"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৬||ইউনিক হাতে কাটা সেমাই পিঠার রেসিপি||১০% @shy-fox||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার,এপ্রিল ২৭/২০২২


আচ্ছালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাতে কাটা সেমাই পিঠা তৈরির পদ্ধতি করতে চলেছি। চলুন শুরু করা যাক.....

IMG20220426181647_01.jpg

সর্বশেষ মূল ছবি

হাতে কাটা সেমাই পিঠা তৈরির উপকরণ

IMG_20220427_105434.jpg

সেমাই

সয়াবিন তেলIMG20220427142110.jpgচিনিIMG_20220427_105815.jpg
কনডেন্সড মিল্কIMG20220425121502_01.jpgএলাচIMG_20220427_110644.jpg
দারচিনিIMG_20220427_111501.jpgবাদামIMG_20220427_112059.jpg
কাজুবাদামIMG20220426172644_01.jpgকাঠবাদামIMG20220426172701_01.jpg
কিচমিচIMG20220426173106_01.jpgদুধIMG20220426173251.jpg
নারিকেলIMG20220426172808_01.jpgতেজপাতাIMG20220426172923_01.jpg
চেরি ফলIMG_20220427_141528.jpgআঙ্গুরIMG_20220427_141553.jpg
আটাIMG20220426090807_01.jpgলবণIMG_20220427_142345.jpg

সবার পোস্ট ঘুরে দেখতে পেলাম তারা বাজার থেকে বিভিন্ন ধরনের সেমাই কিনে এনে সেমাইয়ের রেসিপি শেয়ার করছে। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে সেমাই রান্নার ধাপ গুলো একটু ভিন্নভাবে শেয়ার করব। যে ধাপগুলো আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি তা হলঃ

  • হাতে কাটা সেমাই পিঠা তৈরি
  • হাতে কাটা সেমাই পিঠা রান্না
  • হাতে কাটা সেমাই পিঠা পরিবেশন

তাই আপনারা যদি আমার পোস্টটি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে আপনারাও শিখে যাবেন এই ধরনের সেমাই পিঠা তৈরি করার পদ্ধতি গুলো।

হাতে কাটা সেমাই পিঠা তৈরির পদ্ধতি

🍝 ধাপ - ০১🍝


IMG20220426091112_01.jpg

সেমাই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে পরিমাণমতো আটা এবং পানি নিয়ে নিলাম।

🍝 ধাপ - ০২🍝


IMG_20220427_150038.jpg

তারপরে আমি সেমাই পিঠার স্বাদ বৃদ্ধি করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেয়া শেষ হয়ে যাবার পরে আমি সেগুলো কে খুবই ভালভাবে মাখাতে শুরু করে দিলাম। আটা মাখানোর পদ্ধতি গুলো আমি আপনাদেরকে উপরের ছবিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।

🍝 ধাপ - ০৩🍝


IMG_20220427_150334.jpg

এরপরে আমি একটি মাটির পাত্র নিয়েছি হাতে কাটা পিঠা তৈরি করার জন্য। তারপরে আমি পূর্বে তৈরি করে নেয়া আটা গুলো দিয়ে খুবই সুন্দর করে সেমাই পিঠা তৈরি করেছি। কিভাবে সেমাই পিঠা তৈরি করতে হয় তা আপনাদেরকে আমি উপরের ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি এই ছবিটি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে শিখে যাবেন হাতে কাটা সেমাই পিঠা তৈরি করার পদ্ধতিটি।

🍝 ধাপ - ০৪🍝


IMG_20220427_150627.jpg

একই পদ্ধতিতে অনেকগুলো হাতে কাটা সেমাই পিঠা তৈরি হয়ে যাবার পরে আমি সে গুলোকে রোদে শুকাতে দিলাম। এই পিঠাগুলো রোদে শুকাতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে।

হাতে কাটা সেমাই পিঠা রান্নার ধাপসমূহ

🍝 ধাপ - ০১🍝


IMG20220426172240_01.jpg

সেমাই পিঠা রান্না শুরু করার জন্য প্রথমে আমাকে সেমাইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তাই আমি একটি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিলাম এবং তেল গুলোকে ভালোভাবে গরম করে নিলাম।

🍝 ধাপ - ০২🍝


IMG20220426172319_01.jpg

সয়াবিন তেল গরম হয়ে যাবার পরে আমি পূর্বে তৈরি করা সেমাই পিঠা গুলোকে করাইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেবার জন্য।

🍝 ধাপ - ০৩🍝


IMG_20220427_152313.jpg

সেমাই পিঠা গুলো ভাজা শেষ হয়ে যাবার পরে আমি সেগুলো কে আলাদা একটি পাত্রে নামিয়ে রাখলাম।

🍝 ধাপ - ০৪🍝


IMG20220426172928_01.jpg

এরপরে আমি পুনরায় একটি কড়াই নিলাম এবং কড়াইয়ের মধ্যে পরিমাণমতো পানি দিলাম। পানি দেওয়ার পরে আমি সেই পানিগুলো কে খুবই ভালো ভাবে ফুটিয়ে নিলাম সেমাই পিঠা রান্না করার জন্য।

🍝 ধাপ - ০৫🍝


IMG_20220427_152805.jpg

তারপরে আমি সেমাই পিঠা তৈরি করার জন্য সকল উপকরণ গুলো কড়াই এর মধ্যে দিতে শুরু করে দিলাম। উপরের ছবির মাধ্যমে আমি সেগুলো কে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি।

🍝 ধাপ - ০৬🍝


IMG20220426173744_01.jpg

এরপরে আমি ৫০০ গ্রাম গরুর খাঁটি দুধ কড়াই এর মধ্যে দিয়ে দিলাম।

🍝 ধাপ - ০৭🍝


IMG_20220427_153016.jpg

তারপরে আমি এক বাটি চিনি এবং এক বাটি কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম আমার সেমাই পিঠা স্বাদ বৃদ্ধি করার জন্য।

🍝 ধাপ - ০৮🍝


IMG20220426174337_01.jpg

সকল উপকরণ দেয়া শেষ হয়ে গেলে আমি তা কড়াইয়ের মধ্যে দিয়ে খুবই ভালভাবে ফুটাতে শুরু করলাম।

🍝 ধাপ - ০৯🍝


IMG20220426174359_01.jpg

এরপরে আমি পূর্বে ভেজে নেওয়া সেমাই পিঠা গুলো কড়াই এর মধ্যে দিয়ে দিলাম।

🍝 ধাপ - ১০🍝


ভিডিও

ভিডিও এর মাধ্যমে আমি আপনাদেরকে সেমাই পিঠা রান্নার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি।

🍝 ধাপ - ১১🍝


IMG20220426175508_01.jpg

হাতে কাটা সেমাই পিঠা রান্না শেষ হয়ে যাবার পরে আমি সেগুলো কে আলাদা একটি পাত্রে নামিয়ে রাখলাম।

হাতে কাটা সেমাই পিঠা পরিবেশন

IMG20220426180535.jpg

IMG20220426180717.jpg

IMG20220426181417_01.jpg

আমার তৈরি করা হাতে কাটা সেমাই পিঠা গুলোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি সেগুলো কে খুবই সুন্দরভাবে সাজিয়েছি। সেমাই পিঠা সাজানোর ধাপগুলো আমি উপরের ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি।

IMG20220426181647_01.jpg

আমার তৈরি করা হাতে কাটা সেমাই পিঠা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলেও আমার মতো করে এই ধরনের হাতে কাটা সেমাই পিঠা তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমেই উপকরণ গুলো সংগ্রহ করে নিতে হবে এবং তারপরে আমার দেখানো ধাপগুলো অবলম্বন করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু হাতে কাটা সেমাই পিঠার রেসিপি।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অও,অসাধারণ হয়েছে ভাইয়া,👌👌 খুবই পরিশ্রম করেছেন সিমুই তৈরি করতে।আপনার মাধ্যমে আমিও তৈরি করা শিখে গেলাম, আর ফলগুলি এমন সুন্দর করে সাজিয়েছেন যে দেখে লোভ লেগে গেল।ভালো লাগলো দেখে,ধন্যবাদ ভাইয়া।

