ম্যাডাম গীতা রানী|| মুভি রিভিউ || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in hive-129948 •  3 years ago 


IMG_20211218_115507.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার , ডিসেম্বর ১৮/২০২১

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা মুভি রিভিউ করতে যাচ্ছি। মুভিটিতে বর্তমান শিক্ষা ব্যবস্থার কিছু দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিভাবে একটা পরিত্যক্ত স্কুলকে একটা ভালো মানের স্কুলে পরিণত করা যায় সেই সকল বিষয়গুলো আমরা এই মুভি থেকে অনেক সুন্দর ভাবে ধারণা লাভ করতে পারব। চলুন আমাদের মুভি রিভিউ টি শুরু করা যাক

মুভি টেইলারের সোর্স

মুভিটির এই ট্রেইলারটি যদি আপনারা দেখেন তাহলে মুভিটি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন। আপনারা কিছুটা বুঝতে পারবেন যে এই মুভিটিতে আমাদের কি দেখাতে চলেছে আর আমরা এখান থেকে কি ধরনের শিক্ষা লাভ করতে যাচ্ছি।

মুভিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
মুভিটির নামম্যাডাম গীতা রানী
পরিচালকসৈয়দ গৌতমরাজ
অভিনয়প্রধান শিক্ষিকা ছিলেন জ্যোথিকা, পিটি মাস্টার সত্যান, রাজনীতিবিদ আরুলদোস, কালেক্টর ম্যাথু ভার্গিস।
দৈর্ঘ্য১৩৬ মিনিট।
ভাষাতামিল, হিন্দি
মুক্তির তারিখ৫ জুলাই ২০১৯ ইং।
মুভিটির সারসংক্ষেপ

IMG_20211218_125847.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কিছু স্কুলের ছাত্র-ছাত্রীদের কে বিক্রয় করে দিচ্ছে টাকার বিনিময়। ঠিক সেই মুহুর্তে একজন শিক্ষক এসে তাদেরকে বাধা দেয় কিন্তু তারা সেই শিক্ষকের বাধা অমান্য করে ছাত্রছাত্রীদের কে নিয়ে চলে যাই।

IMG_20211218_131142.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

এরপর দৃশ্যটি আমরা একটা ভাঙ্গা স্কুলের দৃশ্য দেখতে পায় এবং স্কুলের সকল শিক্ষকদের ভিতরে দায়িত্বহীনতার একটা ছবি দেখতে পাওয়া যায়। প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বে ফাঁকি দিয়ে চলেছেন। সবাই স্কুলে বসে দায়িত্ব বাদ দিয়ে মোবাইল ব্যবহার করছেন। ঠিক তখনই গিতারানী একজন ছাত্রীকে নিয়ে সহকারি প্রধান শিক্ষকের কাছে যান ভর্তি করার উদ্দেশ্যে। কিন্তু সহকারি প্রধান শিক্ষক তাকে ভর্তি না নিয়ে তার কাছ থেকে কিছু টাকা দাবি করেন।

IMG_20211218_132419.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

পরের দৃশ্যে আমরা দেখতে পেলাম গিতারানী একটু রাগান্বিত অবস্থায় স্কুলের ঘন্টা বাজিয়ে সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রীদেরকে এক জায়গায় উপস্থিত করলেন। তারপরে তিনি সবার সামনে বললেন তিনি এই বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক। তার কথা শুনে সবাই একটু চমকে গেল। এরপরে তিনি সবার উদ্দেশ্যে স্কুলের বিভিন্ন নিয়ম-কানুন বললেন। আর এই নিয়ম কানুন যারা অমান্য করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থাও ঘোষণা করে দিলেন।

IMG_20211218_154219.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

এরপরে প্রধান শিক্ষিকা প্রথমে শিক্ষকদের ক্লাসের বিষয়ে মনোযোগী হবার জন্য উৎসাহ দিলেন। আর যে সকল শিক্ষকরা ক্লাসে ভালো করছিল না তাদেরকে বাড়িতে একটু লেখাপড়া করার জন্য বললেন। এমনকি পিটি শিক্ষককেও তিনি সঠিকভাবে তার শিক্ষা কার্যক্রম চালানোর জন্য পরামর্শ দিলেন।

Screenshot_2021-12-18-15-47-28-32_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

হঠাৎ একদিন বিদ্যালয়ে একজন আর্মি অফিসার আসলেন। বিদ্যালয়ের সকল শিক্ষকেরা তার কাছ থেকে প্রধান শিক্ষিকার আসল পরিচয় জানতে পারলেন তারা আরো জানতে পারলেন যে প্রধান শিক্ষিকা আগে আর্মির একজন বড় অফিসার ছিলেন। এই তথ্য জানার পরে প্রত্যেকেই তার ওপর শ্রদ্ধার পরিমাণটা বৃদ্ধি পেল সাথে ভয়ের পরিমাণটাও।

IMG_20211218_161212.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

তার এই মহৎ কাজ দেখে অনেকেই হিংসা করে এবং তার নামে কালেক্টর এর কাছে অভিযোগ করে। কালেক্টর সেই অভিযোগের ভিত্তিতেই স্কুল পরিদর্শনে আসে এবং স্কুলের বর্তমান কাঠামো, শিক্ষাব্যবস্থার, পরিবেশ দেখে অনেক খুশি হয়। কালেক্টর তার এই কাজ চালিয়ে যাবার জন্য বললেন এবং তার এই কাজের জন্য তাকে উৎসাহ প্রদান করলেন।

Screenshot_2021-12-18-16-15-25-32_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইলের স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে

তার এই কাজে অনেক বাধা বিপত্তি আসে কিন্তু তার পরেও তিনি থেমে থাকেননি। তিনি সর্বদা চেষ্টা করে গেছেন শিক্ষাব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে। এক পর্যায়ে আমরা দেখতে পাই তার বিদ্যালয়ের সকল শিক্ষার্থরা লেখাপড়া সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ও ভালো করছে।

শিক্ষা

এই মুভিটি দেখার মাধ্যমে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি। একটা পরিত্যক্ত বিদ্যালয় কে কিভাবে এলাকার সব থেকে সেরা বিদ্যালয়ে রূপান্তরিত করা যায় তা আমরা এখান থেকে জানতে পারি। সৃজনশীল প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার ফলাফল আমরা এই মুভি থেকেই জানতে পারি। ভালোবাসা দিয়ে যে কোন মানুষকেই ভালোর পথে নিয়ে আসা যায় সেটাও আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং সবার সাথে কিভাবে ভালো ব্যবহার করা উচিত তাও আমরা এই মুভিটি দেখার মাধ্যমে শিক্ষা লাভ করতে পারি।

ব্যক্তিগত মতামত

ব্যক্তিগতভাবে এই মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার সব থেকে বড় কারণ হচ্ছে আমি পেশাগতভাবে একজন শিক্ষক। পেশাগতভাবে একজন শিক্ষক হবার কারনে আমার জানার দরকার ছিল কিভাবে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দিতে হয়। কিভাবে ছাত্র-ছাত্রীদের খুব কাছের মানুষ হওয়া যায়। বর্তমানে আমি চেষ্টা করি এই মুভিটির আলোকে আমার সকল ছাত্র-ছাত্রীদের সাথে সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে।

ব্যক্তিগত রেটিং

আমি ব্যক্তিগতভাবে এই মুভিটি কে ১০ এর মধ্যে ৯ দিতে চাই।

আইএমডিবি রেটিং

এই মুভিটার আইএমডিবি রেটিং ১০ এর মধ্যে ৭.৪

মুভিটার লিংক

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই সিনেমাটি আমি অনেক কয়বার দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে।এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আপনাকে ধন্যবাদ এই মুভি নিয়ে রিভিউ শেয়ার করার জন্য

আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। আমিও এই মুভিটি অনেকবার দেখেছি কেননা মুভিটি আমার কাছে অনেক ভালো লাগে।

অসাধারণ একটি মুভি। আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে।আমাদের মাঝে এতো সুন্দর একটি মুভির রিভিউ শেয়ার করেছেন। শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেবার জন্য। আপনাকে আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার পুরো মুভি রিভিউ টা মনোযোগ সহকারে পড়ার জন্য। আমাদের প্রত্যেকটি মানুষের উচিত এই মুভি থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষাব্যবস্থা টাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা।

অনেক দারুন একটি মুভি রিভিউ করেছেন আপনি সাউথ ইন্ডিয়ান মুভি গুলো খুবই এ্যাকশন এর হয়ে থাকে।গল্পটা ভালো ছিল আপনিও গুছিহে রিভিউ করেছেন।শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। এই মুভিটা আসলেই একটা ভালো মানের মুভি বলে আমি মনে করি। এখান থেকে আমরা প্রত্যেকটি মানুষ অনেক শিক্ষা অর্জন করতে সক্ষম হব।

অসাধারণ শিক্ষামূলক একটি মুভি রিভিউ দিয়েছেন ভাইয়া । মুভিটা আমি দেখেছি সত্যিই অসাধারণ । চমৎকার উপস্থাপনার মাধ্যমে শেষ করেছেন মুভি রিভিউ টি ।

আপনাকে অশেষ ধন্যবাদ আমার পুরো মুভি রিভিউ টা মনোযোগ সহকারে পড়ার জন্য। আমি চেষ্টা করেছি মুভিটার থেকে কিছু শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে পৌঁছে দেবার জন্য। আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে যেন আমি আরো ভালো ভালো কিছু জিনিস রিভিউ করতে পারি।

তামিল সিনেমা আমার সাধারণত দেখা হয় না। তবে এই সিনেমার অল্প একটু অংশ আমি এর আগে দেখেছিলাম। আপনি বেশ ভালোভাবে মুভির রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া। মুভিটা যদি সময় পান তাহলে পুরোটা দেখিয়েন আশা করি ভালোই লাগবে। এই মুভিটা আমি কয়েকবার দেখেছি।

আমার অনেক ভালো লেগেছে এই ছবিটা।নায়িকা নির্ভর সুন্দর একটি সিনেমা।আপনি মুভিটার রিভিউ সুন্দরভাবে দিয়েছেন।আমাদের দেশের গ্রামের প্রাইমারি স্কুল গুলোর কন্ডিশন ঠিক এমনই।