কবিতা আবৃত্তিঃ অর্পিতা সরকার রচিত বোঝাপড়া কবিতা

in hive-129948 •  last year 

20230913_163603.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কবিতা আবৃত্তি শুনতে আমার খুবই ভালো লাগবে কিন্তু নিজে খুব একটা ভালো কবিতা আবৃত্তি করতে পারিনা। কমিউনিটিতে আমি লক্ষ্য করে দেখেছি অনেকেই অনেক সুন্দর কবিতা লিখে থাকে আবার অনেকেই রয়েছে যারা সুন্দরভাবে কবিতা আবৃত্তি করতে পারেন। মূলত আমি তাদের দেখেই অনুপ্রাণিত হয়েছি এবং নিজেও চেষ্টা করছি কবিতা আবৃত্তি শেখার জন্য। যেহেতু এটা আমার আবৃত্তি করা প্রথম কোন কবিতা তাই হয়তোবা একটু ভুল ত্রুটি হতেও পারে। যদি আমার আবৃত্তি করা এই কবিতাতে কোন ধরনের ভুল ত্রুটি আপনারা লক্ষ্য করেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোন কবিতা দিয়ে আবৃত্তি শুরু করব সেটা বুঝতে পারছিলাম না। তাই ইউটিউবে কবিতা আবৃত্তি লিখে সার্চ দিয়ে অনেকগুলো কবিতা আবৃত্তি শুনতে থাকলাম। অবশেষে অর্পিতা সরকার রচিত বোঝাপড়া কবিতাটি আমার কাছে খুবই ভালো লাগলো। এই কবিতাটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিশে থাকার মত একটা কবিতা। কবিতাটি শোনার পরে আমার কাছে মনে হয়েছে যেন এটা মানুষের বাস্তব জীবনকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। তো চলুন আমার শেয়ার করা এই বোঝাপড়া কবিতাটির আবৃত্তি আপনাদের মাঝে শেয়ার করা যাক।

ভিডিও লিংক

বোঝাপড়া
অর্পিতা সরকার
নিজের সবটুকু যার জন্য ত্যাগ করছেন,
সেও কিন্তু একবার বলবে
কেন করেছিলে , আমি কি করতে বলেছি।
সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন শুনতে হবে,
আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম।
তুমি না থাকলে চলত।
তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেবার পরেও ,
আচমকা সে বলবে
আপনি নাকি তাকে একা করে দিতে চান।
একটা দিন নিজের মতো করে চাইলেও ,
ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো।
আসলে অনুভূতিগুলো মরে গেলে ,
রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড়
তখন কথার পিঠে কথা বসে
কে ভুল কে ঠিক তা লড়াই চলে।
কারন সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত।
তাই যার জন্য সব ছাড়ছেন ,
সেও একদিন বলবে স্বার্থপর।
সেটা বুঝে নেই ত্যাগ করুন কষ্ট কম পাবেন
কারণ আমরা মুখে যতই বলি এক্সপেক্টেশন রাখি না।
ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়ে যায়
একলা একটা একলা সন্ধ্যে নিশ্চিন্ত বিকেল,
হয়তো তখনও চেয়ে যায় মনে মনে।
এত আঘাত গুলো আঘাত হয়ে আসে ,
আর আমরা নতুন করে ভেঙে পড়ি।
তাই তোমাকে বারংবার বলি চল জটিল হয়ে যাই,
কিন্তু অবাধ্য মন তবুও আশা ছাড়ে না।
আসা থাকলে আসা ভঙ্গ ও থাকবে নিশ্চিত।
জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মত,
অসম্ভব রহস্যময়।
আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা বলে মনে হচ্ছে
কাল সেটাতে মনে হয় ,শুধুই বোঝাপড়া।

আমার আবৃত্তি করা এই কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ!! ভাই, বেশ ভালই তো কবিতা আবৃত্তি করতে পারেন। তাহলে কেন এতদিন আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনান নি। আপনি তো আমাদেরকে আপনার সুরেলা কন্ঠে কবিতা আবৃত্তি শোনা থেকে বঞ্চিত করে রেখেছেন। এজন্য কিন্তু আপনার জরিমানা হওয়া উচিত। আর সে জরিমানা দিতে হবে আরো একটি সুন্দর কবিতা আবৃত্তি করে। যাইহোক ভাই, সত্যিকার অর্থেই আপনার কবিতা আবৃতি শুনে মন ভরে গেল। ইউটিউব ঘেটে ঘেটে সুন্দর একটি কবিতা বাছাই করে আবৃত্তি করে শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ঠিক আছে ভাই জরিমানা যখন করেই ফেললেন তাহলে পরবর্তীতে সপ্তাহেই জরিমানা দিয়ে দেবো। আসলে এবারই প্রথম কোন কবিতা আবৃত্তি শেয়ার করলাম।

বোঝাপড়া কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আবৃত্তি করেছেন ভাইয়া। আপনার গলায় এই কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগছে। এত সুন্দর ভাবে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

আসলে ভাইয়া একটু বাতাসের শব্দ বেশি হয়ে গিয়েছিল না হলে আমার কাছে মনে হচ্ছে এটা শুনতে আরো ভালো লাগতো ‌

বাহ মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি কবিতা নিজ গলায় আবৃত্তি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বোঝাপড়া কবিতাটির নাম শুনেই তো মনে হচ্ছে বেশ রোমান্টিক একটি কবিতা। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

কবিতাটা রোমান্টিক বটে কিন্তু সত্যকে তুলে ধরা হয়েছে এই কবিতার মাধ্যমে।