কিছু অসাধারণ ফুলের ফটোগ্রাফি 📸🔭🥀|| ০৬/০৭/২০২৩.

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুরা,

আসসালামুয়ালাইকুম /আদাব,

সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি @moshiur69 আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার মোবাইল ফোন থেকে তোলা কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।

[তো চলুন শুরু করা যাক আজকের পোস্টটি]

[ফুলের ফটোগ্রাফি 📸🔭]


ছবিগুলো মূলত আমাদের গ্রামের রাস্তার পাশ থেকে তোলা হয়েছে। ছবিগুলোতে অনেকগুলো ফুলের ছবি দেখতে পাবেন, এই ফুলগুলো সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই। ফুলগুলোর নাম জানা নাই, এই ফুলগুলো রাস্তার পাশে মাঠে পুকুরের পাশে সব স্থানে দেখতে পাওয়া যায়। যেখানে একটু গাছপালা বন জঙ্গল থেকে থাকে সেখানেই এই ফুলগুলো দেখতে পাওয়া যায়।

IMG20230701154720_edited~2.jpeg

প্রথম ছবিটিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি বৃষ্টির দিনে সংগ্রহ করা হয়েছিলো। রাস্তার এক পাশে ই ছোট ছোট অনেকগুলো গাছের মধ্যে ফুটেছিল। ফুলটিতে বৃষ্টি পড়ার কারণে দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগছিল তাই ছবিটি সংগ্রহ করি।

IMG20230701154243_edited.jpeg

এই ছবিটি যখন আমি কিছুদিন আগে আমাদের উপরে গিয়েছিলাম তখন পুকুরের পাশ থেকে সংগ্রহ করা হয়। এই গাছটি ঝাড় আকারে হয়ে থাকে। গাছগুলি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। ফুলটি সবেমাত্র ফুটেছিল যার কারণে দেখতে আরো অনেক বেশি আকর্ষণে লাগছিল। ফুলটি দেখার সাথে সাথে সংগ্রহ করি।

IMG20230701153741_edited.jpeg

আপনারা যেই ফুলটি দেখতে পাচ্ছেন এটি আমাদের বাসার পাশে যে রাস্তাটি আসে সেখানে একটি পুল আছে পুলের পাশে এই ফুলটি ফুটেছিল। এই ছবিটি বৃষ্টির দিনে সংগ্রহ করা হয়।

IMG20230706110054.jpg

এই ছবিটি আজকে সবেমাত্র যখন পুকুরের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই। পুকুর থেকে ফেরার পথে ছবিটি সংগ্রহ করি। ফুলটি ছোট্ট একটি গাছটিতে ফুটেছিল।

IMG20230704175654 (1)_edited.jpeg

এই ছবিটি গতকাল আমাদের স্কুল প্রাঙ্গণ থেকে সংগ্রহ করা হয়। গাতকাল যখন বিকেলে কিছু সময় অতিবাহিত করার জন্য যাই তখন ছবিটি সংগ্রহ করি

IMG20230701160113_edited.jpeg

এই ছবিটিও বৃষ্টির দিনে সংগ্রহ করা হয়েছে। বৃষ্টির কারণে ফুলটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল তাই তৎক্ষণাৎ ছবিটি সংগ্রহ করি।

IMG20230706105725.jpg

ছবিগুলো মূলত আমার মোবাইল ফোন থেকে তোলা হয়েছে। নিচে আমার মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো:-

**মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য:-
মোবাইল ফোন নাম:- Realme C25s
মোবাইল ফোন মডেল:- RMX3195
মোবাইল ফোন ক্যামেরা:- Font-8MP=Rear-48MP+2MP+2MP

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন।

☘️আমার পরিচয়☘️


আমি মোঃ মশিউর রহমান স্টিমেট আইডির নাম @moshiur69। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে। নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।

লাজুক খ্যাঁক" (Shy Fox)-এর জন্য ১০% বরাদ্দ।
এবিবি স্কুলের (abb-school) জন্য ৫% বরাদ্দ।

সবাই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।

[আল্লাহ হাফেজ]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই ফুল গুলোর নাম আমারও ভালোভাবে জানা নেই ভাইয়া। আসলে এই গাছ গুলো অনেকটা জংলি প্রকৃতির তাই বিভিন্ন ফাঁকা জায়গা গুলোতে কিংবা রাস্তার পাশে এই ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায়। তবে দেখতে কিন্তু বেশ সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগে। সাদা রঙের ফুলগুলো আমি মাঝে মাঝে দেখি। আমাদের বাসার সামনের ওয়ালের সাথে। খুবই ভালো লাগে দেখতে। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।

ধন্যবাদ আপনাকে আপু, এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে নাইট মোড ফটোগ্রাফি হওয়া তো অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

ধন্যবাদ আপু, এতো সুন্দর কমেন্ট করার জন্য।

বাহ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার আজকের এই ফটোগ্রাফি অ্যালবামে। ফটোগ্রাফির ফোকাস এবং কালার কম্বিনেশন খুব ভাল ছিল। ধন্যবাদ এভাবে এগিয়ে যান এই কামনা করি।

জী ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করার জন্য।