আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- লাল পাহাড়।
- ০৮,মার্চ ,২০২৪
- শুক্রবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে তাই তো সময় পেলেই ছুটে চলে যায় প্রকৃতির মাঝে। গত বছর ভ্রমণে গিয়েছিলাম প্রকৃতি কন্যা সিলেটে। ধারাবাহিকভাবে ভ্রমণ পোস্টগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। অবশেষে সিলেট ভ্রমণ শেষ করে চলে এসেছি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল দেখতে ভীষণ সুন্দর। সবুজেব সমারাহ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হল শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল একটি জায়গা আছে সেটা হল লাল পাহাড় আমাদের প্রথম মিশন টা লাল পাহাড়ের। অবশ্য শ্রীমঙ্গল ভ্রমণপত্রের গত পর্বে লাল পাহাড়ের যাত্রা আপনাদের মাঝে উপস্থাপন করেছি আজকে পরবর্তী কাহিনী গুলো উপস্থাপন করবো।
আমরা যখন লাল পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি ,হয়তো আর দুই তিন কিলোমিটার বাদ আছে ।তারপরে দেখা হবে লাল পাহাড়ের তখন ঘড়ির কাঁটায় সময় সকাল দশটা বেজে কিছু মিনিট হয়েছে। পাহাড়ের রাস্তা দুই সাইডের চায়ের বাগান অসম্ভব সুন্দর প্রকৃতির লীলাভূমির শ্রীমঙ্গল। সুন্দর রাস্তার মাঝ দিয়ে এগিয়ে চলছি লাল পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে নাম শুনে ভেবেছিলাম এটা কি আসলে লাল হবে নাকি এমনিতে লাল পাহাড় নাম দিয়েছে। আমাদের কোন কিছুর নাম জানতে পারলে মনের মধ্যে একটা কৌতূহল কাজ করে আসলে কি নামের সাথে মিল পাব। সেই কৌতুহল নিয়েই এগোচ্ছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে লাল পাহাড়ের উদ্দেশ্যে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি নিরব নির্বিলী পরিবেশ এখানে একটি সতর্কবার্তা ও ছিল যে বিকেল চারটার পরে এই বাগানের ভিতর প্রবেশ করা যাবে না।
Device : Realme 7
What's 3 Word Location :
লাল পাহাড়ের দিকে এগোচ্ছে ততই লাল মাটির দেখা মিলছে। তখন অবশ্য কৌতূহল টা একটু কমছে হয়তো পাহাড় যে অংশে আছে সেটা পুরাই লাল পাব। কারন আমরা এগোতে এগোতে লাল মাটির দেখা পেয়ে গিয়েছি। এই লাল মাটি গুলো অনেক বেশি শক্ত, মনে হচ্ছে কে জন্য পুড়িয়ে লাল বানিয়ে রেখেছে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেক বেশি ভালো লাগে। এমন পাহাড়ি প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিতে চাই। যখন আমরা পাহাড়ের চূড়ার দিকে উঠতেছি তখন নিচের দিকে তাকালে সব সবুজ দেখতে পাওয়া যায় ।সব চা গাছগুলো যেন সবুজের হাতছানি দিয়ে ডাকছে। এমন পরিবেশ দেখলে সত্যিই অনেক বেশি ভালো লাগে। হঠাৎ করে এই সুন্দর রাস্তা দিয়ে এগোতে সামনে একটি উঁচু পাহাড়ের দেখা মেলে সেখানে আবার মন্দিরও আছে। এটাই হয়তো লাল পাহাড় তাইতো পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকি।
Device : Realme 7
What's 3 Word Location :
হঠাৎ করে উঁচু রাস্তা পেয়ে যায় তবে এই রাস্তাটা বেশ বিপদজনক ছিল বটে ছোট ছোট নুড়ি পাথরের মত লাল মাটি গুলো শক্ত হয়ে আছে। অবশ্য আমার পিছনে অঙ্কন ছিল প্রথমে উঠতে গিয়ে উঠতে পারিনি তারপর অংকনের নামিয়ে দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়। উঠে দেখা মেলে ওইখানকার মাটি সম্পূর্ণ লাল আর পাশেই রয়েছে মন্দির। আমরা এখানে বাইকটা একটি সাইডে রেখে প্রকৃতি উপভোগ করতে থাকি। আশেপাশের জায়গাগুলোর মাঝে এটি উঁচু হওয়াতে এখান থেকে অনেক দূর পর্যন্ত প্রকৃতি দেখা যাচ্ছে।
Device : Realme 7
What's 3 Word Location :
সকাল ছয়টা থেকে ১১ টা পর্যন্ত বাইক রাইডের ক্লান্তি যেন এই প্রকৃতি দেখে এক নিমিষে দূর হয়ে গেল। এর আগে কখনো এত কাছ থেকে চা বাগান দেখা হয়নি এবং চা বাগানের ভেতর ঘোরাঘুরি হয়নি। তবে চা বাগানের আলাদা একটু সৌন্দর্য আছে তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। পাহাড়ের গাবে চা গাছগুলো লাগিয়ে রেখেছে উপর থেকে দেখে মনে হচ্ছে পাহাড়টা যেন সবুজে ঘাসে মোড়ানো। এমন সবুজ প্রকৃতি দেখতে বলুন তো কার না ভালো লাগে? আমরা অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃত উপভোগ করতে থাকি। পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গিয়েছে পরে ওই দিকে তাকাতে দেখা মেলে ওইপাশে এর থেকে বড় একটি পাহাড়ের চূড়া রয়েছে। তাইতো আবার ছুটে চলে যাই বাইক নিয়ে ওই পাহাড়ের সৌন্দর্য দেখতে। যাওয়ার পথের রাস্তাটাও অসম্ভব সুন্দর ছিল দুই পাশে চা বাগান সরু একটি রাস্তা অনেক দূর পর্যন্ত প্রকৃতি দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর অনুভূতি।
Device : Realme 7
What's 3 Word Location :
সবুজে মোড়ানো ও শ্রীমঙ্গলটা আমাদের সবারই দেখা উচিত। বিশেষ করে চা বাগানের যে আলাদা একটু সৌন্দর্য আছে তা এখানে না আসলে বুঝতেই পারতাম না। সিলেটে চা বাগান দেখেছি তবে দূর থেকে ভিতরে প্রবেশ করা হয়েছিল না সময়ের অভাবে। শ্রীমঙ্গল এসে চা বাগানের ভিতরে প্রবেশ এবং চা গাছগুলো কিভাবে বড় হয় সেগুলো সম্পর্কেও জানতে পেরেছি। চা গাছগুলো সচরাচর বেশি বড় হয় না তার আগে পাতা কেটে ফেলে। আমরা এখন যে চুড়াতে এসেছি এটা আশেপাশের সবথেকে বড় চূড়া । এই দুইটা পাহাড় মিলে এই পাহাড়টার নাম হয়েছে লাল পাহাড়। তবে যে স্থানে মন্দির ছিল ওই স্থানের মাটিটা লাল অনেক বেশি। আমরা পরবর্তী একটি চূড়াতে এসেছি এখানে ছোট একটি ঘর তৈরি করে রেখেছে। আর এখান থেকে নিচের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছিল।
Device : Realme 7
What's 3 Word Location :
এই উঁচু চূড়া দূর থেকে ঘরটিকে দেখতে অসম্ভব দারুন লাগে। ছোট্ট একটি টিনের ঘর তৈরি করে রেখেছে পর্যটকের বিশ্রামের জন্য অথবা চা বাগানের যারা কাজ করে তারা একটু বিশ্রাম গ্রহণ করবে বলে। আমরাও এখানে বসে বসে অনেকটা সময় কাটিয়ে ফেলি। কারণ অনেক বেশি বাতাস ছিল প্রকৃতির এমন বিশুদ্ধ বাতাস ছেড়ে ব্যস্ততম নগর এর দিকে কি যেতে ইচ্ছে করে বলুন তো? আমরা দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এখানেই সময় কাটিয়ে ফেলি। এখানকার একজন স্থানীয় লোকের সাথেও কথা হয় তাদের চা চাষাবাদ নিয়ে। সাধারণত চা বাগান গুলো কোন এক মালিকের অধীনে থাকে। আর যেসব চাষ শ্রমিক কাজ করে তারা দিনমজুর হিসেবে কাজ করে থাকেন। আর এই ঘরটাতে বসে বসে আড্ডা দিতে বেশ ভালই লাগছিল। বিশেষ করে এখান থেকে নিচের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল সবুজে মোড়ানো কোন এক নতুন শহরে এসেছি এসেছে শহরে নেই কোন যানজট নেই মানুষের কোলাহল। এখানে থেকে যেতে পারলে বেশ ভালো হতো কিন্তু তা তো আর সম্ভব নয়।আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার ভ্রমণের লাল পাহাড় শ্রীমঙ্গল দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। আসলে লাল পাহাড়ের পথ গুলো বেশ সৌর আকৃতির দেখতে বেশ ভালই লেগেছে। তবে উঁচু উঁচু পাহাড় দেখে সত্যিই আমার বেশ ভয় লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু জায়গা আমাদের মাঝে ক্যামেরাবন্দি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে ভাই এই পাহাড় টা বেশি উঁচু ছিল না। বিশেষ করে বান্দরবান রাঙ্গামাটির পাহাড় গুলো অনেক বেশি উঁচু যেহেতু ওই দিকে ঘুরাঘুরি শেষ করে ফেলেছি তাই তেমন কিছু মনে হয় নাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাই সবমিলে দারুন একটি ট্রাভেল পোষ্ট ৷ আমি ভাবতেছি যে ফটোগ্রাফি গুলো দেখবো না কি লেখা কথা গুলো ৷ সত্যি বলতে প্রকৃতি যে মনোমুগ্ধকর তার বাস্তব প্রমান ফটোগ্রাফি গুলো ৷ চারদিকে সবুজ আর সবুজ ৷ সবমিলে দারুন সময় অতিবাহিত করেছেন ভাই ৷ আর মাটির রং আসলে লাল তা ছবিতে দেখা যাচ্ছে ৷ তবে মন্দির টি দেখে ভালো লাগলো কিসের মন্দির সেটা জানেন কি ৷
সবমিলে লাল পাহাড় শ্রীমঙ্গল ভ্রমন ঘুরাঘুরি অনেক ইনজয় করেছেন ৷
অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্দিরটা কিসের এটা আমার জানা নাই। তবে আমরা অনেক বেশি মজা করেছি। ধন্যবাদ মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শ্রীমঙ্গলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। যেখানে লাল পাহাড় লাল পাথরের মত মাটি টুকরা। তাই আপনার বিপদজনক পথে বাইক নিয়ে উঠতে উঠতে সমস্যা বোধ করেছেন। আর এই সব মিলে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ধারণ করেছেন সুন্দর সুন্দর বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন পোস্টের মাঝে। সবকিছু পড়তে জানতে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিপদজনক হলেও রাস্তাটি অনেক এডভেঞ্চার ছিল আর এডভেঞ্চার পূর্ণ রাস্তায় যেতে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রকৃতির পরিবেশে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে এমন সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশে সময় কাটানো অনুভূতি বেশ দারুন। শ্রীমঙ্গলে সৌন্দর্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া শ্রীমঙ্গলের সৌন্দর্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। অনেক বেশি সুন্দর। ধন্যবাদ মতামতের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশেষে আপনারা শ্রীমঙ্গল লাল পাহাড়ে পৌঁছালেন। বিস্তারিত পড়লাম অনেক ভালো লেগেছে। কও কৌতহলে র বিষয়ে আসলে লাল পাহাড় কি লাল হবে নাকি সবুজ হবে। যদিও পাহাড়ের মাটি লাল কিন্তু চারপাশের সবুজ অরণ্য দেখেই খুবই ভালো লেগেছে। চারপাশের পরিবেশ গুলো দেখে তো মনে হচ্ছে চা বাগান। আপনার ব্লগের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। অনেক কিছু দেখার সুযোগ হলো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নামের সাথে পাহাড়ের মিল আছে বেশ ভালো লেগেছিল ঘুরতে গিয়ে । মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit