শখের ফটোগ্রাফি পর্ব-৫৫||ফুলের সৌন্দর্য। ||

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ফুলের সৌন্দর্য
  • ২৭,এপ্রিল ,২০২৩
  • শনিবার

IMG_20240427_221000.jpg


আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকে আমার ফটোগ্রাফি পর্ব সাজিয়েছি ফুলের সৌন্দর্য নিয়ে। আমরা সবাই ফুল অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে ফুলের সৌন্দর্য ফুলের ঘ্রাণ আমাকে সবসময় মুগ্ধ করে । বিশেষ করে গোলাপ ফুলের সৌন্দর্য সবথেকে বেশি ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।


📸ফটোগ্রাফি📸


IMG20240410235733-01.jpeg

IMG20240410235739-01.jpeg


গোলাপ।
Device : Realme 7
What's 3 Word Location :

  • আমাদের অধিকাংশ মানুষের পছন্দের ফুল হলো গোলাপ ।গোলাপের আবার অনেক ধরনের জাত আছে ।বিভিন্ন কালারের বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল দেখা যায়। আজকের ফটোগ্রাফিতে গোলাপের ছবিগুলোই বেশি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। বিভিন্ন কালারের গোলাপ একসাথে দেখার সুযোগ হয়েছিল একটি স্থানে ঘুরতে গিয়ে। সাদা গোলাপ দেখতো বেশ চমৎকার লাগে।

📸ফটোগ্রাফি📸


IMG20240403162123-02.jpeg

IMG20240403162055-01.jpeg


বাগান বিলাস
Device : Realme 7
What's 3 Word Location :

  • ফুল আমার অনেক ভালো লাগে ফুলের সৌন্দর্য সবসময় আমাকে অনেক মুগ্ধ করে। ছবিতে যে ফুল দেখতে পারছেন সেটার নাম বাগানবিলাস আবার কেউ কেউ কাগজ ফুল ও বলে থাকেন তার সৌন্দর্য টাও বেশ দারুন বিশেষ করে কালার টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

📸ফটোগ্রাফি📸


IMG20240408160458-01.jpeg

IMG20240408160508-01.jpeg


অজানা
Device : Realme 7
What's 3 Word Location :

  • এই ফুলটার নাম জানিনা কিন্তু চিনি বিশেষ করে মাঠে গেলে এই ফুলের দেখা অনেক বেশি পাওয়া যায়। যেখানে একটু পানি জমে চিকন ডাটার মতো গাছের সাথে এই ফুল গুলো ফুটেও থাকে। এই ফুল টা দেখতে অনেকটা মাইকের মতই। প্রতিটা করলে সৌন্দর্যের ভিন্ন ভিন্ন তাই এই ফুলের সৌন্দর্যটাও একটু অন্যরকম হওয়াতে বেশ ভালো লাগে দেখতে।

📸ফটোগ্রাফি📸


IMG20240406103552-01.jpeg

IMG20240406103535-01.jpeg


নাগ চাঁপা
Device : Realme 7
What's 3 Word Location :

  • ছোট একটি সবুজ গাছে সাদা রঙের ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। ফুলটির নাম নাগ চাঁপা এর আগে হয়তো দেখেছে কিন্তু এভাবে মনে নেই। তবে ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এমন অনেক ধরনের ফুল দিয়ে যদি নিজের বাগানটাকে সাজানো যায় তাহলে মন্দ হয় না।

📸ফটোগ্রাফি📸


IMG20240410174655-01.jpeg


চায়না টগর।
Device : Realme 7
What's 3 Word Location :

  • সাদা রংয়ের ছোট ফুলটির নাম আমার অজানা। ছবি দেখলে হয়তো বুঝবেন আমি গোলাপের ছবি তুলেছি ।কিন্তু যখন একটু ভালো করে খেয়াল করবেন ফোকাসটা আমি রেখেছি ছোট ফুলটার উপর। গোলাপের মাঝে ছোট ফুল টা দেখতে বেশ ভালই লাগছিল তাই ক্যামেরা বন্দি করে নিয়েছি।

📸ফটোগ্রাফি📸


IMG20240410180115-01.jpeg

IMG20240410174630-01.jpeg


নয়নতারা।
Device : Realme 7
What's 3 Word Location :

  • গোলাপের আরেকটি জাতের মধ্যে অনেক জনপ্রিয় একটি জাত হলো গোলাপি গোলাপ। দেখতে অসম্ভব সুন্দর লাগে। গোলাপী কালার টা আমার বেশ ভালো লাগে বিশেষ করে সম্ভবত মেয়েদের বেশি পছন্দ। সত্যি ফুলের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর।

📸ফটোগ্রাফি📸


IMG20231113123453-01.jpeg


লাল গোলাপ।
Device : Realme 7
What's 3 Word Location :

  • ছোটবেলায় গোলাপ নামে যে ফুলটিকে চিনতাম সেটা হলো লাল গোলাপ ।সব থেকে বেশি দেখা যায় এই লাল গোলাপটাকে বিশেষ করে ভালবাসা নিবেদন করার ক্ষেত্রেও লাল গোলাপটাই বেশি প্রাধান্য পায়। ভালোবাসায় লাল গোলাপের গুরুত্ব অপরিসীম।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।




আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রায় সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো ছিল। তবে এগুলোর মধ্যে থেকে কিছু কিছু ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে যেমন মাইকের মতো দেখতে অজানা ফুলের ফটোগ্রাফি এছাড়াও গোলাপের ফটোগ্রাফি এবং নাকচাঁপা ফুলের প্রথম ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

image.png

ফটোগ্রাফি হলো অনেক ধৈর্যর একটা বিষয়।যা সবাই ধারণ করতে পারে না।আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব নিখুঁত হয়েছে।প্রতিটি ফটোগ্রাফির সুন্দর আলোচনা করেছেন।সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার জন্য শুভ কামনা রইলো।

আমি সবসময় চেষ্টা করি ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

ফুলের সৌন্দর্য সব সময় আমাদের মুগ্ধ করে। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাইতো ফুলের ফটোগ্রাফি গুলো দেখলেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেই সাথে বর্ণনা গুলোও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

আপনার মত আমার ওপর অনেক বেশি ভালো লাগে তাই তো আপনাদের মাঝে শেয়ার করে থাকি।

ভাই, খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে আপনি যে ফুলকে গোলাপি গোলাপ ফুল বলেছেন, আমরা সেই ফুলকে নয়নতারা ফুল বলি। আর হ্যাঁ যে ফুলটিকে আপনি চিনতে পারছেন না, মাঠে যেই ফুলটি হয় সেই ফুলটি হচ্ছে কলমি ফুল। যাইহোক ভাই, চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

জি ভাই ওই ফুলটা মাঠে হয়ে থাকে তবে নামটা মনে ছিল না নামটা জানানোর জন্য ধন্যবাদ।

ফটোগ্ৰাফি করা একটা আর্ট আমি মনে করি। তাছাড়া সময় নিয়ে ফটোগ্ৰাফি করলে সেই ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে নয়নতারা এবং নাগ চাঁপা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া কোন সুন্দর জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি এত সুন্দর করে ফটোগ্রাফিগুলো করেছেন আর আমাদের সবার মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে।

আমার ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু।

আপনি বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেন তা আমরা সকলেই জানি। প্রথমেই গোলাপ ফুলেরই ফটোগ্রাফিটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম ও বাগান বিলাস ফুলটি অসাধারণ ছিল। আমার ইচ্ছা আছে গেটের সামনে বাগান বিলাস ফুল লাগানোর। নাম না জানা ফুলটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। ছোট্ট একটি ফুল এই ফুলটার নাম নাগ চাপা। অনেক আগে দেখেছি আজকে অনেকদিন পর দেখলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

জি ভাইয়া গেটের সামনে বাগান বিলাস ফুল লাগালে মন্দ হবে না বেশ দারুন লাগবে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

আপনার ফটোগ্রাফি পোস্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে।
আজকে দুর্দান্ত ফটোগ্রাফির সৌন্দর্য উপভোগ করলাম আপনার পোষ্টের মাধ্যমে।
অসাধারণ ছিলো বিশেষ করে বাগান বিলাস কলমি ফুল।
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

বাগান বিলাস ফুল আমারও বেশ ভালো লাগে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া আপনি। প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ লাগছে আপনার করা ফটোগ্রাফির মধ্যে লাল গোলাপের ফটোগ্রাফি টা অতুলনীয় লাগছে। আসলে গোলাপ ফুলের সৌন্দর্য সবগুলো থেকে একটু আলাদা। তাইতো ভালোবাসা নিবেদন করতে গোলাপ ফুলটাই ব্যবহার করা হয়ে থাকে তাও আর লাল গোলাপ। প্রতিটা ফটোকপি সুন্দর ব্যাখ্যা করেছেন ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন গোলাপ ফুলের সৌন্দর্যটাই ভিন্ন তাই তো ভালোবাসা নিবেদন করতে গেলে গোলাপ ফুল দিয়েই করে থাকেন

গোলাপ গুলো বেশ সুন্দর। দেখে মনে হচ্ছে কোন ফুলের দোকান থেকে করেছেন গোলাপের ফটোগ্রাফি গুলো। তা ভাই কাউকে দেওয়ার জন্য ফুল কিনতে গিয়েছিলেন নাকী?? হা হা। গোলাপ বাদেও অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার লাগছে। বাগান বিলাস নয়নতারা এইগুলো বেশ সুন্দর ক‍্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

হ্যাঁ এটা ফুলের দোকান থেকে কেনা অবশ্য দোকানটাও তোমাদের এলাকার। দেওয়ার মত কেউ নেই তাই ছবি তুলেছি

ঘুরাঘুরি করতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর ঘুরাঘুরি করার সময় তো অনেক ফটোগ্রাফি করা হয়। আপনি সবসময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। আজকেও দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। ফুলগুলোকে দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। গোলাপ ফুল আসলে সবাই অনেক বেশি পছন্দ করে। আমার নিজের কাছেও গোলাপ ফুল খুব ভালো লাগে। আপনি ফটোগ্রাফি পর্বের শুরু করলেন গোলাপ ফুল দিয়ে। গোলাপ ফুল গুলো অনেক দারুণ লেগেছে। একসাথে অনেকগুলো গোলাপ থাকায় বেশি ভালো লেগেছে।

আমার ফটোগ্রাফি পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে ।আপনি শখের বসে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। আপনি ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।