আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- ডিম পাহাড় থেকে তমা তঙ্গী।
- ২০,মার্চ ,২০২৪
- বৃহস্পতিবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনারা অবগত আছেন যে আমি ইতিমধ্যে বান্দরবান ভ্রমণ করেছি । বান্দরবান ভ্রমণের কিছু পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম পাহাড়ের পথের সৌন্দর্য এবং ভ্রমণ কাহিনী।ডিম পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড়। পাহাড়টি আলীকদম এবং থানচি উপজেলার ঠিক মাঝখানে অবস্থিত। এই পাহাড় দিয়েই দুই থানার সীমানা নির্ধারিত হয়েছে।
Device : Realme 7
What's 3 Word Location :
গত পর্বে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম ডিম পাহাড়ের সৌন্দর্য এবং যাতায়াতের অভিজ্ঞতা। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছে ডিম পাহাড় থেকে তমা তঙ্গী যাওয়ার অ্যাডভেঞ্চার পূর্ন রাস্তা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ডিম পাহাড় যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর হল তমা তঙ্গী। আমার ঘুরাঘুরির জীবনে সবথেকে সুন্দরতম এবং এডভেঞ্চার এলাকা হলো বান্দরবান। বান্দরবানের সবথেকে উঁচু রাস্তা বাংলাদেশের সব থেকে প্রচুর রাস্তা ঠিক রাস্তা পারি দিয়ে আমরা এখন যাব তমাতঙ্গী ভিউ পয়েন্ট। ডিম পাহাড়ের ওঠার রাস্তাটা অনেক উঁচু এখন আমাদেরকে নামতে হবে অনেক নিচুতে। পাহাড় থেকে নিচে নামতে বেশি ঝুঁকি মনে হয়। কারণ যখন আমি পাহাড় থেকে গাড়ি নিয়ে নিচে নামবো তখন গাড়ির গতি অনেক বেশি থাকে যা ব্রেক ধরে থামানো সম্ভব হবে না। আর ওঠার সময় ধীরে ধীরে উঠতে হয় সেই সময় কোন ঝামেলা হয় না। তবে যখন গাড়ি নিয়ে নিচে নামা লাগে তখন ব্রেক এবং সাথে ইঞ্জিন ব্রেক ইউজ করে নামতে হয়।
Device : Realme 7
What's 3 Word Location :
পাহাড়ে উঁচু নিচু রাস্তায় এবং আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সারাদিনের কষ্ট ভুলে গিয়েছি। আমরা যখন ডিম পার হতে নিচে নামছি তখন সামনে অনেক বড় ফাঁকা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাই। যেদিকেই তাকাই শুধু ছোট বড় পাহাড়ের সময় সবুজে ঘেরা একটি এলাকা যারা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। প্রকৃতির সব সৌন্দর্য তো আর ক্যামেরায় বন্দি করা সম্ভব নয় এগুলো চোখ দিয়ে দেখতে যে কি ভালো লাগছিল এটা বলে বোঝানো যাবে না। এমন প্রকৃতির রূপ দেখলে মন এক নিমিষেই ভালো হয়ে যায়। রাস্তার পাশে বিভিন্ন ধরনের দোকানপাট আছে যেহেতু ওরা চাঁদের গাড়ি নিয়ে গিয়েছিলাম সেজন্য আর দাঁড়ানো হয়নি। তবে বাইকে নিয়ে খেলে দোকানে বসে পাহাড়ি ফল খাওয়া এবং প্রকৃত উপভোগ করতে পারলে অনেক বেশি ভালো লাগতো।
Device : Realme 7
What's 3 Word Location :
পাহাড়ের ডালে এমন দোকানপাট দেখতে অনেক বেশি ভালো লাগে। এটা পর্যটকদের জন্য অনেক হেল্পফুলও বটে। এমন পরিবেশে বসে যদি এক কাপ রং চা খাওয়া যেত তাহলে পরিবেশের সৌন্দর্যটা এবং সাথে রং চায়ের স্বাদ দ্বিগুণ হয়ে যেত। অনেক বেশি অ্যাডভেঞ্চার রাস্তা ছিল ডিম পাহাড়ের রাস্তা। আমরা যতটা উপরে উঠেছি এখন আমাদের আবার আস্তে আস্তে নামতে হবে। নামার সময় অনেক দূর পর্যন্ত রাস্তার অপরূপ সৌন্দর্য দেখা যায়। গাড়ির নামার একটু স্পিডে নামে বেশি ভয় ভয় লাগে যদি কোনমতে ব্রেক ফেল হয়ে যায় তাহলে আমাদের আর কেউ খুঁজে পাবে না। তবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মাঝে কোন ধরনের ভয় কাজ করেনি। ওই ধরনের কোন নেগেটিভ চিন্তায় আসেনি যে কোন দুর্ঘটনা ঘটতে পারে।
Device : Realme 7
What's 3 Word Location :
পাহাড়ি রাস্তায় চলাফেরা একটি মজা আছে হঠাৎ করে দেখবেন যে সামনে রাস্তা নেই সেজন্য বেশ সাবধানতার সাথে চলাফেরা করতে হয়। যেহেতু আমরা চাঁদের গাড়িতে যাচ্ছি আজ আমাদের যে ড্রাইভার ছিল সে বেশ ভালো ড্রাইভ করছিল এবং এই রাস্তায় বেশ যাতায়াত তার। সব রাস্তা সে মুখস্ত করে রেখেছে তবে আমরা যারা নতুন অথবা বাইক নিয়ে যাব তার অবশ্যই সাবধানতার সাথে যেতে হবে। কারণ আমরা জানি না রাস্তা কোথায় কেমন কি অবস্থায় আছে। যেতে যেতে হঠাৎ করে রাস্তা হারিয়ে যাওয়ার ব্যাপারটা অর্থাৎ দিক পরিবর্তন এর ব্যবহারটা অসম্ভব সুন্দর। গাড়ি যখন হঠাৎ করেই ঘুরে যায় তখন বেশ ঝাকি খায়। আমরা ছুটে চলেছি পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তমা তঙ্গীর উদ্দেশ্যে।
Device : Realme 7
What's 3 Word Location :
আমরা যাব তমা তঙ্গীতে এটা একটি নতুন ভিউ পয়েন্ট। এটা ২০২১ সালে ৯ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। এখানে তিনটা ভিউ পয়েন্ট তৈরি করা আছে।ট্যুরিস্ট ভিউ পয়েন্ট ১ ও ট্যুরিস্ট ভিউ পয়েন্ট ২ নামে পাশাপাশি দুটি স্থান রয়েছে তমা তুঙ্গীতে। এরই মধ্যে ট্যুরিস্ট ভিউ পয়েন্ট ১ এ গেলে সেখান থেকে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে তাজিংডং, কেওক্রাডং ডিম পাহাড় দেখা যায়। আমাদের পরবর্তী গন্তব্য সেখানে। এটা থানচিবাজার থেকে খুবই সন্নিকটে।অল্প সময়ের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যায়। আমরা দৌড়ে চলে যাই ভিউ পয়েন্টে এবং আশেপাশের সৌন্দর্য দেখতে থাকি। বিস্তারন একটি জায়গা প্রকৃতির অপরূপ সুন্দর দেখা যায় এখান থেকে।
Device : Realme 7
What's 3 Word Location :
অনেক সকালে গেলে মেঘের দেখাও মিলতো। অনেক সুন্দর একটি পরিবেশ এখান থেকে আশেপাশের সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে ফটোশুট করি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে আপনি যে অনেকটা পথ ভ্রমণ করে এসেছেন সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। আমাদের পরবর্তী গন্তব্য থানচি বাজার হয়ে রেমাক্রি যাওয়া।
Device : Realme 7
What's 3 Word Location :
এখানে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বাসায় ফোন দিয়ে কথা বলি। কারণ অনেকটা সময় পর আমরা আমাদের ফোনে নেটওয়ার্ক পেয়েছি । পরবর্তী দুই দিন আমরা নেটওয়ার্কের বাইরে থাকবো। সেজন্য সবাই বাসায় কথা বলি যাতে তারা টেনশন না করে ফোনে না পেয়ে। তারপর আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা করি এবং গাড়িতে উঠে থানচিবাজারের উদ্দেশ্যে চলে যাই। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম পাহাড় থেকে তমা তঙ্গী যাওয়ার সময় যে মুহূর্তটা উপভোগ করেছি সত্যি মনে রাখার মত । যেটা কখনোই ভুলবার নয় বিশেষ করে জুতা ময়লা হওয়ার বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়া যেটা আমাকে অবাক করেছিল। আর কখনো এরকম করা হবে কিনা মনে থাকবে যে মুহূর্ত আপনি শেয়ার করলেন। আকাশের সৌন্দর্য উঁচু পাহাড়ের উপর থেকে উপভোগ করতে পারা সত্যিই ভালো লেগেছে। সবাই দারুন সময় অতিবাহিত করেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ব্যাপারটা সত্যি মজাদার ছিল এবং অবাক করার মতো। অনেক বেশি মজা করেছিলাম আমরা। ধন্যবাদ মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বান্দরবানের ভ্রমণ কাহিনী পড়ে মন ভরে গেল। ডিম পাহাড় থেকে তমা তঙ্গীর পথের বর্ণনা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের চিত্রায়ন অসাধারণ। ধন্যবাদ এমন সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই প্রকৃতির সৌন্দর্য অপরূপ যা না দেখলে বুঝতেই পারবেন না। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে বান্দরবান আসতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বান্দরবানের সুন্দর কিছু জায়গা ভ্রমণ করেছেন দেখছি। আসলে পাহাড় উঁচু নিচু হয়ে থাকে তো অনেক সময় ঘুরতে গেলে এক উপরে উঠতে হয় আর এক নিচে নামতে হয়। তবে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি অঞ্চলগুলো ঘুরতে আমারও খুবই ভালো লাগে। আশা করি খুবই আনন্দঘন মুহূর্ত ছিল আপনাদের এই ঘুরাঘুরির সময়টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসব এলাকায় ঘুরতে গেলে প্রকৃতির আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। কোলাহল থেকে দূরে দেখা যায় সৌন্দর্য। ধন্যবাদ মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তমাতুঙ্গী জায়গাটার নাম যেমন সুন্দর তেমনি দেখতে ভিউ পয়েন্ট গুলো অসাধারন। অবশেষে চাঁদের গাড়িতে আপনারা তমাতুঙ্গীতে পৌঁছে গেলেন। সত্যি বলতে আপনার মাধ্যমে এমন কিছু দেখতে পাচ্ছি যা আমাকে বান্দরবান ভ্রমনে আকৃষ্ট করে তুলছে। আপনার এধরনের ভ্রমন পোস্ট আমার কাছে অসাধারণ লাগে ভাই। অসংখ্য ধন্যবাদ চমৎকার জায়গাটি আমাদের সামনে বিস্তারিত বর্ননার মাধ্যমে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বান্দরবান আকৃষ্ট করার মতোই জায়গা যে একবার যাবে বারবার যেতে মন চাবে। আপনি শুধু একবার ঘুরে আসুন দেখবেন আপনার কে আবার ডাকবে বান্দরবান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাহাড়ের উপর থেকে যখন আশপাশের পরিবেশটা দেখছিলাম তখন যে এত ভালো লাগছিল। আবার পাহাড়ের উপরে রাস্তার দুই পাশ দিয়ে ছোট দোকানগুলো বেশ সুন্দর লাগছিল। বন্ধু তোমার এই পর্বগুলো পড়তে গিয়ে আবার বান্দরবান ঘুরতে যেতে ইচ্ছে করছে যাবা নাকি??
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিতো ঢাকাতে আছি তুমি ঢাকা চলে আসো তারপর চলে যাই বান্দরবানের সৌন্দর্য উপভোগ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম পাহাড়ে অবস্থান করার কিছু মুহুর্ত গত পর্বে শেয়ার করেছিলেন। তবে আজকে যেভাবে আপনি তামাতুঙ্গী স্থানের নামটি শেয়ার করেছেন এবং এই স্থানের দিকে রওনা হচ্ছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ আসলে প্রতিনিয়ত আপনার কাছ থেকে নতুন কিছু নাম শুনতে পাচ্ছি এবং সেই স্থানগুলোর সৌন্দর্য দেখতে পাচ্ছি৷ আশা করি পরবর্তীতে আরো কিছু সৌন্দর্য দেখতে পাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আমার ভ্রমণ পোস্টে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে যদি কেউ ঘুরতে যায় তাদের সুবিধা হয়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit