সাদা/কালো রেনডম ফটোগ্রাফি 🔭📸🥀|| আমার বাংলা ব্লগ।

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা👋,

☘️আসসালামুয়ালাইকুম /আদাব,☘️

সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার মোবাইল ফোন থেকে তোলা কয়েকটি রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।

[তো চলুন শুরু করা যাক আজকের পোস্টটি]

[সাদা/কালো রেনডম ফটোগ্রাফি 🔭🥀]

IMG20230626171146_edited.jpeg

এখানে আপনি একটি উদ্ভিদের কান্ড/পাতা দেখতে পাচ্ছেন যেটির উপর অনেকগুলি বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছেন যেটি দেখতে আমার কাছে অসাধারণ লাগেছিল তাই তৎক্ষণাৎ ছবিটি সংগ্রহ করি। ছবিটিতে যেই উদ্ভিদটি দেখতে পাচ্ছেন সেটিকে আমরা গ্রাম্য ভাষায় মাটির নিচের আলু /বুনো আলুও বলে থাকি। তো গাছটি হলো একটি আলু গাছের যেটির উপর বৃষ্টির ফোঁটাগুলি সুন্দর ভাবে আছে।

IMG20230626172517 (1)_edited.jpeg

এখানে আপনি একটি উদ্ভিদের কান্ড/পাতার ছবি দেখতে পাচ্ছেন যেটির উপর বৃষ্টির ফোঁটাগুলি দেখতে অনেক সুন্দর লাগছে। এই উদ্ভিদটিকে আমরা গ্রাম্য ভাষায় বুনো কচু গাছ বলে থাকি। এই গাছটি গ্রামের রাস্তার পাশে খালা,বিল,নদী,নালা, পুকুর,ঘাট সকল স্থানে দেখতে পাওয়া যায়। এগুলোর পাতা ছিঁড়ে রান্না করে খাই, যেটিকে আমরা কচু শাক বলে থাকি।

IMG20230626171859_edited.jpeg

এখানে আপনি একটি মোটর সাইকেলের সামনের দিকে যে দুইটি গ্লাস/আইনা থাকে সেটার ছবি। আপনারা দেখতে পাচ্ছেন আইনাটির উপর বৃষ্টির ফোঁটাগুলি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ছবিটি দেখে হয়তো অনেকেই বুঝে উঠতে পারেন নাই যে এটি কিসের ছবি। ছবিটি দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।

IMG20230626172413 (1)_edited.jpeg

এখানে আপনি একটি ছোট্ট উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছেন যেটি একটি বট গাছের ছবি। গাছটি অতি ক্ষুদ্র হওয়া আমি ছবিটি তুলতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলোর উপর বৃষ্টির ফোঁটাগুলি দেখতে কতটা সুন্দর লাগছে। এমন সুন্দর দৃশ্য দেখলে নিজেকে আর ধরে রাখতে পারি না। তাই তখনই ছবিটা সংগ্রহ করি।

IMG20230618174317_edited.jpeg

এখানে আপনি ছবিটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম আমি এই মূহুর্তে মনে করতে পারছি না। আপনারা কেউ যেনে থাকলে কমেন্ট করে জানাবেন। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি রাস্তার পাশে সবসময় দেখতে পাওয়া যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে এই গাছগুলি অনেক দেখতে পাওয়া যায়। কিন্তু এখন সময়ের ব্যবধানে গাছগুলি বিলুপ্ত হতে চলেছে। গাছটিতে বছরে একবার ফুল ও ফল দেয় এবং গাছগুলোর পাতা কিংবা ডাল একটু ভাঙ্গলে দুধের মতো সাদা রঙের কষ বের হয় যেটি দেখতে অনেক সুন্দর লাগে।


আজকে আমি @moshiur69 আপনাদের মাঝে ৫টি সাদা/কালো রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। ছবিগুলো আজ ২৬/০৬/২০২৩ শে সংগ্রহ করা হয় আমাদের গ্রামের রাস্তার পাশ থেকে। আজকে সারাটি দিন রিম ঝিম করে বৃষ্টি পড়েছে। কখনো রোদ আবার কখনো বৃষ্টি। তো এই রোদ বৃষ্টির মাঝে বিকেলের সময়ে আমি বাসা থেকে বের হয় কিছু ছবি সংগ্রহ করার জন্য। আপনারা তো জানেনই আমি ছবি তুলতে অনেক পছন্দ করি,তাই বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে ছবি তুলতে। ছবি আমি অনেক সময় নিয়ে সুন্দর ভাবে তোলার চেষ্টা করি। তো বেশি ছবি সংগ্রহ করতে পারলাম না, মাত্র এই কয়টি ছবি সংগ্রহ করে বাসায় ফিরে এলাম। বাসায় এসে ছবিগুলো সুন্দর করে সাজিয়ে এডিট করলাম সাধারণ ভাবে। হঠাৎ করে ভাবলাম প্রতিদিন তো এভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করি কিন্তু আজকে একটু অন্যরকম করে উপস্থাপন করলে কেমন হয়। তাই ছবিগুলো আবার এডিট করি সাদা কালো করে। এবং আপনাদের মাঝে উপস্থাপন করি।


ছবিগুলো মূলত আমার মোবাইল ফোন থেকে সংগ্রহ করা হয়েছে। নিচে আমার মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো:-

মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য:-
*মোবাইল ফোন নাম:- Realme C25s
*মোবাইল ফোন মডেল:- RMX3195
*মোবাইল ফোন ক্যামেরা:- Font-8MP, Rear-48MP+2MP+2MP.


আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি
মন্তব্য করে জানাবেন।
আজকে এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন।

ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।

[আল্লাহ হাফেজ]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি সাদাকালো কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফীটা বেশ ভালো লেগেছে। আপনি খুব চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। ফটোগ্রাফি হল মনের সৌন্দর্য আপনি যত সুন্দর করে ফটোগ্রাফি করবেন তত দেখতে ভালো লাগবে। অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

জী ভাইয়া, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য।

চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সাদাকালো ফটোগ্রাফি বরাবরই অনেক বেশি সুন্দর হয়। তবে কমিউনিটিতে ফটোগ্রাফিক পোস্ট করতে হলে অবশ্যই সাতটি ফটো যোগ করতে হবে। সাতটি ফটো ব্যতীত কমিউনিটিতে ফটোগ্রাফি পোস্ট করা যাবে না, আশা করছি পরবর্তীতে আপনি সমস্যা কাটিয়ে উঠবেন। শুভকামনা রইল আপনার জন্য।

জী ভাইয়া অবশ্যই এবার থেকে এই বিষয়টি খেয়াল রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টি জানানোর জন্য।

রঙিন অবস্থায় ফটোগ্রাফি গুলা কেমন ছিল জানিনা।
তবে সাদা কালো গুলো দেখতে কিন্তু ভালো লাগছে।
বিশেষ করে পাতার উপর জমে থাকা বিন্দু বিন্দু পানির ফোঁটা অসাধারণ।।

সাদাকালো অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন তো। আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম আপনার তোলা এত সুন্দর এই ফটোগ্রাফি গুলো দেখে। দ্বিতীয় নাম্বারে থাকা এই ফটোগ্রাফি একটি বেশি ভালো লেগেছে দেখতে আমার কাছে। এরকম ফটোগ্রাফি আজকে প্রথম বার দেখলাম ‌‌। আসলে আমি ফটোগ্রাফি করতে এবং দেখতে খুবই পছন্দ করি। আর যদি হয় এরকম ফটোগ্রাফি তাহলে তো কোন কথা নেই।

জী ভাইয়া, আশা করি এমন ফটোগ্রাফি আরও অনেক শেয়ার করতে পারবো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কমেন্টটি করার জন্য।

সাদাকালো ফটোগ্রাফি আপনার অনেক বেশি পছন্দের। আপনি বেশি এলোমেলো কিছু সাদাকালো ফটোগ্রাফি করেছেন। বৃষ্টির ফোটা পড়ে থাকার কারনে অনেক বেশি আকর্ষণীয় লাগছে প্রত্যেকটা ফটোগ্রাফি। একেবারে শেষে থাকা ফুলটির সাদা কালো ফটোগ্রাফি দেখে অনেক বেশি মুগ্ধ হলাম। সেই ফটোগ্রাফিটা খুবই সুন্দর হয়েছে। আর দ্বিতীয় নাম্বারে থাকা ফটোগ্রাফি টা ও খুব সুন্দর হয়েছে। সব মিলিয়ে প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ ভালো ছিল।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আরও বেশি আগ্রহ নিয়ে কাজ করতে পারবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

অনেকদিন পর এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলাম। সাদা কালো ফটোগ্রাফি গুলো ভালোই লাগে দেখতে। আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। তাছাড়া বৃষ্টির ফোঁটা গুলোর কারণে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করার জন্য।

সাদাকালো রেনডম ফটোগ্রাফি গুলো দারুন ছিল ।যেটা করতে আমিও পছন্দ করি। আপনি তো দেখছি অনেক ভালো ফটোগ্রাফার প্রতিটা ফটোগ্রাফি দেখার মত ছিল।