ঝর্না/জলপ্রপাত ভ্রমনের গল্প ও অভিজ্ঞতা। ( beneficiary 10% @shy-fox)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার জলপ্রপাত বা ঝর্না ভ্রমনের গল্প শেয়ার করবো আশা করি ভালো লাগবে।

ঝরনা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি।শক্ত কঠিন পাহাড় থেকে ঘেসে আসা পানির ফোয়ারা মুগ্ধ করে সবাইকে।যে কেউ মুগ্ধ হয় এই সৌন্দর্যে।এ যেন এক সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।


চলুন গল্প শুরু করা যাক।


আমরা ঝরনা ও কিছু জায়গা ঘুরার জন্য একটি চাঁদের গাড়ি ভাড়া করি এই গাড়ি দিয়ে আমরা যাত্রা শুরু করি জলপ্রপাতের/ ঝর্না উদ্দেশ্যে।জলপ্রপাতের/ঝর্না দ্বার প্রান্তে পৌঁছাতে অনেক পথ অতিক্রম করতে হয়। আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে থাকি ঝর্ণার দিকে।


IMG-20210830-WA0033-01.jpeg

IMG-20210830-WA0032-01.jpeg


ঝিরি পথ ধরে হাটা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/coastguard.pickle.recapping


ঝরনার পর্যন্ত পৌঁছাতে অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়। আমরা পথ ধরে পাহাড়ি এলাকা দিয়ে আস্তে আস্তে এগোতে থাকি আর এই ঝিরি পথ গুলো সাধারণত অনেক পিচ্ছিল হয়। সেজন্য খুব সাবধানতার সাথে পা এগোতে হয়।ঝরনা ঠান্ডা পানির মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি এবং ঝরনার আসল জায়গাতেই খুঁজতে থাকি আমরা ঝিরি পথ ধরে পাথরের উপর দিয়ে আসতে এগোতে এগোতে দেখা পাই ঝরনা।


IMG20210829143935_00-01.jpeg


ওই যে ঝর্না দেখা যায়
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/coastguard.pickle.recapping


তখন মনটা খুব ভালো হয়ে যায় কারণ অনেক প্রতীক্ষিত পথ এগোনের পর ঝরনার দেখা পাই। দু'সাইডে বড় পাহাড় তার মাঝ দিয়ে পাহাড়ের গা বেয়ে খুব দ্রুত গতিতে পানি নিচে আচড়ে পরে।


IMG-20210830-WA0027.jpg

IMG_7612.JPG

IMG_7597.JPG


ঝর্নার উপরে উঠার সময়
Device : canon 600d
What's 3 Word Location : https://w3w.co/coastguard.pickle.recapping


আমরা সবাই মিলে ভাবলাম ঝর্ণার উপরে উঠব তাই অনেক বড় পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করলাম আর রাস্তাটি খুব পিচ্ছিল এবং আদ্রতা যুক্ত ছিল। এই পাহাড় বেয়ে ওঠাটা দুর্ঘটনা প্রবল ছিল আল্লাহর অশেষ রহমতে আমরা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়নি। আমরা অনেক অক্লান্ত পরিশ্রমের পর ঝিরিপথের উপরে অর্থাৎ ঝর্নার উপরে অংশটিতে উঠতে পারি।


IMG_7578.JPG


ঝর্নার উপরে।
Device : canon 600d
What's 3 Word Location : https://w3w.co/coastguard.pickle.recapping


তারপর উপরে অনেক সময় মজা করি এবং গোসল করি। গোসল করার পর অন্য একটি পাহাড়ি পথ দিয়ে নামতে শুরু করি। কারণ যে পথ দিয়ে উঠেছিলাম ওই পথটা পিচ্ছিল হয়ে গিয়েছিল নামার সময় খুব অসুবিধা হয়ে যেত।


IMG-20210830-WA0014.jpg


গোসলের সময়
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/coastguard.pickle.recapping


নামার পর ঝরনার নিচের অংশটি তে যেখানে পানি পড়ছে সেখানে গিয়ে আমরা গোসল করি। এবং অনেক সময় মজা করি আর ঝর্ণার পানিতে যখন আমাদের গায়ের উপর পড়ছিল মনে হচ্ছিল উপর থেকে বড় বড় পাথর পড়ছে। কারন ঝর্ণার পানি টা অনেক দ্রুত গতিতে পড়ছে তার ওজন বেশি হয়ে গিয়েছিল। আমরা সরাসরি গায়ের উপর ঝর্ণার পানি ফেলাতে পারিনি কারণ অনেক কষ্ট হচ্ছিলো।
আমাদের গোসল শেষ করে আমরা আর একটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে রওনা করি।

  • সতর্কবার্তাঃ সম্পূর্ণ সেফটি গ্রহণ করে যেতে হবে কারণ ঝর্নার দিকে যেতে হলে অনেক পথ অতিক্রম করে যেতে হয়।আর সাথে কিছু শুকনা খাবার পানি ইত্যাদি নিয়ে যাব এবং যাতে পিচ্ছল রাস্তা দিয়ে চলার জন্য বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ জুতা বাদে ফুটবল খেলার জন্য যে এংলেট পাওয়া যায় এগুলো প্রায় পরিধান করে ঝিরি পথ ধরে এগোলে আমাদের ঝুকি কমে যাবে।একটু পা পিচ্ছলে গেলে পায়ে আঘাত পেতে পারেন তাই সাবধানে পা ফেলতে হবে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাই বাহ খুব সুন্দর। খুবই সুন্দর লাগছে ঝরণা টা। আপনারা অনেক উপভোগ করছেন ভ্রমণটা।যেখানেই যাবেন সাবধানে যাবেন।আপনাদের জন্য শুভকামনা।

জ্বী ভাই।ধন্যবাদ।

🙂🙂

সর্বশেষ চিত্রে আপনি যে হাসিটা দিয়েছেন সেটি আসলে সত্যিই অমূল্য

ধন্যবাদ।