গরু বাচ্চা জন্ম গ্রহন করলে গরু হয়ে যাই , ছাগলের ছানা জন্ম গ্রহন করলে ছাগল হয়ে যাই বিড়ালের ছানা জন্ম গ্রহন করলে বিড়াল হয়ে যাই আর মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় ,
আচ্ছা আগে শিশু কাদের বলা হয় সেই বিষয়ে ধারনা নেওয়া যাক ০-১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়। শিশুকে মানুষের মতো মানুষ করতে চাই একটা সুন্দর পরিবেশ,এদিকে সবার খেয়াল রাখতে হবে । সঠিক পরিবেশে শিশু কে মানুষ করতে পারলে শিশুর ভবিষৎ নিয়ে আর চিন্তা করতে হবে না পরিবারের ।
নিচে শিশুদের সুন্দর পরিবেশ তৈরির চ্যালেঞ্জ সমুহ...
- পরিবার থেকে এখনো মায়েদের নির্যাতনের স্বীকার হতে হচ্ছে ।
- নিম্ন মধ্যবিত্তদের পরিবারে বাবা মা সবারই কাজ করতে হয় বাইরে তাই তাদের সন্তানদের খোজ খবর সেইভাবে নিতে পারে না।
- সমাজের মানুষের মধ্য সম্পৃক্ততা কম ।
- অসচেতনতার প্রভাব রয়েছে।
- পিছিয়ে পড়া জনগোষ্টি শহরে এসে বিভিন্ন বস্তিতে বসবাস করছে এতে বাচ্চারা সুন্দর পরিবেশ পাচ্ছে না।
- দারিদ্রতার ফলে শিশুদের সংসারের হাল কাধে তুলে নিতে হচ্ছে তাই তারা পড়াশোণার থেকে পিছিয়ে পরছে।
- বর্তমান সমাজে মাদকের প্রভাপ পরছে।
- মোবাইলে বাচ্চাদের গেইমের জন্য পড়ালেখা থেকে তারা দূরে সরে যাচ্ছে।
এই সকল সমস্যা রোধে সরকার বিভিন্ন সমাইয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করলে ও এতে সমাজের তেমন কোনো উন্নতি সাধিত হয় নি সুতরাং আপনার আমার দায়িত্ব সমাজ কে ঠিক ভাবে সাজানো তা না হলে মেধা শুন্য জাতিতে পরিনত হতো হবে আমাদের আজকের শিশুদের । তাহলের শিশুরা মানুষের মতো মানুষ হতে পারবে।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
@mrandy
পরিচিতি মূলক পোস্টের এর আগে আমার বাংলা ব্লগ কমিউনিটি,, নিউ মেম্বারদের অন্য কোনো পোস্ট গ্রহণ করে না। আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
কমিউনিটি সকল নিয়ম জানতে হলে
নিচের লিঙ্ক টি ফলো করুন -
👉https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
আরো কিছু জানতে জয়েন করুন আমাদের Discord এ 👉 Link: https://discord.gg/Zxjzbn7A
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit