প্রকৃতির অপরূপ সৌন্দর্য ||টাঙ্গুয়ার হাওর পর্ব-১||

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • টাঙ্গুয়ার হাওর
  • ১৩,অক্টোবর ,২০২৩
  • শুক্রবার

PhotoEditor_20231013212430876.jpg


হ্যালো আমার বাংলাব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনারা যারা আমার পোস্টগুলো পড়েন তারা অবশ্যই জানেন আমার ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগে প্রকৃতিকে উপভোগ করতে। আমার ভ্রমণ পর্বের কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। ঘুরতে গিয়েছিলাম সুনামগঞ্জ জেলায় তাহেরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওড় সহ আরো দর্শনীয় স্থান। গত পর্বগুলোতে আমি একে একে শেয়ার করেছি শিমুল বাগান, নীলাদ্রিলেক, লাকমাছড়া ঝর্ণা। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য।


IMG20230830151925-01.jpeg

IMG20230830150615-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

গত পর্বে আপনাদের সামনে গল্প করেছিলাম টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য নৌকা ঠিক করতে গিয়ে বেশি দাম চেয়েছিল তাই হঠাৎ করেই অন্য একটি দর্শনীয় স্থানে ঘুরে এসেছিলাম। ওখানে ঘোরাঘুরি শেষ করে আবারো চলে আসি টেকেরঘাট । এখান থেকে নৌকা ঠিক করে আমাদের টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে। অনেক দামাদামি করার পর একটা নৌকা পেলাম আমরা আমরা ওই নৌকাটাতে দুইটা মোটরসাইকেল উঠিয়ে রওনা করি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে।


IMG20230830153604-01.jpeg

IMG_20231013_21192648-01.jpeg

IMG_20231013_21200470-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

সাধারণত সকল পর্যটকের দেখা মেলে ওয়াজ টাওয়ারের ওইখানে কি সবাই ওইখানে বড় বড় হাউসবোট রেখে ঠান্ডা পানিতে গোসল করে থাকেন। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় । এটি বাংলাদেশের সব থেকে বড় হাওর যা মেঘালয়ের বড় বড় পাহাড় ঘেঁষে অবস্থিত। মেঘালয়ের অনেক ঝরনার পানি এখানে মিশে। আমরা যখন টেকেরঘাট থেকে নৌকায় উঠে টাঙ্গুয়ার হাওরের গভীরে যেতে থাকি তখন পিছনের সৌন্দর্যটা অসম্ভব ভালো লাগছিল। মেঘালয়ের বড় বড় পাহাড় যেন আকাশ ছুয়ে গিয়েছে আমরা সেটা নৌকায় বসে বসে উপভোগ করছি। টাঙ্গুয়ার হাওরের নীল পানির সাথে পাহাড়ের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর লাগছিল। আমরা যেহেতু বাইক নিয়ে অন্য একটি রাস্তা দিয়ে এসেছিলাম তাই টাঙ্গুয়ার হাওরের ভিতর থেকে পাহাড়ের সৌন্দর্য এত ভালো লাগবে সেটা বুঝতে পারিনি। তবে যাওয়ার সময় এই সৌন্দর্য দেখে সত্যি অনেক মুগ্ধ হয়ে গিয়েছে। টেকের ঘাট থেকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যেতে সময় লাগবে ২ ঘন্টা। আমরা একটু ভয় ভয় ও ছিলাম কারণ আমাদের নৌকাটা অনেক ছোট ছিল। সাথে দুইটা বাইক যদি একটু বাতাস হয় তাহলে নৌকা হেলে দুলে অবস্থা খারাপ হয়ে যাবে।


IMG_20231013_21191477-01.jpeg

IMG20230830153608-01.jpeg

IMG20230830155617-02.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমার বন্ধু অংকন তো ভয়ে জড়োসড় হয়ে বসে ছিল। আমি তো নৌকার মাঝির কাছে বসে বসে টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমরা যত টাঙ্গুয়ার হাওড়া গভীরের দিকে যাচ্ছিলাম ততোই পাহাড় আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল আর পাহাড়ের সৌন্দর্যটাও ভিন্ন ভাবে উপভোগ করতে থাকি। এই সময় টাঙ্গুয়ার হাওরে অনেক পর্যটকের দেখা মেলে। তারা বড় বড় হাউসবোটে পুরা টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করে। আমাদের বাজেট কম থাকায় আমরা তাদের মত রাতে এবং দিনে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারিনি। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে টাঙ্গুয়ার হাওরের গভীরের সৌন্দর্য নিয়ে এবং আমাদের ওয়াচ টাওয়ারের ওখানে গিয়ে গোসল করার মুহূর্ত শেয়ার করব ।সে পর্যন্ত সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার গত পর্ব দেখা হয়নি তবে এই পর্বে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে গেল। টাঙ্গুয়ার হাওর এর প্রতিটা দৃশ্য খুব সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করেছেন। এত সুন্দর জায়গায় ঘুরতে গেলে মন মানসিকতা সব ফুরফুরে হয়ে যায়। আপনাকে ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

টাঙ্গুয়ার হাওরের আজকের প্রথম পর্ব দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতির পরিবেশে বেশ চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। টাঙ্গুয়ার হাওরের প্রকৃতির সৌন্দর্য সত্যিই নজর কাড়ে। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে নৌকা করে গিয়েছেন জেনে খুব ভালো লাগলো। আসলে নৌকাতে বসে প্রকৃতির পরিবেশ চমৎকার ভাবে উপভোগ করেছেন। এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

টাঙ্গুয়ার হাওরের যত গভীরে যাচ্ছিলাম, পাহাড় গুলো ততই আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল। এই কথাটার মাঝে আমি বেশ একটা অ‍্যাডভেঞ্চার পেলাম ভাই। আগেরদিন ভাড়ার জন্য যেতে না পারলেও এইদিন চলে গিয়েছিলেন। আর সত্যি কী সুন্দর অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য। এককথায় অসাধারণ। ধন্যবাদ সঙ্গে টাঙ্গুয়ার হাওর এর এই পর্বটা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

আসলে টাঙ্গুয়ার হাওর এর অনেক গল্প শুনেছি এবং অনেক ভিডিও দেখেছি ।যার কারণে ওখানে যাওয়ার প্রতি বেশ আগ্রহ। যদিও এখন পর্যন্ত যাওয়ার সুযোগ হয়নি ।তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আগ্রহ আরো বেড়ে গেল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।