আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ১৮ শেয়ার করো তোমার অনুভূতি - পছন্দের পারফিউম গল্প||১০% @shy-fox🦊

in hive-129948 •  3 years ago 

IMG20220601170432_01.jpg

পৃথিবীতে হয়তো এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পারফিউম ব্যবহার করেনা আমিও তাদের মধ্যকার একজন। ব্যক্তিগতভাবে পারফিউম ব্যবহার করতে আমার অনেক ভালো লাগে আমি ছোটবেলা থেকেই যখন শহরে লেখাপড়া করা শুরু করলাম তখন থেকেই পারফিউম ব্যবহার করি। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার পারফিউমের পছন্দের পরিবর্তন হয়েছে। প্রথমের দিকে আমি যে পারফিউমটি ব্যবহার করতাম সেটির নাম ছিল ডাবল ব্লু। বর্তমানে আমি যে পারফিউমটি ব্যবহার করি তার নাম ওয়াইল্ড স্টোন।

IMG20220601170400_01.jpg

আসলে মধ্যবিত্ত পরিবারের সন্তান হবার কারণে খুব একটা দামী পারফিউম ব্যবহার করার সৌভাগ্য হয় না তারপরও আমি চেষ্টা করি এই মধ্যবিত্ত অবস্থার মধ্য থেকেই একটা ভালো পারফিউম ব্যবহার করার।

আজকে আমি আপনাদের মাঝে যে পারফিউমটি নিয়ে কথা বলতে শুরু করতে চাচ্ছি সেটি আমি ব্যবহার শুরু করেছি আজ থেকে প্রায় 1 বছর আগে। দিনটি ছিল আমার বিয়ের আগের দিন তখন আমি গিয়েছিলাম দোকানে পারফিউম কিনতে অনেকগুলো পারফিউম দেখার পরে এই পারফিউমটি আমার কাছে ভালো লাগলো। তারপর থেকে আজ পর্যন্ত আমি এই পারফিউমটি ব্যবহার করে চলেছি।

IMG20220601170409_01.jpg

এই পারফিউমটা সুগন্ধি এতটাই বেশি যা ব্যবহার করার পরে দুই তিন দিন থেকে যায়। ব্যবহার করার পরে পার্শ্ববর্তী সকল মানুষের নাকে এই পারফিউম টি খুব সহজে চলে যেতে সক্ষম। এই পারফিউমের মিষ্টি গন্ধ মানুষের মনকে আকৃষ্ট করতে সক্ষম।

IMG20220601170417_01.jpg

এইবার আসি এই পারফিউমটা দামের দিকে। বাংলাদেশ এই পারফিউম টির মূল্য ৩৮০ টাকা আর ভারতের বাজারে এই পারফিউম টির মূল্য ২৫০ রুপি।

দামের দিক থেকে কম হবার কারণে ব্যক্তিগতভাবে এই পারফিউমটি আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমার শেয়ার করা এই পারফিউমটা কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পারফিউমের নিয়ে আপনার গল্পটি বেশ অসাধারণ হয়েছে। আসলে আপনার পারফিউমের অনুভূতিগুলো খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ।

আমি শুধুমাত্র চেষ্টা করেছি পারফিউম নিয়ে আমার মনের ভাগ্য আপনাদের মাঝে শেয়ার করতে

পারফিউমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আর পারফিউম সম্বন্ধে আপনার মজার অভিজ্ঞতা গুলো জেনে খুব ভালো লাগলো। আপনার বিয়ের সময় জীবনে নতুন সঙ্গী পাওয়া সাথে সাথে পারফিউম এর নতুন একটি ব্র্যান্ড কেও সঙ্গী করে নিলেন বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমি একই সাথে আমার জীবনে দুইটা জিনিস নতুন হিসেবে গ্রহণ করেছি

ভাইয়া প্রথমে আপনাকে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ১৮ শেয়ার করো তোমার অনুভূতি - পছন্দের পারফিউম গল্প, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন। আপনার পারফিউম ব্যবহার করা নিয়ে আপনি অত্যন্ত সুন্দরভাবে আপনার অনুভূতিটুকু ব্যক্ত করেছেন। আর আপনার অনুভূতিটুকু পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করতে পারেন এই প্রত্যাশা করছি। আপনার জন্য শুভকামনা রইল।

আমার লেখাগুলো পড়ে আপনার কাছে ভাল লেগেছে এটা জেনে আমি খুবই খুশি হলাম

পারফিউম নিয়ে আপনার অনুভূতি গুলো শুনে বেশ ভালো লাগলো। আসলে মেয়েদের চেয়ে বেশিরভাগ ছেলেরাই পারফিউম নিতে পছন্দ করে। তবে আমিও কিছু কিছু নরমাল পারফিউম যেগুলো আছে মেয়েদের জন্য বেলি ফুলের ঘ্রাণ যুক্ত ওইগুলো ব্যবহার করি। আপনার পারফিউমটি বেশ চমৎকার ঘ্রাণ নিশ্চয় অনেক ভালো। ধন্যবাদ আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

কিন্তু মজার ব্যাপার দেখেছেন আপু ছেলেদের পারফিউমের থেকে মেয়েদের পারফিউমের সংখ্যা অনেক বেশি রয়েছে বাজারে

এই পারফিউমটি আমি নিজেও ইউজ করেছিলাম। তবে বেশিদিন ইউজ করা হয়নি এক থেকে দুইবার ইউজ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই পারফিউমটি ব্যবহার করতে

দেখে ভালো লাগলো।আমি ওয়াইল্ড স্টোন-কোড (কপার) ইউজ করি।বেশ মিষ্টি ফ্রেগনেন্স।ভালো ছিল সবকিছু।আশা করি,ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য💙

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া এই পারফিউমের গন্ধ টি খুবই মিষ্টি খুব ভালো লাগে

আসলে আপনি ঠিকই বলেছেন ভাই একজন হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা পারফিউম ব্যবহার করে না। আসলে যারা বাহিরে যায় তারাই কিন্তু তাদের পারফিউম ব্যবহার করতে হয় কেননা এটা নিজের কাছে ভালো লাগে। খুব ভালো লাগলো আপনার পারফিউম নিয়ে অনুভূতিগুলো পড়ে।

আসলে আমরা সবাই কম-বেশি পারফিউম পছন্দ করি। পারফিউম নিয়ে আমার অনুভূতিটি আপনার কাছে ভাল লেগেছে এটা জেনে আমি খুব খুশি হলাম।

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পারফিউম নিয়ে আপনি খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। আসলে আমি পারফিউম তীর্যক ঘ্রাণ নিতে পারিনা। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আশা করি ভালো একটা অবস্থানে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপু এই পারফিউমটা ঘ্রাণ তীর্যক মনে হলেও খুবই মিষ্টি

এটি আমারও পছন্দের একটি পারফিউম। বেশ মিষ্টি একটা ফ্রেভার এটির। ভাল লাগে। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাই।

ঠিক বলেছেন ভাইয়া এই পারফিউম এর ফ্লেভার টি খুবই মিষ্টি খুবই ভালো লাগে আমার কাছে

পছন্দমত সুগন্ধি ছোয়ায, ছুয়ে যাক আপনার মন। উপস্থাপনা অনেক সুন্দর ছিল আপনি বিজিত হোন এই দোয়া করি।

পারফিউম নিয়ে আমার অনুভূতিগুলো আপনি খুবই ভালভাবে পড়েছেন এটা জেনে আমার কাছে খুবই ভালো লাগলো।

মোটামুটি ভালো লেগেছে।