আসসালামুআলাইকুম,
আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমার সহস্তে লিখা একটি কবিতা শোনাবো ।কবিতাটির নাম সেই মেয়েটির কথা ।
চলুন এবার তাহলে শুরু করি,
প্রিয়তমা
মোঃ মাহবুবুর রহমান
প্রিয়তমা, তোমার কাছে কিছুই চাইনা আমি।
যদি কখনও ইচ্ছে করে,তোমার নরম হাতের পরশ দিও আমায়।
তোমার চোখে চোখ রেখে যখন ক্লান্ত হয়ে পড়ি,
তখন তোমার নরম তুলতুলে হাতে, একটু আদর করে দিও।
নিজেকে যখন খুব একা মনে হয়,
তখন না হয় আমাকে একটু জরিয়ে ধরো,
অন্ধকারে নিশিতে যখন তোমার প্রেমে আচ্ছন্ন থাকি,
তখন না হয় আমাকে একটু সঙ্গ দিও।
প্রিয়তমা, তোমার কাছে কিছুই চাইনা আমি,
শুধু তোমার যৌবনের অমিয় সুধাই সিক্ত করো আমায়।
যখন মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়,
তখন না হয় একটু দেখা দিও।
যখন তুমি আমার খুব কাছে থাকো,
তখন তোমার মিষ্টি চুলের একটু ঘ্রাণ শুকতে দিও আমায়।
প্রিয়তমা,তোমার কাছে শুধু এইটুকু দাবি,
এভাবেই ভালবেসে যেও আমায়।
- বর্তমান সময়ের অনেক প্রেমেই অনেক চাওয়া পাওয়ার মিশ্রণে আবদ্ধ থাকে। কিছুই চাইনি বলেও অনেক কিছু চেয়ে ফেলার সংজ্ঞাটাই যেনো এখন প্রেম। আর সেসকল তিক্ত বিষয় গুলোকে কেন্দ্র করেই আমার লেখা এই কবিতাটি। তবে আমি চাই সুস্থ ভালবাসার জয় হোক ।আবার সুস্থ হয়ে যাক সমাজের স্বর্গীয় সব ভালোবাসা গুলি।
কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ।ধন্যবাদ সবাইকে।
----------------------------------
Cc @rme
@rex-sumon
কে আমি?
আমি মোঃ মাহবুবুর রহমান । পেশায় একজন প্রকৌশলী । আমি পজিটিভ চিন্তার একজন মানুষ। স্বপ্ন দেখতে ভালবাসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে পথ চলি।