মন খারাপের দিনে

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • মন খারাপের দিনে
  • ০২,নভেম্বর ,২০২৩
  • বৃহস্পতিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। মানুষের জীবন বিচিত্রময় এই জীবনে মানুষের সাথে ঘটে যায় অনেক কিছু। ভালো থাকা খারাপ থাকা সব মিলিয়ে জীবনটাকে পার করতে হয়। কখনো কখনো মন অনেক ভালো থাকে। ভালো লাগে সকল ধরনের কাজ করতে এবং সবার সাথে ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগে। আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়। তখন হাজারো মানুষের মধ্যে থাকলেও নিজেকে অনেক বেশি একা মনে হয়। মন খারাপের দিনগুলোতেও হাজারো চেষ্টা করেও মন ভালো করা যায় না, ওই মুহূর্তটা যে কেমন নিঃশব্দতাই কাটে যার যে মুহূর্তে মন খারাপ থাকে একমাত্র সেই বোঝে।


a-moment-of-sadness-968652_1280.jpg
Source

হঠাৎ করে আপনার মন খারাপ হয়ে যাবে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন চারিদিকে কলাহল থাকলেও নিজেকে বড় একা মনে হবে। সবার সাথে ঘুরছেন ফিরছেন কিন্তু মনের মধ্য থেকে যে শান্তিটা আসবে ওই শান্তিটা আপনি খুঁজে পাচ্ছেন না। জোর করে হাসাহাসি করতে চাইলেও হাসি পাবে কিন্তু মন খুলে যে হাসির ব্যাপারটা আছে ওইটা আপনার মধ্য থেকে আসবে না। জোর করে হাসবেন ঠিকই কিন্তু মন খুলে কখনো হাসতে পারবেন না। দীর্ঘ সময় মন খারাপ থাকে কিন্তু যখন দেখেন আপনি মন খারাপের কারণ খুঁজে পাচ্ছেন না তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। কেন আমার মন খারাপ হচ্ছে এই ভেবে ভেবে আপনি আরো নিঃশব্দতার মধ্যে দিয়ে সময় পার করবেন। আপনার ভালো লাগবে নীরবে সময় কাটাতে খুঁজে বের করতে ইচ্ছে করবে কেন মন খারাপ। গভীর রাতে ভালো লাগবে একাকী বসে থাকতে কোন এক কোনায়। নিস্তব্ধ অন্ধকার রাতে বাইরে শীতল হওয়ার মাঝে বসে বসে ভাবতে থাকবেন এই মন খারাপের দিনে কেউ কি নেই আমার মনটাকে একটু ভালো করে দিবে। আকাশের বিশালতার দিকে তাকিয়ে দেখতে থাকবেন আকাশের বিশালতাটাকে, আর ভাবতে থাকবেন আমার মনটাও কি এমন বিশাল, যদি বিশালই হয় তবে মন কেন এত খারাপ।

অন্ধকার ঘনঘটা আকাশের দিকে তাকিয়ে নিজের মন খারাপের কারণ খুঁজতে খুঁজতে আজ আমি বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে। আমি হাজার চেষ্টা করার পরও মন খারাপের কারণ খুঁজে পাচ্ছি না। পাচ্ছিনা আমার হতাশাগ্রস্থ হওয়ার কারণ মাঝে মাঝে এমন কেন হয় বলতে পারেন? মাঝেমধ্যে কিসের অভাব বোধ করি। আমার আজকে বিকেল থেকে মনটা কেমন যেন খারাপ হয়ে আছে। যতই বাইক নিয়ে ঘুরাঘুরি করছি যতই ভাই ব্রাদার সাথে আড্ডা দিচ্ছি তারপরও কেমন যেন হতাশাগ্রস্তর মধ্য দিয়ে সময় পার করছি। হয়তো ভেবেছিলাম হঠাৎ করে এই মন খারাপ ঠিক হয়ে মন ভালো হয়ে যাবে। কিন্তু রাত যত গভীর হচ্ছে মন খারাপটা যেন বেশি করে আকড়ে ধরছে আমার। কোন কারণ ছাড়াই এমন মন খারাপের ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না কেন হয় এমন। আচ্ছা আপনাদের কি আমার মন খারাপ হয়, যে মন খারাপের কারণ আপনারা খুঁজে পান না। অথবা এমন মন খারাপ হলেও আপনারা মন ভাল করার জন্য কি করেন? আকাশের থেকে তাকিয়ে মাঝেমধ্যে খুব জোরে জোরে কান্না করতে ইচ্ছে করে, কান্না করে মনটাকে হালকা করে দিতে ইচ্ছে করে কিন্তু পারি আর কই ,বুকটা ফেটে যায় তবুও চোখ দিয়ে পানি বের হয় না।

তবে দিনশেষে একটি প্রাপ্তির স্থান সৃষ্টিকর্তা। কারণ আমাদের সকল অভিযোগ, সকল মন খারাপের কথা মন খুলে বলতে পারে সৃষ্টিকর্তার কাছে সে যে আমাদের অভিভাবক। তার কাছে কথাগুলো বলতে পারলেই আমাদের মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী এবং আমাদের অন্তরের খবর রাখেন। তাই যতই হতাশাগ্রস্থ থাকি না কেন যখন আল্লাহর কাছে আমার কথাগুলো সমর্পণ করতে পারবো তখন আমাদের মনটা হালকা হয়ে ভালো থাকতে পারবো। অনেক তো কথা বলে ফেললাম আর না হয় আজ নাই বলি। দেখা হবে অন্য কোন পোস্টে ভালো কোন গল্প নিয়ে সে পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাইয়া ভালো থাকা আর খারাপ থাকা জীবনটাকে ভাইয়া সবসময় হাসিখুশি রাখতে হয়। প্রতিটা মানুষের জীবনে হতাশা, সুখ সবকিছুই আছে এবং মানুষ কষ্টটাকে আড়ালে রেখে সব সময় মুখটা হাঁসি রাখে। এটাই মানুষের জীবন। মানুষের জীবনটা ভাইয়া স্রোতের মতো। কখনো মন ভালো থাকে। কখনো মন খারাপ থাকে সবমিলিয়ে এই জীবন। ভাইয়া এমন হয়ে থাকে। কি কারণে যে মন খারাপ হয় মন খারাপের কারণ খুঁজে পায় না। কোন কিছুতে প্রশান্তি খুঁজে পায় না। মানুষের জীবনটা ভাইয়া বৈচিত্র্যময়। আমাদের উচিত হবে মানুষের কাছে আশা না করে সৃষ্টিকর্তার কাছে সকল মন খারাপের কথা বলার। কারণ সেই একমাত্র মনটা ভালো করতে পারবে।তিনি উত্তম পরিকল্পনাকারী। আমাদের হতাশা দূর করতে সব সময় সৃষ্টিকর্তা প্রতি শুকরিয়া আদায় করতে হবে। জি ভাইয়া আকাশের দিকে তাকিয়ে কান্না করতে ইচ্ছা করে কিন্তু কিছুই পারি না ভাইয়া। বুকটা ফেটে যায়। আল্লাহর উপর ভরসা রাখি। একটাই আশা যে সৃষ্টিকর্তা আছেন। এটাই আমাদের শেষ ভরসা

সকল চিন্তার মধ্যে আমরা যেন ভালো থাকতেই ভুলে যাচ্ছি ক্রমাগত। এইরকম মন খারাপ পরিস্থিতির মধ্যে আমি রয়েছি ভাই। অনেক কষ্টে অনেক ডিপ্রেশনে অসুবিধায় থাকলেও কাউকে কিছুই বলতে ইচ্ছা হয় না। একা একা থাকতেই ভালো লাগে। দিনশেষে ঐ সৃষ্টিকর্তার কাছে শুধু নিজের লক্ষ্যে যাওয়ার আকুতি। এভাবেই শেষ হচ্ছে একের পর এক দিন। সুন্দর লিখেছেন।

Posted using SteemPro Mobile

হুম ভাই দিনশেষে একটি প্রাপ্তির স্থান সেটা হল সৃষ্টিকর্তা। সুন্দর মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

মন খারাপ হয় না এমন মানুষ পৃথিবীতে নেই বল্লেই চলে।মন খারাপ হতে পারে কারনে অকারণে।কখনো কখনো মন খারাপের কারণ নিজেও বুঝে ওঠা মুসকিল হয়ে যায়।মন খারাপ হলে কিচ্ছু ভালো লাগে না বন্ধু,বান্ধবী দের সাথে হাসি ঠাট্টা হলেও আসলে অন্তর থেকে কিচ্ছু ভালো লাগে না।সত্যি তাই মন খারাপ হলে মনে হয় চিৎকার করে কাঁদতে পারলে হয় তো মন খারাপ টা আর থাকতো না।কিন্তুু তা হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে ওঠে না।সব থেকে সুন্দর কথা বলেছেন সৃষ্টি কর্তার কাছে আমরা সব মনের কথা খুলে বলতে পারি এবং তিনি আমাদের সকল কাজের উত্তম ফল দাতা।তিনি আমাদের মনের খবর রাখেন।সৃষ্টি কর্তা যেন সবার মন খারাপকে ভালো করে দেন সেই কামনাই করি।ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

জি আপু আমাদের একমাত্র অভিভাবক যদি সৃষ্টিকর্তা হন এটা আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের মন খারাপের মুহূর্তগুলো তার সাথে শেয়ার করলে মন খারাপ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