আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- ভ্রমন
- ২২,জানুয়ারি ,২০২৩
- সোমবার
হ্যালো আমার বাংলা ব্লকবাসি কেমন আছেন আপনারা? বেশ কিছুদিন হল আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা হয় না। আমরা এসেছি ভ্রমনে প্রকৃতি উপভোগ করতে। তাইতো আপনাদের মাঝে সেভাবে পোস্ট শেয়ার করা হয়নি আর দুইদিন ছিলাম নেটওয়ার্কের বাইরে। তাইতো আপনাদের মাঝে আজকে শেয়ার করব ভ্রমণের প্রথম অংশ। আমাদের ভ্রমণটা হবে ট্রেন ভ্রমণ। ভ্রমণের মধ্যে ট্রেন জার্নি এবং মোটরসাইকেল নিয়ে ভ্রমণটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এই দুইটা ভ্রমণের মধ্যে কোন ধরনের ক্লান্তি কাজ করে না। বরাবরই আমার ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। তবে ভ্রমণটা যদি হয় কাছের ভাই ব্রাদার এবং বন্ধুদের সাথে তাহলে মুহূর্তটা অনেক বেশি মজাদার হয়ে থাকে।
এবারের ভ্রমণ সেরকম একটি মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছে। আমরা সবাই মিলে বাড়িতে থাকতেই অনেকদিন ধরে প্লান করছি ভ্রমণে বের হব এবং সবাই মিলে একসাথে মজাদার মুহূর্ত উপভোগ করব। আমরা আগে থেকে ট্রেনে আর টিকিট কেটে নেই তবে আমাদের ভ্রমণের প্ল্যানটা কক্সবাজারের টিকিট না পাওয়াতে চেঞ্জ করা হয়েছিল। আমরা প্রথমে প্লান করেছিলাম কক্সবাজার আগে আসবো তারপর বান্দরবান যাব। কিন্তু কক্সবাজার ট্রেনের টিকেট না পাওয়াতে আমরা চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের টিকিট ক্রয় করি এবং প্রথমে বান্দরবান ঘুরে তারপর কক্সবাজার আসার প্ল্যান করি।
Device : Realme 7
What's 3 Word Location :
আমাদের ভ্রমণের ট্রেন ছিল ঢাকা থেকে ১৮ তারিখ রাত ১১ টাই। সুমন ভাই সহ আরো চারজন ছিল এলাকাতে আর আমরা ছিলাম ঢাকাতে। তারা বিকেল পাঁচটার ট্রেনে কমলাপুর রেলস্টেশনে চলে আসে ।আর আমরা ঢাকা মোহাম্মদপুর হতে লোকাল বাসে করে কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা শহরে লোকাল বাসে উঠলে যাত্রার মুহূর্ত টাই বিরক্তিকর হয়ে যায়। মোহাম্মদপুর থেকে কমলাপুর রেলস্টেশনের দূরত্ব সর্বোচ্চ ৮ কিলোমিটার কিন্তু আমাদের যেতে সময় লেগেছে প্রায় দুই ঘন্টা। এই দুই ঘন্টা বাস জার্নি অনেক বেশি বিরক্তিকর ছিল।
Device : Realme 7
What's 3 Word Location :
তারা আমাদের আগে কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছে গিয়েছিল আমরা গিয়ে তাদেরকে ফোন দিয়ে রেল স্টেশনের পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে গিয়ে দেখি তারা বসে আছে। ওইখানে গিয়ে অনেক বেশি মজা পাচ্ছিলাম সবাই মিলে আবার একসাথে ট্যুরে যাব এবং অনেক বেশি এক্সাইটেডমেন কাজ করতে ছিল। আমরা সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য এবং সময় গুনছি কখন ট্রেন ছাড়ার সময় হবে। স্টেশনে প্লাটফর্মে দাঁড়িয়ে আমরা অনেক বেশি মজা করেছি। কাছে অনেকগুলা টাকা ছিল সেগুলো নিয়ে ছবি তুলেছে এবং বেশ মজা করেছি।
তারপর আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে যায় আমরা সবাইকে আমাদের নির্দিষ্ট স্থানে বসে পরি। যখন ট্রেন ছেড়ে দিল তখন অনেক বেশি আনন্দ লাগছিল এই আমরা ধীরে ধীরে আমাদের মন্তব্যের দিকে এগোচ্ছি। ট্রেনের মধ্যে রাতে অনেক বেশি মজা হয়েছে গান । সবাই একসাথে বসে আড্ডা দিয়েছে। ভ্রমণের সময় তেমন ঘুমানো হয় না তবে যেহেতু রাতের বেলা তাই একটু ঘুম ঘুম পাচ্ছিল হালকা ঘুমিয়ে নিয়েছিলাম। সকাল পাঁচটার দিকে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাই।
Device : Realme 7
What's 3 Word Location :
আমরা যেহেতু বান্দরবান যাব তাই স্টেশনে বেশি সময় নষ্ট না করে দ্রুত সবাই ফ্রেশ হয়ে একটি লেগুনাতে করে নতুন ব্রিজের ওইখানে চলে যায়। এবং সেখান থেকে বান্দরবান শহরের ডাইরেক্ট একটি গাড়ির টিকিট কেটে কিছু সময় অপেক্ষা করতেই বাস চলে আসে।তারপর আমারা বাসে উঠে বান্দরবান চলে আসি।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
আসলেই বন্ধু প্রকৃতি সবসময় আমাদেরকে কাছে ডেকে নেয়। সত্যি বলতে এবারের ভ্রমণটা অসাধারণ হচ্ছে। অনেক ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে ভ্রমন করতে বেশ ভালো লাগে। আপনি ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবানে যাচ্ছেন। আশা করছি সেখানে গিয়ে বেশ ভালো সময় কাটাবেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর মুহূর্তের পোস্ট আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জার্নি সফল হোক ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit