বৃক্ষ মেলায় একদিন||১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -১৭ই, শ্রাবণ,|১৪২৯ বঙ্গাব্দ||সোমবার||বর্ষাকাল||

IMG_20220801_222623.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা ? আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমাদের জেলাতে অবস্থিত বৃক্ষ মেলার কিছু চিত্র এবং কিছু কথা। প্রতিবছর এই জেলায় একটি সময়ে বৃক্ষ মেলা হয়ে থাকে আমাদের জেলাতেও এবারের বৃক্ষ মেলাতে হঠাৎ করেই ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ করে কুষ্টিয়াতে গিয়েছিলাম একটি কাজে তারপর এলাকা এলাকা ঘুরতে থাকি। কিন্তু আমার জানা ছিল না যে বৃক্ষ মেলা হচ্ছে। তাই হঠাৎ ওই দিক দিয়ে যাইতে আমার সাথে আরো দুজন ছিল একজন বলল এখানে বৃক্ষ মেলা হচ্ছে আমি বললাম চলো যাই ঘুরে আসি তখন সময়টা ছিল রাত।


IMG20220728194442_00-01.jpeg

IMG20220728195231_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness

বৃক্ষ মেলাতে ঢুকতেই সন্ধ্যার পরে অনেক মানুষের ভিড় দেখা যায়। আর এই মেলাতে বিভিন্ন ধরনের গাছ প্রদর্শনীয় করা হয় এবং সেগুলো বিক্রির জন্য একটি নির্দিষ্ট দামও নির্ধারণ করা হয়। আমরাও গিয়েছিলাম কিনার উদ্দেশ্যে যাওয়া হয়নি হঠাৎ করেই প্রবেশ করা তো তাই কিছু কিনতেও পারিনি। তাই ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে থাকি।


IMG-20220801-WA0005-01.jpeg

IMG-20220801-WA0006-01.jpeg

IMG-20220801-WA0002-01.jpeg

IMG20220728194248_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness

প্রথমে ঢুকতেই একটি স্টলে দেইখা মেলে অনেক ধরনের গাছ এমন কিছু গাছ আছে যেগুলোর নাম আমি এর আগেও শুনিনি। আর কিছু কিছু গাছে দেখলাম বড় বড় আম ধরে আছে। অনেক ফুল গাছে ফুল ফুটে আছে রাতের বেলায় সেগুলো দেখতে বেশ চমৎকার লাগছে।
অনেক ধরনের পাহাড়ি গাছ এবং অনেক ধরনের ফুল এবং ফলের গাছও ছিল আমরা অনেকটা সময় ধরে এগুলো দেখতে থাকি। এবং কিছু গাছ কেনার ইচ্ছা হয়েছিল কিন্তু কোন রকম প্রস্তুতি ছাড়া গিয়েছিলাম তাই গাছ কিনতে পারিনি। আমরা অনেক সময় ঘোরাঘুরি করি মেলার মধ্যে এবং বিভিন্ন গাছের ছবি উঠায় তারপর পাশেই শহীদ মিনার ছিল এখানে গিয়ে অনেকটা সময় বসে আড্ডা দেই।


IMG-20220801-WA0009-01.jpeg

IMG20220728194914_00-01.jpeg

IMG-20220801-WA0013.jpg

IMG-20220801-WA0014.jpg

IMG-20220801-WA0010.jpg

IMG-20220801-WA0003-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/selectable.relived.realness

বৃক্ষ মেলাতে গেলে কিংবা এধরনের বিভিন্ন প্রদর্শনী মেলাতে গেলে অনেক কিছু শেখা যায়। অনেক গাছ সম্পর্কে জানতে পেরেছি যা এর আগে আমি কখনো অবগত ছিলাম না। বৃক্ষ মেলাতে গিয়ে সব থেকে ভালো লেগেছে ক্যাকটাস গাছগুলা ছোট ছোট গাছগুলা দেখতে অসাধারণ লাগছিল। আর ছিল বিভিন্ন ধরনের ফুল গাছ সাথে কাঠগোলাপ গাছটাও পেয়েছিলাম কেনার ইচ্ছা ছিল কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে তেমন কিছুই কেনা হয়ে ওঠে না। অনেক মানুষ গাছ দেখতে আসছে আবার এগুলো বাসার জন্য কিনে নিয়ে যাচ্ছে যা দেখে সত্যি ভালো লাগলো। গাছের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। ইনশাল্লাহ পরবর্তী কোন বৃক্ষ মেলাতে গেলে অনেক ধরনের গাছ কেনার ইচ্ছা আছে। আসলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের জীবনে বেঁচে থাকতে হলে অক্সিজেনের প্রয়োজন আর এই অক্সিজেনটা উৎপন্ন করে গাছ। আমাদের সবার এই গাছের প্রতি ভালোবাসা থাকা জরুরী।


standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃক্ষ মেলা ভ্রমণ করে সুন্দর কিছু আলোকচিত্র সেই সাথে আপনার সুন্দর অনুভূতি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো শুভকামনা থাকলো আপনার জন্য

খুবই ভালো লাগলো শুভকামনা থাকলো আপনার জন্য

ধন্যবাদ মন্তব্যের জন্য

image.png

আমিও আজ আমাদের এইখানকার বৃক্ষ মেলায় গিয়েছিলাম। বৃক্ষ মেলায় গিয়ে বেশ ভালই লাগলো। আপনি বৃক্ষ মেলা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালই লাগলো।

আমিও আজ আমাদের এইখানকার বৃক্ষ মেলায় গিয়েছিলাম। বৃক্ষ মেলায় গিয়ে বেশ ভালই লাগলো।

ধন্যবাদ মন্তব্যের জন্য

বৃক্ষ মেলা দেখছি অনেক ঘুরাঘুরি করেছেন অনেকদিন হলো এই ধরনের মেলায় যাওয়া হয় না। দেখে মনে হচ্ছে আপনি খুবই সুন্দর সময় পার করেছেন এবং অনেক গাছ সম্পর্কে জানতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

বৃক্ষ মেলা দেখছি অনেক ঘুরাঘুরি করেছেন অনেকদিন হলো এই ধরনের মেলায় যাওয়া হয় না।

পরবর্তী সময়ে ঘুরে আসবেন ভালো লাগবে

হঠাৎ করে কুষ্টিয়াতে গিয়েছিলাম একটি কাজে তারপর এলাকা এলাকা ঘুরতে থাকি। কিন্তু আমার জানা ছিল না যে বৃক্ষ মেলা হচ্ছে

কুষ্টিয়াতে কবে থেকে বিক্রমণে শুরু হয়েছে ভাইয়া?

আসলে আপনার মত আমার কাছেও বিক্রমের নাই ভ্রমণ করতে অনেক ভালো লাগে কারণ না সেখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায়। আমি তো সবসময়ই চেষ্টা করি বৃক্ষ মেলা থেকে বিভিন্ন ধরনের গাছ কিনে এনে রোপন করার জন্য।

আমি তো সবসময়ই চেষ্টা করি বৃক্ষ মেলা থেকে বিভিন্ন ধরনের গাছ কিনে এনে রোপন করার জন্য।

ধন্যবাদ মন্তব্যের জন্য

মেলায় গিয়ে আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ও ভালো সময় কাটিয়েছেন বোঝা যায়। খুব সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি করেছেন দেখে মন জুড়িয়ে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

মেলায় গিয়ে আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ও ভালো সময় কাটিয়েছেন বোঝা যায়।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

@tipu curate

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

ভাই মেলায় গিয়ে আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ও ভালো সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর সুন্দর বিভিন্ন রকম গাছের ও ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে মন জুড়িয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাই মেলায় গিয়ে আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ও ভালো সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে।

অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য

বৃক্ষ মেলায় ভ্রমণ করে আপনি অনেক নতুন কিছু উদ্ভিদের ছবি তুলে আমাদের সাথে শেয়ার করেছেন যেটা আমি আজকেই প্রথম দেখলাম। তাছাড়া ছবি দেখে যতটুকু বুঝতে পারলাম দেশি-বিদেশি বিভিন্ন ধরনের উদ্ভিদ সেখানে পাওয়া যায়। আপনার কাটানো কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

তাছাড়া ছবি দেখে যতটুকু বুঝতে পারলাম দেশি-বিদেশি বিভিন্ন ধরনের উদ্ভিদ সেখানে পাওয়া যায়।

ধন্যবাদ মন্তব্যের জন্য

গাছ আমাদের পরম বন্ধু আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো ধন্যবাদ মামা বৃক্ষ মেলায় গিয়ে সুন্দর সুন্দর গাছের ফটোগ্রাফি করার জন্য

গাছ আমাদের পরম বন্ধু আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো ধন্যবাদ মামা বৃক্ষ মেলায়

ধন্যবাদ মন্তব্যের জন্য

গাছ লাগান পরিবেশ বাঁচান বেশি বেশি আমাদের উচিত গাছ লাগানো আপনিও বেশি বেশি গাছ লাগাবেন।।

একদম ঠিক বলেছেন মামা আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত তাইতো চিন্তা করেছি প্রচুর গাছ লাগাবো আপনি সাহায্য করবেন কিন্তু

কুষ্টিয়ার বৃক্ষ মেলা।আমার কাছে বৃক্ষ মেলায় যেতে বেশ ভালো লাগে।ইশ গাছগুলো দেখে অনেক ভালো লাগছে।বিশেষ করে ক্যাকটাস গুলো দারুন।ধন্যবাদ

কুষ্টিয়ার বৃক্ষ মেলা।আমার কাছে বৃক্ষ মেলায় যেতে বেশ ভালো লাগে।ইশ গাছগুলো দেখে অনেক ভালো লাগছে

ধন্যবাদ মন্তব্যের জন্য

বৃক্ষ মেলা গিয়ে আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ভাইয়া। বৃক্ষ মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে আমার কাছেও খুব ভালো লাগে। কারণ বৃক্ষ মেলায় গেলে বিভিন্ন বৃক্ষ সম্পর্কে জানা যায়। নতুন নতুন গাছের সাথে পরিচিত হওয়া যায়।

বৃক্ষ মেলা গিয়ে আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ভাইয়া। বৃক্ষ মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে আমার কাছেও খুব ভালো লাগে

ধন্যবাদ মন্তব্যের জন্য