যদি লোভ লেগে যায় তাহলে একদিন দাওয়াত নিতে পারেন দিদি

সেমাই আমার অনেক পছন্দের একটি রেসিপি। ঈদ উপলক্ষে ছাড়া অন্য কোনো সময়ে খাওয়া হয়না। ভাইয়া আপনি অনেক সুন্দর করে কাটা সেমাই রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপিটি দেখে আমার খেতে ইচ্ছা করতেছে। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

এইভাবে একদিন সেমাই রান্না করে খেয়ে থাকেন আশা করি অনেক ভাল লাগবে ভাইয়া

অসাধারণ রেসিপি ছিলো ভাই। আপনি অনেক পরিশ্রম করেছেন এই রেসিপিটি তৈরি করার জন্য। আমার খুবই ভালো লেগেছে এই রেসিপিটি। আপনি আপনার পোস্টে ভিডিও আপলোড করেছেন এটা দেখেও ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের সেমাই তৈরি করার জন্য একটু বেশি পরিশ্রম এর প্রয়োজন হয়

আপনি আজকে আমাদের সাথে সেমাই পিঠা রেসিপি টা শেয়ার। এই রেসিপি টা দেখতে সত্যিই খুব লোভনীয় হয়েছে।এই প্রতিযোগিতার মাধ্যমে আামরা নতুন নতুন সেমাই রেসিপি সাথে পরিচয় হচ্ছে।

আমিও এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন সেমাই সম্পর্কে অবগত হতে পেরেছি

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ১৬তে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি খুবই সুস্বাদু ও ইউনিক হাতে কাটা সেমাই পিঠা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুধুই হাতে কাটা সেমাই পিঠাই উপস্থাপন করেননি ভাইয়া সেইসাথে মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে-গুছিয়ে অত্যন্ত চমৎকার করে ডেকোরেশন করেছেন। যা দেখে সবারই দৃষ্টি কেড়ে নেবে। সেই সাথে আপনার রন্ধনপ্রণালীটাও চরম লেভেলের ছিল। আপনার রেসিপিটি দেখে আমার ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছে। এত লোভনীয় একটি রেসিপি হাতে কাটা সেমাই পিঠা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এই ধরনের সেমাই হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্য। আমি চেষ্টা করেছি সেই ঐতিহ্য টাকে আপনাদের মাঝে আধুনিকভাবে তুলে ধরতে।

ইউনিক হাতে কাটা সেমাই রেসিপি দেখে তো খাওয়ার লোভ জাগলো। ভিন্নভাবে সেমাই রেসিপি দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে সেমাই রেসিপি তৈরি করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

শুধু লোভ লাগলে হবে না ভাইয়া রান্না করে খেতে হবে

হাতে কাটা সেমাই পিঠার রেসিপি খুবই লোভনীয় হয়েছে ভাইয়া। আপনি অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। হাতে তৈরি করা সেমাই খেতে অনেক ভালো লাগে। আপনার এই মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

আমার রান্না করা এই সেমাই আপনার কাছে ভালো লেগেছে এতে তিনি আমার কাছে অনেক ভালো লাগলো ভাইয়া।

ভাই এই সেমাই বানাতে অনেক খেটেছেন বুঝা গেলো। আর খুবই ইউনিক একটি সেমাই রেসিপি এটি। খুব ভালো লাগলো আমার কাছে। আমার খুব খেতে ইচ্ছে করছে এখনই। আপনি সুন্দর এক পরিবেশন এর মাধ্যমে আরো সুন্দর করেছেন। ধন্যবাদ ভাই।

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের রেসিপি তৈরি করার জন্য একটু বেশি পরিশ্রমের প্রয়োজন হয়

জাস্ট অসাধারণ দেখতে লাগছে ভাইয়া। দেখে তো বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেকদিন পর এরকম হাতে বানানো সেমাই দেখলাম ভাইয়া। এরকম সেমাই আমার নানা বাড়ি তে অনেক খেয়েছি। খেতে সত্যিই অনেক মজা লাগে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত হাতে বানানো সেমাই তৈরি রেসিপি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।

আমি ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে এই ধরনের সেমাই তৈরি হয় তাই আজকে চিন্তা করলাম সেই জিনিস গুলো আপনাদের মাঝে তুলে ধরি।

এরকমভাবে সেমাই তৈরি করা আমি কখনো দেখিনি। তবে দেখে মনে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এছাড়া আপনি অনেক সুন্দর ভাবে সেমাই এর রেসিপি ধাপ সমূহ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যার মাধ্যমে আমরা খুব সহজেই রেসিপিটি বাসায় তৈরি করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে ইউনিজ সেমাই তৈরির রেসিপি উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভালোবাসা।

বর্তমানে আধুনিক যুগ হবার কারণে আমরা এই ধরনের সেমাই খুব একটা বেশি দেখতে পাই না কিন্তু এই জিনিসগুলো আমাদের গ্রাম অঞ্চলগুলোতে অতীতে অনেক দেখতে পাওয়া যেত।

বাহ খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। যে বিষয় টা বেশি ভালো লেগেছে তা হলো আপনি নিজের হাতে সেমাইগুলো তৈরি করেছেন। তারপর আবার সেটির রেসিপি করেছেন। ডেকোরেশন টা খুব বেশী ভালো লেগেছে আমার কাছে। আপনাকে ধন্যবাদ ইউনিক সেমাই রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আমি শুধুমাত্র চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য টাকে একটু আধুনিক ভাবে আপনাদের মাঝে শেয়ার করতে।

বাহ কি সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। নিজের হাতে তৈরি সেমাই আবার সেমাইগুলোকে এত সুন্দর ভাবে রেসিপি আমার কাছে কিন্তু বিষয়টা বেশ ভালো লেগেছে। আর আপনি খুব সুন্দর ডেকোরেশন করলেন। তাছাড়া হাতে কাটা সেমাই দিয়ে করা কতটা কষ্টকর সেটা আমি জানি। এত সুন্দর সাজানো-গোছানো একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

সত্য কথা বলতে এই ধরনের সেমাই তৈরি করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আপু

অসাধারণ সেমাইয়ের রেসিপি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগল । সত্যিই আপনার সেমাই তৈরি প্রস্তুত প্রণালীঃ দেখে আমি খুব মুগ্ধ হলাম। আশা করি আপনি এই প্রতিযোগিতার প্রথম সারিতে অবস্থান করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ।

আমার রান্না করাই এই সেমাই আপনার কাছে ভালো লেগেছে ডিজে নেই আমার অনেক ভালো লাগলো ভাইয়া।

এই সুন্দর প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন দেখে খুবই খুশি হলাম। আশা করি আপনি প্রতিযোগিতায় ভালো কোন স্থান দখল করতে পারবেন।
আপনার বানানো হাতে কাটা সেমাই পিঠা রেসিপিটি সত্যি অসাধারণ লাগছে। সেমাই বানানোর পুরো প্রসেসটি আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর আপনার পরিবেশনাও হয়েছে খুবই দারুণ। ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

আসলে ভাইয়া আমার তৈরি করা এই সেমাই পিঠা অসাধারণ সুন্দর হয়েছিল একদিনেরই রান্না করে খেয়ে দেখতে পারেন।

ইউনিক হাতে কাটা সেমাই পিঠার রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

যদি আমার তৈরি করা এই সেমাই আপনার কাছে খেতে ইচ্ছা করে তাহলে একদিন দাওয়াত নিয়ে নিন ভাইয়া।

আপনি অনেক সুন্দর ভাবে সেমাই রান্নার রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন।
আপনার জন্য শুভকামনা রইল

এত সুন্দর করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

সত্যিই বেশ ইউনিক ছিল, হাতে কাটা সেমাই, আমার সবথেকে বেশি ভালো লেগেছে দুটো জিনিস, আপনি বেশ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং উপকরণগুলো কে অসম্ভব রকম সুন্দর করে উপস্থাপন করেছেন, এবং শেষ ফিনিশিং এসে আপনি আঙ্গুল এবং চেরি ফল দিয়ে পুরো ডেকোরেশন টা কি আপনি চেঞ্জ করে দিয়েছেন খুবই ভালো লাগলো এবং অনেক সুন্দর লাগছে দেখতে।

আমি শুধুমাত্র চেষ্টা করেছি ভাইয়া আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেমাই পিঠা আপনাদের মাঝে একটু আধুনিক ভাবে শেয়ার করতে।

ভাইয়া আপনার সেমাই রান্নার রেসিপি টা আমার খুব ভালো লেগেছে, আপনি যে এত সুন্দর করে সেমাই রান্না করতে পারেন তো আমার কখনোই জানা ছিল না। সত্যিই আমার ধারণার বাইরে। খুবই ভাল লাগল এবং খুবই খুশি হলাম এই কনটেস্টে আপনার এত সুন্দর অংশগ্রহণ দেখে।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সবাই বাজার থেকে কিনে এনে সেমাই রান্না করলেও আপনি নিজেই তৈরি করে সেই সেমাই রান্না করেছেন। দেখে বোঝা যাচ্ছে খুব পরিশ্রম হয়েছে আপনার এই রেসিপিটি তৈরি করতে। পরিশ্রমের ফল সব সময় ভালো হয়। তা আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে। খুবই সুস্বাদু হয়েছে আপনার কাটা সেমাই রেসিপি দেখেই বোঝা যাচ্ছে।

জি আপু দেখলাম সবাই বাজার থেকে সেমাই কিনে এনে সেগুলো দিয়ে রেসিপি তৈরি করছে তাই আমি চিন্তা করলাম নিজের হাতে তৈরি করে কোন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি

ভাইরে ভাই এত গুলো উপকরণ দিয়ে তৈরী করা হয়েছে দেখে খুবই ভালো লাগল। আর স্বাদের কথা কি বলব যেহেতু এত উপকরণের মিশ্রনে তৈরী তার স্বাদ অনেক হবেই। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল

জি ভাইয়া আমার তৈরি করা এই সেমাই অনেক সুস্বাদু হয়েছিল

এখন পর্যন্ত যতগুলো সেমাই এর রেসিপি পোষ্ট দেখলাম আপনার টা আমার যাচ্ছে সব চেয়ে বেশি ভালো লাগছে।আপনার উপস্থাপনা থেকে শুরু করে তৈরি ধাপ গুলো সবগুলোই সেই ছিল।আশা করছি খুব ভালো একটা অবস্থানে থাকবেন।

আমার রান্না করাই সেমাই আপনার কাছে ভাল লেগেছে এটা জেনেই আমার অনেক ভালো লাগলো ভাইয়া

ওয়াও ভাই আপনি হাতে কাটা সেমাই পিঠার রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার জিভে জল চলে আসলো। আপনি খুবই চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বেশি লোভ করার দরকার নাই যদি লোভ লেগে যায় তাহলে একদিন দাওয়াত নিয়ে নেন

ভাই আপনার আজকের রেসিপিটি দেখতে অনেক চমৎকার হয়েছে, মনে হয় খেতে অনেক সুস্বাদু আর মজাদার হয়েছে।কালার বেশ দারুন লাগছে রেসিপিটি।রান্নার করার পদ্ধতিটি অনেক ভালো। অনেক শুভ কামনা রইল।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া