অপরূপ সুন্দর তোমার ওই মায়াবী চোখ |আমার বাংলা ব্লক কমিউনিটি | নীল আকাশের 🌌🔭ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা,

আসসালামুয়ালাইকুম /আদাব,

সকলে কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার মোবাইল ফোন থেকে তোলা এমন কিছু নীল আকাশের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।

ছবিগুলো মূলত প্রাকৃতিক দৃশ্যকে ঘিরে তোলা আকাশের ছবি এবং এটি আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছে।

[তো চলুন শুরু করা যাক আজকের টপিক নীল আকাশের ফটোগ্রাফি পোস্টটি]

[নীল আকাশ ফটোগ্রাফি ০১]
IMG20230523170039.jpg

শুধুমাত্র হৃদয় থেকেই আপনি আকাশকে ছুতে পারবেন, কেননা বাস্তবে তা অসম্ভব।
আকাশের দিকে তাকাও সেখানে তুমি আলো দেখতে পাবে, সৌন্দর্য খুজে পাবে। যা কোনো ছায়া কোনোদিন স্পর্শও করতে পারবে না।
পৃথিবী ও আকাশ, গাছ ও মাঠ, হ্রদ এবং নদী এসব হলো অত্যন্ত দক্ষ শিক্ষক। যারা আপনাকে জীবনের অনেক অধ্যায়ের শিক্ষা আগেই দিয়ে দেয়।

[নীল আকাশ ফটোগ্রাফি ০২]
IMG20230606185808.jpg

আকাশ মাঝে মাঝে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।
ভুলে যেও না সুন্দর একটা সূর্যাস্তের জন্য একটা মেঘাচ্ছন্ন আকাশই প্রয়োজন।
বৃষ্টি একটা দান,যখন বৃষ্টি পড়ে ধরে নাও আকাশ তোমাকে দান করছে। কেননা বৃষ্টি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেত।

[নীল আকাশ ফটোগ্রাফি ০৩]
IMG20230603190047.jpg

আকাশ আমাদের চোখের প্রতিদিনের খাবার স্বরূপ।
আমার সীমা অনেক কম, আপনার টাও তাই, তবে আকাশের কোনো সীমা নেই।
একটা সূর্যাস্তের সময় মনে হয় আকাশ একটা ডিম এর মতো ফেটে গেছে এবং সমুদ্রতে আগুন লেগেছে।

[নীল আকাশ ফটোগ্রাফি ০৪]
IMG20230603185609.jpg

আকাশ আমার কাছে অসংখ্য চলচ্চিত্রের এক সন্নিবেশ। আমি কখনো তার দিকে তাকিয়ে হাপিয়ে যাই না, কারণ সবসময়ই উপরে কিছু না কিছু চলছেই।
একসাথে থাকলে আমরা অনেক কিছুর মোকাবেল করতে পারবো তা যতই সাগর এর চেয়ে গভীর কিংবা আকাশের মতো উচু হোক।

ছবিগুলো মূলত আমার মোবাইল ফোন থেকে তোলা হয়েছে। নিচে আমার মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো।

মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য:-

মোবাইল ফোন নাম:- Realme C25s
মোবাইল ফোন মডেল:- RMX3195
মোবাইল ফোন প্রোসেসর:- Helio G85
মোবাইল ফোন স্ক্রিন সাইজ:- 6.5 in
মোবাইল ফোন :-6000 mAh
মোবাইল ফোন ক্যামেরা Font:- 8 MP
মোবাইল ফোন ক্যামেরা Rear:- 48MP+2MP+2MP
মোবাইল ফোন RAM:- 4.00 GB
মোবাইল ফোন ROM:- 128 GB

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।

[আল্লাহ হাফেজ]

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নীল আকাশের অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো যত দেখি ততই ভালো লাগে। এই নীল আকাশের সুন্দর দৃশ্যগুলোর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাহ খুব সুন্দর নীল আকাশের ফটোগ্রাফি করেছেন। আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন আর পড়েও ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আকাশের বিশালতা আসলেই শুধু মন দিয়ে অনুভব করা যায়। আমার কাছেও আকাশ দেখতে এবং আকাশের ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। আপনি আজকে আকাশের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা অসাধারণ হয়েছে। কিন্তু আমার জানামতে ফটোগ্রাফি পোস্টে পাঁচটার বেশি ফটো থাকতে হয়। যাইহোক আশা করি পরবর্তীতে জেনে নেবেন। ধন্যবাদ আপনাকে।

আপনি আজকে আমাদের মাঝে নীল আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন আপনি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ‌।