আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- শীতকালীন ফটোগ্রাফি
- ২২,নভেম্বর ,২০২৩
- বুধবার
ক্যানভা দ্বারা তৈরি।
হ্যালো আমার বাংলা ব্লকবাসি কেমন আছেন আপনারা ?আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই অবগত আছেন যে আমার বাংলাব্লগ কমিউনিটিতে শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতা চলছে। গতবারও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সবাই বেশ ভালো ভালো ফটো দিয়ে অংশগ্রহণ করেছিল। এবারেও তার ভিন্ন কিছু নয় সবাই বেশ ভালই অংশগ্রহণ করছে। তাই ভাবলাম আমি আর বাদ থাকবো কেন যদিও আমি তেমন ছবি উঠানোর সময় পায়নি । কারণ যেদিন গ্রাম থেকে ঢাকাতে চলে এসেছি তারপরে দেখি প্রতিযোগিতার এনাউন্সমেন্ট দিয়েছে। আসলে শীতের মজা গ্রাম ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। তারপরও গ্রামে থাকতে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেটাই গ্রামের শীতের সুন্দর হিসেবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।আমি এবারের প্রতিযোগিতায় গ্রামে শীতের সৌন্দর্য এবং শহরের শীতের মৌসুমের কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব।তাহলে আর কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।
📸ফটোগ্রাফি📸
শিশির ভেজা ঘাস।
Device : Realme 7
What's 3 Word Location :
যখনই শীতের কথা মাথায় আসে তখনই চোখের সামনে ভেসে ওঠে কুয়াশাছন্ন চারিপাশ অথবা শিশিরে ভেজা ঘাস। শীত নিয়ে ভাবলেই মনে পড়ে যায় চারপাশে থাকবে কুয়াশাচ্ছন্ন আর যখন আমরা একটু মাঠের দিকে যাব তখন ঘাসগুলো উপর শিশির বিন্দু উপর একটু সূর্যার আলোই তা ডায়মন্ডের মত জ্বলতে থাকবে। আর শিশির ভেজা ঘাসে শীতের সকালে খালি পায়ে হাঁটতে অসম্ভব ভালো লাগে।
📸ফটোগ্রাফি📸
ধানের ক্ষেত।
Device : Realme 7
What's 3 Word Location :
শীতের সকালে কখনো মাঠে গিয়েছেন? শীতের সকালে মাঠের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর। চারিপাশে কুয়াশায় ঘিরে যায় দূরে কোন বড় গাছ থাকলে সেটা আবছা আবছা দেখা যায়। আর ধানের ক্ষেতের সৌন্দর্যটা মনে হয় যে এরা নতুন রূপে সেজেছে। যখন ধানের শীষের উপর শিশির বিন্দু জমে থাকে তা দেখতে অসম্ভব সুন্দর লাগে।
📸ফটোগ্রাফি📸
কর্মব্যস্ত মানুষ।
Device : Realme 7
What's 3 Word Location :
শীতের কুয়াশাচ্ছন্ন সকাল হোক আর গরমের প্রচন্ড রোদ হোক কৃষকের কাজ তো করতেই হবে। তারা সবসময় কর্মে ব্যস্ত থাকে। শীতের সকালেও তারা শীতকে উপেক্ষা করে মাঠে চলে যায় তাদের আবাদি জমি চাষ করার জন্য। এখন তো একটি সিজনে অনেক ধরনের ধান চাষ করা যায়। তারা সকাল সকাল চলে যায় ধান রোপন করার জন্য। সেরকম একটি ছবি আপনাদের মাঝে তুলে ধরেছি।
📸ফটোগ্রাফি📸
পেঁয়াজের ক্ষেত।
Device : Realme 7
What's 3 Word Location :
শীতের সকালে গ্রামের মাঠে গেলে অনেক ধরনের প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে। নীরব প্রকৃতির সৌন্দর্যটাই অন্যরকম যা ভাষায় প্রকাশ করা যায় না। বিশেষ করে বিভিন্ন ধরনের শস্য ক্ষেতগুলো দেখতে বেশি ভালো লাগে। আপনাদের মাঝে ছবি তো উপস্থাপন করেছি পেঁয়াজের ক্ষেত এটা বেশি বড় হয় না। তবে শিশির ভেজা পেঁয়াজের গাছ দেখতে বেশ ভালো লাগছে।
গ্রামে শীতের আসল সৌন্দর্যের মজা খুঁজে পাওয়া যায়। সাধারণত গ্রাম অঞ্চলে অনেক বেশি শীত পড়ে। চলুন দেখে আসি ঢাকা শহরের শীতের কি অবস্থা।
শহর আর গ্রামের শীতের সৌন্দর্য আলাদা। আবার ভিন্ন ভিন্ন শহরে শীতের সৌন্দর্য ভিন্ন রূপে দেখা মেলে। যেহেতু আমি আছি ঢাকা শহরে, তাহলে তো ঢাকা শহরের শীতের সৌন্দর্য আপনাদের মাঝে কিছুটা হলেও উপস্থাপন করতে হবে। তবে এখনো এই ব্যস্ততম নগরীতে শীতের দেখা মেলেনি হয়তো জ্যাম জটে আটকে আছে 😃😃। তারপরও যতটুকু সৌন্দর্য পেয়েছি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি।
📸ফটোগ্রাফি📸
নৌকা পারাপার।
Device : Realme 7
What's 3 Word Location :
পোস্টের প্রথম দিকেই বলেছিলাম ঢাকা চলে আসার পর দেখি প্রতিযোগিতা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ।হয়তো গ্রামে থাকলে শীতের সৌন্দর্যটা আপনাদের মাঝে আরো ভালোভাবে শেয়ার করতে পারতাম। তবে ঢাকা চলে এসেছি তো কি হয়েছে শীত থাকুক আর না থাকুক শীত খুঁজতে তো বের হতেই হবে। যারা ঢাকাতে বসবাস করেন তারা জানেন ঢাকাতে এখন পর্যন্ত শীতের ছিটেফোটাও নাই। তবে ভেবেছিলাম সকাল ছয়টার দিকে হয়তো সদরঘাটের দিকে গেলে শীতের দেখা মিলতেও পারে ।তাই অনেক সকালে ঘুম থেকে উঠে শীতের সৌন্দর্য খোঁজার জন্য চলে গিয়েছিলাম সদরঘাটে। তবে যেভাবে আমি ভেবেছিলাম পুরা তার উল্টোটা হয়েছে। এখানে শীতের কোন দেখায় মেলেনি। তবে দেখা মিলেছে কর্মব্যস্ত মানুষের।
📸ফটোগ্রাফি📸
শীতের কষ্ট।
Device : Realme 7
What's 3 Word Location :
শীত সবার জন্য আনন্দ বয়ে আনে না। বিশেষ করে যারা গৃহহীন অথবা খুব কষ্ট করে জীবন যাপন করে তাদের জন্য শীতের মৌসুম খুব একটা ভালো যায় না। উপরের ছবিতে দেখছেন তারা রাতে নৌকাতে ঘুমিয়ে গিয়েছে একটি ছোট মশাই টানিয়ে আর একজন ভ্যানে । এই যদি অনেক বেশি শীত পড়তো ভাবুন তো তাদের কতই না কষ্ট হতো। ঢাকা শহরে অথবা অন্য শহরগুলোতে এমন হাজার হাজার মানুষ পাওয়া যাবে তাদের রাতে ঘুমানোর জায়গা নেই, তাদের নেই শীত নিবারণের জন্য কাপড়। আমরা যেভাবে শীতটাকে উপভোগ করি তারা সেভাবে শীতটাকে কষ্টের মধ্য দিয়ে পার করে। শহরে একটু বেশি শীত পড়লে এমন মানুষের কষ্ট অনেক বেড়ে যায়। তারা শীতের জন্য জড়োসড়ো হয়ে গায়ের উপর ছোট একটি কাপড় দিয়ে শুয়ে আছে। তবে এখনো শহরে সেভাবে শীতের দেখা মেলেনি।
📸ফটোগ্রাফি📸
হালকা কুয়াশার দেখা।
Device : Realme 7
What's 3 Word Location :
সদরঘাটে এসে শীতের দেখা না মেলায় আমরা হতাশ হয়ে গিয়েছি এত সকালে এসেও শীতের দেখা মিলল না। তাই আমরা বাবুবাজার ব্রিজ পার হয়ে অন্য এলাকায় যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। বাবুবাজার ব্রিজ থেকে নদীর অন্য দিকটাতে কেমন যেন একটু কুয়াশা দেখা পাচ্ছিলাম তাই ব্রিজের উপর দাঁড়িয়ে দু একটা ছবি তুলি।
📸ফটোগ্রাফি📸
একটু শীতের দেখা।
Device : Realme 7
What's 3 Word Location :
অনেকটা পথ পাড়ি দিয়ে চলে গিয়েছিলাম গ্রাম অঞ্চলে। ভেবেছিলাম পাবো কুয়াশাচ্ছন্ন চারিপাশ কিন্তু তার হয়ে উঠলো কই। যেতে যেতে চলে গেলাম একটি কাশবনে। ওখানে গিয়েও তেমন কিছু দেখা পেলাম না হঠাৎ দেখলাম একটি পাখি গাছ থেকে উড়ে যাচ্ছে। তবে শীত লাগছিল একটু একটু যখন বাইক রাইড করতে ছিলাম। আমরা হতাশ হয়ে ফিরে আসি একটি ব্রিজের উপর। এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম অনেক বড় একটি প্রজেক্ট এর কাজ হচ্ছে। চারিপাশে একটু শীতের আবহাওয়া অনুভব হচ্ছিল বেশ কিছু সময় দাঁড়িয়ে উপভোগ করি। তবে বেশ ভালো সময় কাটিয়েছিলাম সব মিলিয়ে ভালো লেগেছে।
এমনিতেই শহর অঞ্চলের শীত অনেকটা কম । এটা ঢাকা শহর এখানে তো পৌষ মাসেও শীতের দেখা মেলে না। তাও অনেক সকালে বের হয়েছিলাম শীতের সৌন্দর্য খুঁজে বের করার জন্য। আমি মনে করি প্রত্যেক এলাকাতেই প্রতি মৌসুমে আলাদা কিছু সৌন্দর্যের দেখা মেলে। ব্যস্ততম নগরীতেও শীতের সৌন্দর্যের দেখা মিলবে সেই আশায় বের হয়েছিলাম। এই নগরীতে হয়তো এমনটাই শীতের দেখা মেলে। যেহেতু আগে কখনো শহরের শীতের সৌন্দর্য খোঁজার জন্য বের হওয়া হয়নি। তবে আমি যেমন আশা করেছিলাম ঠিক তেমনটা পায়নি। হয়তো আরো এক মাস পর অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে শহরে কিছুটা হলেও শীতের দেখা মিলবে। তবে সকালটা বেশ ভাল ছিল অনেক অভিজ্ঞতা হয়েছে।
শীতের আসল মজা এবং শীতের যে সৌন্দর্য সেটা একমাত্র গ্রামে খুঁজে পাওয়া যায়। তবে এখনো গ্রামে তেমন শীত শুরু হয়নি আরো কিছুদিন পর অনেক বেশি শীতের দেখা মিলবে ।কনকনে শীতের মাঝে সকালে ঘুম থেকে উঠে আগুন জ্বালিয়ে বসে থাকা এমন এমন পরিবেশ বেশ উপভোগ করি। তবে এটা আমরা শখের বসে করে থাকি।
শহরে হয়তো অতটা শীত পড়বে না ।তারপরও আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখবো সুবিধা বঞ্চিত মানুষদের যাদের শীত নিবারণের জন্য নেই পর্যাপ্ত কাপড় নেই। আমরা গ্রামে যারা বসবাস করি তারা বিশেষ করে আমাদের মত যারা আছে তারা শখের বসে আগুন জ্বালিয়ে সেটাকে উপভোগ করার চেষ্টা করি।কিন্তু যাদের পর্যাপ্ত শীত নিবারণের উপায় নেই তারা তাদের প্রয়োজনে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
শীতকালীন সৌন্দর্যের ফটোগ্রাফি পোস্টগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম।
বিশেষ করে প্রথম সিরিয়ালের ফটোগুলো সব থেকে বেশি ভালো লেগেছে।
প্রতিনিয়ত আপনার ফটোগ্রাফি সৌন্দর্য সত্যিই আমাদের সবাইকে বিমোহিত করে তুলছে।
আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই উপলব্ধি করা যায় শীতকালীন সৌন্দর্যটা।
শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ঢাকা শহরে তেমন একটা শীত খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র পৌষ মাসের দিকে হাতিরঝিলে কিছুটা শীতের দেখা মেলে। শীতের কিছু দারুন ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগলো। যদিও ঢাকায় তেমন একটা শীত নেই তারপরও আপনি অনেক খোঁজাখুঁজি করে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতা উপলক্ষে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখার মত ছিল। বিশেষ করে সদরঘাট এ নৌকার ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগলো আমার কাছে। আপনার জন্য শুভকামনা রইল আশা করি ভালো কিছু হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এখন সবাই অনেক সুন্দর সুন্দর শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করছে, যেগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। আপনিও অনেক সুন্দর করে শীতকালীন সৌন্দর্য তুলে ধরেছেন প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে, যা দেখতে পেরে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে যেনে খুব ভালো লাগলো। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি তো দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। শহর আর গ্ৰাম মিলিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমেই বুঝা যাচ্ছে শহর আর গ্ৰামের মধ্যে কতটা পার্থক্য। যেখানে দেখা যাচ্ছে শীতের জন্য গ্ৰাম এক অপরূপ সৌন্দর্যে মেতে উঠেছে আর অন্য দিকে শহরে শীতের কোনো নামও নেই। ধন্যবাদ ভাইয়া শীতকালীন পার্থক্য এভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে শীতের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করতে পেরেছেন। সবচেয়ে বেশি ভালো লেগেছে ঘাসের উপর শিবির বিন্দুর ফটোগ্রাফি গুলো। এত সুন্দর ফটোগ্রাফি গুলোর মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগের শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় তোমার অংশগ্রহণ দেখে অনেক বেশি খুশি হয়েছি। তুমি যে ফটোগ্রাফিতে বেশ পাকা সেটা ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যায়। শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় তুমি শহর এবং গ্রামের শীতকালীন সৌন্দর্য নিয়ে বেশ সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করেছো। তুমি সত্যি বলেছো গ্রামেই শীতকালের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর শীতকালীন ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা তো মজা ভাইয়া আমি অংশগ্রহণ করব প্রতিযোগিতায় কিন্তু আপনি কেন করবেন না। অথবা আপনি করবেন আমি কেন করব না হা হা হা খুব মজার কথা। ভাগ্যিস শহরে চলে আসার সময় সুন্দর সুন্দর শীতকালীন ফটোগ্রাফি গুলো নিয়েছিলেন। যার কারণেই আপনার মাধ্যমে এত সুন্দর দৃশ্য গুলো দেখতে পেলাম। সত্যি বেশ ভালই লাগলো আপনার শেয়ার করা শীতকালে গ্রামীন দৃশ্যের ফটোগ্রাফি গুলো। সবচেয়ে বেশি ভালো লাগলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit