🌷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৮|| বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ||১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


ফটোগ্রাফি করা আমার একটি শখ। সময় পেলেই মোবাইল অথবা ক্যামেরা নিয়ে ছুটে চলি ফটোগ্রাফির করার জন্য। জানিনা ফটোগ্রাফি গুলো কেমন হয় তারপরও চেষ্টা করি ভাল কিছু করার। আজকেও আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।


ফটোগ্রাফি


IMG20211101170051_00-01.jpeg


মাছ ধরার দৃশ্য।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/sometimes.tendency.animated


  • একজন জেলে আপন-মনে মাছ ধরছেন। এটা কোন নদী না এখানে বর্ষা মৌসুমে নদী থেকেই পানি আসে এবং চারিদিকে প্লাবিত করে দেয়।সেখানেই এখানে এলাকার লোকজন মাছ ধরার বিভিন্ন যন্ত্র দিয়ে মাছ ধরার চেষ্টা করে।উক্ত ছবিতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটার গ্রামবাংলার নাম হল দোয়ার। এই যন্ত্রটিতে সব ধরনের মাসে ধরা পড়ে।


ফটোগ্রাফি


IMG20211101163046_00-01-01.jpeg


গরম করার চেষ্টা 😅
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/sometimes.tendency.animated


  • কিছুদিন আগে একটি স্থানে ঘুরতে গিয়েছিলাম তখন ঠান্ডা একটি কোকাকোলা নিয়েছিলাম খাওয়ার জন্য। আমাদের সবারই কিছুটা ঠান্ডাতে সমস্যা ছিল আর শীত শীত চলে এসেছে। তাই ভাবলাম রোদে দিয়ে একটু গরম করে নেওয়া যা। আর সাথে ফটোগ্রাফি তো করতে হবে। তাই আমার মোবাইল ফোন দিয়ে ক্যামেরাবন্দি করে ফেললাম।


ফটোগ্রাফি


IMG20211029232758_00-01.jpeg


শিশির ভেজা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/duets.succumb.mourned


  • শীতের রাতে ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা। আমরাও সেদিন ব্যাডমিন্টন খেলছিলাম।খেলা শেষে ব্যাডমিন্টনের ব্যাগের দিকে তাকিয়ে দেখি শিশিরে ভিজে গেছে।দেখতেও বেশ দারুন লাগছিল দেরি না করে ছবি তুলে রাখলাম।


ফটোগ্রাফি


IMG20211101170425_00-01.jpeg


সূর্যাস্ত
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/sometimes.tendency.animated


  • বিকেলটা তখনই সুন্দর লাগে যখন খুব কাছ থেকে অথবা সুন্দর একটি পরিবেশ থেকে সূর্যাস্ত দেখা যায়। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং লাল যায় তখন দেখতে অসাধারণ লাগে।


ফটোগ্রাফি


IMG20211102123508_00-01.jpeg


মাছ ধরার দৃশ্য।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/sometimes.tendency.animated


  • ছোটবেলায় এভাবে অনেক মাছ ধরেছি। মাছ খাওয়ার থেকে ধরাটাই বেশি মজা লাগে।
    এ ছবিটি পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলে। ছবিতে ছেলেরাও মাঠের একটি স্থানে পানি নিজ হাতে সেচে মাছ ধরছে।


ফটোগ্রাফি


PXL_20211106_110707194-01.jpeg


নদী পারাপার
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/beckons.baseballs.shuts

  • ঠিক সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে লাল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে ঠিক সেই মুহুর্তে সবাই নদী পারাপারের জন্য ব্যস্ত। কারণ দিন শেষে সবাইকে বাড়ি ফিরতে হবে। ছবিটি তুলেছিলাম ঢাকা থেকে আসতে ফেরি দিয়ে নদী পারাপারে সময়।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও ভাইয়া অসাধারণ হয়েছে আপনার প্রতিটি ছবি।
সব গুলো ছবির সাথে বিবরণ গুলো দিয়েছেন খুব সুন্দর করে।

ব্যাডমিন্টনের ব্যাগের দিকে তাকিয়ে দেখি শিশিরে ভিজে গেছে।দেখতেও বেশ দারুন লাগছিল।

এই ছবি আমার কাছে খুব ভালো লেগেছে ভাইয়া।
ভাইয়া এই সুন্দর মূহুর্তের ছবি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ

অসম্ভব সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি
বিশেষ করে শাটল কক এর যেই ছবিটি তুলেছেন
সেটা আমার কাছে আকর্ষণীয় লেগেছে

শুভকামনা রইল আপনার জন্য

আপনার মতামতের জন্য ধন্যবাদ

বন্ধু তোমার ছবিগুলোর মধ্যে আমার কাছে ছোট্ট ছেলেদের মাছ ধরার দৃশ্য টা বেশি ভালো লেগেছে। ছবিগুলো দেখে শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। ছোটবেলায় এরকম অনেক মাছ ধরেছি সেটা খুব মিস করি। সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা 💚

অসংখ্য ধন্যবাদ

আপনার ফটোগ্রাফি খুব সুন্দর এবং আমার চোখে সবচেয়ে সুন্দর আপনার প্রথম ছবি, এবং আমি সত্যিই এটা উপভোগ করি সাথী, শুভকামনা সবসময় সাথী.

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার ঠান্ডা কোকের বোতল কে গরম করার চেষ্টা দেখে কিন্তু বেশ হাসি আসলো ভাইয়া। 🤣
আমি আজকের প্রথম এই দোয়ার সম্পর্কে জানলাম এবং দেখলাম।তবে আমি বুঝতে পারছিনা এই দোয়ার দিয়ে কি করে মাছ ধরা হয়!
বাচ্চারা যেভাবে মাছ ধরছে সেইভাবে আমাদের গ্রামের বাচ্চারাও মাছ ধরে। দেখেই মনে হয় অনেক মজা পায় ওরা এগুলো করে।

অসংখ্য ধন্যবাদ আপু

আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আরো সুন্দর করে তুলেছে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করে। তাই আপনাকে আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ

join #club5050 tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.

আপনার ধারন করা ছবি গুলো ভালই ছিল । প্রকৃতি যেমন নিষ্টুর তেমনি সুন্দর। ‍খুব ভাল একটা সময় কাটিয়েছেন এবং ছবি গুলো তুলেছেন। ভাল থাকবেন। ধন্যবাদ।