শখের ফটোগ্রাফি পর্ব -৩৭

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শখের ফটোগ্রাফি
  • ১১,অক্টোবর ,২০২৩
  • বুধবার


আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

PhotoEditor_20231011173250151.jpg


ফটোগ্রাফি


IMG20231011142646-01.jpeg

IMG20231011142618-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • ফুল আমার অনেক ভালো লাগে তাই তো চোখের সামনে ফুল আসলে তার সুঘ্রান নিতে ছুটে যায় অথবা ছবি তুলতে চলে যায়। এই ফুলটির নাম ক্যাকটাস যা দেখতে অসম্ভব সুন্দর ।আমার বেশ ভালো লাগে কাটাযুক্ত গাছের সাথে এই ফুলটা দেখতে অসম্ভব সুন্দর লাগে।


ফটোগ্রাফি


IMG20231008095210-01.jpeg

IMG20231009132629-01.jpeg

IMG20231009132608-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • এই ফুলটার নাম সম্ভবত রঙ্গন ।লাল রঙের ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগে। দূর থেকে তাকালেও যে কারো চোখ আকর্ষণ করে ফেলে এই ফুলটি। এই ফুলটি সাধারণত ছোট গাছেও দেখা মেলে আবার বড় গাছেও এই ফুলের দেখা মেলে।

ফটোগ্রাফি


IMG20231011142831-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • গাছটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে এটি কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে সার্জারি বিভাগের সামনে অবস্থিত। গাছটি গোলাকার আকৃতিতে কেটে সুন্দর ডিজাইনের রেখে দিয়েছে। যা সবুজ প্রকৃতির মাঝে অসম্ভব সুন্দর লাগছে।

ফটোগ্রাফি


IMG20231011143007-01.jpeg

IMG20231011143036-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • এই ফুল গাছগুলো রাস্তার পাশে লম্বা লাইন ধরে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগিয়ে রেখেছে। সবুজ গাছের সাথে সাদা ফুল অসম্ভব সুন্দর লাগে। এই গাছে ছোট ছোট সাদা ফুল হয়ে থাকে যা দেখতে বেশ ভালো লাগে এবং দূর থেকেও সুন্দর দেখায়।

ফটোগ্রাফি


IMG20231009132650-01.jpeg

IMG20231009132652-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

  • এ ফুলটির নাম আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই বলবেন। ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুল গাছটি সাধারণত বেশি বড় হয় না। সবুজ গাছে এই হলুদ রঙের ফুলটি দূর থেকে দেখতে বেশ দারুন লাগে।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে ফুলের সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।

সত্যি বলতে দারুন দারুন ফটোগ্রাফি করলেন। আমার কাছে আপনার ফটোগ্রাফি অনেক ভালো লাগলো। আসলেই হাসপাতাল সার্জারি বিভাগের সামনে গাছটি অসাধারণ ছিল এক কথায় অসাধারণ ছিল। এমনিতেও প্রত্যেকটি ফটোগ্রাফিও অনেক ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বন্ধু তোমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সবসময়ই আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ফুলের ফটোগ্রাফির সাথে সুন্দর উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনার ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। কাটা মুকুট ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন । এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ।

আপনার মত আমারও ফুল খুব ভালো ভাই। আমিও চোখের সামনে সুন্দর কোনো ফুল দেখলেই তার ফটোগ্রাফি করে নিই। আপনি দেখছি অসাধারণ ফটোগ্রাফি করেন । হলুদ রঙের নাম না জানা ফুলের ফটোগ্রাফিটি দেখে মনে হচ্ছে অলকানন্দা ফুল । এছাড়া রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে।

অনেকদিন পরে আপনার এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফির সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে।
যেমন সুন্দর ফটোগ্রাফি করেছেন। তেমন সুন্দর বর্ণনা দিয়েছেন এক কথায় অসাধারণ।

বেশ কিছুদিন পরে আবার চোখ ধাঁধানো একটি ফটোগ্রাফি পরবো উপহার দিয়েছেন। তবে আজকের এই ফটোগ্রাফি পর্ব টা একটু বেশি সুন্দর ছিল কেননা প্রকৃতির মাঝে থেকে সবুজের সৌন্দর্যটা এই ফটোগ্রাফি পর্বে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

রংগন ফুলসহ নাম জানা-অজানা বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর ফুলের ফটোগ্রাফি একটি পোস্ট দেখতে পেরে। খুব চমৎকার ভাবে আপনি ফটোগ্রাফি পোস্ট এর কার্যক্রম সম্পন্ন করেছেন।

প্রায় এক বছর পর ভাইয়া আপনার শখের ফটোগ্রাফি দেখতে চলে আসলাম এবং দেখতে দেখতে অনেকগুলো পর্বই হয়ে গেছে ভাইয়া। ভালো লাগলো এবং প্রতিটি ফটোগ্রাফি ছিল দেখার মত। আপনি বরাবরই ফুলের ছবি অনেক সুন্দর করে তোলেন। সর্বোপরি আপনার সেই অনেক আগে থেকেই ফটোগ্রাফি করার শখ। অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া