আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি রেস্টুরেন্টের রিভিউ। অনেকদিন ধরেই প্লান করছি রেস্টুরেন্টে যাবো বলে। কিন্তু সময় হয়ে ওঠে না তাই হঠাৎ একদিন চলে গেলাম সেই কাঙ্খিত রেস্টুরেন্টে চলে গেলেম। আজকের রেস্টুরেন্টে গল্প আপনাদের মাঝে তুলে ধরবো।রেস্টুরেন্টেটির নাম The Cake Stand
☺️ Location☺️ |
---|
রেস্টুরেন্টে অবস্থিত কুষ্টিয়ার প্রাণকেন্দ্র এনএস রোড। এটা কুষ্টিয়ার এনএস রোড এর শাপলা চত্বর থেকে ডানদিকে দু মিনিট হাঁটলেই পাওয়া যাবে কাঙ্খিত রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টে অনেক পপুলার তাই আপনি অটো কিংবা রিকশা চালকদের বললেও আপনাকে নিয়ে যাবে কাঙ্খিত রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের সামনে গেলেই দেখা যাবে বড় বড় করে এবং অনেক ভাল ডেকোরেশনে সাজিয়ে রেখেছে The Cake Stand নামে।
রেস্টুরেন্টের সম্মুখ দৃশ্য
Device : Realme 7
What's 3 Word Location :
https://w3w.co/pokers.complicit.crimped
আমরা মোট চারজন ছিলাম আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে এগোতে থাকি। এবং দোতালা তে উঠে যায় তাদের দুটা সেকশন একটা দোতলা একটা তিন তালায়। যেহেতু তিন তালা নতুন ডেকোরেশন করছে তাই আমরা প্রথমে তৃতীয় তলায় চলে যাই। যেতে দেখা মেলে বড় বড় করে লেখা রয়েছে The Cake Stand।
প্রবেশের সময়।
Device : Realme 7
What's 3 Word Location :
https://w3w.co/pokers.complicit.crimped
☺️ |
---|
প্রবেশ করতে দেখা মেলে সুন্দর ডেকোরেশন করা কক্ষ ।সেখানে সারিসারি রয়েছে বসিবার জন্য অসম্ভব সুন্দর কিছু জায়গা । নিরিবিলি পরিবেশ কোন হৈচৈ নাই ছবি উঠানোর জন্য অনেক জায়গা করে রেখেছে।
বসার জন্য
Device : Realme 7
What's 3 Word Location :
https://w3w.co/pokers.complicit.crimped
আর বাম সাইডে রয়েছে ছোট ছোট ঘর আকৃতির বসার জন্য অনেক জায়গা সেখানে নিরিবিলি সময় কাটানোর জন্য এবং সুন্দর পরিবেশে খাবার জন্য একটি ভালো পরিবেশ করে রেখে দিয়েছে।আমরা চারজন প্রবেশ করার পর একটি সুন্দর জায়গা থেকে বসলাম।তারপর ভাবলাম কি খাওয়া যায় কি অর্ডার করবো সেটা ভাবতে থাকলাম। হঠাৎ মনে পড়ল এটা কেকের জন্য বিখ্যাত তাই আমরা চারটা পেস্টি অর্ডার করি। কিছু সময়ের মধ্যে তারা আমাদের পছন্দের অর্ডারটা নিয়ে হাজির।
আমাদের অর্ডারকৃত খাবার
Device : Realme 7
What's 3 Word Location :
https://w3w.co/pokers.complicit.crimped
☺️ |
---|
আমাদের অর্ডারের অল্প সময়ের মধ্যে তারা খাবারগুলো আমাদের টেবিলে পৌঁছে দেয়। খাবারগুলো প্রথমে কিছু ছবি উঠায় তারপর আমরা খাবার টেস্ট করার জন্য খাওয়া শুরু করি। এখানে তিনটা পেস্টি এক ফ্লেভার এবং আমারটা ছিল অন্য ফ্লেভারের।
খাওয়ার সময়।
Device : Realme 7
What's 3 Word Location :
https://w3w.co/pokers.complicit.crimped
খাবার প্রথমেই মুখে নিয়ে বুঝতে পারলাম এটা অনেক টেস্টটি এবং সব অল্পতে মন গলে যাওয়ার মত। আমারটা বেশি টেস্ট ছিল ওই গুলা চকলেট ফ্লেভারে থাকায় তারাও তেমন মজা পাইনি। সবারতো চকলেট ফ্লেভার ভালো নাও লাগতে পারে। আমরা এগুলো খাওয়া শেষ করে সুন্দরতম পরিবেশের কিছু ছবি ওঠার জন্য প্রস্তুতি নেই।
☺️ |
---|
খাওয়া শেষ করে, প্রথমে উঠে পাশের একটি বড় স্পেস আছে বসে থাকার জন্য এবং লাইটিং টা অনেক ভাল লাগছিল তাই প্রথমে নিজের ছবিটাই আগে উঠাই।
তারপর রেস্টুরেন্টের একটি দেওয়ালে কুষ্টিয়ার সকল দর্শনীয় স্থানগুলোর ছবি অঙ্কন করা রয়েছে। সেগুলো দেখতে বেশ দারুন লাগছে আর আপনি একটি স্থানে দাঁড়িয়ে সবগুলো ছবি দেখতে পারছেন তা অনেক ভালো লাগার একটি বিষয়।
সৌন্দর্য
Device : Realme 7
What's 3 Word Location :
https://w3w.co/pokers.complicit.crimped
তারপর আশেপাশের পরিবেশটাকে ঘুরে দেখি এবং কিছু সুন্দরতম দৃশ্যগুলো ছবি উঠায়।
☺️ |
---|
এ রেস্টুরেন্টে সাধারণত কেকের জন্য বিখ্যাত সব ধরনের কেক তৈরি করতে পারে এবং তারা বিভিন্ন ডিজাইনের কেক তৈরি করে থাকে। কেকবাদেও এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়।এ রেস্টুরেন্টে পরিবেশ আমার অনেক বেশি ভালো লেগেছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত লোক ছিল তাদের ব্যবহার অনেক ভালো। তারা সবার সাথে বিনয়ীভাবে কথা বলে এবং যথাসময়ে অর্ডার পৌঁছিয়ে দেয়। এরা কুষ্টিয়ার মধ্যে বিভিন্ন ধরণের খাবার হোম ডেলিভারি দিয়ে থাকে।তাদের ফেসবুক পেজের লিঙ্ক নিচে দিয়ে দেয়া হলো।
এই ছিল আমার রেস্টুরেন্টের রিভিউ আশা করি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
এক কথায় অসাধারণ সুন্দর একটি রেস্টুরেন্ট দেখলাম ♥️ খাবারগুলো মনে হয় বেশ স্বাদের ছিল 😋 পুরো পরিবেশটা এককথায় অসাধারণ ♥️ আপনার ছবিটি বেশ দারুন স্টাইলে তোলা, খুব ভালো লাগলো সবকিছু 👌
শুভ কামনা রইল ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/rahul00m/status/1486206074785251332?t=2NaTyhXZMb2Sj4kh7poUsQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। রেস্টুরেন্টের পরিবেশটাও দেখতে মনে হচ্ছিল অনেক মনোরম। রেস্টুরেন্টে খুব সুন্দর ভাবে সময় কাটিয়েছেন এবং খাবার খেয়েছেন মনে হচ্ছে। আর খাবারের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে। পেস্ট্রির ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। মনে হচ্ছে খেতেও ভালো ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদিও কেক দেখে খেতে মন চাইছে কিন্তু আপনার শেয়ার করা ছবি গুলো অনেক ভালো লেগেছে। বিশেষ করে রেস্টুরেন্টের ডেকোরেশন টা অসাধারন ছিল।আপনি যে অনেক সুন্দর সময় পার করছেন তাতে কোন সন্দেহ নেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানের রেস্টুরেন্টগুলো শুধু খাবারের মানের উপর নির্ভর করে গড়ে ওঠে না।বরং রেস্টুরেন্ট এর ডেকোরেশন এর বিষয়টিকেও প্রাধান্য দেয়।আপনি রেষ্টুরেন্টটিতে গিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit