কবিতা আবৃত্তি :: আবেগের কবিতা || বিরহের সুর || Original Poetry by @hafizullah

in hive-129948 •  3 years ago 

০৩, জুন ২০২২, শুক্রবার বার ।
আসসালামু আলাইকুম,

কেমন আছেন আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা। আশা করি সৃষ্টিকর্তার অসীম করুনায় সকলে ভালো আছেন সুস্থ আছেন। যাক পর সমাচার এই যে এই সপ্তাহে হয়ে গেল আমার বাংলা ব্লগ এর ৫০ তম হ্যাংআউট । এর জন্য সকল পৃষ্ঠপোষকদের অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনাদের নিকট নিয়ে এসেছি শ্রদ্ধেয় হাফিজুল্লাহ ভাইয়ের আবেগের কবিতা 'বিরহের সুর'। কবিতাটি আমার নিকট অসম্ভব ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে নিয়ে রচিত এত চমৎকার একটি কবিতা কেবল পেশাদারিত্ব মন-মানসিকতা থাকলেই লেখা যায়।

IMG20220519095218.jpg

কবিতাঃ বিরহের সুর

রচয়িতাঃ @hafizullah

হৃদয়ের ভিতরে লোকানো যত ব্যথা
আমি বলতে পারিনি তাকে,
হৃদয়ের ভালো লাগা যত অনুভূতি
আমি পারিনি প্রকাশ করতে।

অস্পষ্ট একটা ভয়ের আবছা ছায়া
আমায় তাড়া করতো সর্বদা,
ব্যর্থ হওয়ার একটা জোড়ালো আতংক
হৃদয়ে ভর করতো সর্বদা।

তোমায় নিয়ে বেঁধেছিলাম সুখের গান
পারিনি তাতে মেলাতে সুর,
তোমায় নিয়ে লিখেছিলাম ছন্দের কবিতা
পাইনি তাতে আবেগের সুখ।

আমার লেখা প্রেমের গান অন্যের সুরে
সুখের ঝড় তুলে মিষ্টি আবহে,
আমার লেখা ভালোবাসার কবিতায়
ছন্দ ফিরে আসে অন্যের কণ্ঠে।

আমার হৃদয় আলোড়িত হয় তোমার শোকে
বিরহে অন্ধকারে হারাই নিজেকে,
হৃদয়ের তৃষ্ণা জাগ্রত করে কামনা প্রায়শ
অস্পষ্ট হৃদয়ের বাসনা এখনো অনুচ্চ।

হৃদয় এখনো খুঁজে- প্রেমের সেই সুর
হৃদয় এখনো খুঁজে-আবেগের সেই সুখ,
হৃদয় এখনো খুঁজে- হারানো সেই মুখ
হৃদয় এখনো খুঁজে- পুরনো সেই যুগ।

হৃদয় এখনো খুঁজে সেই অনুভূতি,
সেই আবেগের ব্যকুলতা,
খুঁজতে খুঁজতে ক্লান্ত, নিস্তেজ দেহ

উদ্বিগ্নতায় বেড়ে যায় নিরবতা।

আমি বিরহের প্রতাপে- বড্ড বেশী ক্লান্ত
আমি হারানোর যন্ত্রনায়- নির্জীব শান্ত,
আমি দিক শূণ্য, পথ খুঁজি- গভীর অরণ্যে
আমি সত্যি ব্যর্থ, ভাসি -দূর আকাশের শূণ্যে।

IMG20220325125611.jpg

IMG20220327121541.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ! ভাই আপনি খুবই সুন্দর কবিতা আবৃত্তি করেছেন তো। আপনার কন্ঠে কবিতাটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার কন্ঠে অসাধারন একটি কবিতা আমাদের মাঝে আবৃত্তি করে শুনানর জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম।

"আসসালামু অলাইকুম,
ভাললাগা হতে আবৃতি করা ধন্যবাদ আপনাকে।"

বেশ ভালো আবৃত্তি করেছেন হাফিজ ভাইয়ের বিরহের সুর কবিতাটি।ধন্যবাদ

এইতো প্রতিনিয়ত চেষ্টা করছি আবৃতিতে ভাল করার জন্য

আপনি খুবই সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতাটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনার আবেগের কবিতা আবৃত্তি শুনতে পেরে অনেক ভালো লাগলো। আমার কাছে এরকম কবিতা গুলো শুনতে অনেক ভালো লাগে। ছোট ছোট কবিতার লাইনগুলো শুনে অনেক ভালো লাগলো । ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা রইল

আবৃতিটি শুনার জন্য আপনার প্রতি শুভেচ্ছা রইল

আপনি চমৎকার ভাবে কবিতাটি আবৃতি করেছেন। শুনে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ ভাই। খুব ভাল মন্তব্য দিয়েছেন।

হাফিজ ভাইয়ের কবিতা গুলো সব সময় খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ভালোই লাগছিলো শুনতে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া

হা হাফিজ ভাইয়ের কবিতা আমার নিকট
খুব ভালো লাগে।

আবেগের কবিতাটির আবৃত্তি শুনতে আসলেই খুবই ভালো লাগলো।যেমনটি খুব সুন্দর একটা কবিতায় হাফিজ ভাই উপহার দিয়েছে আমাদের তেমনি আপনার আবৃত্তিটা ও সুন্দর হয়েছে।

আসসালামু অলাইকুম, ধনন্যবাদ আপনাকে আমার জন্য দোয়া করবেন।

হাফিজ ভাই এর কবিতা মানেই যাদু। উনি সুন্দর কবিতা লিখেন। আপনি দারুণ ভাবে আবৃত্তি করেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

কালকে আমি কবিতা টি পড়েছিলাম এখনো পড়ছি ভালই লাগছে।আর আপনার আবৃত্তি টি অসাধারণ হয়েছে।আবৃত্তির সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও খুব সুন্দর হয়েছে।

আসসালামু অলাইকুম, ধন্যবাদ ভাই আপনার মত শিল্পি মানুষের মন্তব্য দেখে

আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে কবিতা আবৃতি করে দেখিয়েছেন। বিরহের সুর কবিতার প্রতিটি লাইনে যেন বিরহের বাণী ফুটে উঠেছে। কবিতা আসলে আমাদের মনের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করিয়ে দেয়। আর আপনার কবিতার মাধ্যমে তেমনি প্রকাশ ঘটেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করে দেখার জন্য।

এত সুন্দর করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

হাফিজ ভাইয়ের কবিতা গুলো সব সময়ই অনেক ভালো লাগে। আপনি আজকে তার একটি আবেগের কবিতা আবৃত্তি করেছেন। আসলে অনেক ভালো লেগেছে খুব সুন্দর করে আপনি কবিতা আবৃত্তি করেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আসসালামু অলাইকুম, আপনার জন্যও অনেক শুভ কামনা রইল।

ভাই আমি আপনার কবিতা আবৃত্তির বড় ফ্যান হয়ে গেলাম। আপনি সত্যি অসাধারণ কবিতা আবৃত্তি করেন। আপনার কবিতা শুনে আমি মুগ্ধ। আমি আফসোস করি আমিও যদি আপনার মতো করে আবৃত্তি করতে পারতাম ভালো লাগতো অনেক।

আসলে আপনি যতটা বলছেন আমার আবৃত্তি তত ভালনা।

খুবই চমৎকার একটি কবিতা আবৃতি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কন্ঠে এই আবৃত্তি শুনে সত্যিই আমি মুগ্ধ খুবই ভালো লাগলো ভাইয়া আপনার এই আবৃত্তি শুনে। পরবর্তীতে এরকম সুন্দর আবৃত্তি আপনার কাছ থেকে আশা করব শুভকামনা রইল।

আসসালামু অলাইকুম, এত চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য ধন্যবাদ

হাফিজ ভাইয়ের কবিতা পড়েছি। ভালো লিখেন উনি। উনার কবিতা আবৃত্তি শুনলে ভালো লাগে বেশি। আপনি চমৎকার আবৃত্তি করেছেন ভাই

আপনার মন্তব্য দেখে অনেক ভাল লাগল ধন্যবাদ

হাফিজ ভাইয়ের বিরহের সুর কবিতাটি আপনি খুবই সুন্দরভাবে আবৃত্তি করেছেন। আপনার গলায় কবিতা টির আবৃত্তি শুনতে খুবই ভালো লাগলো। আপনি খুবই অসাধারণ ভাবে কবিতা আবৃত্তি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ভাললাগা হতে আবৃতি করা ধন্যবাদ ভাই।