ভ্রমন||জাফলং জিরো পয়েন্ট ভ্রমন।||অন্তিম পর্ব।

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ভ্রমন
  • ১৪ ,ফেব্রুয়ারি ,২০২৪
  • বুধবার

Grey Beige Minimalist Fashion Aesthetic Photo Collage_20240214_130831_0000.png


ক্যানভা দিয়ে তৈরি।


হ্যালো আমার বাংলা ব্লকবাসি কেমন আছেন আপনারা? বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। অনেকদিন হয়ে গেল ভ্রমণ পোস্ট আপনাদের মাঝে সেভাবে শেয়ার করা হয়নি। বেশ কয়েক মাস আগে সিলেট ভ্রমণ করেছিলাম তার কিছু সুন্দর যে আপনাদের মাঝে তুলে ধরেছি এখনো বেশ কিছু জায়গা সৌন্দর্য তুলে ধরা বাকি আছে। আজকে আবারো সেই সিলেটের সৌন্দর্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সিলেটকে প্রকৃতির কন্যা বলা হয়। আর যার জন্য প্রকৃতির কন্যা বলা হয় সেটা হল সিলেটের জাফলং। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এ জাফলং ভ্রমনে আসলে আপনার সকল দুঃখ কষ্ট ভুলে যেতে হবে।

অসম্ভব সুন্দর একটি প্রকৃতি বেষ্টিত এ জাফলং জিরো পয়েন্ট।প্রকৃতি কন্যা হিসাবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। একদিনের ভ্রমণের জন্য জাফলং অন্যতম সেরা একটি পর্যটন স্পট। একদিনের মধ্যে অনেক কিছুই ঘুরে দেখা সম্ভব সাথে জাফলং জিরো পয়েন্টে সকল ক্লান্তি দূর করার জন্য গোসল করার মত দারুন অনুভূতি। আমরা বেশ কিছু পথ ঘোরাঘুরি করে এসে প্রায় শেষ মুহূর্তের জাফলং জিরো পয়েন্টে এসেছিলাম। এসে প্রথমে দেখতে গিয়েছিলাম মায়াবী ঝর্ণা তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে শরীর প্রচুর ক্লান্ত আর গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে তাই বেশ গরমও ছিল। সারাদিনে ক্লান্তি দূর করার জন্য অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করলাম জিরো পয়েন্টে ঠান্ডা পানিতে গরম শরীরটাকে শীতল করতে হবে।


IMG20230903161122-01.jpeg

IMG20230903160953-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তাই আর বেশি দেরি না করে আমরা গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা গিয়েছিলাম মোট চারজন তার মধ্য থেকে তিনজন গোসল করার জন্য এই পানিতে নেমে পরি। এখানে পানিটা বেশ ঠান্ডা ছিল পানি প্রবাহিত হয়ে ভারতের দিকে চলে যাচ্ছে একটু নিচের দিকে এগুলাই বোঝা যাচ্ছে পানিতে বেশ ভালই স্রোত আছে। এমন ঠান্ডা পানিতে নামতে পেরে সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। যতই ক্লান্ত থাকি না কেন যখন গোসল করা যায় অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায় একদম রিফ্রেশ লাগে। আমার সাথে আমার বন্ধু অংকন এবং আরো একজন ছিল আমার হাতে মোবাইল ছিল তারা পানিতে নেমে অলরেডি মজা করা শুরু করে দিয়েছে আমি সেই মুহূর্তের কিছু ছবি তুলে রেখেছি।


IMG20230903161506-01.jpeg

IMG20230903161513-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

পায়ের নিচে অনেক বড় বড় পাথর ছিল মাঝেমধ্যে পা পিছলে অন্য পাথরের সাথে আঘাত লাগছে তাই অনেক সাবধানতার সাথে আমাদেরকে হাঁটতে হয়েছে। অবশ্য পায়ে আমাদের স্যান্ডেল ছিল সেজন্য বেশি ব্যথা পাইনি আমরা। পাথরের মধ্যে গোসল করতে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয় একটু অসাবধানতার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক সময় ধরে গোসল করছি আমরা শরীরের ক্লান্তি দূর করার জন্য এমন গোসল যথেষ্ট। এমন পরিবেশের সাথে গোসল করতে পেরে বেশ আনন্দিত আমরা। এখন অংকনের কিছু ছবি তুলে দেই তার মধ্যে এই ছবিটা বেশ ভালো লেগেছে।


IMG20230903161628-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

ছবিটা অবশ্য প্ল্যান করে তোলা হয়েছিল। আমি ওর ওইখানে দাঁড়িয়ে বড় করে হা করতে বলেছিলাম আর আমি এমন ভাবে ক্যামেরা বন্দি করেছি যেন ব্রীজটা খেয়ে ফেলছে এমন একটি ফ্রেম বন্দি করতে পারি। এমন পরিবেশে একটু দুষ্টামি না করলে হয় নাকি তাই ছবি তোলার মাধ্যমে বেশ দুষ্টামি করেছি আমরা। এখানে পানির বেশ স্রোত ছিল মাঝেমধ্যে আমরা ভেসে অনেক দূর চলে যাচ্ছি আবার ফিরে আসছে তীরে। ক্লান্ত শরীরটাকে শান্ত করার জন্য পানির মাঝে ডুব দিতে হবে তাই ফোনটা অঙ্কনের কাছে দিয়ে আমি ঠান্ডা পানিতে ডুব দিই।


IMG20230903161219-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

শীতল পানিতে ডুব দেওয়ার পরেই মনে হচ্ছিল আমি আবার শক্তিশালী হয়ে গিয়েছে আবার জার্নি করতে পারব ২০০ কিলোমিটার। অবশ্য আমাদেরকে এখনো ১০০ কিলোমিটার যেতে হবে তো গোসল করার পর সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে বেশ ভালো লাগছিল। আমরা আজকে এই ফিরে যাব সুনামগঞ্জে জাফলং থেকে সুনামগঞ্জের দূরত্ব দেড়শ থেকে ২০০ কিলোমিটার হবেই। আমরা অনেক সময় ধরে গোসল করলাম কিন্তু আর বেশি সময় কাটানো যাচ্ছে না আমাদেরকে ফিরতে হবে এখনো অনেক পথ বাকি গন্তব্যের। তাই আমরা দ্রুত গোসল শেষ করে উঠে উপরের দিকে হাঁটতে থাকি। সামনের দিকে এগোতেই দেখা মেলে পাথরের অঞ্চল।


IMG20230903163916-01.jpeg

IMG20230903164952-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এখানে অনেক সুন্দর সুন্দর পাথর আছে সেগুলো দেখতে চমৎকার লাগছিল। এখান থেকে ছোট্ট একটি পাথর আমি অবশ্য নিয়ে চলে এসেছিলাম পাথরটি সাদা কালারের ছিল বেশ দারুন দেখতে। পাথরের অঞ্চল পাড়ি দিয়ে আমরা হেঁটে চলছি জাফলং জিরো পয়েন্ট থেকে উপরের দিকে। এখন অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে যেতেই দেখা মেলে রাস্তার পাশে অনেকগুলা দোকান আর আকাশের রংটা অনেক বেশি নিয়েছিল যা আমাদেরকে একটি রোমাঞ্চকর পরিবেশ উপহার দিয়েছে। আমরা আর এখানে বেশি সময় কাটাবো না এখন পরবর্তী গন্তব্য সিলেট শহরে। সেখানে মাজার আছে ওইখানে কিছু সময় কাটাবো তারপর সুনামগঞ্জে ফিরে যাব। আজ এই পর্যন্তই পরবর্তী পোস্টে হযরত শাহজালাল রঃ মাজার নিয়ে পোস্ট করব। ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সিলেটে গিয়ে জাফলং জিরো পয়েন্টে দারুন সময় কাটিয়েছিলেন। অনেকগুলো পর্ব দেখেছি খুবই ভালো লেগেছে। সেখানকার সুন্দর পরিবেশ অনেক সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন । আজকে তার কিছু অংশ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এরকম সুন্দর মুহূর্ত আবার ফিরে আসুক সেটাই কামনা করি।

Posted using SteemPro Mobile

আসলে জাফলং জিরো পয়েন্ট টার সৌন্দর্য অপরূপ।অনেক অনেক মজা করেছি। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

জাফলং এর জিরো পয়েন্টে বেশ আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন দেখছি। অনেক ভালো লাগলো আপনার এই ভ্রমণ বিষয়ক পোস্ট পড়ে। অনেক কিছু অজানা বিষয় জানতে পারলাম এই পোস্ট এর মধ্য থেকে। আসলে বাইরে ভ্রমণ করতে যেমন ভাল লাগে আর ভ্রমণ বিষয়ক পোস্টগুলো দেখে নতুন ধারণা পেতে ভালো লাগে।

আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ওয়াও জাষ্ট অসাধারণ ফটোগ্রাফি করেছেন ৷ আমি কয়েকবার ছবি গুলো জুম করে দেখছি ৷ আসলে ভ্রমন ঘুরাঘুরি এসব বেচেঁ থাকার প্রানকেন্দে ৷ মনকে সতেজ আর ভালো রাখার জন্য ঘোরাঘুরি করা উচিত ৷
যা হোক আপনার মাধ্যমে সিলেট জাফলং কাটানো মুহুর্ত আলোকচিত্র ফটোগ্রাফি ৷ আবার আপনি গোসল করেছেন সেই পাথরের তোলা ফটোগ্রাফি টি দারুন ছিল ৷

ওয়াও জাষ্ট অসাধারণ ফটোগ্রাফি করেছেন ৷ আমি কয়েকবার ছবি গুলো জুম করে দেখছি ৷

জেনে খুব ভালো লাগলো।মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

জাফলং অনেক সুন্দর একটি জায়গা। বিভিন্ন জায়গায় ভ্রমন করার স্বপ্ন সবারই থাকে৷ আমিও এই জায়গায় ভ্রমন করতে অনেকটা আগ্রহী৷ যখনই সময় পাব তখনই জাফলং এ ভ্রমণ করার একটি আগ্রহ আমার রয়েছে৷ আজকে আপনি খুব সুন্দর ভাবে জাফলং এর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন এবং খুব সুন্দর ফটোগ্রাফিও শেয়ার করেছেন৷ সবগুলো ফটোগ্রাফি একটি থেকে একটি অসাধারণ দেখা যাচ্ছে৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই পোস্টটি দেখে৷ অসংখ্য ধন্যবাদ৷

সুযোগ থাকলে আমাদের সবারই বাংলাদেশ থেকে ঘুরে দেখা উচিত। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য