লেভেল ০১ হতে আমার শিক্ষা। By @mstnusrat । ১০% লাজুক শেয়ালের জন্য।

in hive-129948 •  3 years ago 

IMG-20211216-WA0000.jpg

আসসালামু ওলাইকুম এবং আদাপ। আমি নুসরাত আজ লেভেল ০১ এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছি। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী।

আমার বাংলা ব্লগ একটি ভালোবাসার জায়গা৷ এখানে কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে।

Steemit এমন একটি প্লাটফর্ম যেখানে আমাদের ক্রিয়েটিভিটি, বিভিন্ন কন্টেন্ট এবং মেধার মূল্যায়ন করা হয়। ফেসবুক, টুইটার বা অনান্য মাধ্যমে যখন জনপ্রিয় হয় তখন তারা নিজেরা লাভবান হয় কিন্তু এখানে লাভের অংশ সকল ইউজারদের মাঝে ভাগ করে দেওয়া হয়।এটি একটি রিওয়ার্ড ভিত্তিক ওয়েবসাইট। এই ওয়েব সাইটের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। আমাট বাংলা ব্লগেও কন্টেন্ট লেখার বিভিন্ন নিয়মকানুন রয়েছে।
আমও লেভেল ০১ এর মাধ্যমে বেসিক কিছু নিয়ম কানুন শিখেছি এবং ভালো ভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি।

১.কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?

উত্তর : স্পামিং স্টিমিট ওয়েবসাইটে সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটি কাজ। স্পামিং বলতে বোঝায় এমন কোনো কাজ বার বার করা যা অন্যদের বিরক্ত করে। অর্থাৎ অপ্রোয়জনীয় কোনো জিনিস কাউকে বার বার পাঠানো।
স্পামিং কয়েক ধরনের হতে পারে। যেমন, কেউ একটি ভ্রমণ, বিষয় অথবা বইয়ের উপর বার বার পোস্ট করলে বা একই বিষয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বললে বা একই ছবি অনেক পোস্টে বার বার শেয়ার করলে স্পামিং হয়। এছাড়াও প্রয়োজন ছাড়া একই ব্যক্তিকে বার বার মেনশন দেওয়া, ভোট চাওয়া, ফলো চাওয়া স্পামিং এর আওতায় পরে। কোনো একটি বিষয়ে পোস্ট লিখে অন্য বিষয়ে ট্যাগ দিলে এবং বার বার একই কাজ করতে থাকলে স্পামিং হয়। তাই স্টিমিট ওয়েবসাইটে এসকল কাজ করা একদম নিষিদ্ধ।

২.ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তর : কঁপিরাইট হচ্ছে একটি আইন। এই আইন অনুযায়ী অপরের কোনো লেখা, আর্ট বা ছবি তার অনুমতি না নিয়ে ব্যবহার করা যাবে না। অনুমতি নিয়ে ব্যবহার করলেও কোনো আর্থিক লাভবান হওয়া যায় এমন কোথাও ব্যবহার করা যাবে না।

আমরা অনেক সময় গুগোলে সার্চ দিয়ে অনেক ফটো আমাদের পোস্টের সাথে মিল রেখে নিয়ে থাকি। কিন্তু ওগুলো সব কোন না কোনো সাইট থেকে কপিরাইট করা।তাই স্টিমিটে ওই সকল ফটো আমরা ব্যবহার করতে পারবো না। সবচেয়ে ভালো হয় নিজের তোলা বার আর্ট করা ফটো ব্যবহার করলে।কিন্তু তাও যদি না হয় তাহলে আমরা কপিরাইট ফ্রি কোনো ওয়েবসাইট থেকে ছবি নিয়ে সোর্স উল্লেখ করে ব্যবহার করতে পারবো। বা ওইসকল ওয়েবসাইটের শর্ত গুলো মেনে ফটো নিতে পারবো।

৩. তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তর : নিচের ওয়েবসাইট গুলো থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যা।
pixabay.com
www.pexels.com
www.freeimages.com
stocksnap.io

৪. পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

উত্তর : ট্যাগ হলো কোনো কন্টেন্ট এর কী ওয়ার্ড। পোস্ট করার শেষে ট্যাগ ব্যবহার করতে হয়। যাতে ওই ট্যাগ থেকে একই ধরনের সকল পোস্ট আমরা খুঁজে পাই।
যেমন, কেউ রেসিপি পোস্ট করলে সেই সম্পর্কে ট্যাগ ব্যবহার করবে, recipe curry fish bangladesh ইত্যাদি।এবং এইসকল ট্যাগ অনুযায়ী আমরা খুব সহজেই রেসিপি সংক্রান্ত সকল পোস্ট দেখতে পারবো।

ট্যাগ নির্বাচন করতে হয় কন্টেন্ট এর ভিত্তিতে। অর্থাৎ যে যেবিষয়ে পোস্ট করবে তাকে সেবিষয়ে ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন কেউ ভ্রমণ করলে সেই বিষয়ের ট্যাগ হবে travel travelling tour bangladesh hill sea ইত্যাদি ৭ টি ট্যাগ ব্যবহার করে আমার বাংলা ব্লগে পোস্ট করতে হবে।
কেউ যদি বুক রিভিউ লিখে ট্যাগ ব্যবহার করে আর্ট পোস্টের তবে তা গ্রহণযোগ্য হবে না।আর একই কাজ বার বার করতে থাকলে তা স্পামিং এর পর্যায়ে যাবে।

৫. আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তর : আমার বাংলা ব্লগে অনেক প্রায় সকল বিষয়ে পোস্ট করা গেলেও কিছু বিষয়ে পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
যেমন, নারীর প্রতি বিদ্বেষ বা সম্মান ক্ষুন্ন করে এমন কোনো পোস্ট, শিশুশ্রম বিষয়ক পোস্ট, বর্ণবাদ বা কোনো জাতি, সত্তা ও ধর্ম নিয়ে নিন্দাসূচক পোস্ট, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে হেয় করা বা আক্রমণাত্বক পোস্ট, কোনো রাজনৈতিক দলের প্রসংশা বা নিন্দাসূচক পোস্ট, nsfw ট্যাগ ব্যবহার না করে কোনো অশ্লীল বা ভয়ংকর পোস্ট, চাইল্ড পর্নোগ্রাফিক কন্টেন্ট পোস্ট, সামাজিক বৈষম্যমূলক পোস্ট, কুসংস্কার বা অবৈজ্ঞানিক বা আজগুবি কোনো পোস্ট ইত্যাদি বিষয়ের পোস্ট গুলো আমার বাংলা ব্লগে করে একদম নিষিদ্ধ।

৬. প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর : প্লেগিয়ারিজম এর বাংলা হলো চৌর্যবৃত্তি। অন্যের লেখা কোনো কন্টেন্ট একদম নিজের নামে চালিয়ে দেওয়া বা কিছুটা পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া কে প্লেগিয়ারিজম বলে। কেউ যদি অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয় তাহলে তার পোস্টটি প্লেগিয়ারিজম এর আওতায় এনে মিউট করে দেওয়া হয়।
তবে অন্যের লেখা থেকে অনুপ্রাণিত হয়ে কোনো তথ্য সংগ্রহ করে লিখলে নিজের লেখা অবশ্যই ৭০% হতে হবে। বাকি ৩০% কিছু নিয়ম মেনে লেখকের লেখা নেওয়া যাবে।

৭. re-write আর্টিকেল কাকে বলে?

উত্তর : re- write আর্টিকেল হলো পূর্বের কোনো বিষয়ে আবার নতুন করে নিজে লেখা। অর্থাৎ মহাকাশ, মহাসাগরীয়, মহাদেশীয় বিভিন্ন বিষয়ে কেউ লিখতে গেলে অবশ্যই কিছু অথেনটিক সোর্স থেকে প্রধান তথ্য গুলো সংগ্রহ করতে হবে। যেমন মহাসাগরীয় তথ্য, গ্রহ, নক্ষত্র বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিজের রিসার্স এর মাধ্যমে ৭৫ % নিজের লেখা এবং বাকি বিভিন্ন তথ্য নিয়ম মেনে নিয়ে লেখা আর্টিকেলই হলো রি-রাইট আর্টিকেল।

৮. ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তর : রি-রাইট আর্টিকেল লেখার ক্ষেত্রে নিজের লেখে অবশ্যই ৭৫%- ৮০% নিজের লেখা হতে হবে। বিভিন্ন ওয়েবসাইট থেকে যেসকল তথ্য সংগ্রহ করে লেখা হয়েছে তার রেফারেন্স দিতে হবে। সংগ্রহ করা তথ্য গুলো সবসময় ইনভার্টেট কমার মাঝে রাখতে হবে। রি রাইট আর্টিকেলে ব্যবহৃত ছবি গুলো অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে এবং ছবিগুলোর সোর্স অবশ্যই উল্লেখ করতপ হবে।

৯.একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তর : ম্যাক্রো অর্থ বড়।
১০০ ওয়ার্ড এর কম লেখা অথবা একটি মাত্র ফটোগ্রাফি দিয়ে যদি কেউ পোস্ট করে তাহলে তা মাইক্রো পোস্ট হিসেবে গন্য করা হয়।যা কিউরেশন করা হয় না।

এছাড়া কয়েকটি ফটোগ্রাফি অথবা ২৫০ ওয়ার্ড এর বেশি এবং সর্বোচ্চ ৬৫৫৩৬ ক্যারেক্টার এর কোনো পোস্ট এখানে করা যাবে যেগুলো ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হবে এবং কিউরেশন এর আওতায় পড়বে।

১০.প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তর : আমার বাংলা ব্লগে একজন ব্লগার ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।

ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমে আপনাকে অভিনন্দন জানায়।লেভেল ওয়ান হতে আপনি স্টিমিট এর ব্যাসিক কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখন লেভেল ২ হতে আরো কিছু জানতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া। দোয়া রাখবেন।

আপনি লেভেল ওয়ান হতে অনেক কিছু শিখতে পেরেছেন। আশা করি লেভেল ২ হতে আরো নতুন কিছু শিখতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

ম্যাক্রো অর্থ বড়

এটা ভুল বলেছেন। বাকী পোস্ট মোটামুটি ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া এখানে আসলে প্রশ্ন টা আমার কাছে ক্লিয়ার না। আপনারা মাইক্রো পোস্ট কাকে বলে শিখিয়েছেন। লেকচার শিট এও মাইক্রো পোস্ট নিয়ে লেখা আছে।কিন্তু প্রশ্নের মাঝে দেখলাম ম্যাক্রো পোস্ট কাকে বলে তাই লেখা। তাই এভাবে লিখেছি। সঠিক কি সমাধান হবে দয়া করে যদি জানাতেন। ধন্যবাদ ভাইয়া।