আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী

in hive-129948 •  9 months ago 

final logo.png

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমেই আমি আমাদের সকলের প্রিয় @rme দাদা কে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলকে এমন সুন্দর একটা কমিউনিটি উপহার দেবার জন্য। এই কমিউনিটি যেন এখন আমাদের সকলের পরিবারের মত হয়ে গিয়েছে। একটি দিন যদি এই কমিউনিটিতে উপস্থিত হতে না পারা যায় মনের মধ্যে অন্য রকমের একটা খারাপ লাগা কাজ করে।দেখতে দেখতে আমাদের প্রাণের এই কমিউনিটি তিন বছরে পদার্পণ করতে চলেছে। আর সেই বর্ষপূর্তি উপলক্ষে খুবই সুন্দর একটা লোগো কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটা আমি প্রথমে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কিন্তু স্কুলের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে লোগো তৈরি করার মত সময় বের করতে পারছিলাম না। যখনই লোগো তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক তখনই কোন না কোন কাজ এসে আমাকে বাধা প্রদান করছিল এই লোগো তৈরি করার কাজ থেকে। যেহেতু আমাদের সকলের প্রিয় কমিউনিটির একটা সুন্দর লোগো প্রয়োজন তাই আমি চেষ্টা করলাম আমার নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে একটা সুন্দর লোগো তৈরি করার জন্য। জানিনা কতটা সুন্দরভাবে লোগোটা তৈরি করতে পেরেছি তারপরও নিজের অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি লোগোটি তৈরি করার জন্য।এই লোগোটি তৈরি করার ক্ষেত্রে আমি ক্যানভা প্রো ব্যবহার করেছি।

প্রয়োজনীয় উপকরন
  • Canva Pro
  • ল্যাপটপ।
ধাপ ১

Screenshot 2024-06-09 154022.png

প্রথমে আমি ১৫৬৩x১৫৬৩ পিক্সেল সাইজের একটি আর্টবোর্ড নিয়েছি। তারপর চারিদিকে মারজেন নিয়েছি।

ধাপ ২

Screenshot 2024-06-09 154122.png

এবার একটি গ্রাফিক্স এলিমেন্ট নিয়েছি যেখানে রয়েছে দুইটি পাতা বিশিষ্ট একটি বৃত্ত এবং মাঝখানে রয়েছে পৃথিবীর মানচিত্র।

ধাপ ৩

Screenshot 2024-06-09 154332.png

মানচিত্রের ভিতরে তিনটি গ্রাফিক্স এলিমেন্ট যার মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে যেমন দুইজন লোক কম্পিউটার ব্যবহার করছে এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ম্যাটেরিয়ালস।

ধাপ ৪

Screenshot 2024-06-09 154529.png

এবার আমি কিছু ফন্ট ব্যবহার করেছি যেগুলো বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের প্রথম দুইটি অক্ষর। সেগুলোতে কালো রং ব্যবহার করেছি এবং মানচিত্রের উপরে স্থাপন করেছি।

ধাপ ৫

Screenshot 2024-06-09 154641.png

এবার যেই গ্রাফিক্স এলেমেন্ট ব্যবহার করেছি সেটা হল একটি হাত দিয়ে একটি মাউস ক্লিক করার আকৃতি এবং পৃথিবীর একটি গোলাকার মানচিত্র।

ধাপ ৬

Screenshot 2024-06-09 154729.png

ডিজাইনের এই অংশে সবচাইতে আকর্ষণীয় একটি শেপ ব্যবহার করেছি তা হল চমৎকার দুইটি পাতা। পাতা দুইটি সূক্ষ্মভাবে বৃত্তের সাথে স্থাপন করেছি।

ফাইনাল আউটপুট

final logo.png

ফাইনাল আউটপুট এ আমি PNG ফরম্যাট এ এবং ব্যাকগ্রাউন্ড Fully Transparent করে রেখেছি। এই লোগোটি আমার বাংলা ব্লগের জন্য তৈরি করা হয়েছে তাই এটি নিঃশর্তে ব্যবহার করতে পারবে আমার বাংলা ব্লগ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের বাজে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। সর্বপ্রথমে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনি অনেক ধৈর্য সহকারে আপনার মেধা খাটিয়ে এই লোগোটি তৈরি করেছেন। তৃতীয় বছরের এই লোগো কনটেস্ট উপলক্ষে আপনার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগলো। সাথে আপনার শেয়ার করা লোগোটি দারুন লাগছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো। আমি মনে করি এই লোগোটি সকলের মন ছুঁয়ে নিবে। অসংখ্য ধন্যবাদ অফিসিয়ালি লোগো তৈরি শেয়ার করার জন্য।

ভাইয়া আপনার কমেন্টসের বানানের ক্ষেত্রে একটু সতর্ক হবেন। মাঝে না লিখে আপনি অন্য কিছু লিখেছেন।

সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন কমেন্ট করার ক্ষেত্রে বানানের দিকে একটু সতর্কতা অবলম্বন করতে। আপনি মাঝে শব্দটি ব্যবহার করতে যেয়ে অন্য কিছু ব্যবহার করে ফেলেছেন।

আপনার তৈরি করা লোগো অসাধারণ হয়েছে। নতুন কিছু খুঁজে পেলাম ভাইয়া। আপনার তৈরি করা লোগোর মাঝে নতুনত্ব ছিল। আপনার লোগো ডিজাইন দেখতে অনেক সুন্দর হয়েছে।আশা করছি আপনার তৈরি করা লোগো সবারই অনেক ভালো লাগবে এবং সবাই অনেক পছন্দ করবে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য। যতটা ভালোভাবে পারা যায় চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর লোগো তৈরি করে শেয়ার করতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী করেছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই। বিশেষ করে পাতা দুটির কারনে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আশাকরি আপনার তৈরি করা লোগো দাদা পছন্দ করবেন। শুভ কামনা রইলো ভাই ভালো থাকবেন।

যেভাবে পাতা দিতে চেয়েছিলাম সেভাবে যদি দিতে পারতাম তাহলে এটা দেখতে আরো সুন্দর হতো।

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এত সুন্দর দেখতে একটা লোগো তৈরি করেছেন দেখে, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার তৈরি করা এই সুন্দর লোগো টার মধ্যে নতুন কিছু খুঁজে পেয়েছি। অনেক সুন্দর করে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই লোগোটা আপনি তৈরি করেছেন। এত সুন্দর করে আমাদের কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরি করে শেয়ার করেছেন, এজন্য অসম্ভব ভালো লাগলো দেখে। পুরোটা তৈরি করার পদ্ধতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই।

চেষ্টা করেছি নতুনত্ব নিয়ে আসার জন্য এই লোগো টার মধ্যে।

আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী করেছেন দেখে ভালো লেগেছে। আপনার দক্ষতা প্রশংসনীয় ভাইয়া। আশা করছি প্রতিযোগিতায় ভালো ফলাফল পাবেন এবং পুরস্কার পাবেন।

আসলে ভাইয়া দক্ষতা না থাকলে কোন কাজেই ঠিকভাবে করা সম্ভব নয়।