আসলামুআলাইকুম বন্ধুগণ,
সকলে কেমন আছেন,আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে একটি পেন্সিল স্কেচ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।
[ তো স্বাগতম জানিয়ে আজকের টপিক পোস্ট পেন্সিল স্কেচ কনটেস্ট শুরু করতে যাচ্ছি ]
এটা আমার পেন্সিল স্কেচ এর পুরো ছবি।
এটা হল প্রথম ধাপ,
এটাতে শুধু কিছু অংশ আঁকানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে এটা কি তিন অংশে ভাগ করে দেখানোর চেষ্টা করছি আমি।
এটি হলো দ্বিতীয় ধাপ,
এটিতে প্রায় অর্ধেক অংশের মতো ছবি তুলে ধরা হয়েছে।
এবং এটি হলো শেষ ধাপ,
এখানে আমার পেন্সিলে আঁকা নো পুরো ছবি তুলে ধরা হয়েছে।
তো এটি ছিল আজকে আমার পক্ষ থেকে ছোট্ট একটি পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভোট করবেন।
তো ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য,