আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- প্রিয় শহরে একদিন
- ০৭, আগস্ট ,২০২৩
- সোমবার
হ্যালো আমার বাংলাব্লগবাসি সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো আমার একটি প্রিয় শহরের কথা যেখানে কাটিয়েছি অনেকটা দিন অনেকটা সময় পার করেছি ওই এলাকার মানুষদের সাথে। যেখানে আমার কলেজ জীবন লেখাপড়া শেষ করেছি কত দুষ্টামি কত আনন্দ উল্লাস করেছি এই শহরে। হ্যাঁ আমি বলতে যাচ্ছি আমাদের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া শহরের কথা। যেখান থেকে আমি ডিপ্লোমা শেষ করেছি। এবার হঠাৎ করেই একজন অসুস্থ ভাইকে নিয়ে বাড়িতে যাওয়া হয়েছিল সেই সুবাদে হুট করেই প্রিয় শহরটার উদ্দেশ্যে যাওয়া হয়েছিল।ভাইকে নিয়ে গিয়ে তার কিছু টেস্টের জন্য কুষ্টিয়াতে একটি ডাক্তার দেখানোর জন্য কুষ্টিয়া গিয়েছিলাম।
Device : Realme 7
What's 3 Word Location :
অনেকদিন পর প্রিয় শহরটাতে গিয়ে কেমন যেন নতুন নতুন লাগছে। কুষ্টিয়ার শহর ছেড়ে চলে এসেছি এখন গেলে পরিচিত মুখ আর আগের মত দেখা হয়ে ওঠেনা। নতুন নতুন কংক্রিটের বড় বড় বিল্ডিং এ ভরপুর হয়ে যাচ্ছে যা চেনা শহরটাকেও অচেনা করে দিচ্ছে । গিয়েছিলাম দুপুরের দিকে ডাক্তার দেখানো শেষ করে আরো কিছু কাজ ছিল তাই আমরা কুষ্টিয়া শহরটাকে ঘুরে দেখার উদ্দেশ্যে বের হই।
Device : Realme 7
What's 3 Word Location :
কুষ্টিয়া শহরের পাশ দিয়ে চলেছে গড়াই নদী নদীর উপরে একটি ব্রিজ আছে যা অনেক পপুলার ব্রিজের নাম হরিপুর ব্রিজ। আমরা প্রথমেই ব্রিজের উপর চলে যায় ব্রিজ পার হয়ে নিচে একটি স্থানে গিয়ে বসে বিকেলে সুন্দর আবহাওয়ার সাথে এক কাপ চা পান করি যা বিকেলের মুহূর্তটাকে অনেকটাই স্পেশাল করে দিয়েছিল। ওয়েদারের সাথে চা পান বেশ মনোমুগ্ধকর ছিল। আমরা অনেকটা সময় সেখানে বসে নদীর শীতল হাওয়া উপভোগ করতে থাকি।
Device : Realme 7
What's 3 Word Location :
তারপর সন্ধ্যা নামার ঠিক আগেই আমরা আবার ব্রিজের উপর এসে দাঁড়িয়ে থাকি। তখন সূর্যটা প্রায় অস্ত চলে যাবে আকাশটা বিকেলের দিকে মেঘলা ছিল তাই বিকেলের সূর্যাস্তের সৌন্দর্যটা ঠিকঠাকভাবে উপভোগ করতে পারিনি। ব্রিজ উপর দাঁড়ায় থাকলে অনেক শীতল বাতাস পাওয়া যায় বেশ মনটাকে ভালো করে দেয়। যখন সন্ধ্যা হয়ে আসলো তখন ব্রিজ থেকে আমরা আবার শহরের দিকে চলে আসি। আমাদের কাজ শেষ করে রাত গভীর হওয়ার আগে বাসায় ফিরে চলে আসি।আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমার কাছেও আমাদের নিজস্ব শহর অর্থাৎ কুষ্টিয়া শহরটা অনেক বেশি ভালো লাগে আর এ শহরের সৌন্দর্যের প্রধান কারণ হচ্ছে পাশ দিয়ে গড়াই নদী বয়ে গিয়েছে আর যার কারণে অনেক দর্শনীয় স্থান গড়াই নদীর পাশ দিয়ে গড়ে উঠেছে। তাছাড়া এখন দেশের প্রতিটা জেলাই উন্নত হচ্ছে তাই নতুন নতুন বিল্ডিং প্রতিনিয়তই হচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই বন্ধু নিজের শহরটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit