সত্যি কারের ভালোবাসা। আমি এখন যে ছেলেকে ভালোবাসি গল্প টি তার মুখে শোনা। আমি ময়নুল হক আমি যখন নবম শ্রেণি পড়তাম সে সময় প্রাইভেট পড়ার জন্য আমাকে আমার বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে জেতে হতো। ঠিক তখন অন্য বিদ্যালয়ের একটা মেয়েকে আমার অনেক ভালো লাগে এবং আমি তাকে অনেক ভালোবেশে ফেলি।কিন্তু আমি তাকে কোনো সময় আমার মনের কথা বলতে পারি নি বলার সাহস পাইনি । আমি সব সময় মেয়েটির দিকে তাকিয়ে থাকতাম কিন্তু মেয়েটি কখনো সে তাকাতো না এভাবেই অনেক গুলা দিন কেটে গেলো । মেয়েটি যখন প্রাইভেট পড়তে আসতো আমি রাস্তার পাশে ছোট্ট একটা দেয়াল শিলো ইট দিয়া তৈরি আমি সেই দেয়াল ধরে দাড়িয়ে মেয়েটার জন্য অপেক্ষা করতাম। আমি ছিলাম না একজন ভালো ছাত্র আমার ছিলোনা ভালো চেহারা মেয়েদের সাথে কথা বলার মতো মনোভাব মনোবল আমার মাঝে ছিলো না। আমি সব সময় মনে মনে তাকে ভালোবাসতাম তাকে দেখার জন্য আমি প্রাইভেট সময়ের আগে যেতাম। কিন্তু মেয়েটি ছিলো অনেক ভালো ছাএ। তার বিদ্যালয়ের নবম শ্রেণির মেয়েদের মাঝে সে ছিলো প্রথম মেয়ে। আমার ভালো লাগা ভালোবাসা সব এভাবেই নিজের ভিতর থেকে গেলো কখনো তাকে বলার মতো ভাষা শক্তি খুঁজে পাইনি। এভাবেই ছয় মাস কেটে গেলো তার পর হটাৎ করে বন্ধুদের সাথে ঝগরা লেগে সব উল্টো পাল্টে গেলো আমার ও-ই জায়গায় আর প্রাইভেট পড়া হলো না। আমি ভেঙে পড়লাম কয়দিন পর আমি তাকে খুজতে আবার গেলাম কিন্তু তাকে আর পেলাম না কষ্ট মনে বাসায় আসলাম।
এভাবেই শেষ হয়ে গেলো দশম শ্রেণির পরিক্ষা। তাকে আমি আর খুজে পেলাম না। কিছু দিন পর পরিক্ষার রেজাল্ট দিয়ে দিলেন রেজাল্ট পেয়ে অন্য কলেজে ভর্তি হয়ে গেলাম। কিন্তু মনের ভিতর তার হাসি তার সবি ভুলতে পারি না আসতে আসতে কেমন যেন সব ভুলে যাচ্ছিলাম অবশেষে সব ভুলে গেলাম। নিজের মতো আবার পড়াশোনা শুরু করলাম। এভাবেই দেখতে দেখতে কলেজ জীবন টা শেষ হয়ে গেলো। পা রাখলাম ভার্সিটি জীবনে। ভার্সিটিতে পা রাখার কিছু দিন পর আমি প্রাইভেট পড়তে শুরু করলাম হটাৎ স্যার একদিন বল্লো তোমার কলেজের একটা মেয়ে আসবে পড়তে শুনে ভালো লাগলো একা একা আর পড়তে হবে না একজন আসতাসে আমার কলেজের আমি স্যারের কাসে পড়ছিলাম এমন সময় একটা মেয়ে আসলো কিন্তু আমি তাকে চিনতে পারলাল না স্যার পড়ানো শেষ করলো আমি আর মেয়েটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম আর পরিচয় হচ্ছিলাম
এমন সময় সে আমায় বল্লো তোমার নাম কি আমি বল্লাম ময়নুল হক তোমার নাম বল্লো টমা শোনার পর আমি দাঁড়িয়ে গেলাম রাস্তায় আমার দুটো চোখে খুশির পানি চলে আসলো। আমি তাকে আর কিছু বলতে পারলাম না।আর একটু আসার পর তাকে বাই বলে দিলাম সে তার বাসায় চলে গেলো। আমি তাকিয়ে দেখলাম তাকে নিজেকে প্রশ্ন করলাম আমি তাকে চিনতে পারলাম না কেন কোনো উত্তর খুঁজে পাইনি। পরে ভাবলাম ৪ বছর দেখার জন্য হয়তো চিনতে পারি নি। ভাবতে ভাবতে বাসায় আসলাম তার পর থেকে প্রতেক দিন প্রাইভেট তার সাথে আমার দেখা এক সাথে বসে পড়া এক সাথে কলেজ জাওয়া অনেক কাছে চলে গেলাম আমি তার খুব সহজে আমার ভালোবাসার মানুষের কাছে। আজ এখন সেই মেয়ে আমাকে সারা আর কিচ্ছু বুঝে না। কথা না বল্লে কান্না করে রাগ করলে নিজের শরীর কেটে রক্ত ফেলে। ভালোবাসা কি একটা আজব কাহিনি কখনো একজন পাগল আবার কখনো আর একজন। আজ আমি আমার ভালোবাসার মানুষ কে পেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ এবং আমরা এখন এক সাথে জীবন কাটাতে শুরু করসি। দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের ভালোবাসা আরো গভীর হয়। আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত@