আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- ভ্রমন
- ৩১,জানুয়ারি ,২০২৩
- বুধবার
হ্যালো আমার বাংলা ব্লকবাসি কেমন আছেন আপনারা? বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। অনেকদিন হয়ে গেল ভ্রমণ পোস্ট আপনাদের মাঝে সেভাবে শেয়ার করা হয়নি। বেশ কয়েক মাস আগে সিলেট ভ্রমণ করেছিলাম তার কিছু সুন্দর যে আপনাদের মাঝে তুলে ধরেছি এখনো বেশ কিছু জায়গা সৌন্দর্য তুলে ধরা বাকি আছে। আজকে আবারো সেই সিলেটের সৌন্দর্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সিলেটকে প্রকৃতির কন্যা বলা হয়। আর যার জন্য প্রকৃতির কন্যা বলা হয় সেটা হল সিলেটের জাফলং। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এ জাফলং ভ্রমনে আসলে আপনার সকল দুঃখ কষ্ট ভুলে যেতে হবে।
অসম্ভব সুন্দর একটি প্রকৃতি বেষ্টিত এ জাফলং জিরো পয়েন্ট।প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং।খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপলীলাভূমি।সিলেট নগরী থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্বদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ের অবস্থান। গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম জাফলং জিরো পয়েন্টের দিকে ধীরে ধীরে নামার কিছু গল্প এবং আশেপাশে কিছু দোকানপাট নিয়ে কথা। এখন পরবর্তী কাহিনী গুলো আপনাদের মাঝে শেয়ার করব।
Device : Realme 7
What's 3 Word Location :
আমরা যখন গিয়েছিলাম তখন বেশ গরম ছিল অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে আমরা হাপিয়ে যাই ।তাইতো মাঝেমধ্যে দাঁড়িয়ে বিশ্রাম করতে হয়েছিল। শরীর বেশ ক্লান্ত হয়ে পড়েছিল গরমে তাইতো মাঝেমধ্যেই পানি পান করতে হয়েছে। এমন পরিস্থিতিতে পানি কম পান করলে শরীর আরো বেশি ক্লান্ত হয়ে যেত এবং ডিহাইডেট এর সম্ভাবনা থাকে। তারপর আমরা আবার সামনের দিকে অগ্রসর হতে থাকি। পর্যটকের আর পাশেই রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং সেখানে সবাই ভিড় করেছে সৌন্দর্য দেখার জন্য। আমরা নিচে নামতেই মনে হচ্ছিল আমরা যেন পাথরের রাজ্যে চলে এসেছি ছোট ছোট পাথর দ্বারা বেষ্টিত এই অঞ্চল।
Device : Realme 7
What's 3 Word Location :
পাথরের অঞ্চলটা পাড়ি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়েই দেখতে পায় একটি পানি জল ধারা। এখানে অনেকেই গোসল করছে ওই পাশেই দেখা মেলে ইন্ডিয়ার বর্ডার এবং বড় বড় পাহাড়। ভোটারের ঠিক একটি পাশে ওয়াচ টাওয়ার থেকে বিএসএফ আশেপাশের অঞ্চলটা পর্যবেক্ষণ করছে। তার পাশে সবাই নেমে বেশ আনন্দ করছে এখানে পর্যটকদের মালামাল সুরক্ষিত রাখার জন্য লকারের ব্যবস্থা আছে যা ৫০ টাকার বিনিময়ে ভাড়া দিয়ে থাকেন, একটু দামাদামি করলে কম দামে পাওয়া যায়। সবাই ভিড় করছে ঠান্ডা পানিতে তাদের সকল ক্লান্তি দূর করার জন্য।
Device : Realme 7
What's 3 Word Location :
পর্যটকরা যেন বিশ্রাম করতে পারে এবং শুয়ে শুয়ে প্রকৃতি উপভোগ করতে পারে সেজন্য ছাতা দিয়ে রেখেছে এবং বিশ্রামের জন্য বেড দিয়ে রেখেছে। এখানে অনেক মানুষের ভিড় থাকে যেহেতু এখানে যাতায়াতের জন্য তেমন কোন কষ্ট করতে হয় না তাই মানুষের ভিড় টাও বেশি। সিলেটের মধ্যে অত্যন্ত পপুলার একটি জায়গা হল জাফলং জিরো পয়েন্ট। তার পাশেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্য এখান থেকে দাঁড়িয়ে একটি ব্রিজ দেখা যায় ওই দিক দিয়ে ইন্ডিয়ার অনেক গাড়ি চলাচল করে।
Device : Realme 7
What's 3 Word Location :
ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান গুলো ব্যস্ত পর্যটকদের সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করার জন্য। পর্যটকদের আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করায় তাদের নেশা এবং তাদের পেশা তারা বেশ ভালো ভালো ছবি তুলতে পারেন। আমরা অবশ্য কোন ক্যামেরাম্যান ভাড়া করিনি আমাদের সাথে ক্যামেরা ছিল তাই নিজেদের ক্যামেরা দিয়ে ছবি তুলেছি। তাদের কাছ থেকে ছবি তুলতে হলে বেশ মোটা টাকা গুনতে হয় তবে একটু দামাদামি করে নিলে অল্পের মধ্যেও পাওয়া যায়।
Device : Realme 7
What's 3 Word Location :
ক্লান্ত শরীরটাকে শান্ত করার জন্য পানিতে নেমে গোসল করছে পর্যটকেরা। এভাবে পানির মধ্যে টিউব নিয়ে গোসল করতে অনেক বেশি ভালো লাগে । এখানকার পানিটা বেশ ঠান্ডা ছিল তখন এবং স্রোত প্রবাহিত হচ্ছিল বেশ মজা লাগছিল আর নিচে বড় বড় পাথর ছিল যা একটু কি ছিল পায়ে যখন তখন ব্যাথা লাগতে পারে। আমাদের গন্তব্য ছিল ছোট নদীটি পার হওয়ার পর ওই পাশে একটি ঝর্ণা আছে সেখানে যাওয়ার তাই আমরা প্রথমে এই পানিতে নামিনি। প্রথমে একটি নৌকা ভাড়া করে ঝর্নাতে যাওয়ার পরিকল্পনা করেছি। ঝরনাতে কাটানো মুহূর্তগুলো আপনাদের মাঝে পরবর্তী পোস্টে আলোচনা করব।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
জাফলং ভ্রমণের দ্বিতীয় পর্বটি পড়ে বেশ ভালো লাগলো বন্ধু। ভ্রমণ করলে সত্যিই মনের ক্লান্তি সব দূর হয়ে যায়। জাফলং ভ্রমনে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। যদি আবার কখনো সুযোগ আসে অবশ্যই এই জায়গাটিতে ভ্রমণে বের হব। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের মধ্য দিয়ে আজকে দেশের সুন্দর একটি স্থানের দৃশ্য দেখতে পারলাম। যে জায়গায় মানুষ যাওয়ার জন্য বেশি ভিড় জমায়, আর বিশেষ করে শীতের সময় তো মানুষের সব সময় যাওয়ার বেশি প্রবণতা বেড়ে যায়। অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি। খুবই ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাফলং জায়গাটির নাম আমি অনেক শুনেছি এবং এর সম্পর্কে অনেক কিছুই বিভিন্ন মানুষ বলে থাকে৷ আজকে আপনার কাছ থেকে এই স্থানের সৌন্দর্য দেখতে পেরে খুব ভালো লাগলো৷ আপনি এই স্থানে গিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন এবং আমাদের মাঝে সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন৷ সময়ের কারণে এই স্থানে যাওয়া হয়নি৷ তবে অবশ্যই এই স্থানে যাওয়ার চেষ্টা করব৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit