আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, সেপ্টেম্বর ০৪ /২০২৩
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি । আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত কনটেস্ট গুলো খুবই মজাদার হয়। বিশেষ করে এবারের আয়োজন করা এই প্রতিযোগিতা টা আমার কাছে খুবই ভালো। প্রতিযোগিতার মাধ্যমে আমরা সকলেই জানার সুযোগ পেয়েছি, কিভাবে প্রথমবারের মতো অনলাইন থেকে উপার্জন করে ছিলাম। কারণ প্রত্যেকে কিভাবে প্রথমবার অনলাইন থেকে উপার্জন করেছে সেই বিষয়টা জানার সুযোগ অন্যভাবে হয়ে ওঠেনা। এই প্রতিযোগিতার মাধ্যমে সেই বিষয়গুলো আমরা খুব সহজেই জানতে পারবো। যেহেতু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাই আমিও ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি কিভাবে আমি প্রথমবার অনলাইন থেকে উপার্জন করেছিলাম।
২০১৭ সালের কথা, অনেক দিনের ইচ্ছা থেকে আমি ইউটিউবে খুঁজতে শুরু করেছিলাম কিভাবে অনলাইনে উপার্জন করা যায়। যেহেতু অনলাইনে প্রচুর পরিমাণে অনলাইনে উপার্জনের মিথ্যা ভিডিও আপলোড করা হয় তাই সেখান থেকে সত্তিকারের একটা ভালো মাধ্যম খুঁজে পাওয়াটা আমার জন্য অনেক কষ্টকর হয়েছে। দীর্ঘদিন আমি তারপরও অপেক্ষা করেছিলাম এবং খুঁজছিলাম কিভাবে অনলাইন থেকে সত্যিকারের টাকা উপার্জন করা যায়। দুঃখের বিষয় হলেও সত্য যে আমি যত বেশি পরিমাণে বাংলা ভিডিও দেখছিলাম ততই যেন হতাশ হচ্ছিলাম। বাঙালি ইউটিউবাররা এমন লোভনীয় কিছু ভিডিও তৈরি করেছিল যা দেখার পরে আর টাকা উপার্জন হবে বলে বিশ্বাস হচ্ছিল না। আর বিশ্বাস হবে কিভাবে বলেন তারা বলছে একদিনে ৫০০ ডলার ১০০০ ডলার উপার্জন হবে। যেহেতু আমি বাংলা ভিডিও দেখে ব্যর্থ হলাম তারপরে হিন্দি ভিডিও দেখতে শুরু করলাম। বেশ কয়েকদিন হিন্দি ভিডিও দেখার পরেও নিজেকে ব্যর্থ মনে হল, আমি কোন ভাবেই অনলাইন থেকে উপার্জনের সঠিক কোন একটা মাধ্যম খুঁজে পেলাম। অবশেষে যখন আমি হতাশ হয়ে ইউটিউবে উপার্জনের মাধ্যমগুলো সার্চ দেওয়াটা বন্ধ করে দিলাম । ঠিক তখনই ! আমার সামনে একটা ইংরেজি ভিডিও আসলো। ভিডিওটির আকৃতি ছিল প্রায়ই এক ঘণ্টার উপরে। তারপরও যেহেতু আমার অনলাইনে উপার্জন করার খুব ইচ্ছা ছিল তাই একটু কষ্ট হলেও ভিডিওটি আমি দেখতে শুরু করলাম। ভিডিও দেখতে দেখতে যেন আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ শুরু করতে লাগলো। যারা ২০১৬-১৭ সালের দিকে স্টিমিট এ অংশগ্রহণ করেছেন তারা হয়তোবা ওই ব্যক্তিটাকে চিনবেন। ব্যক্তিটির নাম ছিল জেরি ব্যান্ডফিল্ড।
যদিও ওই সময়ে আমি যে ভিডিওটা দেখে কাজ শুরু করেছিলাম সেটা খুঁজে পেলাম না তারপরও আমি জেরি বেনফিল্ডের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তিনি খুবই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেন এবং খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেন কিভাবে এখানে কাজ করতে হয়। এমনকি তিনি নিজেও এই প্লাটফর্মে কাজ করতেন। তার আইডি নাম ছিল @jerrybanfield। এই প্লাটফর্মে আমার আসার পেছনে সবথেকে বড় শিক্ষক আমি তাকেই মনে করি।
যেহেতু আমি উনার কাছ থেকে সবকিছু শিখেছিলাম আর আস্তে আস্তে উপার্জন করার চেষ্টা করছিলাম। কিন্তু যারা ২০১৭ সালের দিকে এই প্লাটফর্মে এসেছেন তারা হয়তোবা জানেন যে তখন উপার্জন করাটা কতটা কঠিন ছিল। আমি দীর্ঘদিন যাবত এই প্লাটফর্মে কাজ করছিলাম কিন্তু কোন ভাবেই ভালো পরিমাণে উপার্জন করতে পারছিলাম না। আমার মনে আছে কাজ করতে করতে হঠাৎ একদিন আমার তৈরি করা একটা রেসিপি পোস্টে ১০ ডলারের ভোট পড়ে। সম্ভবত সেই ভোটটি আমাকে দেয়া হয়েছিল @royalmacro আইডি থেকে। সেই দিন যে আমি কি পরিমাণে খুশি হয়েছিলাম তা হয়তোবা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভোট পাওয়ার ঠিক ৭ দিন পরে যখন পেয়ে আউট হয়ে গেল তখন আমি সেই টাকাটা তুলেছিলাম। যেহেতু আমি সেই সময় binance ব্যবহার করতে পারতাম না তাই p2p এর মাধ্যমে টাকা তুলেছিলাম। প্রথমবারের মতো ওই দিনই আমি অনলাইন থেকে টাকা তুলেছিলাম, খুবই ভালো লেগেছিল সেদিন আমার কাছে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এই প্ল্যাটফর্মেই রয়ে গিয়েছি।
আমার শেয়ার করা এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালো লাগলো। প্রথম ইনকামের টাকা তুলে আপনি তো বেশ খুশি হয়েছেন। সত্যি প্রথম অনলাইন থেকে টাকা উঠানোর খুশিটা খুবই বেশি। তবে এটা আপনি ঠিকই বলেছেন অনলাইনে প্রচুর পরিমাণ মিথ্যা ভিডিও আপলোড দেওয়া হয় ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়টি কারো সাথে শেয়ার করার মত সুযোগ হচ্ছিল না প্রতিযোগিতার মাধ্যমে সেই সুযোগটা পেয়ে গেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অনলাইনে প্রথম ইনকামের অভিজ্ঞতার গল্প পড়ে সত্যিই ভালো লাগলো। যেটা থেকে নিজেরও অনেক অভিজ্ঞতার গল্প মনে পড়ে গেল আসলে ইউটিউবে এমন কিছু ভিডিও দেখতে পাই লোভনীয়ভাবে তৈরি করে থাকে ভিউয়ার্স বাড়ানোর জন্য যেটা অপ্রত্যাশিত । এরকম অনেক ভিডিও আমিও দেখেছি সেখান থেকে কিছুই পাওয়ার থাকে না। প্রথম ভোট পাওয়ার অনুভূতিটি সত্যি সেরা অনুভূতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লোভনীয় সব অফারের কারণ এ মানুষ সহজে অনলাইন থেকে উপার্জন করতে পারে না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনলাইন থেকে ইনকামের গল্পটি পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে আমাদের চেষ্টা সকলেরই কম-বেশী ছিল।যা এই প্রতিযোগিতার আয়োজন না করলে হয়ত জানা হতো না।ইউ টিউবের সব ভিডিও ই কাজের নয়।আপনার মতো আমিও প্রথম ভোট যেদিন পেয়েছিলাম অনেক বেশি ভালো লাগা মনের মধ্যে কাজ করেছিলো আমার। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও তেমনটা মনে হয় কমবেশি সবাই ইউটিউবে সাহায্য নিয়েছে অনলাইন থেকে উপার্জন করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মামা আপনি সর্বপ্রথম ২০১৭ সালে স্টিমেটে প্রবেশ করেছিলেন যিনি আমার কাছে বেশ ভালো লাগলো। প্রথম ইনকামের টাকা তুলে আপনি তো বেশ খুশি হয়েছিলেন দেখছি মামা রয়েলম্যাক্রো আইডি থেকে ভোট পেয়েছিলেন এটা তো অনেক বড় একটা বিষয়। আমিও অনলাইন থেকে মিথ্যা ভিডিও দেখে একবার প্রতারণার শিকার হয়েছিলাম মামা। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও সেই সময় যুক্ত হয়েছিলাম কিন্তু ভালোভাবে উপার্জন করতে পারতাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit