🌷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৬|| সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি ||১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


অনেকদিন পর আপনাদের সামনে ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।আমি আজকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করবো। আশা করি ভালো লাগবে।


IMG20211010162437_00-01.jpeg


সন্ধ্যার মুহূর্তে কাশফুলের সৌন্দর্য
Device: realme7
What's 3 Word Location :https://w3w.co/inductions.untenable.improving


  • শরৎকালে কাশফুল তার সৌন্দর্য ফুটিয়ে তোলে।মানুষ সেই সৌন্দর্য উপভোগ করতে থাকে। সন্ধ্যা কালীন মুহূর্তে কাশফুল হালকা আলোয় তার সৌন্দর্যতা বিলুপ্তির পথে। অপেক্ষা প্রহর হয়ে থাকবে দিনের আলোর জন্য। সেই দৃশ্যটি ছবিতে ফুটে উঠেছে।

IMG20211013122523_00-01.jpeg


কলা ফুল
Device: realme7
What's 3 Word Location :https://w3w.co/inductions.untenable.improving


  • ফুলটি কলা ফুল নামে পরিচিত। ফুলটি দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। হালকা হলুদ ও লাল রং এর সৌন্দর্য দ্বারা বেষ্টিত। পাতা সবুজ বর্ণের কিন্তু অনেক বড়।

IMG_9401-01.jpeg


ফড়িং
Device: Canon 600d
What's 3 Word Location :https://w3w.co/inductions.untenable.improving


  • এই সময়ে প্রচুড় ফড়িং দেখা যায়।যেগুলো দেখতে অনেক সুন্দর হয়।ফড়িং বিভিন্ন বর্ণের হয়ে থাকে। লাল রং এর ফড়িং গুলো দেখতে বেশি সুন্দর হয়।সেই সৌন্দর্যতা ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

IMG20211015080820_00-01.jpeg


নদীর সৌন্দর্যতা
Device: realme7
What's 3 Word Location :https://w3w.co/inductions.untenable.improving


  • বাংলাদেশ নদী মাতৃক দেশ।এদেশে আঁকাবাকা ভাবে বয়ে চলেছে অসংখ্য নদীনালা। যেগুলো গ্রামের পাশ দিয়ে বেশি বয়ে চলেছে। সেই নদী গুলো তার প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলে। নদীর বিকেলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি।

IMG_9409-01.jpeg


ঘুঘু পাখি
Device: Canon 600d
What's 3 Word Location :https://w3w.co/inductions.untenable.improving


  • ঘুঘু পাখি দেখতে অনেক সুন্দর হয়।পাখিটি অনেকটা শান্ত স্বভাবের হয়ে থাকে। ঘুঘু রাতের শেষ ভাগে তার ডাকের সৌন্দর্যতা প্রকাশ করে। ঘুঘুটি বাসা বাধায় এখন ব্যস্ত।এই সময়ে তারা ডিম পেরে বাচ্চা ফুটায়।বিভিন্ন স্থান থেকে ময়লার টুকরো নিয়ে বাসা বাঁধে।সেখান তার বংশ বিস্তার করতে থাকে। ছবিতে সেই মুহূর্তের দৃশ্য ফুটে উঠেছে।

IMG20211013161405_00-01.jpeg


জবা ফুল
Device: realme7
What's 3 Word Location :https://w3w.co/inductions.untenable.improving


  • লাল জবা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে।ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আমার লাল রং এর জবা ফুল তার সৌন্দর্যতা মুগ্ধ করেছে। যেটা অনেকের কাছে প্রিয় ফুল।

IMG20211010162522_00-01.jpeg


বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য
Device: realme7
What's 3 Word Location :https://w3w.co/inductions.untenable.improving


  • মাছ ধরতে আমার কাছে খুবই ভালো লাগে। বড়শি দিয়ে মাছ ধরতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়।যেটা সবার দ্বারা সম্ভব হয় না। নদীর পাশে দাড়িয়ে একটি বালক বড়শি দিয়ে মাছ ধরছে। এই দিকে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে তবুও বালকটি ধৈর্যের পরীক্ষা দিয়ে মাছ ধরে চলেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি ভাইয়া আমি আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। আপনি এত দক্ষতার সাথে প্রতিটি ছবি ক্লিক করেছেন।সেই সাথে কলাফুল নামে
একটি গাছের পরিচিত হলাম। ফড়িং অনেক সুন্দর ভাবে ক্লিক করেছেন। সেই সাথে জবা ফুল এক কথায় অসাধারন ছিল এবং বর্ণনা ছিল অপরূপ

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

মাছ ধরতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এমন মানুষ খুজে পাওয়া যাবে না যে কিনা মাছ ধরার ব্যাপারে এক্সসাইটেড নাহ। এত সুন্দর মুহুত্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।দোয়া রইল আপনার জন্য

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনি বরাবরই খুবই সুন্দর ফটোগ্রাফি করেন। এবারের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। সুন্দর বর্ণনা করেছেন। বিশেষ করে ফড়িং এর ছবিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে।।
আগামীর জন্য শুভকামনা রইল।

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

ভাইয়া,আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে এবং সুন্দর বর্ণনা দিয়েছেন। তবে বড়শি দিয়ে মাছ ধরার ছবিটি সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ আমি যখন বাড়ি থাকি তখন পুকুর পাড়ে গিয়ে মাছ ধরতে অনেক ভালো লাগে। আগামীর জন্য শুভকামনা রইল।

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

ভাইয়া আপনি যে অনেক ভালো ফটোগ্রাফার তা আপনার ছবি দেখেলেই বোঝা যাচ্ছে। আপনার সবগুলো ছবিই সুন্দর হয়েছে। তারপরও আমার কাছে ফড়িং এর ছবিটা সব থেকে বেশি সুন্দর লেগেছে। আগামীতে আপনার আরো সুন্দর সুন্দর ছবি দেখার অপেক্ষায় রইলাম।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

প্রতিটা চিত্র অনেক দক্ষতার সাথে তুলেছেন ভাই।সুন্দর ভাবে চিত্রের বর্ণনা করেছেন।আমার খুবই ভালো লেগেছে চিত্র গুলো শুভ কামনা রইলো।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

মামার ফটোগ্রাফি বরাবরই সুন্দর হয়ে থাকে।খুবই সুন্দর লাগছে প্রতিটি ফটোগ্রাফি। প্রতিটি ছবির বর্ণনাটাও দিয়েছেন অসাধারণ।শুভকামনা রইল মামা।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

প্রত‍্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ। তবে আমার কাছে ফড়িং এর ছবিটি সবচেয়ে ভালো লেগেছে। ছবিটার টাইমিং খুব ভালো ছিল।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আহ,আবার মনটা ভালো হয়ে গেলো আপনার পোস্টটি দেখে।আজকে দুটি পোস্টে কলাবতী ফুল দেখলাম।জানিনা এই ফুলটি আমার এতো ভালো লাগে কেন।যাইহোক আপনার সবগুলো ছবিই দারুণ ছিল।গোধূলি বেলায় মাছ ধরার ছবিটিও সুন্দরভাবে ক্যাপচার করেছেন।ঠিকই বলেছেন ভাই বরশি দিয়ে মাছ ধরাটা সত্যিই একটি ধৈর্যের কাজ।আর শেষ অবধি যদি কোন মাছ ধরা না পড়ে তাহলে কষ্টও অনেক বেড়ে যায়।সবমিলিয়ে আপনার শখের ফটোগ্রাফি পোস্টটি চমৎকার হয়েছে ভাই।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম....

পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম....

ইনশাআল্লাহ

এমনিতেই শরৎকাল এবং সন্ধ্যার গোধূলি বিকেলে আপনার কাশফুলের ফটোগ্রাফি কি চমৎকার দেখাচ্ছিলো। সবগুলোই ফটোগ্রাফি অসাধারণ ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ রইল তার জন্য

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনি বরাবরই খুবই সুন্দর ফটোগ্রাফি করেন। এবারের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। সুন্দর বর্ণনা করেছেন। শুভকামনা রইল কাকা।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আর এমনিতে ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। আর আপনি ফটোগ্রাফি করেছেন আমার খুবই ভালো লেগেছে। আপনার এই সুন্দরতম জায়গায় ভ্রমন করতে খুব ইচ্ছে করছে। বিশেষ করে আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

ওয়াও চমৎকার ফটোগ্রাফি করেন তো আপনি সবগুলো ছবিই অসাধারণ হয়ছে। শুভকামনা রইল

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে মাছ মারার দৃশ্যটি বেশি ভালো লেগেছে। কারণ মাছ মারতে অনেক ধৈর্য লাগে সূর্য অস্ত চলে গিয়েছে ছেলেটা এখনো মাছ ধরায় ব্যস্ত।শুভকামনা রইল আপনার জন্য।

বাহ অসাধারণ মনোমুগ্ধকর ফটোগ্রাফি করেছেন এস্মে।আসলে আপনার ফটোগ্রাফির হাত অনেক পাঁকা। অনেকটা পাঁকা আমের মতো। পাঁকা আমে টিপ দিয়ে যেমন রস বের হয় ঠিক তেমন আপনার ফটোগ্রাফি করা হাত রসে ভর পুর যাই তোলেন তাই সুন্দর দেখায়। শুভকামনা রইলো এম্মে।

আপনার ফটোগ্রাফি গুলো বরাবরেই ভালো হয়,আজকের টা যেমনটি হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্টের জন্য।

আপনাকেও ধন্যবাদ।

অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন ভাইয়া। বিশেষ করে ১,২, এবং ৩ নাম্বার ছবি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

ধন্যবাদ ভাইজান❤️❤️