ভ্রমন "মাধবপুর লেক" মৌলভীবাজার।

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • মাধবপুর লেক।
  • ২৫,মার্চ ,২০২৪
  • মঙ্গলবার

IMG_20240326_193019.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব মাধবপুর লেকের সৌন্দর্য। মাধবপুর লেকটি অবস্থিত মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ।বাংলাদেশের পর্যটন আকর্ষনগুলোর মধ্যে এই লেক অন্যতম। এই লেকটি বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা এলাকায়। কমলগঞ্জ উপজেলা সদরের ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে ন্যাশনাল টি কোম্পানি সত্ত্বাধীন মাধবপুর চা-বাগানের ১১ নম্বর সেকশনে অবস্থান।

মৌলভীবাজার জেলা ভ্রমণটা ছিল আমাদের একদিনের জন্য সেজন্য সব স্পট দেখে শেষ করার জন্য সময় খুব কম ছিল। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখে শেষ করে গুগল ম্যাপের সাহায্যে এগোতে থাকি মাধবপুর লেকের উদ্দেশ্যে। এটা যেহেতু একটি চা বাগানের মাঝে তৈরি কৃত্রিম লেক সেজন্য যাতায়াতের জন্য তেমন সুবিধা পাওয়া যাবে না। আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং চা গাছের সুগন্ধি নিতে নিতে অবশেষে চলে আসি মাধবপুর লেকের প্রবেশ গেটে। এখানে জনপ্রতি ২০ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা হেঁটে হেঁটে ভেতরের দিকে অগ্রসর হই। চারিদিকে শুধু ছোট বড় চা গাছে ঘেরা সবুজ প্রকৃতি। আমরা এগিয়ে যাচ্ছি লেকের উদ্দেশ্যে


IMG_20240326_18472358.jpg

IMG20230905131542.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

যেতে যেতে হঠাৎ দেখা মেলে সামনের একটি এরিয়া যা একটু উঁচু এবং এখানে উঠতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তারপর আমরা সেরে বেয়ে উপরে উঠতেই দেখতে পাই লেক আর চারপাশে বড় বড় পাহাড়। এ যেন সবুজে মোড়ানো একটি এলাকা ছোট বড় চা বাগান হওয়াতে চারিপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর।লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা ফুলের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তুলে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই ভাল লাগবে।

IMG20230905131553.jpg

IMG20230905131605.jpg

IMG20230905132453.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

হঠাৎ দেখা মেলে একটি গাছের উপর লাল অক্ষরে লেখা রয়েছে এই লেকে মাছ ধরা গোসল করা এবং ফুল তোলা নিষেধ। এই লেকটার সাধারণত তৈরি করা হয়েছিল চা বাগানে প্রচুর পানির প্রয়োজন হতো । পানি সরবরাহের জন্য কৃত্রিমভাবে এই লেকটি তৈরি করেছিল। লেকের মাঝে লাল শাপলা গুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল। আমরা এখন ধীরে ধীরে লেকের ধার ধরে হাঁটতে হাঁটতে সবুজের মাঝে চলে যাচ্ছি।


IMG20230905132909.jpg

IMG20230905132912.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

লেকের পাশেই রয়েছে বড় একটি পাহাড় আর পাহাড়টি সবুজে ঘেরা পাহাড়টা জুড়ে রয়েছে চায়ের বাগান। যেহেতু পাশে পাহাড় রয়েছে পাহাড়ের উপর একটা উঠতে হবে কারণ মনের ভিতর বলছিল পাহাড়ের উপর থেকে সুন্দর একটি ভিউ পাব। পাহাড়ে উঠতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ পাহাড় থেকে অনেক দূরের জিনিসগুলো খুব সুন্দর দেখায়। দিনটা বেশ গরম ছিল আর আমরা যেহেতু গিয়েছিলাম দুপুরের দিকে গরমে গা ঘেমে অবস্থা খারাপ তারপরও প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমি এবং আমার বন্ধু অংকন পাহাড়ের উপর উঠা শুরু করে দেই। এই পাহাড়ের উপর থেকে লেকের ভিউ টা অসম্ভব সুন্দর লাগছিল। চারিপাশে পাহাড় মাঝ দিয়ে পানি বেয়ে চলেছে এবং উপর থেকে এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হঠাৎ মনে হচ্ছিল আমরা যেন কোন সবুজে মেরানো একটি শহরে এসে পড়েছি।

IMG20230905133042.jpg

IMG20230905133159.jpg

IMG20230905133643.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

উপর থেকে লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি কারণ অনেক বেশি গরম ছিল। আরে গরমের মধ্যে যদি ঠান্ডা লেবুর শরবত পাওয়া যায় তাহলে বলুন তো কেমন হয়। হঠাৎ সামনে হাঁটতে হাঁটতে দেখি উপরে লেবুর শরবত বিক্রি করছে। দেখে যেন আত্মাটা ঠান্ডা হয়ে গেল। আর উপরে অনেক বেশি বাতাস ছিল এত কষ্ট করে উপরে উঠার পর এত বাতাস এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা এক নিমিষেই সকল কষ্ট ভুলে গিয়েছি। এই পাহাড়ের উপর থেকে যেদিকে তাকাই শুধু চায়ের বাগান। এমন সবুজ প্রকৃতি দেখলে মনটাও ভালো হয়ে যায়। মনে হচ্ছিল আরো কিছুটা সময় এখানে থেকে যায় উপভোগ করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কিন্তু আমাদের যে আবার ব্যস্ততম নগরীতে ফিরতে হবে সেজন্য আর বেশি সময় পার করি না। শ্রীমঙ্গল থেকে ঢাকার দূরত্ব অনেক তাই বেশি সময় এখানে কাটালে আমাদেরকে ঢাকায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাধবপুর লেকের কথা শুনেছিলাম তবে কখনো যাওয়া হয়নি। জায়গাটা আসলেই খুব সুন্দর। লেকের চারপাশের সবুজ প্রকৃতি মনোমুগ্ধকর ছিল। পাহাড়ের উপর থেকে লেকের ভিউ টা আসলেই অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভ্রমণের কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

এমন মনমুগ্ধকর পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করতে করতে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

সিলেটের এই অপরূপ সৌন্দর্য যখন দেখি সত্যিই মুগ্ধ হই। মাধবপুর লেকে আপনি দারুন সময় কাটিয়েছিলেন। যেখানে অনেক সুন্দর শাপলা ফুলের গাছ ফুল ফুটছে। সেই দৃশ্য পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। তাছাড়া চারিদিকে সবুজ অরণ্য বিষয়টি পরিপূর্ণতা এনে দিয়েছে। ঘুরতে ঘুরতে আসলেই ক্লান্ত হয়ে যাই আমরা তবুও ভালো লাগে। আপনার মুহূর্তটা অনেক ভাল ছিল । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

সিলেট আসলেই অনেক বেশি সুন্দর। সবুজে অরণ্য বিষয়টা পরিপূর্ণতা এনে দেয়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

পুরো পোষ্টের মধ্যে লেকপাড়ের সৌন্দর্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যদিও লেকপাড়ের লাল সাইনবোর্ডে কিছু নির্দেশনা উল্লেখ করে রাখা হয়েছে তারপরও সেখানকার সৌন্দর্য উপভোগ করতে তো আর কোন বাধা নেই।

Posted using SteemPro Mobile

লেক পাড়ে বসে বসে সময় কাটাতে বেশ ভালো লাগে অনেক সুন্দর জায়গা। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

মাধবপুর লেকের অনেক নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। টিভিতে এর অনেক ভিডিও দেখেছি তবে ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছে রয়েছে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঘেরা সবুজে শ্যামলে ভরা চারদিকের সৌন্দর্য যা দেখে মুগ্ধ হয়ে গেলাম।লেকের ভিতরে কত সুন্দর ভাবে ফুল ফোঁটে রয়েছে। সত্যি খুব একটি প্রাকৃতিক পরিবেশ আর এমন পরিবেশে ঘোরাঘুরি করলে মন এমনেতেই ভালো হয়ে যাবে। ধন্যবাদ মাধবপুর লেকের পাড় কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

জ্বী আপু সুযোগ হলে গিয়ে ঘুরে আসবেন অনেক ভালো জায়গা। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

মাধবপুর লেক জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ঘুরোঘুরি করতে ভীষণ ভালো লাগে। আমিও গিয়েছিলাম অনেক দিন আগে। চতুর্দিকে সবুজ এবং মাঝখানে মাধবপুর লেক দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পোস্ট লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

আপনিও ঘুরতে গিয়েছিলেন জেনে খুব ভালো লাগলো। সবুজের মাঝে ঘোরাঘুরি করলে বেশি ভালো লাগে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

আপনার ভ্রমণ কাহিনী গুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে।
ফটোগ্রাফির সাথে বর্ণনা পড়তে পড়তে মনে হয় যেন এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাই।
মৌলভীবাজারের মাধব পুর লেক ভ্রমণ করে দারুন ফটোগ্রাফি সেই সাথে অনুভূতি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো জানতে পেরে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সবারই হারিয়ে যেতে ইচ্ছে করে। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

মাধবপুর লেকে গিয়ে সত্যিই অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম‌। দুপুরের খা খা রোদে বেশ ভালই লাগছিল লেকের চারপাশ দিয়ে ঘুরতে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

আমরা দুপুরে গিয়েছিলাম সৌন্দর্য বেশ ভালই লেগেছিল। তবে আমার মনে হয় সূর্যাস্তের সময় গেলে অর্থাৎ বিকেল বেলা ঘুরতে গেলে আরো বেশি মজা হতো

Posted using SteemPro Mobile

মাধবপুর লেকে গিয়ে খুবই সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আসলে এই সুন্দর সুন্দর লেকে ঘুরতে আমাদের সকলেরই ভালো লাগে৷ এখানে ঘুরলে আমাদের মধ্যে একটি আলাদা ভালোলাগা চলে আসে৷ মন যতটাই খারাপ হোক না কেন এই সুন্দর জায়গায় গেলে মন অনেকটাই ভালো হয়ে যায়৷ অসংখ্য ধন্যবাদ৷

জ্বী ভাইয়া প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে এমনিতেই মন ভালো হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

প্রকৃতির মাঝে ঘোরার মজা কখনোই মুখে বলে প্রকাশ করা যাবে না। তা মনের মধ্যেই সীমাবদ্ধ।

Posted using SteemPro Mobile

মাধবপুর লেকে ভ্রমণ করতে গিয়েছিলেন জেনে খুব ভালো লেগেছে। এই জায়গাটা দেখছি খুবই সুন্দর দেখতে। এরকম সুন্দর জায়গায় ভ্রমন করতে গিয়েছিলেন দেখে বুঝতে পারছি অনেক ভালো সময় অতিবাহিত করা হয়েছিল সেখানে গিয়ে। চারপাশের সৌন্দর্যের বেশ কিছু ফটোগ্রাফি করেছেন, আর আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। এজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আজকের এই পোস্টটি সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করার জন্য।

জি আপু জায়গাটি অসম্ভব সুন্দর আমরা অনেক বেশি মজা করেছি। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

অচেনা একটি জায়গা আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার আজকের পোষ্টের মধ্য দিয়ে কিন্তু যে জায়গায় যাওয়া হয়নি সেই জায়গা সম্পর্কে বেশ ধারণা পেয়ে গেলাম। জায়গাটা দেখতে বেশ দারুন।

আমি সব সময় অচেনা এবং নিরিবিলি পরিবেশে ভ্রমণ করার চেষ্টা করি। যেখানে প্রকৃতির সৌন্দর্য নিজেকে হারিয়ে ফেলা যাবে। ধন্যবাদ মতামতের জন্য

Posted using SteemPro Mobile

পাহাড়ি অঞ্চলের পরিবেশ এমনিতেও বেশ চমৎকার হয়। আজকে আপনি মাধবপুর লেক ঘুরতে গেলেন তা আমাদের মাঝে পোস্ট করছেন। যদিও ওই মাধবপুর লেক যেতে চা বাগান পড়ে। তবে আমাদের এদিকে চা বাগান নেই। সত্যি আপনার ফটোগ্রাফির মধ্যে বোঝা যাচ্ছে জায়গাটি অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

আসলেই পাহাড়ি অঞ্চল চমৎকার হয়। জি ভাইয়া জায়গাটি অসম্ভব সুন্দর ছিল। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

আপনার ভ্রমন করা জায়গাটিতো বেশ চমৎকার। মৌলভীবাজার মাধবপুর লেক সত্যি দেখার মত। তবে আমাদের এদিকে চা বাগান এবং পাহাড় নেই। যদিও এখানে যাওয়ার টিকিট গুলোর দাম মোটামুটি অনেকটাই কম ২০ টাকা মাত্র। আসলে এরকম সৌন্দর্য জায়গা গুলো সামনে থেকে নিজে দেখলে অন্যরকম ভালো লাগতো। তবে আপনি বেশ সুন্দর করে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন এবং চমৎকার পোস্ট করেছেন। সত্যি আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

জি আপু এখানে যাওয়ার টিকিটের মূল্য অনেকটাই কম আর জায়গাটাও বেশ সুন্দর। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য।

Posted using SteemPro Mobile