দিন শেষে আমি সত্যি অপরাধী
আপনকে পর ভেবে দূরে ঠেলি
রূপের মায়ায় আকৃষ্ট হয়ে
পরকে নেই বুকে টানি।
মুখোশের ছায়ায় সবই নকল
মিথ্যের ছায়ায় অদৃশ্য আসল
তবুও আমি ভুল করি
বার বার অপরাধী সাজি।
কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে,
কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়;
তারপরে এমন ব্যক্তিরা আছেন যাঁরা একটিকে অপরটিতে পরিণত করে।
বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
দিন শেষে আপনি আপনার ভুল বুঝতে পারছেন এটা বড় ব্যাপার, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit