হঠাৎ একদিন রাতে ফোন কেনার কিছু অনুভূতি|| ১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ আমি আপনাদের মাঝে হঠাৎ একদিন রাতে ফোন কেনার কিছু অনুভূতি সম্পর্কে উপস্থাপনা করবো ।আশাকরি আপনাদের ভালো লাগবে। আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ার @shy-fox এর জন‍্য।


20211204_111944.jpg


ফোনের দোকান
Device : Realme 7
Location:https://w3w.co/gripes.buttercups.endangers

চলুন শুরু করা যাক

প্রথমে আমরা সবাই একটা উদ্যোগ গ্রহণ করি আজ নদীতে ঘুড়তে যেতে হবে। কেননা বিকেল বেলায় নদীতে ঘুড়তে অনেক ভালো লাগে এবং মন মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো আমরা কিছু বন্ধু মিলে সবাই গেলাম ঘুড়তে। আমাদের বাড়ি থেকে নদী তেমন একটা বেশি দুরে নয় ১কি.মি. মতো হবে। তো ঘুড়তে ঘুড়তে হঠাৎ আমার একটা ফ্রেন্ড বলে উঠলো ফোন কিনতে যেতে হবে। তখন বাজে প্রায় ৫.০০ টা। যেই কথা সেই কাজ দ্রুত চলে আসলাম বাড়িতে কেননা শীতকালীন সময়ে দিনটা ছোট শীত ও খুব পরছে। বাসায় এসে ফ্রেশ হয়ে রওনা দিলাম ফোন কেনার উদ্দেশ্যে কুষ্টিয়াতে। দুইটা বাইক নিয়ে আমরা ৬ জন যেন রাতের পাখি হয়ে গেলাম।


20211204_111910.jpg


যাত্রা পথে।
Device : Realme 7
Location:https://w3w.co/gripes.buttercups.endangers

কিছুদুর যেতেই সবার মধ্যে কথোপকথন হলো কি ফোন কেনা যায়। আমার একটা কাকা আছে সে ফোন সম্পর্কে অনেক ভালো বোঝে তার কাছে জিঙ্গাসা করতেই বলে উঠলো শাওমির যে কোন একটা কিনতে। কথোপকথন শেষ নাই হতে একটা ব্রিজঘাট পার দিতে হলো আমাদের। আর তখনই ট্রোল দেওয়ার পালা। প্রতিটা বাইক ১০ টাকা মাত্র ট্রোল আমাদের যেহেতু ২ টা বাইক ছিল তাই আমাদের ২০ টাকা দিতে হয়। ট্রোল দেওয়া শেষে আমাদের যাত্রা আবার শুরু হয়। কিলোখানেক বাইকে যাওয়ার পরই মেইন শহরে ঢুকলাম আমরা।


20211204_112439.jpg


জ্যামে বসে আছি।
Device : Realme 7
Location:https://w3w.co/roomful.joysticks.human

শহরে প্রবেশের সাথে সাথে যেন প্রচন্ড জ‍্যামে আটকে গেলাম। কারন শহরের মধ্যে দিয়ে ট্রেন লাইন অবস্থিত। ঐ সময়ে ট্রেন প্রবেশ করছিলো এইটা অনুভব করতে পারলাম। তো প্রায় ২০ মিনিট পর ট্রেন চলে গেলো তারপর কে কার আগে বাইক নিয়ে বেরোবে পাল্লা শুরু হলো। আমরা কোন মতো বের হলাম জ‍্যাম থেকে।


20211204_112348.jpg


ফোনের দোকান
Device : Realme 7
Location:https://w3w.co/gripes.buttercups.endangers

আবার মিনিট ৫ বাইকে গেলে শাওমির দোকান পাওয়া যায় তো ঐ দোকানটাতেই প্রবেশ করলাম আমরা সবাই মিলে। দোকানদার মামা আমাদের ফোন দেখানো শুরু করলো। আমরা সবাই মিলে একটি ফোন পছন্দ করলাম। দাম টা একরেট ১৯,৪৯৯ টাকা মাত্র।


20211204_112250.jpg

20211204_112334.jpg


ফোনের দোকান
Device : Realme 7
Location:https://w3w.co/gripes.buttercups.endangers

দোকানদার মামা ইনটেক একটি ফোন বের করলো এবার ফোনের কলারটা চয়েস করতে হবে। যেহেতু হঠাৎ ফোন কিনতে গিয়েছি বুঝতেই পারছেন আগে থেকে কোন পছন্দ ছিল নাহ। দোকানদার মামা বললো সাদা কালারটা নিতে পারেন আমরাও সবাই ঐ ফোনটাই পছন্দ করলাম। মামা ফোনের সবকিছু দেখাতে শুরু করলো। সবারই পছন্দ মতো ফোনটা ফিক্সড করা হলো। তারপর মামা ফোনের বিষয়ে সব কিছু বুঝিয়ে দিলেন।


20211204_112233.jpg

20211204_112019.jpg

20211204_192614.jpg


ফোনের দোকান
Device : Realme 7
Location:https://w3w.co/gripes.buttercups.endangers

সব কিছুই ঠিকঠাক করে এবার শুধু টাকা দেওয়ার পালা। আমি টাকা গুলো মামার হাতে দিলাম। মামা চেকিং দিয়ে বললো ঠিক আছে। তো আমরা শাওমির শোরুম থেকে বেরিয়ে এলাম। এবার সবাই বাইনা ধরলো খাওয়াইতে হবে। কি আর করার বন্ধুরা বায়না ধরেছে সেই টা রাখবো নাহ এইটা তো হবে নাহ। রেষ্টুরেন্ট থেকে সবাই খাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম।

এই ছিলো একটি রাতে ফোন কেনার কিছু অনুভূতি।


ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া ফোন কিনলেন মনে হচ্ছে। নতুন ফোন কিনলেন তাহলে আমাদের ট্রিট দিবেন কখন। আশাকরি আমার কথা রাখবেন। ছোট্ট একটা ট্রিট এর আশায় রইলাম।

😆😆দিবো আশায় থাকেন

আসলে ভাইয়া নতুন ফোন চালানো মজাই অন্যরকম। শাওমি ফোন গুলা ভালো সার্ভিস দিচ্ছে। আপনার ফোনটি অসাধারণ হয়েছে।

খুবই ভালো একটি ফোন কিনেছেন তো। আসলে শাওমি ফোন গুলো খুবই সুন্দর স্মুথই কাজ করে। নেট চালানোর সময় কোন সমস্যা অনুভব হয় নাহ। আসলে বন্ধুরা পাশে থাকলে য‍ে কোন উদ্যোগী কোন কিছুই নাহ সব সম্ভব হয়ে যায়। ট্রিট টা পাওনা রইল।