আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করতে। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হলাম। মাস খানেক আগে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে আমাদেরকে একটা অ্যাপস ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছিল যে অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের প্রতিনিয়ত কত স্টেপ ঘাটতলা করা হচ্ছে। ঘোষণা দেয়ার পর থেকেই আমি অ্যাপস ব্যবহার করা শুরু করে দিয়েছি এবং অ্যাপস ব্যবহার করার ফলে এখন আমি নিজেই জানতে পারছি যে আমি প্রত্যেক দিনে কতটা বেশি বা কম পরিমাণে হাঁটাচলা করছি। অতীতে এই বিষয়টা আমি কোনভাবে জানতে পারতাম না যে একটা দিনে আমাকে কতটা বেশি বা কম পরিমাণে হাঁটাচলা করতে হচ্ছে কিন্তু এই অ্যাপস ব্যবহার করার পর থেকে সেই কাজটা আপুর জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। এখন আর আমাকে গণনা করার প্রয়োজন হচ্ছে না, অ্যাপসের মাধ্যমে এই দিনশেষে জানতে পারছি যে কত স্টেপ হেঁটেছি।
গত তিন সপ্তাহ যাবৎ আমি এই অ্যাপস ব্যবহার করছি এবং এই অ্যাপসের মাধ্যমে অনেক সুফল ও পেয়েছি। প্রথম কয়দিন লক্ষ্য করে দেখেছিলাম যে আমার হাঁটাচলের পরিমাণটা কিছুটা কম রয়েছে কিন্তু যতদিন অতিবাহিত হচ্ছে ততই যেন আমার হাঁটাচলা করার পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর আমিও সেই বিষয়টা সম্পর্কে খুবই ভালোভাবে অবগত হতে পারছি এই অ্যাপস ব্যবহার করার কারণে।
একই সাথে এই অ্যাপস ব্যবহার করে যে শুধুমাত্র আমি হাঁটা চলার পরিমাণটা লক্ষ্য করতে পারছি তা কিন্তু নয় এখান থেকে উপার্জন করার মতো ও কিছু সুযোগ রয়েছে। এই অ্যাপস ব্যবহার করার ফলে আমরা প্রত্যেক দিনে কিছু কয়েন উপার্জন করে যা পরবর্তী সময়ে আমরা চাইলে টাকাতে রূপান্তরিত করতে পারবো।
আমি জানি আপনারা সকলেই এই অ্যাপস ব্যবহার করছেন, তাই এই অ্যাপস ব্যবহার করার ফলে আপনাদের কেমন ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী শুকায় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
আরে বাহ্ আপনি তো দেখি অনেক হাঁটাহাঁটি করেন।নিয়মিত পর্যাপ্ত পরিমাণ হাটাহাটি করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে।আরে অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের হাঁটা কাউন্ট করতে পারি।এবং এই অ্যাপস এর মাধ্যমে হেঁটে হেঁট আয় করার একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো আপনার সুপার ওয়াল কে তৃতীয় সপ্তাহ দেখে। আপনি বেশ ভালোই এক্টিভিটিজ করেছেন। এভাবে আমাদের প্রত্যেক সপ্তাহ চালিয়ে যেতে হবে। নিজের জন্য যেমন ভাল হয় তেমন শরীরের উপকার হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nominated 💧
অবশ্যই করণীয়: এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( $6-$7) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।
টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit