Diy "বিশেষ ক্রিসমাস সপ্তাহ"|| রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in hive-129948 •  3 years ago  (edited)

হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ডিসেম্বর ২৬ /২০২১

আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা ফুল তৈরির পদ্ধতি উপস্থাপন করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক.....

IMG20211224112922_01.jpg

সর্বশেষ মূল ছবি

ফুল তৈরির প্রয়োজনীয় উপকরণ সমূহ
  • A4 কাগজ
  • কলম
  • কাইচি
  • স্কেল
  • কম্পাস
  • পেন্সিল
  • গাম
ফুল তৈরির ধাপ সমূহ

🌷ধাপ - ০১🌷

IMG20211224091516.jpg

প্রথম ধাপে ফুল তৈরি সকল উপকরণ গুলো একত্রিত করে নিলাম।

🌷ধাপ - ০২🌷

IMG20211224091749_01.jpg

দ্বিতীয় ধাপে আমি কম্পাস এবং পেন্সিল এর সমন্বয়ে ৬ টি বৃত্ত অঙ্কন করে নিলাম। প্রত্যেকটি বৃত্ত একই আকৃতির করার জন্য আমি কম্পাস ব্যবহার করেছি।

🌷ধাপ - ০৩🌷

IMG20211224092020.jpg

তৃতীয় ধাপে প্রত্যেকটি গোলাকৃতির বৃত্তগুলো কাইচি দ্বারা সুন্দর করে কেটে নিয়েছি।

🌷ধাপ - ০৪🌷

IMG20211224092353_01.jpg

প্রত্যেকটি বৃত্ত যখন কাটা হয়ে গেল তখন সবগুলো একত্রিত করে একটা সুন্দর ছবি তুললাম।

🌷ধাপ - ০৫🌷

IMG20211224092412_01.jpg

🌷ধাপ - ০৬🌷

IMG20211224092419_01.jpg

🌷ধাপ - ০৭🌷

IMG20211224092432_01.jpg

ফুল তৈরির জন্য প্রতিটি বৃত্তকে সুন্দরভাবে ভাজ করে নিলাম। আপনারা যদি এইভাবে ফুল তৈরি করতে চান তাহলে আপনাদেরও এই ভাবে ভাজ করে নিতে হবে।

🌷ধাপ - ০৮🌷

IMG20211224092542_01.jpg

ফুলের পাপড়ি গুলো সুন্দর করার জন্য আগে কলম দিয়ে ফুলের পাপড়ি তৈরি করে নিতে হবে তারপরে সেটা কাইচি দিয়ে সুন্দর করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর ফুলের পাপড়ি গুলো।

🌷ধাপ - ০৯🌷

IMG20211224093610_01.jpg

🌷ধাপ - ১০🌷

IMG20211224093619_01.jpg

🌷ধাপ - ১১🌷

IMG20211224093625_01.jpg

🌷ধাপ - ১২🌷

IMG20211224093633_01.jpg
কাইচি এর দ্বারা ফুলের সকল পাপড়িগুলো কাটা হয়ে গেলে আস্তে আস্তে আমি সেগুলো খুলতে শুরু করলাম। সর্বশেষে পাপড়িগুলো এমন আকার ধারণ করল।

🌷ধাপ - ১৩🌷

IMG20211224093710_01.jpg

এভাবে যখন সবগুলো কাটা হয়ে গেল তখন আমি সেগুলো কে একত্রিত করে এক জায়গায় রাখলাম।

🌷ধাপ - ১৪🌷

IMG20211224093844_01.jpg

পরে পাপড়ি গুলো সুন্দর করার জন্য একটি কলমের শিস ব্যবহার করে প্রত্যেকটি পাপড়ি সুন্দর করে ভাজ করে নিলাম।

🌷ধাপ - ১৫🌷

IMG20211224093904_01.jpg

🌷ধাপ - ১৬🌷

IMG20211224094245_01.jpg

এভাবে সবগুলো পাপড়ি ভাঁজ করা যখন শেষ হয়ে গেল তখন আমি সেগুলো একটা আলাদা জায়গায় রেখে দিলাম।

🌷ধাপ - ১৭🌷

IMG20211224094743_01.jpg

তারপরে প্রয়োজনমতো পাপড়িগুলো কেটে ফেলে দেয়া হলো। আস্তে আস্তে সবগুলোতেই একই রকমের কাজ করা হলো।

🌷ধাপ - ১৮🌷

IMG20211224095255_01.jpg

এরপরে আমি পাপড়িগুলো গাম দিয়ে লাগাতে শুরু করলাম।

🌷ধাপ - ১৯🌷

IMG_20211226_081543.jpg

সবগুলো যখন গাম দিয়ে সুন্দর করে লাগানো হয়ে গেল তখন সেগুলো একটু আলাদা জায়গায় রেখে দিলাম।

🌷ধাপ - ২০🌷

IMG20211224095451_01.jpg

প্রত্যেকটি পাপড়ি একত্রিত করার জন্য গাম দিয়ে লাগাতে শুরু করে দিলাম।

🌷ধাপ - ২১🌷

IMG20211224095529_01.jpg

🌷ধাপ - ২২🌷

IMG20211224095753_01.jpg

সবগুলো পাপড়ি যখন গাম দিয়ে লাগানো হয়ে গেল তখন সেটি এমন আকার ধারণ করল।

🌷ধাপ - ২৩🌷

IMG20211224095952_01.jpg

ফুল তৈরীর একেবারে শেষভাগে আমি ফুলের ঠিক মাঝখানে একটি পুতি দিয়ে দিলাম। পুতি দেবার কারণে ফুলের সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেল।

🌷 আমার নিজের সাথে ফুলের একটি ছবি 🌷

IMG20211224113037_01.jpg

ফুল তৈরির পুরো ধাপ গুলো সুন্দর ভাবে দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি।

আজকের মতো এখানেই শেষ করছি এই ইভেন্টের জন্য আমার দ্বিতীয় অংশগ্রহণ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি রঙিন ফুল তৈরি করেছেন আপনার তৈরি এই নীল রঙের ফুলটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে বিশেষ করে নীল রঙের কাগজ ব্যবহার করে ফুলটি দেখতে সবথেকে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে এত সুন্দর একটি নীল রঙের ফুল আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মতামত প্রদান করার জন্য

রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি ফুলটি দেখতে বেশ সুন্দর হয়েছে, দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।

কাগজ দিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন ভাইয়া। দেখতে সত্যিই ভালো লাগছিল। আর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে। ফুলটিতে অনেকগুলো ছোট ছোট পাতা দেওয়ায় ফুলটি আরো সুন্দর ও আকর্ষনীয় হয়ে ফুটে উঠেছে ভাইয়া। সত্যি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুল আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পুরো পোস্টটা মনোযোগ সহকারে দেখার জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুল বানিয়েছেন দারুন হয়েছে দেখতে।ধাপ গুলোও বেশ গুছিয়ে করেছেন।শুভ কামনা রইলো।

আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ফুলের মাঝখানে পুতিটি দেওয়ার জন্য আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

আমার পোস্টে পুরোপুরি মনোযোগ সহকারে দেখে মূল্যবান মতামত প্রদান জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া।

রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটা নীল ফুল তৈরি করেছেন। দেখতে ফুলটা সত্যি অনেক সুন্দর হয়েছে। এরকম ছোট বড় ফুলগুলো রঙিন পেপার দিয়ে তৈরি করলে দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার তৈরি এই ফুলটা সত্যিই অসাধারণ হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। আশা করি পরবর্তীতে এমন সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে আরও উপহার দিতে পারব।

কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার এই ফুল তৈরি করা দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে ১৩ নাম্বার ধাপটি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

ঠিকই বলেছেন ভাইয়া ঐ ধাপটি খুবই সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো পোষ্টের খুঁটিনাটি বিষয়গুলো দেখার জন্য

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল প্রস্তুত করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে ফুলের সেন্টার পয়েন্টে পুতি দেওয়ার কারণে সৌন্দর্য আরো বেড়ে উঠেছে ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। আশাকরি এরপরেও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব।

বাহ, আপনি বেশ সুন্দরভাবে রঙ্গিন কাগজ দিয়ে ফুলটি তৈরি করেছেন বিশেষ করে রঙ্গিন কাগজ গুলো খোপ, খোপ করে কেটে দারুন একটা রূপ দিয়েছেন। আমার কাছে আপনার এই পোস্টটি অনেক ইউনিট লেগেছে । আপনি অনেক সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মতামত প্রদান করার জন্য। আমি চেষ্টা করব পরবর্তীতে যেন এমন সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।

অও,দারুণ তৈরি করেছেন কাগজ দিয়ে ফুলটি।এইরকম ফুল বাজারে ও বিক্রি হয়।খুবই সুন্দর দেখতে লাগছে।ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অশেষ ধন্যবাদ আপু এমন সুন্দর মতামত প্রদান করার জন্য

only 5 $

That's how it is, friend, for only $ 5 in litecoin you can start generating income in a sustained and unlimited way

look at this video

https://www.ltcads.io/sp1.php?5699

starts now

greetings
Andry bello