আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- প্রকৃতির গহীনে।
- ১৭,আগস্ট ,২০২৪
- শনিবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনারা যারা নিয়মিত আমার পোস্ট দেখেন তারা অবশ্যই জানেন আমি ভ্রমণ করে একজন বিশেষ করে প্রকৃতির মাঝে ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। বান্দরবান ভ্রমণের অনেকগুলা পর্ব ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি। গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম বান্দরবানের গহীনে চা বিরতিতে কাটানো অসম্ভব কিছু মুহূর্ত এবং প্রকৃতির সৌন্দর্য। আমাদের পরবর্তী গন্তব্য নাফাখুম জলপ্রপাত। অপরূপ সৌন্দর্য লীলাভূমি বান্দরবানের গহীনের সৌন্দর্য অসম্ভব সুন্দর। নিরব এলাকা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে।
Device : Realme 7
What's 3 Word Location :
যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন আনন্দ বেড়ে যাচ্ছে কারণ কিছুক্ষণ পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি দেখা পাব। আমরা যে ঝিরি পথ ধরে এগিয়ে যাচ্ছি যত সামনের দিকে এগোচ্ছি তত পানি নীল বর্ণ ধারণ করছে। এ ছোট্ট ঝিরি পথ অথবা নদীও বলা যেতে পারে আমরা যেহেতু শীত মৌসুমে গিয়েছিলাম সেজন্য পানি ছিল না বর্ষা মৌসুমে এটা পুরা নদী হয়ে যায় এবং অনেক বেশি স্রোত প্রবাহ হয়। এই নদী ধরে অনেকেই আবার মালামাল বহন করে থাকেন বাস অথবা কাঠ পানির স্রোতের সাথে ভাসিয়ে নিয়ে গন্তব্য নিয়ে যায়। এখন পানি কম হওয়াতে কিছু কিছু জায়গাতে বেঁধে যায় তবে বর্ষা মৌসুমে নদী পথটাই হয় যাতায়াতের একমাত্র মাধ্যম।
Device : Realme 7
What's 3 Word Location :
আমরা সবাই দলবেঁধে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি নাফাখুম জলপ্রভাত এর উদ্দেশ্যে। সেই সকাল থেকে হেঁটে চলেছি আর ভাবছি কখন যে দেখা পাব এবং আত্মার খোরাক মিটবে। অবশ্য অনেক দূর থেকে জলপ্রপাতের অসম্ভব সুন্দর শব্দ শোনা যাচ্ছিল তখনই অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। বিশেষ করে রাত্রিবেলা হলে এই শব্দগুলো অনেক বেশি আকর্ষণীয় লাগে এবং অনেক দূর থেকে শোনা যায় রিলাক্স সাউন্ড। অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম পাহাড় দিয়ে পানি পড়ার অসম্ভব সুন্দর দৃশ্য। তবে এটা উঁচু পাহাড় থেকে নয় সমতল ভূমি থেকে নিচে পানি পড়ছে তবে দেখতে অসম্ভব সুন্দর লাগছে।
Device : Realme 7
What's 3 Word Location :
এখন আমাদের নাফাখুমের সৌন্দর্য উপভোগ করার পালা খুব কাছে তবে খুব সাবধানতা চলতে হবে কারণ পানিতে রাস্তাটা পিচ্ছিল হয়ে গিয়েছে যদি পড়ে যায় তাহলে নিচে পড়ে যাবা। শীতের সকালে অসুন্দর সুন্দর সুন্দর একটি পরিবেশ পেয়েছি এবং সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমরা তাই আর দেরি না করে দ্রুত জলপ্রপাত এর কাছে চলে যায় অসম্ভব সুন্দর দেখাচ্ছিল।
Device : Realme 7
What's 3 Word Location :
ছবিতে এবং ভিডিওতে এমন দৃশ্য অনেক দেখেছি তবে স্বচক্ষে কখনো দেখা হয়েছিল না যখন চোখের সামনে এমন একটি দৃশ্য আসলো তখন সত্যিই অসম্ভব ভালো লাগছিল। পানির অপরূপ সৌন্দর্য রং এবং উপর থেকে পানি পড়ার শব্দের সাথে সৌন্দর্য এর কোন তুলনা হয় না। গরমের সময় হলে এখানে নেমে গোসল করা যেত কিন্তু শীত হওয়াতে এমন দুঃসাহস করিনি। আমরা অনেকটা সময় নিরিবিলি বসে এ সৌন্দর্য উপভোগ করতে থাকি। উপর থেকে এবং অন্য সাইডে গিয়ে এবং আশেপাশে ঘুরাঘুরি করে জায়গাটি অনেক বেশি ভালো লেগেছে। নিরিবিলি পরিবেশের মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকিয়ে থাকে এটাই তার প্রমাণ। এমন প্রকৃতির মাঝে ঘোরাঘুরি সুযোগ আসলে কখনো মিস করবেন না। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
বন্ধু আজকে বান্দরবানের পথে পথে অবশেষে নাফাখুম ভ্রমণ পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই বান্দরবানের গহীনে যে এত সুন্দর জায়গা আছে সেটা যদি বান্দরবন না যেতাম তাহলে কখনোই উপলব্ধি করতে পারতাম না। আমাদের বান্দরবান ভ্রমণটা সত্যি সার্থক হয়েছিলো। যদি কখনো সময় হয় অবশ্যই বান্দরবানের এসব জায়গাগুলো আবার ভ্রমন করার ইচ্ছা আছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি সুন্দর দৃশ্যগুলো, মনে হচ্ছে যেন এইখানেই শান্তি।ইচ্ছে করছে চলে যাই এই সুন্দর জায়গাটায়। আপনারা সবাই মিলে খুব মজা করেছেন দেখছি।তাছাড়া গরমের সময়ে গেলেই হয়তো ভালো হতো,এই সুন্দর জায়গাটায় একটু পানিতে নামার স্বাদ নিতে পারতেন। খুব ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে ভাইয়া।দারুণ ছিল এককথায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবে যে এই সমস্ত জায়গা গুলো ভ্রমণ করতে পারবো। খুবই আফসোস লাগে জীবনের এতটা বছর পার করে ফেললাম কিন্তু দেশের এই সমস্ত সুন্দর জায়গা গুলো দেখার সৌভাগ্য এখনো মিলল না। বেশ দারুণ জায়গা ভ্রমণ করতে গিয়েছেন এবং তা আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। খুব সুন্দর জায়গা দেখার সৌভাগ্য হোলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা সবাই ঘুরতে এসেছিলেন খুব সুন্দর সুন্দর জায়গায় ভ্রমন করেছেন। এই দৃশ্য গুলো দেখে তো মনে হচ্ছে সেখানে উপস্থিত আছি এত সুন্দর লাগছে দৃশ্যগুলো। নাফাখুন জায়গাটি খুবই সুন্দর। এই বারের শীতের সিজনে যাওয়ার চেষ্টা করব সেখানে😍।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি দৃশ্য দেখালেন ভাইয়া? দেখে তো ফিদা হয়ে গেলাম। শুনেছি বান্দর বন সুন্দর। কিন্তু সেটা যে এতটা সুন্দর তা আপনার আজকের পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না। আপনি বেশ সুন্দর করে বান্দর বনের এই অপরূপ রূপ প্রকৃতির বৈচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। যা এক কথায় অসাধারণ। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নাফাখুম জলপ্রপাত উপভোগ করার অনুভূতিটা অন্যরকম ছিল। যখন জলপ্রপাত টা খুব কাছ থেকে দেখলাম তখন সবচেয়ে বেশি ভালো লেগেছিল। সকালবেলায় ঠান্ডা পানির পরশ পাওয়ার পরেও মন চাইছিল জলপ্রপাতের এই পানিতে একবার গোসল করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit