী সবার সামনে চিৎপটাং😁। সবাই যখন হাসাহাসি করছিল তখন ব্যাথার চেয়ে লজ্জাটাই বেশি পেয়েছি। বৃষ্টির দিনে আসলে চারপাশ খুবই পিচ্ছিল হয়ে থাকে আর এই সময় চিৎপটাং হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
💘 যখন আমি কিশোরী তখন বৃষ্টি আমার কাছে যেমন 💘 |
---|
বর্ষা এলো রিমঝিম রিমঝিম বৃষ্টি নিয়ে
টুপুর টাপুর ছন্দ তালে ছাতা মাথায় দিয়ে।
- তখন বর্ষা হচ্ছে আমাদের কাছে টুপুর টাপুর ছন্দের মত।বৃষ্টিকে তখন আর কে ভয় পায় শত বৃষ্টিকে বাধা পেরিয়ে স্কুলে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেয়া, দৌড়ঝাঁপ করা, এইসব যেন অন্যরকম আনন্দ বয়ে নিয়ে আসতো। বিশেষ করে এই সময় দৌড়াদৌড়ি করা এবং পুকুরের ঝাপ দেয়া অন্যরকম আনন্দ অনুভব করা যেত। এইসব আনন্দের মুহূর্ত গুলো ভুলে যাবার নয়। যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না আনন্দ করতে পারতাম। এখন মনে হচ্ছে কত আনন্দ অপূর্ণ রয়ে গেল। কিন্তু জীবনের যে সময় একবার চলে যায় তাকে ফিরে পাওয়া যায় না
💘 নবীন বয়সে বৃষ্টির অনুভূতি 💘 |
---|
"আমার সারাটা দিন
মেঘলা আকাশ বৃষ্টি
তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু
তোমার কাছে চেয়ে নিলাম।"
বৃষ্টি আসলে একেক সময় একেক রকম অনুভূতি তৈরি করে আমাদের মনের ভেতর। নবীন বয়সে বৃষ্টিকে লাগে রোমান্টিক। তখন গান শুনতে, বৃষ্টিকে দেখে ছবি আঁকতে, ভীষণ ভালো লাগে। যতক্ষণ ছন্দতালে মনের ভিতরে যেতে পারে এই অনুভূতি প্রকাশ করার নয়। এমন সময় ইচ্ছে করে বন্ধু-বান্ধবদের সাথে ঘরে বসেই লুডু খেলতে, গল্প-আড্ডা সময় কাটাতে, তখন ঝুম বৃষ্টিতে বিভিন্ন ধরনের গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে। আমার তো বৃষ্টির দিনে খিচুড়ি খুব পছন্দ। আমরা সবাই যখন পরিবারের সবাই একসাথ হই তখন আমার আম্মু বৃষ্টির দিনে খিচুড়ি তৈরি করে অথবা বিভিন্ন দানা জাতীয় খাবার গুলো যেগুলো চিবিয়ে খেতে মজা লাগে। এইসব মুহূর্তগুলো এখন কেমন যেন হারিয়ে গেছে সেই ছোটবেলার দিনগুলো সেই হারানো দিনগুলো আর কখনো কি করে খুঁজে পাওয়া যাবে না। কেন সময় এভাবে চলে যায় মাঝে মাঝে এমনটাই মনে হয়।
💘 বৃষ্টি এই সময় 💘 |
---|
“বৃষ্টি ভেজা বিকেল
সাথে এক কাপ গরম কফি
আর পুরনো ডায়েরির
কোন এক পাতা খুলে,
পুরনো স্মৃতিতে নিজেকে
হারিয়ে ফেলার নামই
Nostalagia…”
- এখন বৃষ্টি আমার কাছে অন্যরকম অনুভূতির বহিঃপ্রকাশ। এখন কখনো ভালো লাগে বৃষ্টির সময় ঘরের বাড়তি কাজগুলো সেরে ফেলতে, কখনো বা ছবি আঁকতে, কখনো নকশীকাঁথায় ফোড় তুলতে, আবার কখনো বা পরিবারের সবাই মিলে একসাথে গল্প করতে। তার সেই সবচেয়ে বেশি ভালো লাগে প্রিয়জনের সাথে সময় কাটাতে।তখন এক কাপ কপি যেন অমৃত। এমন দিনও প্রিয়জনকে নিজ হাতে তৈরি করা গরম গরম খাবার গুলো মুখে তুলে দেওয়ার আনন্দই আলাদা। একসাথে কফি খাওয়ার মজার যেন আর কিছুতে নেই। আবার কখনো অতিবৃষ্টি নিরানন্দ লাগে। তখন বোরিং লাগে ঘরে বসে থাকতে যেন বাইরে জগত দেখা হচ্ছে না।
যাইহোক বাংলাদেশ যেহেতু ষড়ঋতুর দেশ এখানে বৃষ্টি আসবে এবং বৃষ্টি যাবে।মানুষের জীবন থেকেও সুখ দুঃখ গুলো ঠিক বৃষ্টির মতোই দুঃখগুলো কখনো কালো মেঘের মতো ছেয়ে থাকে। আবার বৃষ্টির ফোটার মতো হৃদয়ে ভারাক্রান্ত হয়ে ঝরে পড়ে আর মেয়ে কেটে গেলে যেমন রোদের দেখা পাই। তেমনি দুঃখগুলো কেটে সুখের দেখাও পাই।জীবনকে মেঘ এবং বৃষ্টির সাথে তুলনা করা চলে।
আজ আমার অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম জানিনা আপনাদের কতটুকু ভালো লাগবে কতটুকু হৃদয় ছুয়ে যাবে তবে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
---|
আপনার ছোট থেকে বর্তমান পর্যন্ত বৃষ্টির অনুভূতি প্রকাশ করেছেন। ভালোই লেগেছে। আসলে সময় হারিয়ে গেলে আর তা ফিরে পাওয়া যায় না। আপনার কিছু অনুভূতির সাথে আমার গভীর মিল রয়েছে। শুধু প্রিয়জনের সাথে কফি খাওয়া হয়নি 🙈।
যাইহোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাই। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহারে শৈশবের স্মৃতি গুলো ছিল দুরন্ত। তবে আপনি যে স্কুলের মাঠে স্লিপ খেয়ে পড়ে ব্যাথার চেয়ে লজ্জা বেশি পেয়েছেন সেটা কিন্তু খুবই মজার ছিল। মনে হয় যেন স্মৃতি তার কবেকার চোখের সামনে ভাসছে। তবে এ মনটা শুধু আপনার বেলায় নয় রাস্তাঘাটে হাঁটতে কতবার পড়েছি হিসাব ছাড়া। তবে আপনার মত প্রিয়জনের সাথে কফি খাওয়া এখনো হয়নি। সেই সময়ের অপেক্ষায় রয়েছি এবং আপনার মধুর স্মৃতি টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা। বৃষ্টির মধ্যে প্রিয় জনের সাথে এভাবে এখনও কফি খাওয়া হয়ে উঠলো না। আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত বৃষ্টির দিনের অনুভুতি বেশ গুছিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ভাল লাগল পড়ে। ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে যে প্রতিযোগিতা চলতেছে সত্যিই খুব ভালো লাগছে। কারণ এখানে সবাই সবার অনুভূতিগুলো শেয়ার করছে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর করে সাজিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন আপনার অনুভূতি। আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বৃষ্টির দিনের এত সুন্দর মজাদার কাহিনী আমাদের সামনে উল্লেখ করেছেন বলে অনেক ধন্যবাদ ।আপনার প্রত্যেকটি লেখার মধ্যে অনেক ভাব অর্থ বহন করে ।বৃষ্টির দিনের এ কথাগুলো আমরাই কনটেস্ট এর মাধ্যমে জানতে পারলাম এজন্য কনটেস্ট আয়োজনকারী কে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টি নিয়ে সত্যিই আপনার অনুভূতি গুলো জানতে পেরে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দরভাবে আপনার অনুভূতি প্রকাশ করেছেন। তবে বৃষ্টির দিনে প্রিয় মানুষের পাশে বসে কফি খাওয়ার মুহূর্ত আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit