কোম্পানির নতুন প্রজেক্ট উদ্বোধন অনুষ্ঠানে।

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • নতুন প্রজেক্ট
  • ১৯,মে ,২০২৪
  • রবিবার

IMG_20240519_200541.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনারা অনেকের অবগত আছেন আমি এই এই মাসে একটি চাকরিতে যোগদান করেছি। আমাদের কোম্পানিটা হল রিয়েল এস্টেট কোম্পানি। এদের কাজ ল্যান্ড খুঁজে ভবন তৈরি করা এবং সেগুলো বিক্রি করা। আমি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। ১৮ তারিখ রোজ শনিবার বিকেল পাঁচটায় তার একটি নতুন প্রজেক্ট উদ্বোধন অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানে আমাদের সকল ইঞ্জিনিয়ারদের নিমন্ত্রণ ছিল। যেহেতু অনুষ্ঠান বিকেল পাঁচটায় তাই আমাদের পাঁচটার মধ্যেই সেখানে পৌঁছাতে হবে।


IMG-20240518-WA0004.jpg

IMG-20240518-WA0001.jpg

IMG-20240518-WA0002.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

এই প্রজেক্টটা উত্তরার ১৬ নম্বর সেক্টরের ব্লক এ এর ২ নাম্বার রোডে। এখানে নয় তলা একটি ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণ থাকাকালীন আলাদা আলাদা করে ফ্লাট বিক্রি হয়ে যায়। অনুষ্ঠানের কার্যক্রম এবং সবকিছু আপনাদের মাঝে শেয়ার করি‌। আমি অবশ্য একটু দেরিতেই আসি কারণ আমি যে প্রজেক্টে ছিলাম ওখানে কাজ শেষ করতে একটু দেরি হয়ে যায়। আমার সিনিয়র স্যার আগে চলে গিয়েছিল। যেহেতু উত্তর আর এদিকে আমি নতুন তাই আমি এক্সাক্ট লোকেশন টা খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি স্যারকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে লোকেশন নিয়ে খোঁজাখুঁজি করতে করতে চলে যাই। তখন গিয়ে দেখি অনেকে এসে হাজির হয়েছে এখনো হেড অফিস থেকে জিএম স্যার এবং এমডি স্যার আসেনি।


IMG20240518172642.jpg

IMG20240518175258.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

অনুষ্ঠানে জায়গাটা দারুণভাবে সাজিয়ে রেখেছে। এই প্রজেক্টর নাম জিএলজি ওয়াসিস। কালকের দিনটা ছিল মেঘাচ্ছন্ন তেমন বেশি গরম ছিল না বাতাস বইতেছিল আপন মনে। অসম্ভব সুন্দর পরিবেশ সাথে শেষ বিকেলের অনুষ্ঠান সব মিলিয়ে দারুন কাটবে। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসেন এবং অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যায়। অনুষ্ঠান পরিচালনা করেন জিএম স্যার তিনি পর্যায়ক্রমে সবাইকে ডাকেন তাদের মূল্যবান কথা বলার জন্য। তারপর কথা বলেন ল্যান্ড অনার । কথাবার্তা সবার শেষ হওয়ার পর লম্বা একটি মোনাজাতে দোয়া করা হয়। এমডি স্যার দারুনভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন এবং তার সাবলীল ভাষায় কথাগুলো বেশ ভালো লেগেছে।


IMG20240518181803.jpg

IMG20240518182033.jpg

IMG20240518181847.jpg

IMG20240518182918.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

এখন ফিতা কেটে উদ্বোধনের পালা।ফিতা কাটার সময় ছিলেন এমবি স্যার এবং ল্যান্ড ওনারের দুইটা ছেলে তাদের বয়স বেশি হবে না তাদের দিয়ে ফিতা কাটা হয়। এখন কোদাল দিয়ে বালি কাটার মাধ্যমে প্রজেক্ট উদ্বোধনের পালা। প্রথমে ল্যান্ড অনার এর ছেলেরা কোদাল দিয়ে কাটেন তারপর পর্যায়ক্রমে এমডি স্যার এবং আরো অনেকেই ছিল। অনুষ্ঠানের এই পর্ব শেষ হতে হতে ছয়টা বেজে যায় তারপর অনুষ্ঠান শেষে খাবারের ব্যবস্থা ছিল। আমরা আবার সবাই চেয়ারে গিয়ে বসে খাবারটা সংগ্রহ করলাম। যেহেতু মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল এখানে নামাজ পড়ার ব্যবস্থা ছিল সেজন্য সালাত আদায় করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। সব মিলিয়ে অনুষ্ঠানটা বেশ দারুণ ছিল অল্প সময়ের মধ্যে গুছানো একটি অনুষ্ঠান শেষ করে অবশেষে বাসায় পৌঁছায়।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি এই মাসে চাকরিতে জয়েন করেছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার চাকরি জীবন অনেক বেশি সুখের হোক এবং আনন্দের হোক এই প্রত্যাশাই করি। আপনার কোম্পানির বিভিন্ন প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

আপনার কোম্পানির নতুন নতুন প্রজেক্ট উদ্বোধন হওয়া মানেই কোম্পানির কাজে প্রসারতা বেড়ে যাওয়া ‌। যেটা একটি কোম্পানির অনেক বড় সুফল ।সেই মুহূর্তটা নিজ চোখে হয়তো দেখা হয়নি । আপনি নতুন চাকরিতে জয়েন করেছেন সেই সুবাদে সেই মুহূর্ত দেখতে পেলাম দারুন ছিল। এই ভাবেই আপনার কোম্পানি সফলতার দিকে এগিয়ে যাক সেটাই প্রত্যাশা করি।

একদম ঠিক বলেছেন নতুন প্রজেক্ট উদ্বোধন হলে কাজের প্রেশারটাও বেড়ে যায়। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

প্রাইভেট কোম্পানীতে এমন নতুন প্রজেক্ট চলতে থাকা মানেই তা কোম্পানী এবং ইমপ্লয়ী উভয়ের জন্যই ভালো। ল্যান্ড ওনারের দুই ছেলে একই রকম টি-শার্ট পরে এসেছে দেখে ভালো লাগলো। আবহাওয়াও যেহেতু ভালো ছিলো, আর শেষে খাবারের ব্যবস্থাও ছিলো, সবমিলিয়ে দারুণ ভাবেই সম্পন্ন হয়েছে উদ্ভোধনী অনুষ্ঠান। শুভকামনা রইলো।

আমি তো তা খেয়াল করিনি আপু ল্যান্ড অনার ছেলে একই টি-শার্ট পরছে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য