একুশে বইমেলা ২০২৪

in hive-129948 •  11 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • বই মেলা
  • ১৩,ফেব্রুয়ারি ,২০২৪
  • মঙ্গলবার

InCollage_20240213_224512424.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর বই মেলা অনুষ্ঠিত হয়। এখানে অনেক বইয়ের দেখা মেলে। বই আমাদের জ্ঞানের পরিধি থেকে বৃদ্ধি করে তাই আমাদের কে অনেক বেশি বেশি বই পড়তে হবে। একুশে বইমেলায় অনেক ধরনের বই পাওয়া যায় এবং নতুন নতুন লেখকদের নতুন নতুন বই এবং তাদের লেখার মাধ্যমে জ্ঞান সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

প্রতি বছর এই একুশে বইমেলাতে অনেকগুলা বইয়েরই স্টল থাকে। মেলাতে গেলে দেখেশুনে নতুন নতুন বই ক্রয় করা সম্ভব হয়। যারা বইপ্রেমী তারা নতুন বই দেখলে পড়ে দেখতে ইচ্ছে করে একবার পড়ে যদি প্রেমে পড়ে যায় তাহলে কিনে নিয়ে চলে আসে। আমরা এখন বই অনলাইনেও কিনতে পারি তবে বইমেলাতে গিয়ে বই দেখে পড়ে কেনার মজাটাই অন্যরকম। এর আগে কখনো বইমেলাতে যাওয়া হয়নি এইবার সবাই মিলে হঠাৎ করেই বইমেলাতে গিয়েছিলাম।


IMG20240210174413-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা থাকি ঢাকা মোহাম্মদপুরে এখান থেকে বইমেলাতে যেতে হলে জন প্রতি ১৫ টাকা বাস ভাড়া দিয়ে শাহবাগে নামতে হবে। শাহবাগ থেকে দশ মিনিট হেঁটে গেলে টিএসসি চত্বর পড়বে। এই টি এস এ চত্বরের পাশেই সোহরাওয়ার্দী উদ্যান এর প্রবেশ মুখেই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা রীতিমত শাহবাগে নেমে কিছু সময় হেঁটে বইমেলার প্রবেশ গেটে চলে আসে।

বেশ চেকিং চলছে কোন প্রকার আপত্তিকর জিনিস নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ। প্রচুর মানুষের সমাগম কেউবা এসেছে বই কিনতে কেউবা এসেছে দেখতে। আমরাও বইমেলা দেখতে গিয়েছি তবে বই দেখে পছন্দ হলে কেনার সম্ভাবনা রয়েছে। অনেক মানুষের ভিড় জমে আছে এই ভিড়ের মধ্য দিয়েই আমরা বই মেলাতে প্রবেশ করি। বিভিন্ন ধরনের স্টল দেখে বেশ ভালো লাগছে যে যার যার মত নতুন নতুন রূপে সাজিয়েছে তাদের স্টল গুলো।


IMG20240210174610-01.jpeg

IMG20240210174734-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে ।বইমেলাতে বিভিন্ন ধরনের লাইটে আলোকিত করে রেখেছে। বিভিন্ন বইয়ের স্টল গুলো রাতের বেলায় লাইটের আলোতে নতুন রূপে সেজেছে। বইয়ের স্টল গুলো এমন ভাবে সাজিয়েছে যেন ইনস্টল দেখেই পাঠক তাদের বইয়ের প্রতি আকর্ষণ ফিল করে। আমরাও যে স্টল গুলো বেশি ভালো দেখা যাচ্ছিল সেই স্টল গুলোতে আগে যাচ্ছিলাম।


IMG20240210175117-01.jpeg

IMG20240210175352-01.jpeg

IMG20240210175724-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমার মনে হয় বইয়ের বিক্রি বৃদ্ধি করার জন্য স্টল ভালোভাবে সাজানোটা বেশ গুরুত্বপূর্ণ। কেননা স্টল যদি ক্রেতাদের আকর্ষিত করতে না পারে তাহলে তারা তো বই দেখতে আসবেনা। আমরা অবশ্য দেখতে গিয়েছিলাম তারপরও যে স্টল গুলো দেখতে অনেক বেশি সুন্দর সেখানে গিয়ে আমরা বই দেখেছি। এমন চিন্তা ধারা নিয়ে গিয়েছিলাম বই যদি ভালো লাগে তাহলে কিনব।

বই ভালো লাগার আগে স্টল গুলো ভালো লাগার ব্যাপারটা আসে। আমরা অনেক সময় ঘোরাঘুরি করেছি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই বইমেলার অন্য এক সাইডে খাবারের দোকান ছিল আমরা সেদিকে চলে যায়। বইমেলার ওই সাইডেই আবার নামাজের জন্য অস্থায়ী মসজিদ করেছে যা সত্যি প্রশংসনীয়।


IMG20240210185342-01.jpeg

IMG20240210190738-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

মেলার চারিদিকে ঘোরাঘুরির মুহূর্তে কিছু বইয়ের স্টল অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যা দেখতে চমৎকার লাগছিল। আমরা সেখানে গিয়েও বই দেখেছি তবে বই কেনা হয়ে ওঠেনি। অনেকটা সময় মেলাতে ঘুরাঘুরি করেছি এখানে বই ক্রেতার থেকে মেলা ঘুরে দেখার মানুষ বেশি। আমাদের মতই মেলা ঘুরতে গিয়েছে তারা।

যারা ঘুরতে গিয়েছে তারা যদি একটা করেও বই কিন্তু তাহলে মেলাতে আর বই থাকতো না হয়তো। অনেক মানুষের ভিড় থাকায় আমরা বেশি সময় মেলাতে থাকি নি কারণ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে ছিল মানুষের ভিড়ে মাথা ব্যথা শুরু করে দিয়েছিল। তারপর আমরা মেলা থেকে বাইরে চলে আসি এবং নিরিবিলি পরিবেশে একটু সময় কাটানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে যাই। এই ছিল আমার একুশে বইমেলায় কাটানো কিছু মুহূর্ত। ধন্যবাদ সবাইকে।



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একুশের বইমেলা ভ্রমণের সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। খুবই ভালো লাগলো এই সুন্দর একটি বিষয় উপস্থাপন করতে দেখে।
যেহেতু নতুন বছরের নতুন বইমেলার উৎসব হয়ে থাকে। আর আমরা সেই বইমেলায় অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত হয়ে থাকি। ঠিক তেমন একটি বিষয় আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

জি ভাইয়া বই মেলাতে আমাদের সবারই যাওয়া উচিত এবং নতুন নতুন কিছু বই দেখার সুযোগ হয়।

প্রতিবছরের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল ব ই মেলার আয়োজন করা হয়েছে।বই মেলায় ঘুরতে গেলে ও অনেক কিছু শিখতে পারা যায়।একেক ষ্টোলে একেক রকম বই পাওয়া যায়। আজকে আপনি আমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের ব ই মেলার সৌন্দর্য ফটোগ্রাফী করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

ভিন্ন ভিন্ন বই দেখতে বেশ ভালই লাগে এখানকার পরিবেশ এবং মানুষের চাল চলন ভিন্নরকম যা দেখতে মজাই লাগবে

তাহলে তো বেশ ভালোই হলো যেহেতু বই মেলাতে আসতে আপনার ১৫ টাকা খরচ হয় মাত্র। আসতে চাইলে প্রায় সময় এসে ঘুরে যেতে পারেন। বই মেলায় গেলে অনেক ভালো লাগা কাজ করে। যেহেতু বিভিন্ন লেখকের বই পাওয়া যায় তাই নিজের পছন্দ মত বই কিনে নিয়ে পড়া যায়। আমরা যতই অনলাইনে পড়ি না কেন কিন্তু বই পড়ার মজা হচ্ছে আলাদা। অনেক সুন্দর মুহূর্ত আপনি তুলে ধরলেন। বই মেলার যে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন অনেক ভালো লেগেছে।

জি আপু ঢাকার মধ্যে বাস ভাড়া খুব কম কিন্তু জ্যামের জন্য যেতে অনেক বেশি সময় লাগে।

এই দিনটি দারুন ছিল। ঢাকায় গিয়ে সবাই একসাথে বইমেলায় দারুন সময় উপভোগ করেছি ‌ । অনেক লোকের সমাবেশ বিভিন্ন রাইটারের বই যেটা আমরা উপভোগের পাশাপাশি কয়েকটি বই কিনেছিলাম ‌ । সেই মুহূর্তের দৃশ্য খুব সুন্দর ভাবে আপনি তুলে ধরলেন। আপনার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

সবাই একসাথে যে কোন স্থানে গেলে একটু মজাটা বেশি হবে কি বলো? মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

আসলে প্রতি বছরই বইমেলার আয়োজন করা হয়। আর এই বইমেলাতে গেলে অনেক কিছুই অর্জন করা যায়। বিশেষ করে নতুন নতুন বই আসে আর এই বই প্রেমিকদের জন্য এই মেলাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে বই মেলাতে গেলে অনেক কিছুই জানতে পারা যায়। আপনি মোহাম্মদপুরে থাকেন, সেখান থেকে খুব একটা দূরে নাও। অল্প কিছুক্ষণের মধ্যে আপনি সেখানে আসতে পারেন। যাইহোক আপনারা আজকে মেলাতে এসেছিলেন এবং মেলাতে এসে কিছু মুহূর্ত উপভোগ করলেন। তবে মেলাতে অনেক বেশি মানুষ থাকে যার কারণে একটু সমস্যা হয়। আপনার ঠিক তেমনি হয়েছে মাথাব্যথা শুরু হয়েছিল। এই মাথাব্যথা ঠিক হয়ে যাবে, নিরিবিলি পরিবেশে আসলেই।যাই হোক আজকে আপনার বই মেলাতে ভ্রমণের মুহূর্ত ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

আমার এখান থেকে বেশি দূরে না কিন্তু ঢাকার মধ্যে বাসে চাইতে গেলে অনেক বেশি সময় লাগে যদি রাস্তায় জ্যাম থাকে।

আসলে প্রতি বছরই বইমেলার আয়োজন করা হয়। আর এই বইমেলাতে গেলে অনেক কিছুই অর্জন করা যায়। বিশেষ করে নতুন নতুন বই আসে আর এই বই প্রেমিকদের জন্য এই মেলাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আসলে বই মেলাতে গেলে অনেক কিছুই জানতে পারা যায়। আপনি মোহাম্মদপুরে থাকেন, সেখান থেকে খুব একটা দূরে নাও। অল্প কিছুক্ষণের মধ্যে আপনি সেখানে আসতে পারেন। যাইহোক আপনারা আজকে মেলাতে এসেছিলেন এবং মেলাতে এসে কিছু মুহূর্ত উপভোগ করলেন। তবে মেলাতে অনেক বেশি মানুষ থাকে যার কারণে একটু সমস্যা হয়। আপনার ঠিক তেমনি হয়েছে মাথাব্যথা শুরু হয়েছিল। এই মাথাব্যথা ঠিক হয়ে যাবে, নিরিবিলি পরিবেশে আসলেই।যাই হোক আজকে আপনার বই মেলাতে ভ্রমণের মুহূর্ত ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

মেলায় ঘুরাঘুরি করেছি এবং ফটোগ্রাফি করেছি এগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

গত বছর আমি একুশে বইমেলায় গিয়েছিলাম। এবার ঢাকাতে নেই যার কারণে যাওয়া হলো না। আপনি বইমেলাতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আসলে আপনি মোহাম্মদপুর থাকেন যার কারণে আপনার কাছ থেকে বেশি দূরে নয়। সেই জন্য আপনি বইমেলাতে খুব সহজে যেতে পেরেছেন। আর বইমেলাতে অনেক মানুষের ভিড়ের ভিতর শরীরে একটু খারাপ হয়ে যায়।

Posted using SteemPro Mobile

তা অবশ্য ঠিক বেশি দূরে না আমার এখান থেকে যেতে বেশি কষ্ট করতে হয় না বাস পাওয়া যায় সবসময়